নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

অনুতাপে-অনুবাদ...

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫



অরণ্যের মৃত্যু...(৯).

হৃদয়ের জোড়াতালি অবহেলা ছিল
খাল নদী ভরে তার,ভাসিয়েছি বিলও ...
বিশ্বাসী প্রতারক মিত্রের সুর
ভুল অনুবাদে তাই-সুচনার ভোর।

সময়েরা সারক্ষন,তাড়া মেখে চলে
হেঁটে চলে যেতে শেষে-অতলটা খুলে।
অতলটা ছুঁয়ে দেখি ফকফকে সাদা
কষ্টের চোরাবালি, লোনাজল-কাঁদা!

ঘুটঘুটে কালোরাতে,বিলাপের চাষাবাদে
অনুতাপ পুড়ে কাটে-প্রাসাদের ফাঁদে।
স্বপ্নের ঘুড়ি তাই হতাশায় মেঘে
বিনাশের উড়োউড়ি,রাত জেগে জেগে।

এখন আশার রবি-দুপুরেই ডুবে
পশ্চিমে জেগে উঠে-ডুব দেয় পূবে।
দরিয়ার স্বাদ ভুলি-একাকীর শাওয়ারে
সত্যেরা পদতল-মিথ্যের পাওয়ারে!!!

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: এখন আশার রবি-দুপুরেই ডুবে
পশ্চিমে জেগে উঠে-ডুব দেয় পূবে।
দরিয়ার স্বাদ ভুলি-একাকীর শাওয়ারে
সত্যেরা পদতল-মিথ্যের পাওয়ারে!!!


চমৎকার হয়েছে।


আপনি চেষ্টা করবেন, অন্যদের ভালো ভালো পোস্টে মন্তব্য করতে। তাহলে সবাই আপনার সম্পর্কে জানবে।

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কিরমানী লিটন বলেছেন: অনুপ্রেরণার অনবদ্য আবাদে জাগিয়ে রেখে,আপনার এই পথ দেখানোকে-স্যালুট করি,সহস্রবার ...!!!
আপনার মতামত পাথেয় করেই সঙ্গে রাখি-মন্ত্রের মুগ্ধতায়,
অনাবিল ভালোবাসা জানবেন,
সাথেই আছি-সতত সুন্দরের ...

২| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



সময়েরা সারক্ষন,তাড়া মেখে চলে ....
ি
হুম... সময় থেমে থাকেনা কারো জন্যে, শুধু বয়েই চলে ।
কেবল কবিতা নয় , গদ্যও লিখুন মাঝে মাঝে ।
শুভেচ্ছান্তে ।

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন।আপনার উপদেশ-শ্রদ্ধায় মনে রাখবো।
নিরন্তর ভালোবাসা রইলো,শুভাশিস ...

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা গভীর । ভাল লেগেছে ।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:০২

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা উজ্জীবনী হয়ে অনুপ্রান দেয়ার জন্য,নিরন্তর ভালোবাসা জানবেন,শুভকামনা...

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১

গেম চেঞ্জার বলেছেন: কোয়ান্টামের কণাগুলির অবিচ্ছিন্ন স্রোত
সময়ের নাও সে তো ভেসে ভেসে চলে।
আমাদের দিকে তাকাবার সময় কই?
সে, সে তো অর্বাচীন, সততই।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

কিরমানী লিটন বলেছেন: প্রজ্ঞার মোড়কে আপনার অনুপ্রান উজ্জিবনী মননের মন্তব্য,আমাকে আর শানিত করে-বিশুদ্ধ হতে ...

ভালোবাসা রইলো -হে সুন্দর!!!

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার হয়েছে কবি !

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩

কিরমানী লিটন বলেছেন: একই ছিল জুতার কালি
পায়জামাটার ফিতা,
হুনছ নি ভাই,দেখছনি কেউ
এইডা আমার মিতা ...

অনন্ত শুভাশীস মিতার জন্য ...!!!

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১

রিকি বলেছেন: সময়েরা সারক্ষন,তাড়া মেখে চলে
হেঁটে চলে যেতে শেষে-অতলটা খুলে।
অতলটা ছুঁয়ে দেখি ফকফকে সাদা
কষ্টের চোরাবালি, লোনাজল-কাঁদা!
+++++ :) :)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

কিরমানী লিটন বলেছেন: "..অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত ইশারায় ডাকে "

আপনার অনুপ্রেরণায় আরও শানিত আমার তৃষ্ণার বিশুদ্ধ আবাদ
নান্দনিক শুভাশিস,সাথে আছি- সুন্দরের!!!

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর কাব্য সাধনা! অনেক অনেক ভাল লাগলো!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা উজ্জীবনী হয়ে অনুপ্রান দেয়ার জন্য,নিরন্তর ভালোবাসা জানবেন,শুভকামনা...
পাশেই চাই,এভাবেই

৮| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু জুতার কালি আর পাজামার ফিতা নয় , দুই মিতার মনের মিলটাই আসল :D

মিতার জন্য শুভ কামনা ।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

কিরমানী লিটন বলেছেন: ঠিক তাই,
মনের কামড়ায় ঠাই দিও বন্ধু,অথবা মনের মিতা
ভালোবাসা নিরন্তর !!!

৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

প্রামানিক বলেছেন: এখন আশার রবি-দুপুরেই ডুবে
পশ্চিমে জেগে উঠে-ডুব দেয় পূবে।
দরিয়ার স্বাদ ভুলি-একাকীর শাওয়ারে
সত্যেরা পদতল-মিথ্যের পাওয়ারে!!!

কথা ঠিকই কইছেন রবি এখন উল্টা চলে। ধন্যবাদ

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন,এখন সব চলছে উল্টোস্রোতের জয়গান ...
সতত শুভকামনা জানবেন...

১০| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২২

দীপংকর চন্দ বলেছেন: বিশ্বাসী প্রতারক মিত্রের সুর
ভুল অনুবাদে তাই-সুচনার ভোর।


অনেক ভালো লিখেছেন ভাই।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

কিরমানী লিটন বলেছেন: আপনার প্রজ্ঞার ছায়াকে সবসময় পাশে চাই,আমার পরিশুদ্ধতায়-উজ্জীবিত অনুপ্রেরণায় ...
অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন
সতত শুভকামনায় ...

১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:২৯

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ !! বরাবরই এতো এতো ভালো ভালো কবিতা লেখেন । অনেক ভালো লাগা রেখে গেলাম ।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতায় মন ভরে গেলো - আপনার আন্তরিক মন্তব্যে ।।
অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা রইলো
সব সময় পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য ...

১২| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা উজ্জীবনী হয়ে অনুপ্রান দেয়ার জন্য,নিরন্তর ভালোবাসা জানবেন,শুভকামনা...আগামীতেও পাশে চাই,এভাবেই ...

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২

রুদ্র জাহেদ বলেছেন: এখন আশার রবি-দুপুরেই ডুবে
পশ্চিমে জেগে উঠে-ডুব দেয় পূবে।
দরিয়ার স্বাদ ভুলি-একাকীর শাওয়ারে
সত্যেরা পদতল-মিথ্যের পাওয়ারে!!

অসাধারন

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে দিলেন- অনাবিল ভালোবাসা জানবেন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.