![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনও জীবন চমকে উঠে,নিজের কাছে যখন নিজের অবয়বটাই অচেনা মনে হয়।তখন জীবনের বয়ে চলাটা আর স্বাভাবিক থাকেনা।অনির্দিষ্ট গন্তব্য তাকে কেবলই হাতছানি দিয়ে যায় অনিশ্চিতের পানে।মানুষ তাকে ছাড়তেও পারে না,ফেরাতেও পারে না।সে তখন কেবলই পড়ে থাকে অন্ধকারের কোলে। ভাল-মন্দ কোনটাই তার কাছে আর বিভেদ তৈরি করেনা।ক্রমেই সে পরিবার থেকে,সমাজ থেকে-এমন কি নিজের থেকেও পালিয়ে বেড়ায়।আর এ অবস্থাটাই মাদকাসক্তির-মধ্যম স্তর।প্রচণ্ড ইচ্ছা-পারিবারিক সমর্থন-অবিরাম ভালবাসাই তখন তাকে সে পথ থেকে
ফিরিয়ে-আনার একমাত্র উপায়।মনে রাখবেন-মাদক,জীবন থেকে শুধু জীবনই নয়,সমাজ থেকে
সভ্যতাকেও কেড়ে নেয়।তাই,ঘৃণা নয়,মাদকসেবিকে ভালবেসে সহায়তা করুন-এ পথ থেকে তাকে
ফেরাতে।আসুন,মাদক্মুক্ত সমাজ গড়ি-মাদককে না বলি। Yes to Life,No to Drugs !!!
©somewhere in net ltd.