নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রেম,বিয়ের কবিতাঃ

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২


এক.

তখন তুমুল প্রেমের সময়
কল্পনাতে সাজা,
তুমি ছিলে কঙ্কাবতী
আমি তোমার রাজা।
কল্পনাতে ঘুমাই তখন
কল্পনাতেই খাই,
কলপনাতেই ভাসিয়ে তরী
মেঘের কোলে ঠাই।
তুমি যদি নদী হতে
আমি নদীর তীর,
ইচ্ছেরা সব জোনাক জ্বেলে
জমিয়ে দিতো ভীড়।
আমি যদি বৃক্ষ হতাম
তুমি তাহার বন,
আকাশ নদী পাহাড় ভেবে
কাটতো সুখের ক্ষণ।
স্বপ্ন রঙে রাঙিয়ে দুচোখ
উড়িয়ে সুখের ডানা,
চন্দ্র তারা জোসনা এসে
সেথায় দিতো হানা।


দুই.

ইচ্ছের ফুঁৎকার স্বপ্নীল ফানুসে
সাদাকালো বেঁচে থাকা-রঙিন মানুষে
স্বপ্নটা খুঁজে ফিরি রঙধনু বহরে
সাধগুলো নির্বাক সাধ্যের প্রহরে।
স্মৃতিগুলো পুরনোর রঙচটা মরচে
ভালোবাসা বেশ দামী জ্বলজ্বলে খরচে,
কল্পনা সত্যের বড়বেশী ফাঁড়াকে-
বেঁচে থাকা পথ ধরে,নরকের সড়কে।
একালের দেবদাস খোঁচাখোঁচা দাঁড়িতে
পথে পথে ঘুরে ফিরে খোঁজ নেই বাড়ীতে,
ইচ্ছেটা অদেখাই জোছনার আকাশে
স্বপ্নটা সাদাকালো রঙহীন ফ্যাঁকাসে।
এখানে সকাল আসে সন্ধ্যার সাঁঝেতে,
শিউলি বকুল পুড়ে-দুপুরের তাপেতে।
প্রেমহীন বাঁচা এই জীবনের নরকে
স্বপ্নটা তবু ছুটে সূর্যের সড়কে !!

তিন.

তুমি তবু,রাণীই আছো-
আমিই তোমার সোয়ামি,
প্রেমটা ভীষণ সুখের ছিল
বিয়ে বড় বোকামি !!!

মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ! চমৎকার !!
দুই নম্বরটা যেন সুকুমার রায় পড়ছিলাম ।

ছবিটা দিয়েছেন একেবারে ভয়াবহ , রীতিমত বাংলাওয়াশ !!!!

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

কিরমানী লিটন বলেছেন: ছবির গোবেচারার মতো আমি অতটা ভদ্রলোক না,তাই যে অবস্থা-মহান ভদ্রলোকদেরতো," ভিক্ষা চাইনা মাগো,কুকুরটা তাড়া ..."!!!
অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন প্রিয়সুহৃদ,মিতা গিয়াসলিটন ...

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "তুমি তবু, রাণীই আছো-
আমিই তোমার সোয়ামি,
প্রেমটা ভীষণ সুখের ছিল
বিয়ে বড় বোকামি !!!" শেষাংশ পড়ে জাতি তো দোলাচল খাবে!
সর্বোপরি লেখাটা ভালো লেগেছে ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮

কিরমানী লিটন বলেছেন: ভাবিয়া ... .. .ভাবিওনা!! জাতি মহান কর্মটি সম্পাদনের পূর্বে আরেকবার ভাবিত হউক...
অতঃপর সুখ শান্তির ঢেঁকুর প্রসব করিতে থাকুক...

নিরন্তর ভালোবাসা আর সতত শুভাশিস জানবেন সুহৃদস্বজন রূপক বিধৌত সাধু ...

৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

ফুল বানু বলেছেন: দারুণ ছন্দময় এক নিঃসাশ্বে পড়লাম । ভালো একজন ছড়াকার আপনি । এগিয়ে যান , দমে যাবেন না শত প্রতিকূলতার মাঝেও ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২২

কিরমানী লিটন বলেছেন: "রোজ তাই
চাঁদা ভাই,
টিপ দেয় কপালে ..."
আপনার আশীর্বাদ আমার তৃষ্ণার কপালে টিপ করে নিলাম,ভালো থাকুন সতত-সবাইকে নিয়ে...

৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

হানিফুর রহমান হানিফ বলেছেন: ফাটাফাটি

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৩

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসায় কৃতজ্ঞতা,নিরন্তর শুভকামনা ...

৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: এক নম্বরটা বেশি ভাল লাগলো +

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮

কিরমানী লিটন বলেছেন: একদম সঠিক,এক নম্বরটা সম্পূর্ণ রঙিন,দ্বিতীয়টা আংশিক রঙিন-আর তৃতীয়টা সাদাকালো পুরোটাই...
আপনার আশীর্বাদ আমার কাব্যের ক্ষুধাকে আরও বিশুদ্ধ করুক,সাথেই চাই সাহসে-শক্তিতে,এভাবেই...
সতত শুভকামনা সুহৃদপ্রিয় সেলিম আনোয়ার ভাইয়াকে...

৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

গেম চেঞ্জার বলেছেন: ব্যাচেলরদের ভয় দেখাচ্ছেন নাতো?

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

কিরমানী লিটন বলেছেন: ভয় না,সত্যকে মোকাবেলার সক্ষমতা অর্জনে সতর্ক করছি,সমৃদ্ধ সুখের কামনায়...
অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর ভালোবাসা রইলো প্রিয়স্বজন গেম চেঞ্জার,ভাইয়াকে...

৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: নান্দনিক প্রকাশ।খুব ভালো লাগল

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

কিরমানী লিটন বলেছেন: "যে আমারে দেখিবারে পায়,ভালো-মন্দ সকলি মিলায় ..."
সেই প্রিয় সুহৃদ-স্বজন রুদ্র জাহেদ,ভালোবাসা অনাবিল...

৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

ধমনী বলেছেন: ছবিটা দারুণ। কলম/ কীবোর্ড চালিয়ে যান।

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

কিরমানী লিটন বলেছেন: সত্য প্রকাশের সাহস চাই-চাই শুদ্ধ সমালোচনা...সুন্দরকে সব সময় পাশেই চাই-এভাবেই...
নিরন্তর ভালোবাসা আর অনন্ত শুভাশিস রইলো ...

৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৭

চ্যাং বলেছেন: অসাম!!!!!!!!!!!!!!!! চালাইয়া যাইন ভাইয়া!!!!!!!!!!!!

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

কিরমানী লিটন বলেছেন: যাদের বিশ্বস্ত হাত-নিয়ত বিশুদ্ধতার পথ চিনিয়ে দিয়ে যায়,আপনি তাদেরই একজন-নিরন্তর স্যালুট জানাই,আপনাদের মতো কাঙ্ক্ষিত স্বজনদের ...

নান্দনিক ভালোবাসা আর বিশুদ্ধ শুভকামনা আপনার জন্য,প্রাণের সুহৃদ চ্যাং ভাইয়াকে!!!সাথেই চাই-এভাবেই ...

১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। ছবিটাও দিছেন চরম।

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রাণের স্বজন প্রিয় হাসান মাহবুব ভাইয়াকে ...
অফুরান ভালোবাসা আর স্নিগ্ধ শুভকামনা জানবেন...

১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:





তখন তুমুল প্রেমের সময়
কল্পনাতে সাজা,
তুমি ছিলে কঙ্কাবতী
আমি তোমার রাজা।
কল্পনাতে ঘুমাই তখন
কল্পনাতেই খাই,
কলপনাতেই ভাসিয়ে তরী
মেঘের কোলে ঠাই।
তুমি যদি নদী হতে
আমি নদীর তীর,
ইচ্ছেরা সব জোনাক জ্বেলে
জমিয়ে দিতো ভীড়।
আমি যদি বৃক্ষ হতাম
তুমি তাহার বন,
আকাশ নদী পাহাড় ভেবে
কাটতো সুখের ক্ষণ।
স্বপ্ন রঙে রাঙিয়ে দুচোখ
উড়িয়ে সুখের ডানা,
চন্দ্র তারা জোসনা এসে
সেথায় দিতো হানা।



-----------সেই রকম হয়েছে।
ভালো থাকবেন নিরন্তর।

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

কিরমানী লিটন বলেছেন: একরাশ স্নিগ্ধ ভালোলাগায় ভর করলো হৃদয়ে-তার মুগ্ধ হাওয়ায় অনেকক্ষণ ভেসে রইলাম...
অনেক কৃতজ্ঞতা আর অতলের ভালোবাসা প্রিয়সুহৃদ দেশ প্রেমিক বাঙালী'র জন্য,সাথেই চাই-নিরন্তর,এভাবেই ...

১২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮

আরণ্যক রাখাল বলেছেন: বিয়ে না করে থাকা যায় না? প্রেম করবো খালি

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

কিরমানী লিটন বলেছেন: প্রকৃত প্রেমের মজাইতো বিয়ের পরের ...
সত্যিকারের প্রেম করুন,বাকী পথটুকু এক লাফে পার হওয়া যাবে...
অনেক কৃতজ্ঞতা জানবেন,পাশেই চাই-এভাবেই...

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:

ছন্দ ও ভাবনা ভালো লেগেছে।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা আমার মুগ্ধ পাওয়া-অনেক কৃতজ্ঞতা সতত সাহসে সাথে থাকার জন্য,পাশেই চাই- সব সময়,হে মুগ্ধ সুন্দর...

নিরন্তর ভালো থাকা কামনায়-অনেক ভালোবাসা ...

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার । ভাল লেগেছে মজার কাব্য ।

১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৮

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা - নিরন্তর ভালোবাসা রইলো
সতত শুভকামনা...

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২০

সুমন কর বলেছেন: শেষটি মোটামুটি। বাকিদুটো চমৎকার।

স্বপ্নটা তবু ছুটে সূর্যের সড়কে !!


ভালো লাগা রইলো।

১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২২

কিরমানী লিটন বলেছেন: স্বপ্নটা তবু ছুটে সূর্যের সড়কে !!
আর এ জন্যই বারবার ফিরে আসা হৃদয়ের পানে...
আশাকরি সেখানেই আশ্রয় পাবো , নান্দনিক ভালোথাকা কামনা করছি,
সতত শুভকামনা প্রিয় দাদাভাই,সুহৃদ-স্বজন সুমন কর !!!
শারদীয় শুভেচ্ছা...

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

শামছুল ইসলাম বলেছেন: ছন্দময় কবিতা, ভাবটাও পড়তে পারলাম (অনেক কবিতারই ভাব পড়তে অক্ষম এই অধম)।

আপন ছন্দে কিরমানি ব্যাটে উঠুক কাব্য ঝড়।

(সৈয়দ কিরমানি নামে ভারতীয় একজন উইকেট কিপার+ ব্যাটসম্যান ছিলেন।)

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা,আপনার মুখে ফুল-চন্দন ফুঁটুক,এই কামনা সারাক্ষণ-সারাবেলা ...
হ্যাঁ আমার প্রয়াত বাবার খুব ফেভারিট ক্রিকেটার ছিলেন উনি-সেই থেকেই আমার কিরমানী নাম রাখা।
ভালো থাকবেন, অনেক ভালো- সতত শুভকামনা...

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা,আপনার মুখে ফুল-চন্দন ফুঁটুক,এই কামনা সারাক্ষণ-সারাবেলা ...
হ্যাঁ আমার প্রয়াত বাবার খুব ফেভারিট ক্রিকেটার ছিলেন উনি-সেই থেকেই আমার কিরমানী নাম রাখা।
ভালো থাকবেন, অনেক ভালো- সতত শুভকামনা...

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১২

দর্পণ বলেছেন: হা হা কিরমানীভাই দারুন হইসে।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম আপনার আন্তরিক মন্তব্যে,কৃতজ্ঞতা নিরন্তর।
পাশেই চাই-এভাবেই...
সতত শুভকামনা...

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ কবিতা। ধন্যবাদ

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হই- আপনার আন্তরিক মতামতে-ভালোবাসা আর কৃতজ্ঞতা অমিনেশ,পাশেই থাকতে চাই-সুন্দরের...
সতত শুভকামনা...

১৯| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০

মোস্তফা মহসীন বলেছেন: ছড়া হিসেবে বেশ উপভোগ্য। আরোও লিখবেন ..এই প্রত্যাশা।

২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

কিরমানী লিটন বলেছেন: লাল সালাম- আপনাকে, প্রোফাইল পিকচারকেও ...
কৃতজ্ঞ ভালোবাসা জানবেন,পাশেই আছি-সুন্দরের,সাথে চাই- এভাবেই...
সতত শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.