![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নে খুঁজি ভোরের আঁচল
স্বস্তি হারায় আশা,
আকাশ ছোঁয়ার তেষ্টা জুড়ে
বিরান মরুর বাসা।
আমার চাঁদে সূর্য্যি মামা
অবহেলার আড়ি,
পূর্ণিমা তাই ঠাঁই পেয়েছে
অথৈ আঁধার বাড়ী।
রাত্রি জাগার ক্লান্তি এখন
অবসাদ আর একা,
মুহূর্তদের শরীর বুঝে
শুন্য ভীষণ ফাঁকা !
হঠাৎ করেই দ্যাখা-
বিকেল বেলা হাঁটছি যখন,
ভাবছি তখন,
লাগছে বড় একা!
চৌমাথাটার একটু দূরে
আড়াল ছেঁড়ে চুল উড়িয়ে,
শুন্যে মিলায় পাখা।
সেক্ষণ থেকে সবই এখন
এলোমেলো একলা ভীষণ,
ধুসর পড়ে থাকা।
আকাশ পানে তাকিয়ে থাকি
জোছনা তারা শুধুই মেকি
সময় গুলি দিচ্ছে ফাঁকি
অপেক্ষারাই সখা!
বিকেল বেলা হাঁটছি যখন
ভাবছি তখন-
লাগছে বড় একা,
হঠাৎ করেই দ্যাখা..!!!
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় সুহৃদ, নান্দনিক ভালোবাসায় সুস্থ ও নিরাপদ থাকুন সতত...
২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৩
নব ভাস্কর বলেছেন: দারুণ!!!
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৯
কিরমানী লিটন বলেছেন: আমার কুঁড়েঘরে সু-স্বাগতম ...
ধন্যবাদ আর কৃতজ্ঞতা নিরন্তর
সতত শুভকামনা রইলো ...
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৭
আবিদ ভাই বলেছেন: জ
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩
কিরমানী লিটন বলেছেন: ভাইয়া "জ" মানে বুঝিনি-গালি দিন নি তো ! হা হা হা...
অনেক ভালোবাসায় ঘিরে রাখুক আপনার মুহূর্তের প্রতিটা ক্ষণ ...
সতত শুভকামনা...
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৫
সালমাহ্যাপী বলেছেন: বিকেল বেলা হাঁটছি যখন
ভাবছি তখন-
লাগছে বড় একা,
হঠাৎ করেই দ্যাখা..!!!
বাহ.. সুন্দর.
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আমার ভাঙ্গা দরজায় স্বাগতম ! অনেক ধন্যবাদ আন্তরিক মতামতের জন্য।পাশেই চাই-এভাবেই.।
সতত শুভাশিস...
৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনী ভালো লাগলো ।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯
কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেল- আপনার আন্তরিক মন্তব্য জেনে,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা...
৬| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪
কিরমানী লিটন বলেছেন: আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই,সারাক্ষন সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য।আসছে আগামী আপনার পায়েই লুটিয়ে পরুক- মুগ্ধৃতজ্ঞতায়..।
সতত সুস্থ ও নিরাপদ থাকবেন...
৭| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৭
কানিজ রিনা বলেছেন: এল্যে মিছে খকথা কইলে কেল্যে ওইবো বাজিরে
উক্কে আর নযাউম।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬
কিরমানী লিটন বলেছেন: ভাই বকা দিলেন কি? অসুবিধা নেই আপনাদের বকা আমার বড় হয়ে সাহস যোগাবে আরও বিশুদ্ধ হতে...
সতত শুভকামনা রইলো...
৮| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আপনার উজ্জিবনি মতামত রেখে দিলাম মনের অতলে।অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো।
সতত শুভকামনা, পাশেই চাই- এভাবেই...
৯| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:০২
সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: খুব খুব সুন্দর!!!
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মন্তব্যে-ধন্যবাদ কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা আপনার প্রতি।
ভালো থাকবেন নিরন্তর ,সতত শুভকামনা...
পাশেই চাই- এভাবেই...
১০| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫৩
নাবিক সিনবাদ বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর কৃতজ্ঞতা-আমার ভুবনে সু-স্বাগতম!!!
ভালো থাকবেন,শরীরে -মনে। পাশেই চাই- এভাবেই
সতত শুভকামনা...
১১| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন:
আকাশ পানে তাকিয়ে থাকি
জোছনা তাঁরা/তারা শুধুই মেকি
সময় গুলি দিচ্ছে ফাঁকি
অপেক্ষারাই সখা ।
বেশি ভাল লাগলো ।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০
কিরমানী লিটন বলেছেন: "যত দূরে-দূরে থাকিস
বন্ধু কথা রাখিস
আমাকে কোনদিনও ছেড়ে যাবি না..."
বরাবরের মতই দারুণ অনুপ্রাণ পেল আমার আজন্ম অতৃপ্ত আত্মা,আপনার সুন্দরের ছোঁয়ায়।অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।
ভালো থাকবেন,অনেক ভালো!!! শরীরে -মনে...
সতত শুভকামনা...
১২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: "বিকেল বেলা হাঁটছি যখন
ভাবছি তখন-
লাগছে বড় একা,
হঠাৎ করেই দ্যাখা..!!!" এই অংশটুকু বোধহয় না দিলেও চলতো ।
গভীর মুগ্ধতা রইলো
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬
কিরমানী লিটন বলেছেন: আপনি ঠিকই বলেছেন-আসলে ওই অংশটুকুর প্রতিই আমার বেশী দুর্বলতা,তাই ওটা দিয়েই শেষ করেছি।
অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আপনার সাবলিল সত্য মন্তব্যে। ভালোবাসা নিরন্তর।
পাশেই চাই- এভাবেই...
সতত শুভাশিস ...
১৩| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫
বনমহুয়া বলেছেন: দারুন।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯
কিরমানী লিটন বলেছেন: আমার ভুবনে আপনাকে সু-স্বাগতম!!!
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো, পাশেই চাই-এভাবেই...
ভালো থকবেন, শরিরে-মনে...
১৪| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯
নেক্সাস বলেছেন: সুন্দর
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা আপনার আন্তরিক মন্তব্যে ...
সতত শুভকামনা রইলো ...
১৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
বিকেল বেলা হাঁটছি যখন
ভাবছি তখন-
লাগছে বড় একা,
হঠাৎ করেই দ্যাখা..!!! +।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
কিরমানী লিটন বলেছেন: "নয়নও সমুখে তুমি নাই-
নয়নের মাঝখানি নিয়েছ যে ঠাঁই... "
শারদীয় শুভেচ্ছা,ভালো নিরাপদ ও সুস্থ থাকবেন, শরীরে- মনে...
সতত শুভকামনা...
১৬| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আকাশ পানে তাকিয়ে থাকি
জোছনা তারা শুধুই মেকি
সময় গুলি দিচ্ছে ফাঁকি
অপেক্ষারাই সখা!
চমৎকার মিলিয়েছেনতো !!!!
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২
কিরমানী লিটন বলেছেন: "ওগো বন্ধু আমার-
হতে কুসুমও যদি ..."
একবাস্তা ভালোবাসা প্রিয় মিতার জন্য...
সতত শুভকামনা...
১৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮
স্পর্শিয়া বলেছেন: খুব ভালো লাগলো।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪
কিরমানী লিটন বলেছেন: আমার ভুবনে আপনাকে সু-স্বাগতম!!!
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো, পাশেই চাই-এভাবেই...
ভালো থাকবেন, শরীরে-মনে...
সতত শুভকামনা.।
১৮| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
হঠাৎ করেই দ্যাখা..!!!
কার দেখা ? ঐ যে আড়াল ছেড়ে চুল উড়িয়ে,গেছেন যিনি ? তিনি তো পাখা মেলে উড়ে গেছেন !
এক পলকের দেখা
এতেই কি কেউ হয় সখা ?
তার জন্যে এমন করে
এই কবিতা লেখা ?
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭
কিরমানী লিটন বলেছেন: দ্যাখার পরে কথাও হলো
হৃদয় মাঝেও আঁকা,
হারিয়ে এখন আবোল তাবোল
এমন করে লেখা!!!
চমৎকার মননশীল আর যৌক্তিক মন্তব্য,অনেক মুগ্ধ হলাম আপনার সাবলীল মতামতে
সতত শুভাশিস ...
১৯| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭
সাহসী সন্তান বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা রেখে গেলাম! শুভ কামনা জানবেন!
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১২
কিরমানী লিটন বলেছেন: সুন্দরের চোখে সামান্যও বিশাল হয়ে দেখা দেয়...
আপনার মন্তব্য বরাবরই আমাকে উজ্জীবিত করে- স্বপ্ন দেখায় সুন্দরের সাথে থাকার,
ভালো থাকবেন নীরোগ দেহে সুস্থতায়,শরীরে- মনে...
সতত শুভকামনা ...
২০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩
গেম চেঞ্জার বলেছেন: কাব্যিক ছন্দের সমাহার। ভাল লেগেছে ভাই। একখান প্লাস নিন তাই।
কিন্তু কার সাথে হঠাৎ করে দেখা?
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭
কিরমানী লিটন বলেছেন: "যে আমারে দেখিবারে পায়-ভালোয় মন্দে,সকলি মিলায় "...তার সাথে!!!
আপনার উপস্থিতি আমার অকবিতারাও, কবিতা হওয়ার স্বপ্ন দেখে, নিরন্তর ভালোবাসা জানবেন,
অনেক ভালো থাকবেন নীরোগ দেহে সুস্থতায়,শরীরে- মনে...
সতত শুভকামনা ...
২১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা বেশ লেগেছে । ছন্দ মেলানোটা ভাল লেগেছে ।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২
কিরমানী লিটন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় সুহৃদ- অনেক উজ্জীবিত হলাম আপনার মন মতামতে...
নিরন্তর ভালোবাসা জানবেন,
সতত শুভাশিস...
২২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে। খুব ভাল লাগা
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
কিরমানী লিটন বলেছেন: অনেক আপ্লূত হলাম,আপনাকে সশ্রদ্ধ ভালবাসা...প্রিয়সুহৃদ
নিরন্তর কৃতজ্ঞতা,
সতত শুভকামনা...
২৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: ভালই লিখেছেন ভাই,,,,,
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন ...
সতত শুভকামনা...
২৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৫
ফুলফোটে বলেছেন: চমৎকার
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮
কিরমানী লিটন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় সুহৃদ
সতত শুভকামনা ...
২৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আকাশ পানে তাকিয়ে থাকি
জোছনা তারা শুধুই মেকি
সময় গুলি দিচ্ছে ফাঁকি
অপেক্ষারাই সখা!
ছন্দ খেলা খুব খেলেছো
তাল লয় বেশ মিলিয়েছো
দারুন স্বাদের পোষ্ট দিয়েছো
লাগলো সরস চাখা।
কমেন্ট কত শতশত
সামুয় সুহৃদ আছে যত
প্রলেপ লাগায় হৃদের ক্ষত
তবু কবিরা বড্ড একা।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩২
কিরমানী লিটন বলেছেন: চোখের তাঁরায় সূর্য আঁকো
জোছনা মাখাও আঁধার গায়,
বৃষ্টি ভাসাও মরুর বুকে
শান্তি আঁকো নীলের ছায়!
কে বলেছে একা,
তোমরা কি সব হাওয়ার মিঠাই
ভ্রমের ঘোরে ফাঁকা ?
কেন তবে স্বপ্ন দেখাও
ইচ্ছে জাগাও আগামীর,
পাড় করিতে বাঁধার পাহাড়
মিথ্যে সাগর ভুলের তীর ?
আকাশ পানে তাকিয়ে বলি-
তুমিই এক সামলাও?
আমরা কবি সবি পারি
সবাই আকাশ আমরাও !!!
অনেক অভিবাদন আপনার প্রজ্ঞার মননে নান্দনিক ছন্দের মতামত জেনে ।
পাশে নয়-সাথে চাই,এভাবেই ...
শ্রদ্ধায়,ভালোবাসায় সতত শুভকামনা ... !!!
২৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৫
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: খুব ভালো লাগলো
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহিত হলাম আপনা্র আন্তরিক মন্তব্যে জেনে-নিরন্তর ভালোবাসায় কৃতজ্ঞতা আর ধন্যবাদ রইলো...
সতত শুভকামনা...
২৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছন্দ ভালো লেগেছে বেশি!
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০
কিরমানী লিটন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয়সুহৃদ,
সতত শুভকামনা ...
২৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন: খুব ভালোলাগলো। ছন্দের চেয়ে যেটা বেশি ভাললাগলো সেটা হচ্ছে কবিতার সারল্য। লাইকড ইট।
শুভকামনা রইলো।
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১
কিরমানী লিটন বলেছেন: "বৃষ্টি নামে চোখের পাতায়
মনের নদী বুকের খাতায়
স্নিগ্ধ তোমার হৃদয় ছোঁয়া
দুঃখ শ্রমিক আমার লিখায় " ...
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা নিবেন প্রিয়সুহৃদ-প্রিয়স্বজন,ভালো আর নিরাপদ থাকবেন,শরীরে -মনে ...
সতত শুভকামনা...
২৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০
জেআইসিত্রস বলেছেন: অপূবর্ ভালো লাগলো।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহিত হলাম আপনা্র আন্তরিক মন্তব্যে জেনে-নিরন্তর ভালোবাসায় কৃতজ্ঞতা আর ধন্যবাদ রইলো...
সতত শুভকামনা...
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৮
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর+++