![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের ব্যবধানে,বেজে বেজে চলে
সূর্য, চাঁদ,পৃথিবীর সবচেয়ে দূরতম শব্দের মাস্তল
যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি
পরিচিত ষ্টেশন এলেই,তুমি দেখাও নিশান,
আমি উঠে পড়ি ।
আত্মার ক্ষুধিত জঠরে পুষ্টিহীন বেড়ে উঠে
আমার অর্থনীতির নড়বড়ে পা,
শূন্য পাকস্থলী অবাধ্য কীটের ইজারায়
বুনে যায় অগুন্তি মরণের বীজতলা।
টিকটিকির লেজ তবু দীর্ঘ হতে থাকে
অতিকায় অভিজাত ক্রমেই মোটাতাজা হয়
মাকড়সার জালে আটকা পড়ে শহীদের স্বপ্ন।
যৌবন পুড়ে পুড়ে যায়-প্রখরের আলোয়-
মিথ্যের প্লাবনে ভেসে যায় স্বদেশের সতীত্ব,
বুকের ঘাংগুরে নাচে দুঃখের নর্তকী
ধূসর বসন্ত হারায় অনির্দিষ্ট অদেখায়,
শকুনের পদতলে পিষ্ট হয় জোছনার হলক
ইচ্ছেরা পুড়ে মরে অনল প্রলয় বহরে-
চিতায় অথবা কবরে।
হে নতুন,সবুজ অস্তাচল আগামী-
মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে,এসো হাতেহাত ধরি,
ইঁদুরের মুখ থেকে কেঁড়ে নেই মানচিত্র
অসতের পিকদানি উল্টে দেই-অঝোর রক্তধারায়
শীতাতপ নরম হাওয়ায়-জ্বালাই দ্রোহের হল্কা,
হলুদের মুখে এঁকে দেই-সাদার আঁচড়
প্রজ্ঞার আলোয় তাড়াই অনুকম্পের অন্ধকার,
মিছিলে শ্লোগানে নিভাই দেমাগের দাবাদাহ
তাড়াই দুঃসময় ইতিহাসের আস্তাকুরে-চিতায় অথবা কবরে।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২
কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার মননের সাবলীল মন্তব্যে-ঠিকই বলেছেন,আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায়...
কৃতজ্ঞ ভালোবাসা আর নান্দনিক অভিবাদন,পাশে চাই, এভাবেই-সুন্দরের সাথেই আছি
সতত শুভকামনা ...
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৪
সপ্ন বালক বলেছেন: সুন্দর হয়েছে।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা রইলো
সতত শুভকামনা ...
৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ঘরের একটি কোণায় পিঁপড়ের আবাস কখনো গোটা ঘরকে গিলে নিতে পারে না,তরুণেরা একটি ঘরের সদস্য,পিঁপড়ে হলো এর ক্ষতিগ্রস্ত বিবর্তিত সদস্যরা। ঘরকে সারিয়ে তুলতে হবে আশায়। ঘরের বাকি সদস্যরাই তা করবে।
উদ্যমী উৎসাহ পাশে থাকুক আপনার। খুব ভালো লিখেছেন।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫
কিরমানী লিটন বলেছেন: আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তাই আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায় ...
সাথেই থাকুন- এভাবেই, পাশেই আছি, সতত শুভকামনা ...
৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩
হাসান মাহবুব বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে চমৎকার কবিতা। কবির দায়বদ্ধতা ফুটে উঠেছে।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার মননশীল মতামতে
কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয়সুহৃদ ...
ভালো থাকবেন- নিরন্তর ...
৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮
রমিত বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন!
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসায়- অশেষ ধন্নবাদা আপনাকে,পাশেই চাই- এভাবেই
সতত শুভকামনা ...
৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭
জেন রসি বলেছেন: প্রজ্ঞার আলোয় তাড়াই অনুকম্পের অন্ধকার,
মিছিলে শ্লোগানে নিভাই দেমাগের দাবাদাহ
তাড়াই দুঃসময় ইতিহাসের আস্তাকুরে-চিতায় অথবা কবরে।
পরিবর্তিত সময়ের আলোকে সঠিক জ্ঞানের প্রয়োগ করেই জীর্ণ সমাজকাঠামো ভেঙ্গে ফেলতে হবে।
চমৎকার কবিতা।শুভেচ্ছা।
++
২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
কিরমানী লিটন বলেছেন: হৃদয়ের সাথে মগজের দূরত্ব বাড়ছেই ক্রমাগত,তাই আজ বাতাসে হিংসার বিষ,নেতৃত্বের আসনে তাই জ্ঞানীর অবস্থান নিশ্চিত করতে হবে,অনেক শুভকামনা আর মুগ্ধ কৃতজ্ঞতা মননশীল মতামতে
সাথেই আছি সুন্দরের,পাশে চাই-এভাবেই ...
ভালো থাকবেন-সুস্থতায় নিয়ত ...
৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫
সুমন কর বলেছেন: আজ আমার কাছে একটু কঠিন মনে হলো। তবে পড়তে ভালো লাগল।
মিছিলে শ্লোগানে নিভাই দেমাগের দাবাদাহ
তাড়াই দুঃসময় ইতিহাসের আস্তাকুরে-চিতায় অথবা কবরে।
+।
২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হয় আমার কবিতার প্রান,আপনার প্রেরণার বীজের প্রতিটি অনুপ্রাণ,শক্তি সাহস আর শুদ্ধতায়,
কৃতজ্ঞ ভালোবাসা আর,নান্দনিক শুভেচ্ছা...
সতত শুভকামনা ...
৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
কাবিল বলেছেন: সুন্দর কবিতা, অনেক অনেক ভাল লাগলো।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫
কিরমানী লিটন বলেছেন: অনেক গর্বিত হলাম আমার ব্লগে আপনার আগমনে,পাশে চাই- সতত,স্নিগ্ধ ভালোবাসায়,
অনেক ভালো থাকবেন-সুস্থতায় ...
৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসায়- অশেষ ধন্যবাদ আপনাকে,পাশেই চাই- এভাবেই
সতত শুভকামনা ...
১০| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯
জুন বলেছেন: ভালোলাগা কবিতায় কিরমানী লিটন ।
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬
কিরমানী লিটন বলেছেন: অনেক বড় স্বীকৃতি আমার জন্য...
অনেক অনুপ্রাণ পেলো আমার কবিতার প্রতিটি শব্দমালা,কৃতজ্ঞ ভালোবাসা পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য,সাহসে-শক্তিতে ...
সতত শুভকামনা ...
১১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫
প্রামানিক বলেছেন: হে নতুন,সবুজ অস্তাচল আগামী-
মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে,এসো হাতেহাত ধরি,
ইঁদুরের মুখ থেকে কেঁড়ে নেই মানচিত্র
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম প্রিয় প্রামানিক ভাই,বরাবরের মতোই,অনুপ্রেরণা পেলো আমার কবিতার প্রান-নিরন্তর ভালোবাসা ...
সতত শুভকামনা ...
১২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৪
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসায়- অশেষ ধন্যবাদ আপনাকে,পাশেই চাই- এভাবেই
সতত শুভকামনা ...
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২
নেক্সাস বলেছেন: যৌবন পুড়ে পুড়ে যায়-প্রখরের আলোয়-
মিথ্যের প্লাবনে ভেসে যায় স্বদেশের সতীত্ব,
বুকের ঘাংগুরে নাচে দুঃখের নর্তকী
ধূসর বসন্ত হারায় অনির্দিষ্ট অদেখায়,
শকুনের পদতলে পিষ্ট হয় জোছনার হলক
ইচ্ছেরা পুড়ে মরে অনল প্রলয় বহরে-
চিতায় অথবা কবরে।
পুরা কবিতাটা অসাধারণ। সামসাময়িক বাস্তবতায় আপনার আহবান পৌছে যাক ঘুমিয়ে থাকা জতির কানে
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৮
কিরমানী লিটন বলেছেন: আমাদের অতীত ছিল ক্ষত-বিক্ষত,
বর্তমান আরও বেশী বিপর্যস্ত
আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায় ...
অনেক উজ্জীবিত হলাম আপনার মননশীল মন্তব্যে,পাশে চাই- এভাবেই,
সতত শুভকামনা...
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: যৌবন পুড়ে পুড়ে যায়-প্রখরের আলোয়-
মিথ্যের প্লাবনে ভেসে যায় স্বদেশের
সতীত্ব,
বুকের ঘাংগুরে নাচে দুঃখের নর্তকী
ধূসর বসন্ত হারায় অনির্দিষ্ট অদেখায়,
শকুনের পদতলে পিষ্ট হয় জোছনার হলক
ইচ্ছেরা পুড়ে মরে অনল প্রলয় বহরে-
চিতায় অথবা কবরে।
অনবদ্য কবিতা
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা-বরাবরের মতো পাশে থেকে অনুপ্রেরণা যোগানোর জন্য,ভালো থাকবেন,নিরন্তর,
সতত শুভকামনা স্নেহের সুহৃদ সুপ্রিয় রুদ্র জাহেদকে ...
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যৌবন পুড়ে পুড়ে যায়-প্রখরের আলোয়-
মিথ্যের প্লাবনে ভেসে যায় স্বদেশের সতীত্ব,
বুকের ঘাংগুরে নাচে দুঃখের নর্তকী
ধূসর বসন্ত হারায় অনির্দিষ্ট অদেখায়,
শকুনের পদতলে পিষ্ট হয় জোছনার হলক
ইচ্ছেরা পুড়ে মরে অনল প্রলয় বহরে-
চিতায় অথবা কবরে।
অসাধারণ আসাধারন লিখেছেন ভ্রাতা !!!
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৭
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম প্রিয় মিতার মতামত জেনে,বরাবরের মতোই অনুপ্রেরণা পেলো আমার কবিতার প্রতিটি শব্দমালা প্রান-নিরন্তর ভালোবাসা ...
সতত শুভকামনা ...
১৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যৌবন পুড়ে পুড়ে যায়-প্রখরের আলোয়-
মিথ্যের প্লাবনে ভেসে যায় স্বদেশের সতীত্ব,
বুকের ঘাংগুরে নাচে দুঃখের নর্তকী
ধূসর বসন্ত হারায় অনির্দিষ্ট অদেখায়,
শকুনের পদতলে পিষ্ট হয় জোছনার হলক
ইচ্ছেরা পুড়ে মরে অনল প্রলয় বহরে-
চিতায় অথবা কবরে।
অসাধারণ আসাধারন লিখেছেন ভ্রাতা !!!
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা...
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬
গেম চেঞ্জার বলেছেন: সমাজ বিনির্মাণে তরুণদের সুপথে ও নেতৃত্বে আনার বিকল্প নেই।
কবিতা সুন্দর হয়েছে। +
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৫
কিরমানী লিটন বলেছেন: "... রাত পোহাবে তবে,"
সত্যিই আগামী আলোর সূর্যরা,তোমাদেরই জেগে উঠার অপেক্ষায়-
হে নতুন,সবুজ অস্তাচল আগামী-
অনেক ভালো থাকুন, সুন্দর-সুস্থতায়,শুভকামনা
-কৃতজ্ঞ ভালোবাসা ... !!!
১৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার । অনেক অনেক ভালো লেগেছে কবিতাটি । অসাধারণ কল্পনাশক্তি । ভালো থাকুন আর অনেক শুভেচ্ছা রইল ।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হল আমার কবিতার প্রতিটি শব্দমালা,নান্দনিক মুগ্ধতায়!!!
অনেক ধন্যবাদ আপনার প্রজ্ঞার মতামতে,ভালো থাকবেন,নীরোগ দেহে শতায়ু হোন
সতত কৃতজ্ঞতা আর শুভকামনা...
১৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
সহ ব্লগার হাসান মাহবুব র সাথে সহমত । একজন কবির কাজটিই করেছেন ।
তবে প্রথম স্তবকটি বাকী অংশের ভাবের সাথে যায় না মনে হয় । ( এটা একান্তই আমার ভাবনা )
শুভেচ্ছান্তে ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২১
কিরমানী লিটন বলেছেন: আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
সহ ব্লগার হাসান মাহবুব র সাথে সহমত । একজন কবির কাজটিই করেছেন ।
তবে প্রথম স্তবকটি বাকী অংশের ভাবের সাথে যায় না মনে হয় । ( এটা একান্তই আমার ভাবনা )
শুভেচ্ছান্তে ।
অথচ প্রথম স্তবক নিয়েই কবিতার উদ্ভব,তিনদিন ভেবেছি- পরের স্তবক কিভাবে শুরু হবে এটা নিয়ে ভেবে-অবশেষে শ্রদ্ধেয় গীতিকার ও সুরকার রফিকুজ্জামান স্যারের মুগ্ধতায় এভাবেই পরেরটা শুরু-যদিও এ নিয়ে আমারও কিছুটা অসস্তি আছে,আর আপনি ঠিক জহরীর মতো একদম জায়গা মতোই হাত দিয়েছেন ...
অনেক ধন্যবাদ আপনার প্রজ্ঞার মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা-
পাশে চাই- এভাবেই...
সতত শুভকামনা ...
২০| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৮
আমিনুর রহমান বলেছেন:
হাল ধরার আহবান !
কবিতায় ভালো লাগা +
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৫
কিরমানী লিটন বলেছেন: "আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে ... "
আমাদের আগামী আমাদেরই গড়ার অপেক্ষায় ...!!!
অনেক কৃতজ্ঞতা অনাবিল শুভকামনা আর স্নিগ্ধ ভালোবাসায় কাটুক আগামীর প্রতিটি প্রহর,নীরোগ দেহে-সুস্থ মনে...
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: নব তরুনদের ডেকে লাভ নেই। ওরা প্রশ্ন ফাঁসে বেস্ত। যা করার হাড়পাকানো বুড়োদেরই করতে হবে।
কবিতা সুন্দরতম। ভাল লাগা রেখে গেলাম।