![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্যের মৃত্য-আট.
গ্রামে আর একতারা বাজেনা এখন
ধু-ধু মাঠ পার হয়ে,
ডোবা-নালা ভরা এই,গ্রাম বাংলার তীর।
আসেনা সাইফুল মুলুক,শাহজাদির খোঁজে
ঘাংগুরের জলে বেহুলাও ভাসায়না ভেলা,
লক্ষ্মীন্দরের চিতা জ্বলে শ্মশানের ঘাঁটে।
এখানে সন্ধ্যা হলেই-
একদিন রুপবান এসেছিল
রহিম বাদশাকে নিয়ে,
এই গ্রামে বেঁধেছিল ঘর,
তারা আজ চলে গেছে কতদুর...
পায়ের চিহ্নটুকু মুছে গেছে দারুন প্লাবন!
চারিদিকে অশান্তি,হা-অন্ন হা-অন্ন রব
পথে ঘাঁটে পড়ে থাকে বিবেকের শব,
সহজ আনন্দ গান-
একতারায়,বাজেনা এখন!!
মনসার ক্রোধে যেন,কালিদহে
সবকিছু হয়ে গেছে লীন!!!
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১১
কিরমানী লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ প্রীতি আর ভালোবাসা জানবেন প্রিয়কবি-প্রিয়স্বজন ...
আপনার ভাল্লাগসে জেনে,আমিও তৃপ্ত হলুম-অতলের মুগ্ধতায় ... .. .
পাশেই চাই-নিরন্তর!!!
২| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
একতারা, দোতারার বাদকেরা এখন আরবে উট চরায়, ওরা বিক্রয় হয়ে গেছে ক্রীতদাস হয়ে।
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১
কিরমানী লিটন বলেছেন: বিজ্ঞান দিয়েছে বেগ,কেড়ে নিয়েছে আবেগ...
"...এরপরও চেয়ে থাকি হৃদয়ের পাণে,জীবনের পথচলা,প্রতিটি প্রহর... .. ."
সাথেই থাকতে চাই,সাহসে-প্রেরণায়...!!!
এক বস্তা ভালবাসা,ডিজিটাল কিন্ত ফরমালিন বিহীন ...
সশ্রদ্ধ শুভকামনা ...
৩| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭
প্রামানিক বলেছেন: নোংরা রাজনীতির কারণে একতারাওয়ালারা না খেয়ে মরার অবস্থা। এখন সবাই টাকার পিছনে দৌড়ায় আর টেনশনে থাকে। মন খুলে একতারা বাজিয়ে কেউ আর গান গায় না।
০১ লা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫
কিরমানী লিটন বলেছেন: এটাই প্রগতি,একে মেনে নিয়েই আমাদের এগিয়ে চলা,এরপরও," বাঁশিটা হারিয়ে গেলেও সুরটা থেকেই যায় ..."
অনেক শুভাশিস রইলো প্রিয়সুহৃদ,প্রিয়কবির জন্য...
৪| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭
সুমন কর বলেছেন: এক কথায় অসাধারণ হয়েছে। +।
০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
কিরমানী লিটন বলেছেন: যে আকুল প্রার্থনা,অনলে পুড়াই
সে দুরাশা খুঁজেছিলো-অতলের ঠাই,
যে ভুলের বাড়াবাড়ি,ভুল খালি পায়
সেই ভুলে মাখামাখি-তার জামা গায়!
জীবনের ভুলগুলো,ফুলশয্যার সাঁজে-সুবাস ছড়াক, আত্মার মুগ্ধতায়
দূর হোক-
দুর্বোধ্য আঁকাল ...
সুন্দরের সাথেই আছি ...
৫| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭
জুন বলেছেন: আসেনা সাইফুল মুলুক, বদিউজ্জামাল নামে
সেই শাহজাদির খোঁজে
ঘাংগুরের জলে বেহুলাও ভাসায়না ভেলা,
লক্ষ্মীন্দরের চিতা জ্বলে শ্মশানের ঘাঁটে।
দেবতারে খুশী করে
সাজেনা ময়ুর পালক আভরণে ।
অপুর্ব আপনার কবিতাখানি কিরমানী লিটন।
+
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৬
কিরমানী লিটন বলেছেন: "আঁধার যখন,আলোর খুঁজে- ব্যস্ত মাতাল,পথহারা
জানিস তবে,খুঁজবো তোকেই,আমার মতো আর যারা "
অনেক উজ্জিবনি পেলাম,আপনার আন্তরির মন্তব্যে।শুভাশিস আর ভালোবাসা আপনাকে।
পাশেই চাই,নিয়ত ...
৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: এখানে সন্ধ্যা হলেই-
একদিন রুপবান এসেছিল
রহিম বাদশাকে নিয়ে,
এই গ্রামে বেঁধেছিল ঘর,
তারা আজ চলে গেছে কতদুর...
পায়ের চিহ্নটুকু মুছে গেছে দারুন প্লাবন!
অসাধারন লিখনি। সত্যি গ্রামেও এখন আর গ্রামের সত্যিকারের আমেজ নেই
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫
কিরমানী লিটন বলেছেন: অনেক শুভাশিস আপনার জন্য
নিরন্তর ভালোবাসা...
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫
কিরমানী লিটন বলেছেন: অনেক শুভাশিস আপনার জন্য
নিরন্তর ভালোবাসা...
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৯
চ্যাং বলেছেন: ভাল্লাগসে ভাই!