নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের নানা অসংগতি ও অনাচার দেখতে দেখতে বড় অসামাজিক হয়েছি,সামাজিক হতে খুব ইচ্ছে করে,,

অসামাজিক পথিক

অসামাজিক পথিক › বিস্তারিত পোস্টঃ

হিজড়াঃ এক অঘোষিত ডাকাত সম্প্রদায়

০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৪

দিন দিন হিজড়াদের দৌরাত্ন বেড়েই চলেছে,পথে ঘাটে এদের সামনে পড়লে নিস্তার নেই,কে রুখবে এদের?
কর্মের প্রয়োজনে প্রতিদিন আমাকে শাহবাগ,কাটাবন যাতায়াত করতে হয়,,একদিন শাহবাগ যাদুঘরের সামনে দিয়ে হেটে পিজির দিকে যাচ্ছিলাম,পথিমধ্যে হিজড়াদের একটি গ্রুপ আমাকে মশার মত জেঁকে ধরে,তাদের কথা টাকা দিয়ে যেতে হবে,আমি বললাম কিসের টাকা,বলে বেশী কথা বলে লাভ নাই,টাকা দিয়ে যেতে হবে,বেহুদা সময়ক্ষেপণ করার সময় না থাকায় আমি বললাম খুচরো নেই ১০০ টাকার নোট,বলে দেন ৯০ টাকা দিতাছি ১০ টাকা নিব,আমার সাদা দিলে কোন কাঁদা না থাকায়,আমি ১০০ টাকার নোট বের করে দিলাম,টাকা পাওয়া মাত্রই ছোঁ মেরে নিয়ে উধাও,,,আমি বুঝলাম এক ডাকাত সম্প্রদায়ের পাল্লায় পড়েছি,নিজেকে খুব অসহায়লাগলো,স্বাধীন দেশে দিনে দুপুরে এ কেমন ডাকাতি,পরে ব্যাপারটা অনেককে বললাম,এবং যা বুঝলাম তাতে সবাই কোন না কোন সময় এদের খপ্পরে পড়েছে,,,,,
অাজকের ঘটনা,যথারীথি কাটাবনে যাচ্ছিলাম,রাস্তায় দেখলাম,এক ভদ্রলোককে নাস্তানাবুদ করে ফেলেছে হিজড়া সম্প্রদায়,আমাকেও আটক করল,পড়ে কঠিন একটা ঝাড়ি দিলাম,সবাই সুর সুর করে চলে গেল,,,,
এখন কথা হল,কয়জন এভাবে ঝাড়ি দিতে পারবে,আর এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও নীরব,ধীরে ধীরে এরা যেভাবে আগ্রাসী হয়ে উঠছে তাতে রাস্তায় চলাফেরা করা দুস্কর,,,ডাকাত/ছিনতাইকারীরা তবু প্রকাশ্য দিবালোকে ডাকাতি করে না,কিন্তু এরা প্রকাশ্য দিবালোকেই আপনাকে আটকিয়ে আপনার মানিব্যগ ফাঁকা করে দিতে পারে,,,,,,,,
তাই,এদের দৌরাত্ন অতিরিক্ত বাড়ার আগেই এদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ একশন নেওয়া উচিত,নতুবা এরাই হবে ভবিষ্যতের ত্রাস।।।।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৭

আরোগ্য বলেছেন: ভবিষ্যত ত্রাস আর কি হবে? এখনই তো দিন দুপুরে ডাকাতি করে।

০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০১

অসামাজিক পথিক বলেছেন: কিছুদিন পর পিস্তল ঠেকালেও অবাক হবার অবকাশ নাই ভাই,,,

২| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫০

মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলার নেই।

৩| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: এদের চাদাবাজীতে অতিষ্ঠ সবাই , আসলেই এদের থামানোর সময় এসেছে।

০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৪

অসামাজিক পথিক বলেছেন: হুম,আসলেই

৪| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৭

নতুন বলেছেন: সমাজ এদের কাজ দেয় না। এরা বাচবেে কি ভাবে?

বাইরের দেশে এরা কোন সমস্যাই না.... তারা সমাজের দশজনের মতনই বেচে থাকে।

যদিও বত`মানে অনেকেই আছে যারা হিজড়া সেজে এই চাদাবাজী করে ।

পুলিশ এদের চাদাবাজী বন্ধ করতে হবে। আর সমাজে এদের কাজ দিতে হবে... তবে এই সমস্রা থাকবেনা।

৫| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৩

আমি মুক্তা বলেছেন: নতুন ভাইয়ের সাথে একমত। মানুষ কখন আগ্রাসী হয়ে উঠে যখন তার কথা কেউ শুনে না, তার কথা কেউ ভাবে না, কিন্তু তৃতীয় লিঙ্গের হলেও তো তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। আর কেউ কোন কর্ম না পেলে তারা যা করে সেটাই হয়ত করবে। তবে এটা ঠিক মাঝে মাঝে তারাও কিছু বাড়াবাড়ি করে ফেলে, হয়ত অন্য সব চাঁদাবাজ বা ভিক্ষুক সংগঠনদের নেতাদের চাপের মত তাদেরও কোন সংগঠন বা নেতাদের চাপ থাকে।

৬| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৭

বাকপ্রবাস বলেছেন: তারা যেন স্বাভাবিক জীবন যায় তার জন্য চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও কর্ম পরিকল্পনা। না হলে তারা নিজেদের মতো করে অপরাধজনিত কাজগুলোতে জড়িত হবে যখন তারা দেখবে আইন তাদের কিছু করছেনা, সমাজ তাদের গণনা করছেনা

৭| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

ঢাবিয়ান বলেছেন: ঢাকা শহরে যত হিজরা আছে, এরা কি আসলেই হিজরা? এদের কাজ নাই, তাই বেঁচে থাকার খাতিরে এরা এইসব চাদাঁবাজি করে এইসব কথা বলে হিজরাদের সন্ত্রাসকে আরো উস্কানি দেয়া হয়। এক পত্রিকায় এদের সম্বন্ধে একটা প্রতিবেদন পড়েছিলাম। সেখানে জেনেছিলাম যে ঢাকা শহড়ে হিজরাদের চাদাঁবাজি আসলে একটা ব্যবসা। লাভজনক এই ব্যবসায় জড়িত সুস্থ স্বাভাবিক মানুষ। প্রকৃত হিজরার সংখ্যা আসলে কম।

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৯

অসামাজিক পথিক বলেছেন: ভাল কথা বলেছেন ভাই,,

৮| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২১

অর্থনীতিবিদ বলেছেন: হিজড়া বৃত্তি একটা লাভজনক পেশা। খোঁজ নিলে দেখা যাবে এদের মধ্যে অধিকাংশই পুরুষ থেকে হিজড়াতে রূপান্তরিত হয়েছে অথবা হিজড়া সেজে চাঁদাবাজি করছে।

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫০

অসামাজিক পথিক বলেছেন: সহমত ভাই,তবে প্রশাসন উদ্যোগ না নিলে সাধারণ মানুষ আর কিবা করতে পারে,,,

৯| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
৪নং মন্তব্যের সাথে আমি একমত।


আসলে আপনার লেখায় একবারো তাদের কী করা উচিত সে বিষয়ে সুন্দর করে কিছু একটা বলেন নি(!)

আপনি ঐদলের মত, যারা শুধু নিজদেরটাই বেশি বুঝে ;)

দেখুন, যদি এদেরকে আমরা/আমাদের সরকার সঠিকভাবে ব্যবহার করতে পারতো, তবে দেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হত। আপনিও বিরক্ত হওয়ার সুযোগ পেতেন না।

ধন্যবাদ

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৭

অসামাজিক পথিক বলেছেন: মানুষ প্রকৃতিগতভাবেই স্বার্থপর,আমার টা আমি বুঝব এটাই স্বাভাবিক নয়কি?আপনি কি চান আপনার কোন আত্নীয় এদের খপ্পড়ে পড়ুক?
তাছাড়া,ব্যক্তিগতভাবে তাদের জন্য আপনি কিছুই করতে পারবেন না,যাদের সুদৃষ্টি দিলে তারা ভালভাবে চলতে পারবে তারা কোন উদ্যোগ না নিলে তো কিছু করার নেই,,,
আর সবচেয়ে বড় কথা,মাগনা টাকা পেলে কে কাজ করতে চায়?খোজ নিলে দেখা যাবে নকল হিজড়াদের ভীড়ে আসলগুলাই মহাবন আমাজনে চলে গেছে,,,

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:১৫

অসামাজিক পথিক বলেছেন: হিজড়াদের প্রতি সমবেদনা দেখে ভালো লাগল,,তারাও মানুষ,ভালভাবে বেঁচে থাকার পূর্ণ অধিকার তাদের আছে,কিন্তু কথা হল,বিভিন্ন ভাবে অভিযোজিত হওয়ার ফলে তারা অনেকটাই হার্ডলাইনে চলে গেছে,আয় উন্নতি দেখে অনেক নব্য হিজড়ার আর্বিভাব হয়েছে,
কোনদিন ওদের খপ্পড়ে পড়লে ব্লগে এসে অনুভূতি জানাইয়েন ভাই,,,,,

১০| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: আমার সবচেয়ে বিরক্ত লাগে যখন তারা বাসে উঠে বিরক্ত করে।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:০১

অসামাজিক পথিক বলেছেন: টাকা দিতে দেরী করলে অন্যরকম শাস্তির ব্যবস্থাও তাদের জানা,,

১১| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:৫০

কনফুসিয়াস বলেছেন: আমার কাছে অনেক বড় আতংক এরা। ছাএ থাকাকালীন আমার মেসে ডুকে আমায় ঘুম থেকে উঠিয়ে চাদা দাবি করেছিল।

০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৮

অসামাজিক পথিক বলেছেন: ঠিক ভাই

১২| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০০

অপু তানভীর বলেছেন: এদের কেউ কাজ দেয় না, এই কথা আগে সত্য ছিল তবে এখনকার সত্য হচ্ছে এরা নিজেরাও কাজ করতে আগ্রহী না । বসে বসে চাঁদাবাজী করে টাকা আয় করতে পারলে আর কষ্ট কে করে ! চাইলে কত রকম ভাবে টাকা আয় করা যায় কিন্তু এই বদমাইশ গুলো সেদিকে যাবেই না ।

এদের ধরে কেবল মাইর দেওয়া লাগবে । তাহলে সোজা হবে !

০৮ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৫৪

অসামাজিক পথিক বলেছেন: সহমত ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.