নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

আঁধার জীবন,রাস্তাটা...

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

বুকের আকাশ মেঘের কাজল
মনের ঘাঙ্গুর দুঃখের বান
ইচ্ছেরা সব কাতর নয়ন
সাধ্যে তখন ভাটার টান।

স্বজন ক'জন কিম্বা আপন
কাছের কে-বা দূরের ?
সব চিনেছি অতল আঁধার
দ্বার চিনেছি ভোরের।

সাধের নাগাল সাধ্য হারায়
পথের নাগাল স্বপ্নরা,
সত্য তখন ফুঁপিয়ে কাঁদে
জীবন সাঁজায় মিথ্যেরা।

মিথ্যেরা রয় রক্তে শিরায়
মনের মগজ অন্দরে,
বিবেক তখন আপোষ খোঁজে
তেলের সোহাগ শক্তরে।

কবির কলম অসাড় এখন
বর্জ্যে ভরে বস্তাটা,
স্বর্গরা সব মর্গে বিকল
আঁধার জীবন,রাস্তাটা...।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

কিরমানী লিটন বলেছেন: অশেষ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা জানবেন...

২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৩

বালুচর্ বলেছেন: অসাধারণ রয়েছে। শুভেচ্ছা নিন।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম-অশেষ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

কিরমানী লিটন বলেছেন: অনাবিল ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয়কবি,প্রিয়সুহৃদ,প্রিয়মানুষের জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.