নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

এ কোন সকাল,রাতের মতো মনে হয়...

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩



হে পিপীলিকা সভ্যতা-
এসো হিংসার জ্বল জ্বলে বারুদে
আত্ম-বিসর্জনে মেতে উঠি!!!

এখানে মানবতার অন্ধ আড়াল
বিবেকের বীভৎস আকাল,
বেঁচে থাকে ভণ্ডামি,বেঁচে থাকে প্রতারণা
অনিময়ম অবিচার বৈষম্যের দাম্ভিকতা!
ন্যায়ের রক্তে ভিজে তীল তীল স্বপ্নরা-
মিথ্যের চকচকে মোড়কে বিপন্ন ইচ্ছেরা,
দাসত্বের আশ্রয়ে পড়ে থাকে প্রেমকাঁটার মতো!!
কুৎসিত কাপুরুষ,
ধবধবে সাদার সযত্ন আড়ালে ভংধরা ভদ্রতা এঁকে দেয়,
বিদ্বেষী মুখোশ-বেঁচে থাকে-আমৃত্যু দাম্ভিকতায়-
বিবেকের বিকারতা দাঁত বের করে হাসে,খিল খিল তৃপ্তিতে।


একটা পুরনো গল্প,আজ আবার নতুন করে বলি।গল্পটা আমরা সবাই তা জানি,তবুও বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবার সবাইকে মনে করিয়ে দিচ্ছি-"লোকমান নামের এক বাংলাদেশি জাপান গেছেন,কর্মের জন্য।তার সাথে কাজ করা বসরা সবাই জাপানিজ।একদিন এক জাপানী বস,লোকমানকে ডেকে জিজ্ঞেস করলেন," আচ্ছা লোকমান, তোমাদের দেশের লোকসংখ্যা কত?" শুনে লোকমান তড়িৎ উত্তর দিলো-কেন স্যার,১৬ কোটি।লোকমানের তাৎক্ষণিক উত্তরে জাপানী ভদ্রলোক কিছুটা টাঁসকি খেলেন। "বলে কি!১৬ কোটি লোক,মানে ৩২ কোটি হাত?"-জি স্যার,বই-পত্রিকায় হেইডেইত জানছি!১৬ কোটি মানুষ তার ৩২ কোটি হাত দিয়ে কাজ করলে-একটি দেশ এমনিতেই সমৃদ্ধির শীর্ষে পৌঁছে যাওয়ার কথা,তাহলে তুমি কাজের জন্য-এদেশে এসেছ কেন?এইবার লোকমান মুচকি হাসে,হাসে আর বলে-কি যে কন স্যার!লোক ১৬ কোটি,হাতও ৩২ কোটি,হ ঠিকই আছে,কিন্তু কাজ করব কোন হাত দিয়া স্যার?দুই হাতইতো ব্যস্ত!!! শুনে জাপানির চোখ মাথায়-মানে! লোকমান বলে মানে অতি সোজা,আমাদের দেশের ১৬ কোটি লোকের প্রত্যেকের দুইটি করে হাত আছে-মানে ৩২ কোটি হাত। কিন্তু,সবাই এক হাত অন্যজনের পশ্চাদ-দেশে ঢুকিয়ে রেখেছে,আরেকটি নিজেই নিজের পশ্চাদদেশে,যাতে অন্য কেউ সেথায় হাত ঢুকাতে না পারে!!এখন আপনিই কন স্যার,কাজ যে করবো কোন হাত দিয়া??? :P =p~ :) :D =p~ =p~


এখানে ব্যবহৃত ছবিটি(নেট থেকে নেয়া) বর্তমান রাজনীতির জ্বলজ্বলে প্রতিচ্ছবি!গল্পে লোকমানের স্বীকারোক্তি আবারও এ সমাজের নৈতিক দৈন্যতাকেই,আঙুল দিয়ে দেখিয়ে দেয়-বলে দেয়,রাজনৈতিক বাস্তবতার কথা।সবচেয়ে বড় আফসোস আমরা জাতীয়ভাবে চিনি এমন একজন ব্যক্তিও এইদেশে নেই! যিনি নিরপেক্ষভাবে, নির্মোহ সত্য কথা বলে।যার কথায় উদীপ্ত হয়ে ঐক্যমত পোষণ করতে পারি আমরা সবাই-সমগ্র জাতী ঐক্যবদ্ধ হতে পারি সমস্ত অসুর-অমঙ্গল,শঠ আর ভণ্ডের বিরুদ্ধে,স্নিগ্ধ সুন্দরের মতো! তিনি কবি-সাহিত্যিক,বিজ্ঞানী-বুদ্ধিজীবী,অভিনেতা-খেলোয়াড়,নোবেল বিজয়ী অথবা রাজনৈতিক নেতা যে-ই,হোন না কেন!!!আমাদের অতীত ছিল,ক্ষত-বিক্ষত,আমাদের বর্তমান আরও বেশী বিপর্যস্ত-আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায়!!সুবাশিত সুন্দর,আগামীর দরজায় কড়া নাড়ুক,আত্মবিশ্বাসী-সমৃদ্ধ শান্তিরা .... .. .

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালে, জেনারেল জিয়ার ভুলে দেশের রাজনৈতিক শুন্যতা দেখা দেয়, যা পুরণ করতে আসতে হয় এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, ফালু, ড: এমাজুদদ্দিনদের; রাজনৌতিক শুন্যতা বর্তমান পরিস্হিতির সৃস্টি করেছে।

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

কিরমানী লিটন বলেছেন: আমরা যদি না জাগি মা,
কেমনে সকাল হবে ...

আমাদের জেগে উঠাই পারে সকল অসুন্দর ঝেটিয়ে তাড়াতে ...

অনেক কৃতজ্ঞতা আপনার স্বতঃস্ফূর্ত মতামতে,শুভকামনা জানবেন সতত !!!

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

গেম চেঞ্জার বলেছেন: গল্পে লোকমানের স্বীকারোক্তি আবারও এ সমাজের নৈতিক দৈন্যতাকেই,আঙুল দিয়ে দেখিয়ে দেয়

জিয়ার পক্ষাবলম্বনকারী লোকের অভাব নেই, মুজিবের পক্ষাবলম্বনকারী লোকের অভাব নেই, খালেদার পক্ষের লোকের অভাব নেই, হাসিনার পক্ষের লোকের অভাব নেই ঠিক আছে।

কিন্ত ঠিকই অভাব আছে একইসাথে মুজিব, জিয়া, খালেদা, হাসিনা সবার ও দেশের পক্ষাবলম্বনকারী লোকের।

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

কিরমানী লিটন বলেছেন: অভাব আছে একইসাথে মুজিব, জিয়া, খালেদা, হাসিনা সবার ও দেশের পক্ষাবলম্বনকারী লোকের।

সেই সাথে শুধুই বাংলাদেশের পক্ষালম্বনকারী লোকের ...!!!
সঠিক কথাটাই বলেছেন,অনেক কৃতজ্ঞতা সতত সাথে থাকার জন্য,অভিবাদন রইলো সব সময় ... !!

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: গল্পটা বাস্তবতার সাথে মিল আছে। ধন্যবাদ

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য ...

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


"কিন্ত ঠিকই অভাব আছে একইসাথে মুজিব, জিয়া, খালেদা, হাসিনা সবার ও দেশের পক্ষাবলম্বনকারী লোকের। "

-কি কারণে, রাস্ট্র চালনায় মুজিব, জিয়া, খালেদা, হাসিনা সবাইকে কেহ সাপোর্ট করবে? রাস্ট্র চালনা ভ্রাতৃ সংঘের মিলনমেলা নয়।

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

কিরমানী লিটন বলেছেন: আমরা চাই সৎ চিন্তা,নির্মোহ দেশপ্রেম,যোগ্যতার মূল্যায়নকারী জনগণের দ্বারা নির্বাচিত শাসক,যেখানে ন্যায় বিচার,মানবিক মূল্যবোধ,প্রতিহিংসা বর্জিত সুস্থ ধারা রাজনীতি,সেটা যে দলের মাধ্যমেই হোক না কেন।

অনেক শুভকামনা সুচিন্তিত মতামতে সত্যকে প্রতিষ্ঠার মানসিকতা, নিরন্তর ভালোবাসা আর কিতজ্ঞতা রইলো,

সতত শুভকামনা ...

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

গেম চেঞ্জার বলেছেন: ৪. ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫ ১
চাঁদগাজী বলেছেন:


"কিন্ত ঠিকই অভাব আছে একইসাথে মুজিব, জিয়া, খালেদা, হাসিনা সবার ও দেশের পক্ষাবলম্বনকারী লোকের। "

-কি কারণে, রাস্ট্র চালনায় মুজিব, জিয়া, খালেদা, হাসিনা সবাইকে কেহ সাপোর্ট করবে? রাস্ট্র চালনা ভ্রাতৃ সংঘের মিলনমেলা নয়।




আপনার মাথায় খালি চরমপন্থাই ঘুরে। আপনি এটায় ভ্রতৃসংঘ খুঁজতে গেলেন কেন???


আপনি পারতেন না এখানে পরস্পর সহনশীলতা খুজতে? পারতেন না খুঁজতে পরমত সহিষ্ণুতা???

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

কিরমানী লিটন বলেছেন: সুস্থ সুন্দর সজীব চিন্তার প্রতিফলন ঘটুক আমাদের সকল কাজে-ভাবনায়,অনন্ত ভালোবাসা আর সতত শুভকামনা জানবেন প্রিয়সুহৃদ-স্বজন গেম চেঞ্জার ভাই ...

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



@গেম চেঞ্জার ,

"আপনি পারতেন না এখানে পরস্পর সহনশীলতা খুজতে? পারতেন না খুঁজতে পরমত সহিষ্ণুতা??? "

-রাজনীতিতে 'স হনশীলতা" বলতে "রাজনৈতি তত্বের" সহনশীলতাকে বুঝায়, ওটা পার্সোন্যাল কিছু নয়; জিয়া যেভাবে হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, শেখ হাসিনা যেভাবে দেশে ফিরে এসেছে, যেভাবে গ্রেনেড আক্রমণ হয়েছে, এখানে সহনশীলতার দরকার নেই; এগুলো শক্তি দিয়ে উৎপাটনের দরকার।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১০

কিরমানী লিটন বলেছেন: সুস্থ সুন্দর সজীব চিন্তার প্রতিফলন ঘটুক আমাদের সকল কাজে-ভাবনায়,অনন্ত ভালোবাসা আর সতত শুভকামনা জানবেন প্রিয়সুহৃদ-
চাঁদগাজী ভাই,শুভকামনা ...

৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



দেশীয় রাজনীতির হালচাল দেখে আপনার প্রতিক্রিয়া বুঝতে পারছি । লিখেছেন ----বর্তমান আরও বেশী বিপর্যস্ত-আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায়!
কিন্তু যতো দোষ নন্দ ঘোষ, আপনি আর আমি , তা জানেন কি ? না জানলে নীচের লিংকে একবার ঘুরে আসুন, দেখবেন আমজনতা কি করে পশ্চাৎদেশে হাত দুটো রাখা বিদ্যার ফাঁদে নিজেদের অজান্তেই জড়িয়ে ফেলেছে । এ থেকে ৩২ কোটি কেন, ৬৪ কোটি হাতেরও বেড়িয়ে আসার পথ নেই । যে রাজনীতির কথা আপনি বললেন এ তারই লজিক্যাল এন্ড ----

ভোট : ইফ দ্য কান্ট্রি ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ?
১৬ ই অক্টোবর, ২০১২
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29695606

ভালো থাকন ।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

কিরমানী লিটন বলেছেন: লিঙ্কে গিয়ে আপনার গভীর বোধের লিখনি,মনোযোগ দিয়ে পড়লাম খসখসে বাস্তবতার গল্পটা,অনেক অজানাকে জানার সুযোগ করে করে দেয়ার জন্য কৃতজ্ঞতা,সতত শুভকামনা ...

আসলে আমি কোন দল ব্যক্তি কিংবা নন্দ ঘোষদের কথাও বলতে চাইনি,আমি শুধু আমার আঙিনায় আঁধারের কথা বলতে চেয়েছি-যা তাড়াতে হবে আমাদেরই স্বার্থে , ভালো থাকুন সতত, শুভাশিস রইলো ...

৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: এইদেশে রাজনীতির চর্চাটাই অসুস্থ্য, রাজনীতি যারা করে তারাও মানসিক বিকারগ্রস্থ্য। আর ৩২ কোটি হা একে অপরের পশ্চদেশে দেয়া নাই, বড়জোর লাখখানেক হাত হবে যারা সবকিছু নিজেদের নিয়ন্ত্রনে রাখে, ওরা এই কয়টা হাত দিয়েই সবার পশ্চাদদেশের বারটা বাজাচ্ছে।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন,৩২ কোটি হাত বিকারমুক্ত হলেই লাখখানেক হাতের বোধ জাগবে-অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আপনার মননশীল মতামতে, মুগ্ধ ভালোবাসা জানবেন
অনেক শুভকামনা ...

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৯

দীপংকর চন্দ বলেছেন: এ কোন সকাল,রাতের মতো মনে হয়...

হাত প্রসঙ্গে কেন যেন আরেকটি হাতের কথা মনে পড়লো!!! অজুহাত!!!

অপ্রাসঙ্গিকভাবেই হয়তো!!!

শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬

কিরমানী লিটন বলেছেন: হা হা, অজুহাতটাই এখানে নিজের ...দেশে নিজের হাত রুপে এসেছে...

অনেক ভালোবাসা আর মুগ্ধ কৃতজ্ঞতা আপনার আন্তরিক মতামতে,সুন্দরের সাথেই আছি
পাশে চাই-নিরন্তর...
সতত শুভকামনা ...

১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১২

সুমন কর বলেছেন: যিনি নিরপেক্ষভাবে, নির্মোহ সত্য কথা বলে।যার কথায় উদীপ্ত হয়ে ঐক্যমত পোষণ করতে পারি আমরা সবাই-সমগ্র জাতী ঐক্যবদ্ধ হতে পারি সমস্ত অসুর-অমঙ্গল,শঠ আর ভণ্ডের বিরুদ্ধে,স্নিগ্ধ সুন্দরের মতো! -- এমন কাণ্ডারির অপেক্ষায় সারা বাংলার মানুষ।

ভালো লাগা রইলো।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯

কিরমানী লিটন বলেছেন: সুমন কর বলেছেন: যিনি নিরপেক্ষভাবে, নির্মোহ সত্য কথা বলে।যার কথায় উদীপ্ত হয়ে ঐক্যমত পোষণ করতে পারি আমরা সবাই-সমগ্র জাতী ঐক্যবদ্ধ হতে পারি সমস্ত অসুর-অমঙ্গল,শঠ আর ভণ্ডের বিরুদ্ধে,স্নিগ্ধ সুন্দরের মতো! -- এমন কাণ্ডারির অপেক্ষায় সারা বাংলার মানুষ।

ভালো লাগা রইলো।

আমিও একমত, আসছে আগামী আমাদেরই হোক,সুবাসিত শান্তির সজিবতায়,
অনেক মুগ্ধ ভালোবাসায় কৃতজ্ঞ শুভকামনা ...

১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

আলভী রহমান শোভন বলেছেন: ভালো লাগলো পড়ে। ছবিটাও মজার, যথার্থ। ভালো থাকবেন।

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫

কিরমানী লিটন বলেছেন: ভালো থাকবেন শুভ্রতায় অনেক শুভকামনা ....

১২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২

রুদ্র জাহেদ বলেছেন: আমাদের অতীত ছিল,ক্ষত-
বিক্ষত,আমাদের বর্তমান আরও বেশী
বিপর্যস্ত-আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার
অপেক্ষায়!!সুবাশিত সুন্দর,আগামীর দরজায়
কড়া নাড়ুক,আত্মবিশ্বাসী-সমৃদ্ধ শান্তিরা
---ঠিক বলেছেন

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: ভীষণ মুগ্ধ হলাম আপনার আন্তরিক মন্তব্যে,ভালো ও সুন্দর থাকুন,স্নিগ্ধতার মতো ...

শুভাশিস নিরন্তর সুপ্রিয় রুদ্র জাহেদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.