![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্যের মৃত্যু(দশ).
চকচক করলেই-
সোনা তাকে বলে না,
সোনা তবু চকচকে,
না হলেও চলে না।
নাই মামা থেকে নাকি-
কানা মামা ভালো হয়,
দুষ্ট গরু কোথায় গেলো,
শুন্য গোয়াল পড়ে রয়!
সত্যের তাড়া সদা-
দিয়ে যায় গুণীজন,
যাবে নাকো কানা বলা,
হোক কানা সেইজন।
অসি নয় মসি বড়-
এই তাল,এই সুর-
ডিজিটাল মিথ্যেয়,
ঠাই তার বহুদূর...!!
টাকায় টাকা আনে-
আপদ আনে বোকা,
ভণ্ড মনে হিংসা আনে,
সত্য তখন ধোঁকা।
রাজার মনে রাত্রি বা দিন-
প্রজায় করে বাস,
ধন্য রাজা,ধন্য সেদেশ,
শান্তি বারোমাস ।
প্রজা ভুলে রাজায় যেদিন-
আপন লাগি সব করে,
প্রজায় তখন রাজা থেকে,
উল্টো দিকে মুখ করে।
চামচারা সব ব্যস্ত ভীষণ,
আপন আপন পেট ভরে।
শান্তি তখন সঠিক ছেড়ে,
অচীনপুরের পথ ধরে।
দিনের পরে,বছর শেষে-
রাজায় যেদিন জ্ঞান করে,
সময় সেদিন উল্টোপথে,
উল্টো সুরে গান ধরে ...!!!
ডিসি চামচা ভিসি চামচা
চামচা বিচারপতি,
চামচা ঘেরা স্বদেশ আমার
ক্যামনে থাকি সতী!!!
০৭ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:২২
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা আপনার জন্য, ভালোবাসা জানবেন...
২| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৭
বিপরীত বাক বলেছেন: ++++(++++++++
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো প্রিয়সুহৃদ,পাশেই চাই এভাবেই...
৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২০
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ+++
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২
কিরমানী লিটন বলেছেন: অগুন্তি ভালোবাসা আর নিরন্তর শুভকামনা রইলো ...
সাথেই চাই সুন্দরের...।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৫
অগ্নি সারথি বলেছেন: ছন্দ সুন্দর।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩
কিরমানী লিটন বলেছেন: অনাবিল শুভেচ্ছা আর শুভাশিস জানবেন
সতত শুভকামনা ...
৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮
রিকি বলেছেন: টাকায় টাকা আনে-
আপদ আনে বোকা,
ভণ্ড মনে হিংসা আনে,
সত্য তখন ধোঁকা।
রাজার মনে রাত্রি বা দিন-
প্রজায় করে বাস,
ধন্য রাজা,ধন্য সেদেশ,
শান্তি বারোমাস ।
আহা বেশ বেশ বেশ, কিরমানী ভাই
প্রথম প্লাস
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭
কিরমানী লিটন বলেছেন: আপনার দেয়া যোগ,কাব্যের সারথি হয়ে সাহস যোগাক কবির কলমে-যুগের সীমানা ছাড়িয়ে...
নিরন্তর শুভকামনা
পাশে চাই,নিয়ত-এভাবেই...
৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা । সত্য কথা দৃশ্যায়ন হয়েছে ।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০
কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা আর সাহস পেলাম- আপনার ভাললেগেছে জেনে,নান্দনিক মুগ্ধতা পেলাম। অনেক কৃতজ্ঞতা আর শুভাশিস।
নিরন্তর ভালোবাসা জানবেন...
৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার মতামত পেয়ে...
নিরন্তর ভালোবাসা আর কৃতজ্ঞতা অমিনেশ ...
সতত শুভকামনা...।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪
জুন বলেছেন: নাই মামা থেকে নাকি-
কানা মামা ভালো হয়,
দুষ্ট গরু কোথায় গেলো,
শুন্য গোয়াল পড়ে রয়!
সুবচন কুবচনগুলো ভালোলাগলো কিরমানী লিটন।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জিবনি পেলাম আপনার আন্তরিক মতামতে,আপনার উপস্থিতি আমার কাব্যের তৃষ্ণাকে,আরও শানিত করবে...
পাশেই চাই, এভাবেই...
নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন...
৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
সুমন কর বলেছেন: চমৎকার এবং প্লাস।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৪
কিরমানী লিটন বলেছেন: "তোর ছোঁয়াতে জেগে উঠি
ঘুমের ঘোরে শুই,
রাতের বেলায় এক কাপ চা
সকাল বিকেল দুই..."
"কান পেতে রই... " সত্যিই,আপনার মন্তব্যের অপেক্ষায় আমি কান পেতে রই ...
অনেক ভালোবাসা আর শুভাশিস আপনার জন্য...
"সুমন কর-দাদাভাই আমার..."
১০| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: দুইদিন ধরে বেশ ঝামেলায় আছি.... তাই সময় দিতে পরাছি না। আশা করি, আগামী ২দিন পর ফ্রি হবো।
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫
কিরমানী লিটন বলেছেন: দ্রুতই ঝামেলা মুক্ত হয়ে ফিরে আসুন আমাদের মুগ্ধ আঙিনায়
শুভকামনা রইলো ...
১১| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মজা পেলাম
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা আপনার জন্য ...
০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা আপনার জন্য ...
১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সদা সত্য কথা কহিবে
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০২
কিরমানী লিটন বলেছেন: "সত্য যে কঠিন- কঠিনেরে ভালবাসিলাম, সে কখনও করে না প্রবঞ্চনা..."
সুন্দরের সাথেই থাকতে চাই-বাস্তবের কঠিন সময়েও...
নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন...
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯
এ এস রিপন বলেছেন: চমৎকার লেখা! পড়ে ভালো লাগল।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা,শুভকামনা সতত ...
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৪
গেম চেঞ্জার বলেছেন: সুবচন-কুবচনঃ আসলেই বাস্তবতার নিরিখে হয়েছে। ছন্দগুলোও বেশ হয়েছে। লিটন ভায়াকে অভিনন্দন।