নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

"এখানে আসেনা-সকাল...!!!"

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯


অরণ্যের মৃত্যু -পাঁচ.
("খুঁজিয়া ফিরি ওবামার পা,নরেন্দ্র মোদীর ভারত ...
দেখা হয় নাই চক্ষু মেলিয়া-
বসত ঘরের জানালা খুলিয়া,
আমার বোনের আঁচল ছায়ে-আমার প্রতি দরদ !!!" সেই কাঙ্ক্ষিত সূর্যোদয়ের প্রত্যাশায় ... )।

নিয়মের ভোরে প্রতিদিন জেগে উঠে পৃথিবী
আলোর ফোয়ারায় নেচে উঠে সূর্য-
ঠিক যেভাবে ফুলের সুবাসে উদ্দেলিত প্রজাপতি,
পাখির কিচির মিচিরে মেতে উঠে ইচ্ছের হোলী
সাগরের কলধ্বনি খুঁজে ফেরে পূর্ণিমাকাল,তবু-
এখানে আসেনা সকাল।

আমাবস্যার রঙে লুকায় প্রেম-
বিভীষিকার অতল আঁধারে নিঃশেষ,
জোসনার হলক অদেখাই থেকে যায়।
দুপুরের মায়াবী মুখ দেখিনা কতকাল-
বিকেলের সৌন্দর্য ভুলে গেছে মনের সুবর্ণখালী,
অতীত বর্তমান ভবিষ্যৎ মিলেমিশে একাকার!
ভুলের ঘোলা স্রোতে ডুবে যাওয়া স্বপ্ন
শ্বাসরুদ্ধকর পচা-ডোবায় ঠাই পায়,
সন্ধ্যার ঘ্রাণ নিয়ে ফিরে যায়-জোনাকি সদলবল,তবু
এখানে আসেনা সকাল।

এখন গোধূলিক্ষণ,সময়ের ভাঁজে বয়সের ছাপ
স্মৃতির শরীরে পরিচিত ভুলের নিয়ত আবাস,
গোধূলির ওপারে পড়ে থাকে আকাশ
মেঘের বুকে লেপটে থাকা রংধনু স্বপ্ন,
রাত হয়ে জেগে থাকে,কথা কয় সমস্ত আঁধার,
ঘুম ফেরানো ঘুম,পড়ে থাকে অনন্তকাল।

নিয়মের ভোরে প্রতিদিন জেগে উঠে পৃথিবী
বেড়ে যায় বিবেকের দুর্গন্ধ মাতাল!
চৈতন্যের জঠরে ধ্রুপদী ক্ষুধার খেয়াল,তবু-
এখানে আসেনা সকাল!!

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:

"বেড়ে যায় লাশের দুর্গন্ধ মাতাল! "

-লাইনটাকে বিশ্রী মনে হয়েছে। কবিতায় ওকে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

কিরমানী লিটন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা,এডিট করেছি-কতটুকু মানানসই হলো জানালে অনুপ্রাণিত হবো,অনন্ত ভালোবাসা আর শ্রদ্ধাঞ্জলি আপনার জন্য,পাশেই চাই-এভাবেই...

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল। !:#P প্লাস।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা-সারাক্ষণ পাশে থেকে উজ্জীবিত করার জন্য- ভালোবাসা রইলো, অফুরান ...

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা-সারাক্ষণ পাশে থেকে উজ্জীবিত করার জন্য- ভালোবাসা রইলো, অফুরান ...

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:

এবার আমার কাছে ভালো লাগছে; কবিতা মানুষের মনের উপর দাগ কাটে!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা-সারাক্ষণ পাশে থেকে উজ্জীবিত করার জন্য- ভালোবাসা রইলো, অফুরান ...

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: এই ছবি কই পাইলেন ভাই?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

কিরমানী লিটন বলেছেন: "গুগলের কল্যাণে পেয়েছি" -সতত শুভাশিস জানবেন সুহৃদ-স্বজন ...

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

অন্ধবিন্দু বলেছেন: এখানে আসুক সকাল...
বাড়ুক বিবেকের সব খেয়াল।

লিটন সাহেব, ধন্যবাদ জানবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

কিরমানী লিটন বলেছেন: প্রতিক্ষায় রইলাম-সেই কাঙ্ক্ষিত সকালের ... সতত শুভকামনা জানবেন

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: মনে তো হয় সকাল কখনোই হবে না । অনেক ভালো হয়েছে । আপনার মূল বক্তব্য - আমি যতটুকু বুঝতে পেরেছি , অনেক ভালো লেগেছে । বিশাল প্লাটফর্মে কবির কবিত্ব , দারুণ !!! অনেক শুভকামনা জানবেন ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

কিরমানী লিটন বলেছেন: "এখন গ্রহনকাল,
হৃদয়ের বেচাকেনা বাংলালিংক দর
সত্য মিথ্যে তালগাছ,একপায়ে দাড়িয়ে
হাতে হাতে রিংটোন-মিথ্যের বহর।
এরপরও চেয়ে রই হৃদয়ের পানে,
জীবনের পথচলা,প্রতিটা প্রহর..."

প্রয়াত মান্না দের একটা গান,যা সব সময়ই আমাকে আপ্লূত করে,করে আশাবাদী-"অনেক কথার মরন হলে হৃদয় কথা বলে..." তাই কবিতার আশ্রয়ে অনেক কথার আত্মবিসর্জনের-এই ব্যর্থ প্রয়াস,আলোর প্রত্যাশায় কাঙ্ক্ষিত সকালের প্রার্থনা... অনেক উজ্জীবিত হই-আপনার শাণিত মতামতে।পাশেই চাই,এভাবেই... সশ্রদ্ধ অভিবাদন,বন্ধুত্বে পথচলায় !!!

৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল বেশ

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা...

৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



শুধু এটুকুআই চির সত্য --------
চৈতন্যের জঠরে ধ্রুপদী ক্ষুধার খেয়াল,তবু-
এখানে আসেনা সকাল!!

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার নান্দনিক মন্তব্যে,
অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.