![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
চাল কিনি লাকড়িও,ঘড়ি দেই দম
ঘুম পাড়ি ঝিম পাড়ি,নাক ডাকি কম।
গান শুনি সিনেমাও,সাথী প্রিয়তম
প্রেম করি ভালোবাসা-ঘর তাই যম!
লোকে ডাকে দেবদাস,রঙের বাহারে,
তোর ভাবা হাবারাম,বেচারা আহারে!
লেখালেখি হরদম,রাত ভোর সকালে
কাজ ফেলে কবিগিরি,ভাত নেই একালে।
মাথামোটা আধুভাই-ভেবেছিলি যাহারে,
কম দামী কবি বলে,গালি দিতি তাহারে।
তোর বেশী দাম তাই,এ পাগল কবিরে-
ছেড়ে গিয়ে ডুব দিলি,গভীরের আঁধারে।
দুই.
শোন মেয়ে তুই চেয়েছিলি,
মজনু হবো আমি?
দেখনা এসে আমি কেমন,
লক্ষ্মী বউয়ের স্বামী!
তুই ভেবেছিস কাঙাল হবো,
বাঙাল মনে বৈরাগী?
সকাল বিকেল জপবো তোকে
মাখবো পায়ে তেল-ঘি!
একটা রঙিন স্বপ্ন আঁকি
একটা ভোরের দুয়ারে
একফালি চাঁদ জোছনা মাখি,
ভাসি সুখের জোয়ারে।
সন্ধ্যেরা সব বলগা হরিণ
সাঁজের মায়ার কোলে,
না পাওয়াদের দুঃখ ভুলে
স্মৃতির চাঁদর খুলে।
তিন.
শুনেছি তুই ভালোই আছিস,
বরটাও খুব লক্ষ্মী!
তুইও সুখী আমিও সুখী,
প্রেমটা তবে সত্যি কি ?
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগায় আমার লিখা সার্থকতা খুঁজে পেলো,অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোলাগা ...
সতত শুভকামনা জানবেন , সাথে চাই-এভাবেই ...
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
গুলশান কিবরীয়া বলেছেন: প্রেমটা হয়তো সত্যিই ছিল , মানুষ পরিস্থিতির শিকার । অথবা হয়তো প্রেমটা কয়েকটি মুহূর্তের জন্য সত্যি থাকে , ফিকে হয়ে যায় পৃথিবীর আবর্তনে , আসলে জানি না । প্রেম বড়ো জটিল ।
কবির কবিত্ব ভালো লেগেছে ।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
কিরমানী লিটন বলেছেন: মানুষ মরে গেলে,পচে যায়
বেঁচে থাকলে বদলায়,
কিন্তু সত্যিকারের প্রেম,সব সময় একই থাকে,হাজারো বাস্তবতার খসখসে মুহূর্তে,
তবে সত্যিকারের প্রেম,পরশ পাথরের চেয়েও দুর্লভ ...
অনেক প্রেরণা পাই,আপনার মননের মতামতে,সাথে চাই- এভাবেই...
কৃতজ্ঞ ধন্যবাদ আর মুগ্ধ ভালোবাসা জানবেন, ভালো থাকবেন,শরীরে- মনে, সবাইকে নিয়ে ...
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছন্দে ছন্দে দারুন লিখেছেন মিতা ।
আহারে ! আমি জীবনে দুইটা লাইন ও মিলাতে পারলাম না
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
কিরমানী লিটন বলেছেন: সবাই জানে আমার মিতা কি পারে !!!
তাই আপসোস করলে জনগন লজ্জা পায় ...
অনেক অনুপ্রাণ পায় আমার কবিতারা,আপনার মননের মুগ্ধ মতামত পেয়ে,সাথে আছি-পাশেই চাই, এভাবেই...
শুকামনা নিয়ত ...!!!
৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
প্রামানিক বলেছেন: লোকে ডাকে দেবদাস,রঙের বাহারে,
তোর ভাবা হাবারাম,বেচারা আহারে!
লেখালেখি হরদম,রাত ভোর সকালে
কাজ ফেলে কবিগিরি,ভাত নেই একালে।
ভাই ঠিক কথাই কইছেন, এযুগের কবিদের কবিতা বিক্রি কইরা ভাত তো দূরের কথা ভাতের ফ্যানও (ভাতের মার) জোটে না।
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন সুপ্রিয় প্রামানিক ভাই,তাইতো এমন আক্ষেপের দুঃখনামা,
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা,পাশে থেকে শক্তি হয়ে সাহস যোগানোর জন্য...
সতত শুভকামনা ...
৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
বাকা পথ বাকা চোখ বলেছেন: চমৎকার
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায়,কৃতজ্ঞ ভালোবাসা
সু-স্বাগতম,আমার বারান্দায়-অশেষ ধন্যবাদ প্রিয় বাকা পথ বাকা চোখ-কে,
সতত পাশে চাই- এভাবেই,শুভকামনা রইলো ...
৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
গেম চেঞ্জার বলেছেন: বাস্তবিক প্রেমকাহিনিগুলোর সারমর্ম মনে হলো!!
২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
কিরমানী লিটন বলেছেন: এর পরিবর্তিত রূপও আছে,তবে তা খুবই অপ্রতুল,অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা - নিরন্তর পাশে থেকে সাহস আর শক্তি যোগানোর জন্য-প্রেরণায়,ভালোবাসায়...
সতত শুভকামনা প্রিয় স্বজন,সুহৃদ গেম চেঞ্জার ভাইয়ের জন্য ...
৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০২
ধমনী বলেছেন: শব্দের গাঁথুনি চমৎকার হয়েছে।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা , পাশে চাই- এভাবেই
সতত শুভকামনা রইলো ...
৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০২
কথাকথিকেথিকথন বলেছেন: শেষের প্রশ্নটা ডেঞ্জারাস !!! ছন্দের কবিতা বেশ লেগেছে ।
কাজ ফেলে কবিগিরি, ভাত নেই একালে । কথা সইত্য । কবিতা খাওয়ায় না পরায় !!!
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
কিরমানী লিটন বলেছেন: কবিতা আমার স্ত্রীর কাছে সতিনের- মতো, লিখতে গেলে ভীষণ জ্বালায়..।তারও একই কথা কবিতা খাওয়ায় না পরায় !!!
খাওয়া পরা,কোনটার আশায় নয়- কবি তার মনকে বাঁচিয়ে রাখার তাগিদেই হয়তো কবিতা লিখে,স্ত্রীকে জয় করেই সেটা করতে হয়।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন,সতত শুভকামনা ...
৯| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: হাহাহাহা......বেশ হয়েছে। ছন্দ আর মিল।
ভালো লাগা রইলো।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম প্রিয় সুমন কর দাদাভাইয়ের মুগ্ধ ভালোলাগায়-কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা
সতত ভালো থাকবেন,শরীরে- মনে ...
১০| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেম যে কী, সেটা অাজ অবধি অাবিষ্কার করা যায়নি । ভালো লেগেছে ছন্দে ছন্দে কথামালা!
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম,কৃতজ্ঞ মুগ্ধতায় অশেষ ভালোবাসা।ধন্যবাদ আপনার মননশীল মতামতে...
পাশেই চাই, এভাবেই...
সতত শুভকামনা ...
১১| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: একটি বাস্তবধর্মী মিষ্টি করলার কবিতা!
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
কিরমানী লিটন বলেছেন: মিষ্টি করলা
অনেক শুভকামনা নিরন্তর ভালোবাসায় ...
১২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
মোঃ খুরশীদ আলম বলেছেন: কবিগিড়ি করে যান
সাথে থাক চা পান
লেখনীর মাজা তাই
বুঝেছেন ? ওহে ভাই ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৭
কিরমানী লিটন বলেছেন: আলম ভাইয়ের ছায়াতে
তার মুখ মায়াতে,
চা যদি নাও পাই
দোয়া টুকু না হারাই ...
সুস্বাগতম সুপ্রিয় মোঃ খুরশীদ আলম ভাইকে আমার ব্লগে,পাশে চাই সাহসে- শক্তিতে...
কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা ...
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬
আমিনুর রহমান বলেছেন:
ছড়তায় +
শুনেছি তুই ভালোই আছিস,
বরটাও খুব লক্ষ্মী!
তুইও সুখী আমিও সুখী,
প্রেমটা তবে সত্যি কি ?
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৯
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম,কৃতজ্ঞ মুগ্ধতায় অশেষ ভালোবাসা।ধন্যবাদ আপনার মননশীল মতামতে...
পাশেই চাই, এভাবেই...
নিরন্তর শুভকামনা ...
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার। ছবিটা কিসের? এর প্রাসঙ্গিকতাটাই বা কী?
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৬
কিরমানী লিটন বলেছেন: ছবিতে একটা লোক গা পলিথিনে ঢেকে পানি ঢালছে তাতে,যাতে শরীর না ভিজে... আর এখনকার প্রেমও অনেকটা পলিথিনে গা মুড়িয়ে তাতে পানি ঢালার মতোই,এটা বুঝাতেই কবিতায় তা সংযুক্তি ...
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রতিক্ষন পাশে থেকে-আন্তরিক মতামতে প্রেরণা যোগানোয়!!!
শুভকামনা জানবেন সতত ...
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
জুন বলেছেন: সন্ধ্যেরা সব বলগা হরিণ
সাঁজের মায়ার কোলে,
না পাওয়াদের দুঃখ ভুলে
স্মৃতির চাঁদর খুলে।
অনেক ভালোলাগলো কবিতাগুচ্ছ কিরমানী লিটন। আমি অত্যন্ত দুখিত যে এত সুন্দর পোষ্টগুলোতে শুধু শব্দ ভান্ডারের অপ্রতুলতায় মন্তব্যগুলো বড্ড দীনহীন হয়ে পরে। তবুও চেষ্টা করি কিছু সুন্দর মন্তব্য করতে।
+
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১
কিরমানী লিটন বলেছেন: বরাবরই দারুণ অনুপ্রেরণা পাই আপনার মননশীল মতামতে,অপেক্ষাও করি তার জন্য..
অনেক মুগ্ধতায় কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় জুন আপু,সতত শুভকামনা রইলো,
ভালো থাকবেন নির্মল সুস্থতায় - শুভাশিস ...
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৯
কাবিল বলেছেন: লাইক একটার বেশি দেওয়া যায় না, ইচ্ছে ছিল অনেক গুলো লাইক দিব।
অনেক অনেক ভাল লাগা রইল।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রাণিত হলো আমার কবিতার প্রতিটি শব্দমালা- নান্দনিক মুগ্ধতায় ...
সতত শুভকামনা, পাশে চাই- এভাবেই ...
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: শুনেছি তুই ভালোই আছিস,
বরটাও খুব লক্ষ্মী!
তুইও সুখী আমিও সুখী,
প্রেমটা তবে সত্যি কি ?
পুরোটাই অসাধারন। চমৎকার প্রকাশ
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগায় আমার লিখা সার্থকতা খুঁজে পেলো,অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোলাগা ...
সতত শুভকামনা জানবেন , সাথে চাই-এভাবেই ...
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭
আমি মিন্টু বলেছেন: ভালো লাগছে