![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্যের মৃত্যু-সাত.
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে,
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি-
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়
একা একা কোথা হেঁটে যাই,
যাচ্ছি কোথায় অবেলায়...?
চৈতন্যের জঠরে এখন বৃষ্টিপাত
পাতা পতনের দৃশ্য,
প্রজ্ঞার বিমুগ্ধ অতল,পতিতের আঙিনা।
আপোষের আঁচল আশ্রয়ে-
ভং-ধরা বেঁচে থাকা উত্তাপ খুঁজে পায় !
সময়ের ঘুড়ি,সে-ও রঙ বদলায়
পাল্টে যায় মুহূর্তের প্রয়োজন,
অভিমানী জোনাকির পাল-আলোর হলক ভুলে
নিকষ খোলসে আড়াল হাতড়ায়।
ফিরে যায় গোধূলি,গনগনে রোদ্দুর হাওয়ায়
ভুলে যাওয়া অতলের,নৈবেদ্য বেদনায়...
যাচ্ছি কোথায়-অবেলায় ?
চোখের শ্রাবণ-রক্তের রামধনু সাঁজে
অদৃশ্যের মুখোমুখি-স্মৃতির ঝাপসা আয়নায়,
খুঁজে ফিরে-সেই প্রিয় অগোছালো অবয়ব,
বেণীর স্নিগ্ধতা-ঠোঁটের কার্নিশ আর
কপাল গগণের খিড়কী জানালার
খিলখিল চাঁদের মুগ্ধ জোছনা।
গ্লাসের ঘাঙ্গুরে ভেসে থাকা আটলান্টিক ইচ্ছে
মরুর খরতাপে পুড়ে ছারখার,
ফাগুনের আহাজারি-নিষ্ফল বিলাপ,দেখা নেই বসন্ত আমার...
অলিন্দের নিঃসঙ্গ উপত্যকা-বিরান সে পথচলায়
কোথায় খুঁজবো সাকিন,অবিনাশী স্বপ্নের বিমূর্ত আবাস?
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে,
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি-
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়
একা একা কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৯
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা,শুভাশিস রইলো ...
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: আপোষের আঁচল আশ্রয়ে-
ভং-ধরা বেঁচে থাকা উত্তাপ খুঁজে পায় !
সময়ের ঘুড়ি,সে-ও রঙ বদলায়
পাল্টে যায় মুহূর্তের প্রয়োজন,
আপনার এ অরণ্যের মৃত্যু সিরিজটি আস্তে আস্তে আরো ভালো হচ্ছে। +।
ঘাঙ্গুর মানে কি?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
কিরমানী লিটন বলেছেন: ভীষণ উজ্জীবিত হলাম-আপনার প্রেরণার মন্তব্যে,ধন্যবাদ নয়-আত্মার অতল থেকে শুভাশিস জানাচ্ছি আপনাকে,অনন্ত ভালোবাসা জানবেন...
ঘাঙ্গুর মানে-"ছোট নদী"অনেকে খাল-বিল-ডোবাকেও ঘাঙ্গুর বুঝান।প্রয়াত মামা নজরুল ইসলাম বাবু-তাঁর রচনায় এমন কিছু প্রাচীন শব্দমালা ব্যবহার করতেন,যেগুলি আমার আত্মার গভীরে গেঁথে গেছে।আমরা যখন নানাবাড়ি-জামালপুরে যেতাম,মামা মসজিদের মাইক খুলে এনে-তাঁর কবিতা সেই মাইকে আমাকে দিয়ে আবৃত্তি করাতেন।তাই সেসব শব্দমালার প্রভাব-আমার লিখাতেও দেখা যায়-বলতে পারেন একধরনের তৃপ্তিও অনুভব করি তাতে।শুভেচ্ছা জানবেন,আবারও ...
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।
০১ লা অক্টোবর, ২০১৫ ভোর ৫:০১
কিরমানী লিটন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন প্রিয়কবি ,ভালোবাসা নিরন্তর...
৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য লিখনি। যতই পাঠ করছি ততই মুগ্ধ হচ্ছি
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩২
কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা আর ভালোবাসা আপনার জন্য...
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৫
গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কবিতা ।