![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাবা,
উপলব্ধির দরজা খুলতেই তোমার ছায়া,
স্বপ্নের জঠরে জন্ম নেয়া ভালোবাসার বীজতলা,
আঙুলের মাথায় দেখা জীবনের প্রথম সূর্যোদয়-
সে তুমি।নিয়মের আকাশ,তার মেঘ,রঙধনু বিকেল
প্রথম চিনেছিলাম-তোমারই চোখের তারায়।
মনে পড়ে বাবা,
আমি তখন ক্লাশ সিক্সে,স্কুল শেষে মাঠে ফুটবল খেলছিলাম,
পলাশের তীব্র শুট হঠাতই ঠাই পায়-বুকের বাম পাশটায়,
অজ্ঞান আমি,যার চোখের জলের ছোঁয়ায় জ্ঞান ফিরে পাই-
সে তুমি!
বাস্তবতার স্যাঁতস্যাঁতে পৃৃথিবীর-জয়হীন গন্তব্য,
বেঁচে থাকার উল্টো আঁধার,ক্ষয়ে যাওয়া জীবনের ভগ্নাংশ পাঠ,
তোমার থেকেই পেয়েছি।
উল্টো স্রোতে টিকে থাকার সহজ সমীকরণ,
আবেগের অক্ষমতা-তুমিই শিখিয়েছ,
অল্পতে খুশী থাকার উপায়-তোমারই উত্তরাধিকার!
মোল্লার দৌড় মসজিদ ছাড়িয়ে মক্কায় পৌঁছায়,
বাস্তবতার খসখসে পৃথিবী-রঙ বদলায়,ধুসর সময় ফেরায় দুহাত,
ঢেকে দেয় নিকশের ঘুটঘুটে কালো,তবু-
থেকে যাও তুমি,তোমার আদর্শের সমস্ত উত্তাপ।
বাবা-
জানিনা আজ তুমি কোথায়,
কল্পলোকের কোন কাচারিতে ছড়াও তোমার নৈবদ্য সুবাস?
দৃষ্টির পথ ধরে ছুটে চলা দিগন্তে,তাঁরাদের প্রান্তসীমায়
অসীমের অনির্দিষ্ট অপেক্ষার ফাঁক গলে-
প্রতি রাতে তুমি আসো-এসে,
আমার স্বত্বায় দিয়ে যাও-প্রেরণার উন্নত বীজ !!!
©somewhere in net ltd.