নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

চাইনা ভিক্ষা মাগো,কুকুরটা তাড়া!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯



অরণ্যের মৃত্যু - চার .

আযানের আহবানে বিলাপের সুর
কান্নায় শুরু তাই বেদনায় ভোর।
অসতের পিকদানি ফুলদানি সাঁজে,
ঢেউ তুলে মিথ্যের মসনদ মাঝে।

এখানে আশার রবি দুপুরেই ডুবে
জেগে উঠে পশ্চিমে হেলে পড়ে পুবে।
দরিয়ার স্বাদ খুঁজি শাওয়ারের জলে
জীবনের ছায়া পায় করুণা আঁচলে।

চেতনার বেচাকেনা নগদের দরে
বিবেকের আশ্রয় ক্ষমতার বরে।
শাসনের আবডালে পিচাশের ছায়া,
বিলাপ ভেজালে মেশা,মিথ্যের মায়া।

যুক্তির নাকে খদ শক্তির দড়ি
মুক্তির ডানাকাটা শৃঙ্খল বেড়ি।
মেঘ এসে গিলে খায় জোছনার আশা
মগজের মজ্জায় মাকড়সা বাসা।

হৃদয় অতলে ঢেউ-ভয় দেয় উঁকি,
মায়ের জঠরে হানা,সন্ত্রাসী ঝুঁকি।
এই তোর ডিজিটাল,বাকশালি ধারা?
চাইনা ভিক্ষা মাগো-কুকুরটা তাড়া ...!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

সিপন মিয়া বলেছেন: কুকুরটা কই আছে বাপু?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

কিরমানী লিটন বলেছেন: "আমি বিটিভি দেখিনি ভাই...!!!"
সতত শুভেচ্ছা...

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

সুমন কর বলেছেন: ভালো লাগল। আগেরগুলো পড়িনি।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

রুদ্র জাহেদ বলেছেন: চাইনা ভিক্ষা মাগো-কুকুরটা তাড়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.