![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল যাদের অনাহারী কাটে
দুপুর মিটেনা খিদে,
রাতের চোখে কান্নার জল
সাধ্যেরা পুড়ে রোদে।
জীবন যাদের ঝড়ের আকাশ
জোছনা হাসেনা চাঁদে,
পুঁজোয় তাঁদের প্রসাদ জোটেনা
অন্ন জোটেনা ঈদে।
স্বপ্নের গায় শ্যাওলা আবাদ
আশার ডানা রুদ্ধ,
আগামীরা ডুবে আঁধারে অকুলে
করে নিয়তির যুদ্ধ।
সাধের ঘুড়ি নাটাই ভুলে
পালায় মোহের ফাঁদে,
সুখের জোনাকি-নিবাসে ফিরেনি,
আসেনি ফিরেও-ঈদে।
ফাগুন ভাসে বেহুলা ভেলায়
ফণীমনসার ক্রোধে,
মনের অতল দাউদাউ জ্বলে
চিতার শ্মশান বোধে।
তৃপ্তি মেটে নিয়ত যাদের
উনুনে অনল রেঁধে ,
তাদের দুয়ারে সুখের প্লাবন
আসুক এবার ঈদে ।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ,সতত শুভকামনা ...।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
waled ahmed বলেছেন:
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
সুমন কর বলেছেন: ভালো লাগা রেখে, সংকলনে নিয়ে গেলাম। সুন্দর।
দুপুর মিটেনা খিদে < এখানে কি দুপুরে হবে ?
কবির নিজস্ব চিন্তা থাকতে পারে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০
কিরমানী লিটন বলেছেন: সকাল শব্দে এ প্রত্যয় যোগ করিনি-তাই তার অন্তমিলে দুপুর লিখেছি,অবশ্য দুপুরে হলে ছন্দের মিলটা বেশী যুতসই মনে হয়।আপনার বিবেচনার প্রতি বিশ্বাস রেখে বলছি-"যেটা ভালো মনে করেন,তা-ই রেখে দিবেন"।অনেক অনুপ্রেরণা পেলাম-আপনার মূল্যবান মতামত পেয়ে,সেইসাথে পুলকিত হলাম,কবিতাটির ঈদ সংকলনে ঠাই পেয়েছে জেনে।অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর ভালোবাসা রইলো আপনার জন্য ... সতত শুভকামনা ...।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
রুদ্র জাহেদ বলেছেন: নির্মল সুন্দর
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩
waled ahmed বলেছেন: খবই"""" ভাল"" লাগল""" ভাই