নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ের মেঘ আর মেয়েটির তৃষ্ণা ....

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩




ছেলেটি পাহাড় হতে চেয়েছিল,
নিষ্পাপ পাথরের-সুউচ্চ জঠরের মতো।
শুভ্র সাদা-তুষারের আচ্ছাদনে পাহাড়ের
বুকে লেপটে থাকার স্বপ্ন দেখে মেয়েটি।
যৌবন দীপ্ত সূর্যের উষ্ণতায় জেগে উঠতেই
জলের স্নিগ্ধ ধারায় গড়িয়ে যাবে সে,
পাহাড়ের সমস্ত শরীর জুড়ে-রাতের আকাশের জোছনারা
পূর্ণিমার ঢেউয়েরা আছরে পড়বে তার কলিজায়।

ছেলেটি মেঘ হয়ে দূরত্ব খুঁজেছিল। তবুও,-
লক্ষ-কোটি জলের বাষ্পকণা হয়ে-
তার বুকেই আশ্রয় নিয়েছিল মেয়েটি।
বিমূর্ত আকাশের স্পর্ধিত প্রান্তরে
ঘুরে উড়ে কাটছিলো তাদের যুগল সন্ধিক্ষণে,
ঘাস-ফড়িঙয়ের মাতামাতি প্রহরেরা।

বৈরি প্রকৃতির অমোঘ নিয়তি
সূর্যকে লেলিয়ে দিলো তাদের পিছে-হাবিয়ার উত্তাপে !
মেঘের বুকে লুকিয়ে থাকা মেয়েটি
তখন বৃষ্টির ধারায় ঝরে পড়ে সমুদ্রের বুকে।
সেই থেকে ছেলেটি,জলের তৃষ্ণায় ছিন্ন মেঘের ভেলায়
ভেসে বেড়ায় আকাশে আকাশে,
জলহীন মেঘের তৃষ্ণার্ত তটরেখার মতো…।

কখনও উন্মত্ত বিনাশে ফিরে আসে ছেলেটি,
ক্ষোভে-দ্রোহে কাল-বৈশাখী ঝড় হয়ে,
ছিন্ন-ভিন্ন করে দিতে চায় পৃথিবীর মানচিত্র।
সমুদ্রের সীমাহীন প্রান্তরে মিশে থাকা বৃষ্টির জল-মেয়েটি,
প্রতি পূর্ণিমায় অপেক্ষা করে মেঘেদের সওয়ার হতে,
জোছনারা প্রতিবার ফিরে ফিরে যায়-
মেয়েটির তবু ছোঁয়া হয়না-মেঘের শরীর।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: এত সুন্দর কবিতা কি করে লিখেন? ভাবপ্রকাশ করেন কি ভাবে কিরমানী লিটন ?
অনেক অনেক ভালোলাগা।
+

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

কিরমানী লিটন বলেছেন: আমি কিন্তু আপনার লিখার একজন মুগ্ধ পাঠক,ভক্তও বলতে পারেন!!!

মুগ্ধ কৃতজ্ঞতা আর অনুপ্রেরণায় মন ভরে গেলো-কানায় কানায় ...

অশেষ ধন্যবাদ প্রিয় জুন আপু,নিরন্তর পাশে থেকে সাহস যোগানোর জন্য,অনেক ভালো থাকবেন- সুস্থ সজীবতায়-
নিরন্তর শুভকামনা ...

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

নাবিক সিনবাদ বলেছেন: অনেক ভালো লাগলো ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর ধন্যবাদ প্রিয় নাবিক সিনবাদ,সাথে থেকে সাহস দেয়ার জন্য...

সাথে চাই-এভাবেই, শুভকামনা রইলো ...

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা। ধন্যবাদ

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা নিরন্তর পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য,
ভালো থাকবেন শান্তির মুগ্ধতায় ,শুভকামনা প্রিয় প্রামানিক ভাই ...

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ কাব্য!!

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

কিরমানী লিটন বলেছেন: অনেক আপ্লুত হলাম,আপনার আন্তরিক ভালোবাসার মতামত পেয়ে,আমার কবিতার প্রতিটি উপমা আন্দোলিত হলো উদ্দীপ্ত অনুপ্রেরণায়,অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ প্রিয় গেম চেঞ্জার ভাই,

সতত শুভাশিস ...

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫

কিরমানী লিটন বলেছেন: আপনার প্রজ্ঞার মননের মতামতে - অনেক অনুপ্রেরণা পেলাম,অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সেলিম আনোয়ার ভাই,ভালো থুকুন সুস্থতায়,শুভকামনা রইলো ...

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো। অনেক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

ছেলেটি মেঘ হয়ে দূরত্ব খুঁজেছিল।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম আপনার প্রজ্ঞার মতামতে,অনুপ্রেরণা পেলো আমার কবিতার প্রতিটি শব্দের উপমা-স্নিগ্ধ সজীবতায়,ভালো থুন ভীষণ শান্তিতে-কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় দাদাভাই দীপংকর চন্দ ...

অনেক শুভকামনা ...

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: অসাধারন কবিতা লিটন ভাই। ভাল্লাগছে। :)

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম প্রিয় নদী ভাইয়া,আপনার প্রেরণার মতামত জেনে,কৃতজ্ঞ ভালোবাসা,

শুভকামনা সতত ...

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা আমার মুগ্ধ অনুপ্রেরণা

শুভকামনা সতত ...

৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০২

দর্পণ বলেছেন: প্রিয়তে রাখলাম ভাই।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

কিরমানী লিটন বলেছেন: আপনার মুগ্ধতা আমার তৃপ্তির খোঁড়াক হয়ে কবিতার আকাশে স্নিগ্ধতা ছড়াক,তার ছোঁয়ায় বিশুদ্ধ প্রাণ খুঁজুক আমার বোধের কলম।
এক আকাশ ভালোবাসা,
সতত শুভকামনা ...

১০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৪

বনমহুয়া বলেছেন: অসাধারণ সুন্দর।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

কিরমানী লিটন বলেছেন: আত্মার অতল ভরে গেলো- আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন,
সতত শুভকামনা প্রিয়সুহৃদ বনমহুয়া...

১১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুন।অসাধারন কবিতা

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রাণ পেলো কবিতার,পড়ে যেতে যেতে -দাঁড়ানোর ইচ্ছে পা টা,মুগ্ধতার ডানায় ভড় করে উড়ে চলল অনেকক্ষণ!!!
কৃতজ্ঞ ভালোবাসা আর নান্দনিক অভিবাদন রইলো
সত শুভকামনা ...

১২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৈরি প্রকৃতির অমোঘ নিয়তি
সূর্যকে লেলিয়ে দিলো তাদের পিছে-হাবিয়ার উত্তাপে !
মেঘের বুকে লুকিয়ে থাকা মেয়েটি
তখন বৃষ্টির ধারায় ঝরে পড়ে সমুদ্রের বুকে।


দারুন লিখেছেন ভ্রাতা , ৭ম লাইক ।

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোবাসার মতামতে সিক্ত হলাম,অনুপ্রাণ পেলো আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
নিরন্তন ভালোথাকা প্রার্থনা,সশ্রদ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞতা,প্রিয় মিতা

সতত শুভকামনা ...

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

সুমন কর বলেছেন: কখনও উন্মত্ত বিনাশে ফিরে আসে ছেলেটি,
ক্ষোভে-দ্রোহে কাল-বৈশাখী ঝড় হয়ে,
ছিন্ন-ভিন্ন করে দিতে চায় পৃথিবীর মানচিত্র।


ভালো লাগা রইলো।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

কিরমানী লিটন বলেছেন: আত্মার অতল ভরে গেলো- আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন, প্রিয়সুহৃদ দাদাভাই সুমন কর
সতত শুভকামনা রইলো...

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

হাসান মাহবুব বলেছেন: ছেলেটা আর মেয়েটা কখনই যেন কাউকে দেখতে না পারে। তাহলে এইসব মেঘনিবাস, ঝড়ট্রেইন আর বৃষ্টির এস্রাজে হারিয়ে যাওয়া কান্নাগুলো বড় বেশি ঠুনকো হয়ে যাবে। কবিতা অসাধারণ লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

কিরমানী লিটন বলেছেন: আপনার মুগ্ধতা আমার তৃপ্তির খোঁড়াক হয়ে কবিতার আকাশে স্নিগ্ধতা ছড়াক,তার ছোঁয়ায় বিশুদ্ধ প্রাণ খুঁজুক আমার বোধের কলম।
এক আকাশ ভালোবাসা অনেক অনুপ্রেরণা পেলাম,আপনার মননশীল মতামতে,
সতত শুভকামনা প্রিয় হাসান মাহবুব ভাই ...

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

খায়রুল আহসান বলেছেন: ছেলেটি মেঘ হয়ে দূরত্ব খুঁজেছিল। তবুও,-
লক্ষ-কোটি জলের বাষ্পকণা হয়ে-
তার বুকেই আশ্রয় নিয়েছিল মেয়েটি।
- খুব ভালো লাগলো এই এক্সপ্রেশনটুকু।
সুন্দর কবিতা।

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোবাসার মতামতে সিক্ত হলাম,অনুপ্রাণ পেলো আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
নিরন্তন ভালোথাকা প্রার্থনা,সশ্রদ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞতা,প্রিয় খায়রুল আহসান ভাই,

সতত শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.