![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের কেনাবেচা জমেনা এখন
আবেগটা গিলে খায় যন্ত্রের মন,
চেতনায় চাষ করে বিদিশার বন
বিবেকটা অনাবাদি কৃপণের ধন।
দরিয়ার স্বাদ মিটে শাওয়ারের জল
চোখ বাঁধা হৃদয়েতে শাসনের মল,
ইচ্ছের প্রান্তর খাঁ-খাঁ সে বিরান
ভালোবাসা বনবাসী খুঁজে নির্জন।
স্বার্থের ছায়াঘেরা তীর্থের আশ্রয়
হাটি হাটি পা পা মিথ্যের প্রশ্রয়,
দুধকলা পুষে সাপ তৃপ্তির অপচয়
বন্যতা পৈতৃক,চিরকাল হিংস্রই।
আকাশের বুকে আঁকা রঙধনু রঙ
কালোমেঘ শ্যাওলায় ঢাকা আয়োজন,
আসিতেছে আগামী আঁধারের ক্ষণ
স্বপ্নের কেনাবেচা জমেনা এখন।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৩
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ