![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই.
সময় এখন,পুলিশের ঃ
বলগা হরিণ ইচ্ছে মতো
তিড়িং বিরিং চলিস,
ইচ্ছে হলেই চালাই গুলি
আমরাতো ভাই পুলিশ!!!
আমরা পিতা আমরা দুলা
আমরা সুখের অলীক,
মোদের হাতেই দেশের চাবি
আমরা ভোটের মালিক।
সত্য এখন সদাই আটক
বন্দুকের ঐ নলে,
শকুন ডাকে কোকিল সুরে
প্লাবন শোকের জলে ।
পুলিশ ডিসি,পুলিশ ভিসি
পুলিশ বিচারপতি
দেশজুড়ে আজ পুলিশ শাসন
কেমনে থাকি সতি!
শুন্য কলস বাজতো বেশী
আঁধার কালের ভোরে,
এখন দুটোর একটাও নেই
কলসি বাজে জোরে।
দেবীর অধিক হাত আছে
একাই পুলিশ একশ,
নিজের বেতন নিজেই বাড়ান
খাজনা বাড়ান,ট্যাক্সও!
আমরা যখন ভুলতে বসা
স্বাদের মজা ইলিশের,
পুলিশ জ্বরে পুড়ছে স্বদেশ
সময় এখন,পুলিশের।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২
কিরমানী লিটন বলেছেন: "ইতিহাসের নির্মম সত্য হলো-ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না" ... দিনের সব তাঁরাই থাকে রাতের আলোর গভীরে... আর চোখের সামনে হাত রাখলে পুরো আকাশটাই আড়াল হয়ে যায়,তাই বলে আকাশ নেই ??? নান্দনিক ভালোবাসা ও শুভাশিস জানবেন ...সুন্দরের সাথেই আছি
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি চাইলে সর্বশেষ ছবিটি রাখতে পারে, এছাড়া বাকি সকল ছবি অনুগ্রহ করে এখুনি সরিয়ে নিন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬
কিরমানী লিটন বলেছেন: আপনার কথা রেখেছি,সব সময় পাশে নয়-সাথে চাই,এভাবেই ।নান্দনিক ভালোবাসা জানবেন...
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
প্রামানিক বলেছেন: ছবিগুলি দেখতে মজার তবে- - - -
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০
কিরমানী লিটন বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্য,ভালোবাসা নিরন্তর ...
৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
রুদ্র জাহেদ বলেছেন: পুলিশ ডিসি,পুলিশ ভিসি
পুলিশ বিচারপতি
দেশজুড়ে আজ পুলিশ শাসন
কেমনে থাকি সতি!
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুলিশ জ্বরে পুড়ছে স্বদেশ
সময় এখন,পুলিশের।
অনির্ভচাতি স্বৈরাচারের টিকে থাকার বাহন হয়েছে! সময়তো তাদেরই!
তবে ইতিহাস নামের পাতিহাস বেচারা বড় নিষ্ঠুর! কাউকে ছাড়ে না!
বিনা বিচারে যাবে কোন অপকর্ম
জেনে রেখো এটাই প্রকৃতির ধর্ম!
দু:খজনক কাল এক সময় পার করছে স্বদেশ!
ঈদের শুভেচ্ছা!