নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

আমার কথা-মনে রাখিস...

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩২



অরণ্যের মৃত্যু -এগারো .

চোখের পাতায় ঘুমের ছোঁয়ায়
মৃত্যু এলে শিয়র পাশে,
মৃত্যু-দূতের ভীষণ তাড়ায়
পাইনা যদি বিদায় শেষে।
একটা দাবী থাকলো জমা
তোমার তরে করজোড়ে,
ভালোবাসি ভীষণ ভালো
অতল হৃদয় স্বত্বা-জুড়ে।

রাতের গভীর ঘুমের ঘোরে
পড়ুক মনে আমায় তরে,
হৃদয় বাজুক কান্না সুরে
জেগে উঠার সকাল ভোরে।
টান পোড়নের ইচ্ছেগুলো
নিত্যদিনের ময়লা ধুলো,
খুনসুটিদের সদলবলে
ভুলিয়ে রাখিস ব্যথার জলে।

স্বপ্ন যেসব হয়নি ছোঁয়া
সত্য সে নয়,ফানুস ধোঁয়া,
গল্পটা তার লুকিয়ে রাখিস
পেটের গভীর কাঁধের বালিশ।

মন খারাপের ক্ষণ গুলো সব
ভুলের বাঁশি দুঃখের প্রসব,
শক্ত করে আড়াল রাখিস
খুব যতনে ভুলে থাকিস।

তেপান্তরের ইচ্ছেটারে
মুঠোয় মুঠোয় দুহাত ভরে,
ছড়িয়ে দিতাম তোর দুয়ারে
সে স্বপ্নটা সত্যি ছিল-শরীরজুড়ে।
তার আঁচলে মুখ লুকিয়ে
ক্ষণিক সুখের আদল চেয়ে,
আমার ছায়া-পটে আঁকিস
আমরা কথা মনে রাখিস।।,

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪০

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।খুব ভালো লাগল +++

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতায় মন ভরে গেলো
নিরন্তর শুভকামনা জানবেন...

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৩

গেম চেঞ্জার বলেছেন: অনেক ভাললাগার নান্দনিক কাব্য। প্লাস+

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪১

কিরমানী লিটন বলেছেন: বরাবরের মতো মুগ্ধ কৃতজ্ঞতা- শুভকামনা অমিনেশ...
সতত ভালোবাসা রইলো ...

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪২

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর শুভাশিস জানবেন,নিরন্তর ভালোবাসা- পাশেই চাই, এভাবেই...

৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

জুন বলেছেন: স্বপ্ন যেসব হয়নি ছোঁয়া
সত্য সে নয়,ফানুস ধোঁয়া,


আশাকরি যে সব স্বপন ছুতে পারেনি তা যেন হাতে এসে ধরা দিয়ে যায় । অনেক ভালোলাগলো কবিতা ।
+

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কিরমানী লিটন বলেছেন: "স্বপ্নরা সব ভীতুর আণ্ডা,
সাহস দিয়ে যাই,
দিনের আলো তাঁরায় মেখে
রাতের আঁধার ঠাঁই ..."

এরপরও স্বপ্নই-জীবনকে বাঁচিয়ে রাখে- অনন্তে পাড়ি দিতে...
স্বপ্নের মতই সুন্দর হাসুক আপনার দিগন্তে,পাশেই চাই, সতত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.