নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

অনন্তে যে অতল ঃ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৯

(আমার আবেগি দীর্ঘশ্বাস,আর রাতজাগা ভোরের বৈরাগ্য বেদনা,"অনেক আদরের তুই-কে" উৎসর্গকৃত )



যেখানটাতেই থাকিস,পড়লে মনে ডাকিস,
জোনাক রাতে চাঁদের ছায়া,যত্ন করে রাখিস।
মাতাল সাঁজের মুগ্ধ হাওয়া-ডিঙি নাওয়ের মাঝি,
খুব যতনে লুকিয়ে রাখিস সুখের মতন সাজি।

আমার সকল ভুলের চাওয়া-স্বপ্ন রাশি রাশি
ওসব ভেবে কাজটি কি বল,মিথ্যে সুরের বাঁশি।
নতুন মেখে মাতিয়ে রাখিস-নতুন বীণার সুর,
যেমন করে আঁধার ছেড়ে-আলোয় আসে ভোর।

আমি না হয় নষ্ট মানুষ,দুষ্টু আঁধার গায়ে
মিথ্যে মাঝে কাটাই সময়-দুঃখ পায়ে পায়ে।
দুঃখ আমার রাতের তারা-দুঃখ দিনের সঙ্গী
দুঃখ মাঝেই সাজিয়ে রাখি-বাঁচার দৃষ্টিভঙ্গি।

বুকের ভীতর আকাশটি তোর-যদি ঢাকে মেঘে
রক্তক্ষয়ী আমাবস্যা,আসে ঝড়ের বেগে,
তখন যদি সকল দুয়ার,বন্ধ আছে দেখিস,
আমার কথা ভাবিস-আমায় তখন ডাকিস।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৬

হৃদছায়া বলেছেন: যার জন্য উৎসর্গ, সে পড়লে অনেক খুশি হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৯

কিরমানী লিটন বলেছেন: সে পড়ার সম্ভাবনা শুন্য,আর পড়লে খুশী না হয়ে বরং বিরক্ত হবে,কারণ আমার কাছে আসবে না বলেই সে তুই-তাই আমার আর তুমি হয়ে উঠা হয় নি-অনেক শুভকামনা প্রিয়সুহৃদ,ঈদের অগ্রিম শুভেচ্ছা .।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর কবিতা , অনেক ভালোবাসার শব্দবুনন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম-নান্দনিক ভালোলাগায় ঘিরে থাকুক আপনার আসছে আগামীর প্রতিটি মুহূর্ত ...

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৬

ভিটামিন সি বলেছেন: অনেক পরিশ্রম, ভাবনা আর এর পেছনের লুকিয়ে থাকা গল্পের গন্ধ পাচ্ছি। গল্পটাও লিখে ফেলুন একদিন, সেটা্ও আশা করি এই কবিতায় মতোই ভালো হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

কিরমানী লিটন বলেছেন: গল্পের পিছনেও গল্প থাকে,নিঃশ্বাস আর দীর্ঘশ্বাস যেমন পায়ে পায়ে চলে ...।গল্পটাও লিখা আছে-"অরণ্যের মৃত্যু "খুব শীঘ্রই আলোর মুখ দেখবে হয়তো -সেখানেও দেখা হবে,এভাবেই ... অনেক কৃতজ্ঞতা প্রিয়সুহৃদ-সতত শুভকামনা ...

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫২

শায়মা বলেছেন: হুম এমনি এক কবিতার কথা মনে পড়লো ভাইয়া!!!
ধর, একদিন তোর ইচ্ছে হলো
কাঁদতে ভীষন;
তখন না হয় আমায় ডাকিস ;
নাই বা হেসে সঙ্গী হলাম;
কান্না মধুর হোক সেই ক্ষণ।

ধর, একদিন তুই হারিয়ে যেতে
চাস- পালিয়ে;
তখন না হয় আমায় ডাকিস;
বন্ধনে আর বাঁধবো না তো;
সঙ্গী হবো সব ভুলিয়ে।

ধর, একদিন তুই শুনবি না আর
কোন বারণ।
তখন না হয় আমায় ডাকিস;
থাকবো নীরব ব্যথার সাথী
কষ্ট কিছু করে ধারণ।

কিন্তু যেদিন ডেকেও খুঁজে
না পাস যদি;
বুঝবি সেদিন খুঁজছি তোকে;
একলাপনায় বন্দী হয়ে
পার হতে সেই দুখের নদী।

if one day you feel like crying
call me;
i dont promise that i will make laugh
but i can cry with you.
if one day you want to run away
dont be afraid to call me;
i dont promis to ask you to stop;
but i can run with you.
if one day you dont want to listen
to anyone/ call me,
i promise to be there for you
and i promise to be very quiet.
but if one day you call
and there is no answer,
come fast to see me;
perhaps i need you.
http://www.somewhereinblog.net/blog/mirror/28907242




যদি,
একদিন খুব ইচ্ছে করে
ভীষন কাঁদি,
সত্যি তোকেই ডাকবো তখন-
কাঁদবো একা?
কক্ষনও না
তুই যে আমার ব্যথার কারণ।

হুম,
হারিয়ে সেতো যেতেই হবে
বাঁধবি কি আর-
কোন বাঁধনে?
বিনি সুতোর বাঁধনটুকু -
থাকুক এমন,
এমনি নাহয়- খুব যতনে।

বারণ??
সেতো শুনিই নেকো
কারো নিষেধ, কারো বারণ
সবকিছুতে তোরেই ডাকি
ডাকবো তখন এলেও মরণ।

সঙ্গী হবি?
চুপি চুপি
ডাকি যদি, ঐ পারের শেষে,
নিভার্বনায় থাকবো দুজন
বাঁধবো বাসা মেঘের দেশে।
http://www.somewhereinblog.net/blog/mahjabeen/28907505

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

কিরমানী লিটন বলেছেন: খুব আপ্লুত হলাম-কবিতা,তার প্রতিত্তর কাব্য-দুটোই, ..."সত্য কখনও কঠিন আর দুর্বোধ্য-সস্তার আড়ালে লুকিয়েই তার শান্তনা-নইলে কল্পনার রঙও সাদাকালোয় হারিয়ে যেতো...তাই কাব্যের আড়ালে সত্যকে দুর্বোধ্যের আবরণে ঢেকে রাখি-ভালো থাকবেন,অনেক ভালো -সুন্দর সত্যের মতো-অনন্ত শুভকামনা...

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

কিরমানী লিটন বলেছেন: খুব আপ্লুত হলাম-কবিতা,তার প্রতিত্তর কাব্য-দুটোই, ..."সত্য কখনও কঠিন আর দুর্বোধ্য-সস্তার আড়ালে লুকিয়েই তার শান্তনা-নইলে কল্পনার রঙও সাদাকালোয় হারিয়ে যেতো...তাই কাব্যের আড়ালে সত্যকে দুর্বোধ্যের আবরণে ঢেকে রাখি-ভালো থাকবেন,অনেক ভালো -সুন্দর সত্যের মতো-অনন্ত শুভকামনা...

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা-ভালোবাসা অনন্ত...

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা-ভালোবাসা অনন্ত...

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: খুব সুন্দর হয়েছে...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

কিরমানী লিটন বলেছেন: ঈদ মোবারক,অনেক শুভকামনা-ভালোবাসা অনন্ত...

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: ঈদ মোবারাক। ধন্যবাদ ভাইয়া।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর লিখনি।বরাবরের মতোই মুগ্ধ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.