![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনুন রবীন্দ্রনাথ,
আপনার সমস্ত লিখনি-গল্প কবিতা উপন্যাস,
মাটিতে পুঁতে রেখে-দিন রাত
তাতে যদি পানি ঢালা হয়,তবে
একটি বৃক্ষও জন্মাবে না,
আপনার বাংলাদেশ এখন এমনই নিষ্ফলা,ঠাকুর।
খরার যে মরু এঁকেছ হৃদয়
তাকে বলে দিও-প্রেম মানে ভালোবাসা
চিরকাল কান্নার ফসল।
তোমার হৈমন্তীরা আজ-ফেলানির নিথর দেহে
ঝুলে থাকে ক্রোধের কাঁটাতারে,
নিয়মের শৃঙ্খলে রুদ্ধ ফটিক
নিথর আয়নালের অবয়বে
মুক্তির স্বাদ নেয়-সৈকতের জঠরে।
আর সেই নন্দিনী-
যত্নে বর দেয়া রক্ত করবীর বদলে
শোষকের লোমশ লোলুপে আজ-
নিয়ত ধর্ষিত হয় ঘৃণার অনলে ...
এখন গ্রহনকাল,
হৃদয়ের বেচাকেনা বাংলালিংক দর
সত্য মিথ্যে তালগাছ,একপায়ে দাড়িয়ে
হাতে হাতে রিংটোন-মিথ্যের বহর।
চারিদিকে অশান্তি,হা-অন্ন হা-অন্ন রব
পথে ঘাঁটে পড়ে থাকে মানুষের শব
সহজ আনন্দ গান,একতারায় বাজেনা এখ্ন ...
আরো শুনবে ঠাকুর...?
তোমার বাংলায় এখন কুকুর মানুষ খায়...
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয়সুহৃদ-শুভকামনা জানবেন...
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১০
জাহিদ হাসান মিঠু বলেছেন: অসাধারন।
ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোবাসা আর শুভাশস.।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা ,শুভকামনা জানবেন...
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৯
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা ,শুভকামনা জানবেন...
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ