নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

তুমি আসনি বলে ঃ

৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬

তুমি আসনি বলে-আঁধারে আকাশ
কালো মেঘে ভরছে,
স্বপ্ন গড়তে স্বপ্নের গাঁয়ে
বাসা বাঁধে মরচে।

তুমি আসনি বলে বিধবা বেহুলা
দাঁড়িয়ে স্মৃতির পাঁড়ে,
ছেড়ে দিয়ে ভেলা-লক্ষ্মীন্দর আজ
একাই নদীর ধাঁরে।

তুমি আসনি বলে-ইচ্ছেরা সব
কষ্টের পাখা মেলে,
একলা ঘুরে মনের আকাশে
দৃষ্টি প্রদীপ জ্বেলে।

তুমি আসনি বলে বিরান সেপথ
নিকষ আঁধারে হাঁটা
অসার নিথর হোঁচটে দাঁড়ায়
দারুর বেগের পা- টা।

তুমি আসনি বলে-বাতাসে এখন
বিষাদ সুরের গান,
মনের মুকুলে মরুর ঝিনাই
কষ্টে ভাসায় প্রান।

তুমি আসনি বলে গোধূলি বেলায়
জোনাকিরা ফিরে যায়,
বালুর চরে প্রেমের তরী
বসত খুঁজে পায়।

তুমি আসনি বলে-মেঘ ডাকাডাকি
বৃষ্টির দেখা নাই,
মনের খেতে ফসল বদলে
দুঃখরে বুনে যাই।

তুমি আসনি বলে-আমার ভীতর
অন্য আমির বাস,
অন্য ভুবনে পুঁড়াই আশা
বাঁচার সর্বনাশ ।

তুমি আসনি বলে-আঁধারে আকাশ
কালো মেঘে ভরছে,
স্বপ্ন গড়তে স্বপ্নের গাঁয়ে
বাসা বাঁধে মরচে।

তুমি আসনি বলে বিধবা বেহুলা
দাঁড়িয়ে স্মৃতির পাঁড়ে,
ছেড়ে দিয়ে ভেলা-লক্ষ্মীন্দর আজ
একাই নদীর ধাঁরে।

তুমি আসনি বলে-ইচ্ছেরা সব
কষ্টের পাখা মেলে,
একলা ঘুরে মনের আকাশে
দৃষ্টি প্রদীপ জ্বেলে।

তুমি আসনি বলে বিরান সেপথ
নিকষ আঁধারে হাঁটা
অসার নিথর হোঁচটে দাঁড়ায়
দারুর বেগের পা- টা।

তুমি আসনি বলে-বাতাসে এখন
বিষাদ সুরের গান,
মনের মুকুলে মরুর ঝিনাই
কষ্টে ভাসায় প্রান।

তুমি আসনি বলে গোধূলি বেলায়
জোনাকিরা ফিরে যায়,
বালুর চরে প্রেমের তরী
বসত খুঁজে পায়।

তুমি আসনি বলে-মেঘ ডাকাডাকি
বৃষ্টির দেখা নাই,
মনের খেতে ফসল বদলে
দুঃখরে বুনে যাই।

তুমি আসনি বলে-আমার ভীতর
অন্য আমির বাস,
অন্য ভুবনে পুঁড়াই আশা
বাঁচার সর্বনাশ ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

রুদ্র জাহেদ বলেছেন: তুমি আসনি বলে-ইচ্ছেরা সব
কষ্টের পাখা মেলে,
একলা ঘুরে মনের আকাশে
দৃষ্টি প্রদীপ জ্বেলে।

দারুণ

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩

কিরমানী লিটন বলেছেন: নিরন্তর ভালোবাসা আর শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.