নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

কান্না-সমাচার...

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১২



এক.
জল ঝরে নিঃশেষ-আকাশের কান্না,
জোছনারা নিঃস্ব-পূর্ণিমা আসে না।
মগজটা তুলে রাখি,আলমারি লকারে,
জীবনের রূপ খুঁজি-কান্নার প্রকারে।

চিৎকার দিয়ে কাঁদে-মজলুম রমণী,
রক্তে আগুন লাগে,পুড়ায় সে ধমনী।
বিলাপের সুরে কাঁদে-আমাদের অহনা,
প্লাবনেরা ঢেউ তুলে-অতলের আঙিনা!!

গড়িয়ে বিলাপ সুর,স্বামীহারা আমেনা,
করুন ধারায় শুরু-মেঘেদের কান্না।
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে,মা হারা জরিনা,
সেটা নীল বারিধারা-হৃদয়ের কান্না।

গ্লিসারিং মেখে কাঁদে-আমাদের সখিনা,
জনতায় বলে তাকে,রাজনীতি কান্না।
সতীনে সতীনে কাঁদে,ঝগড়ায় বিবাদে,
দুধের শিশুরা কাঁদে-দিনরাত অবাধে।

দুই.
বেদনার কান্নায়,চারপাশ ছুঁয়ে যায়,
হৃদয়ের কলিজাটা,কেঁপে উঠে চমকায়।
আহাজারি কান্নায়,বাণী তাল-লয়,
কাঁদা নয় হৃদয়ের-গল্পেরা কথা কয়।

অভাগার কান্নায়,ভরে নদী মাঠঘাঁট,
হৃদয়ের বন্যায়,ভাসে-তার পথঘাঁট।
শতরূপ কান্নায়,এ বাঁচার কুলেতে-
জীবনের কোলজুড়ে, বেদনার সলতে।

বিদ্রুপ কান্নায়,ঢং থাকে-সুর না,
তাকালেই দেখামিলে খুব কাছে দূর না!
চামচার কান্না-সুর থাকে ধার-না,
স্বার্থেই শেষতার,কাজ শেষে আর না!

প্রাপ্তির কান্নারা-তৃপ্তির ভোরেতে,
জিকিরের তারস্বর,ঢেউতোলা সুরেতে।
বৃষ্টির শেষবেলা-রঙধনু খেয়ালে,
সূর্যের দেখামেলা,আকাশের দেয়ালে।

জীবনের ঘানিটানা কান্নার-হাসিতে,
এরমাঝে শেষদেখা -মরনের বাঁশীতে।
জন্মের যাত্রা-কান্নায় শুরুতে,
বিদায়েও সে থাকে-সকলের মুখেতে!!

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: জীবনের ঘানিটানা কান্নার-হাসিতে,
এরমাঝে শেষদেখা -মরনের বাঁশীতে।
জন্মের যাত্রা-কান্নায় শুরুতে,
বিদায়েও সে থাকে-সকলের মুখেত!!
:)

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

কিরমানী লিটন বলেছেন: বিদ্রুপ কান্নায়,ঢং থাকে-সুর না,
তাকালেই দেখামিলে খুব কাছে দূর না!


অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই ...

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।নান্দনিক সুন্দর।দারুন ভালোলাগা

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেল- আপনার আন্তরিক মন্তব্য জেনে,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা...

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কবিতা । অনেক শুভকামনা রইল কবি এবং কবিতার জন্য ।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আপনার উজ্জিবনি মতামত রেখে দিলাম মনের অতলে।অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো।
সতত শুভকামনা, পাশেই চাই- এভাবেই...

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

নাবিক সিনবাদ বলেছেন: [img|http://toplawyercoach.com/wp-content/uploads/2012/06/Thumbs-Up-30

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

কিরমানী লিটন বলেছেন: শুভকামনা সতত...

লিংকে ঢুকবো ...

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

নাবিক সিনবাদ বলেছেন: ছবিটা আসলোনা কেন বুঝতে পারলাম না। কবিতায় ভালোলাগা+++++

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

কিরমানী লিটন বলেছেন: এতক্ষণে বুঝলাম,তাই আগের উত্তর মুছে দিলাম, আমি ভেবেছিলাম আমার কাছে জানতে চেয়েছেন-কবিতায়- ছবিটা কেন আসলো...
আপনার আন্তরিক মন্তব্য জেনে-বরাবরই উৎসাহ পাই-সাহসও...সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা...সুহৃদপ্রিয় নাবিক সিনবাদ ...

৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

অগ্নি সারথি বলেছেন: কান্না কবিতায় ভাললাগা।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর মুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় অগ্নি সারথি-শুভকামনা জানবেন ...

৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কান্না সমাচার ভালো লেগেছে ।

এমন মানব জীবন করিও গঠন,
মরিলে হাসিবে তুমি; কাঁদিবে ভুবন ।

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কিরমানী লিটন বলেছেন: প্রাপ্তির কান্নারা-তৃপ্তির ভোরেতে,
জিকিরের তারস্বর,ঢেউতোলা সুরেতে।
বৃষ্টির শেষবেলা-রঙধনু খেয়ালে,
সূর্যের দেখামেলা,আকাশের দেয়ালে।

মুগ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা সুপ্রিয় সাধু দা'র জন্য ...

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: বিদ্রুপ কান্নায়,ঢং থাকে-সুর না,
তাকালেই দেখামিলে খুব কাছে দূর না!
চামচার কান্না-সুর থাকে ধার-না,
স্বার্থেই শেষতার,কাজ শেষে আর না!


চমৎকার কান্নার কাব্য কথা। ধন্যবাদ

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

কিরমানী লিটন বলেছেন: অভাগার কান্নায়,ভরে নদী মাঠঘাঁট,
হৃদয়ের বন্যায়,ভাসে-তার পথঘাঁট।

কান্নারা সব দিনের শেষে
শুন্যে মিলাক সমস্ত,
সুখের ঢেউয়ে ভাসুক জীবন
শান্তি ডাকুক বসন্ত ... !!!

কান্না শেষে হাসির জোনাকিরা সদলবলে,লুটিয়ে পড়ুক প্রিয় প্রামানিক ভাইয়ের পায়ের কাছে,শান্তির স্নিগ্ধতা হয়ে ...
শুভকামনা জানবেন ...

৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



জীবনের শুরুতেই যে কান্না , সে আর ছেড়ে যায়না মরন অবধি ।

ভালো লাগা থেকে বলি, কবিতার ছন্দের ষ্টাইল পাল্টালে আরো সুন্দর হয়ে উঠবে আপনার লেখা । আপনার কলমে তেমন জোরের আভাস আছে ।
শুভেচ্ছান্তে ।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

কিরমানী লিটন বলেছেন:
সুপ্রিয় আহমেদ জী এস ভাই,
সশ্রদ্ধ সালাম।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা,সাহস আর শক্তিতে নিরন্তর প্রেরণা যোগানোর জন্য...
আপনার আন্তরিক উপদেশ,আমার পাথেয় হয়েই রইবে-কবিতার ছন্দে পথচলায়,চেষ্টা করবো পরিবর্তন আনার...
দারুণ উজ্জীবিত হলাম,আপনার মননশীল মন্তব্যে-উদ্দীপ্ত প্রেরণায় .।।

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা রইলো ...

১০| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

রোদেলা বলেছেন: প্রত্যেকটা পক্তি দারূন,প্লাস প্লাস প্লাস।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম প্রিয় রোদেলা আপু,আপনার প্রেরণার আন্তরিক মতামত জেনে,কৃতজ্ঞ ভালোবাসা,আর ধন্যবাদ ,

শুভকামনা সতত ...

১১| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

সুমন কর বলেছেন: এক বেশী ভালো লাগল।
+

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই প্রিয় দাদাভাই সুমন কর,শুভকামনা জানবেন...

১২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

হাবিবুর রাহমান বাদল বলেছেন: অসম্ভব রকমের ভাললাগার মত একটি কবিতা।
বর্তমান সময়ে অনেক নির্যাতিত মানুষের নিকটই মনে হয় এ যেন অন্তরের কথা

চিৎকার দিয়ে কাঁদে-মজলুম রমণী,
রক্তে আগুন লাগে,পুড়ায় সে ধমনী

তেমনি নেত্রীর দেশপ্রেমের বক্তৃতা শুনে মন হয়

গ্লিসারিং মেখে কাঁদে-আমাদের সখিনা,
জনতায় বলে তাকে,রাজনীতি কান্না।

প্রকৃত মানুষের জীবনের বাস্তব উপলব্ধি হল

জীবনের ঘানিটানা কান্নার-হাসিতে,
এরমাঝে শেষদেখা -মরনের বাঁশীতে।
জন্মের যাত্রা-কান্নায় শুরুতে,
বিদায়েও সে থাকে-সকলের মুখেতে!!

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৫

কিরমানী লিটন বলেছেন: এখানে মানবতার অন্ধ আড়াল
বিবেকের বীভৎস আকাল,
বেঁচে থাকে ভণ্ডামি,বেঁচে থাকে প্রতারণা
অনিময়ম অবিচার বৈষম্যের দাম্ভিকতা!
ন্যায়ের রক্তে ভিজে তীল তীল স্বপ্নরা-
মিথ্যের চকচকে মোড়কে বিপন্ন ইচ্ছেরা,
দাসত্বের আশ্রয়ে পড়ে থাকে প্রেমকাঁটার মতো!!
কুৎসিত কাপুরুষ,
ধবধবে সাদার সযত্ন আড়ালে ভংধরা ভদ্রতা এঁকে দেয়,
বিদ্বেষী মুখোশ-বেঁচে থাকে-আমৃত্যু দাম্ভিকতায়-
বিবেকের বিকারতা দাঁত বের করে হাসে,খিল খিল তৃপ্তিতে...
দূর-হ,দুঃশাসন,প্লাবন বৃষ্টিতে !!!

ভীষণ মুগ্ধ হলাম আপনার আন্তরিক মন্তব্যে,ভালো ও সুন্দর থাকুন,স্নিগ্ধতার মতো ...
প্রিয় হাবিবুর রাহমান বাদল ভাই,সুস্বাগতম আপনাকে-আমার বাঁকা-ভুলের সীমানায়,শুভাশিস নিরন্তর...

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

জেআইসিত্রস বলেছেন: বেদনার কান্নায়,চারপাশ ছুঁয়ে যায়,
হৃদয়ের কলিজাটা,কেঁপে উঠে চমকায়।
আহাজারি কান্নায়,বাণী তাল-লয়,
কাঁদা নয় হৃদয়ের-গল্পেরা কথা কয়।
অসাধারণ .... ভালোলাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা নিরন্তর পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য,
ভালো থাকবেন শান্তির মুগ্ধতায় ,শুভকামনা প্রিয় জেআইসিত্রস

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫

মানবী বলেছেন: অহনা কে? :-)

চমৎকার ছন্দের কবিতা ভালো লেগেছে পড়ে, অনেক ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪

কিরমানী লিটন বলেছেন: এখানে অহনা, প্রতীকী -আমাদের অহমবোধের করুন দশাকে বুঝিয়েছি,

অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই ...

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২

আরণ্যক রাখাল বলেছেন: ভালই লেগেছে

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন প্রিয় আরণ্যক রাখাল

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: +++

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা নিরন্তর পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য,
ভালো থাকবেন শান্তির মুগ্ধতায় ,শুভকামনা প্রিয় হাসান মাহবুব ভাই...

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দ সুরের তালটা ভাল লেগেছে খুব । কবিতা দারুণ লেগেছে ।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম,কৃতজ্ঞ মুগ্ধতায় অশেষ ভালোবাসা।ধন্যবাদ আপনার মননশীল মতামতে...
পাশেই চাই, এভাবেই...
সতত শুভকামনা প্রিয় কথাকথিকেথিকথন ...

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭

জাহাঙ্গীর গুরু বলেছেন: আপনার কবিতা খুব ভাল লেগেছে। আসলে আমাদের জীবনে হাসির চেয়ে কান্নার পরিমাণই বেশী। ছন্দে আপনার হাত আছে। যত্ন করেন।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আপনার উজ্জিবনি মতামত রেখে দিলাম মনের অতলে।অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো।
সতত শুভকামনা প্রিয় জাহাঙ্গীর গুরু ভাইয়া,সতত পাশে চাই- এভাবেই...

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


মানুষ খুশীর সংবাদে কাঁদুক।

পদ্য মানুষের হৃদয়ের ভাষাকে ব্যক্ত করেছে।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

কিরমানী লিটন বলেছেন: প্রাপ্তির কান্নারা-তৃপ্তির ভোরেতে,
জিকিরের তারস্বর,ঢেউতোলা সুরেতে।
বৃষ্টির শেষবেলা-রঙধনু খেয়ালে,
সূর্যের দেখামেলা,আকাশের দেয়ালে।

অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা প্রিয় গাজী ভাই,সতত শুভকামনা জানবেন ...

২০| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

সাহসী সন্তান বলেছেন: আপনার ব্যবহৃত ছবিটার সাথে 'বজরঙ্গি ভাইজান' ছবির শিশুর চেহারার সাথে অনেক মিল! আপনার কান্না সমৃদ্ধ কবিতা অনেক ভাল লেগেছে। যদিও বেশ কিছু জায়গায় বুঝতে একটু সমস্যা হয়েছে! তারপরেও বলবো লিখে যান, পরবর্তিতে আরো ভাল হবে!!

শুভ কামনা জানবেন!

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা নিরন্তর পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য,
ভালো থাকবেন শান্তির মুগ্ধতায় ,শুভকামনা প্রিয় সাহসী সন্তান...

২১| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: কবি এতো সুন্দর করে পরিবেশন করানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কবিতা কে প্লাস প্লাস প্লাস প্লাস

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম,কৃতজ্ঞ মুগ্ধতায় অশেষ ভালোবাসা।ধন্যবাদ আপনার মননশীল মতামতে...
পাশেই চাই, এভাবেই...
সতত শুভকামনা প্রিয় সৈয়দ জায়েদ আহমদ ...

২২| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম,কৃতজ্ঞ মুগ্ধতায় অশেষ ভালোবাসা।ধন্যবাদ আপনার মননশীল মতামতে...
পাশেই চাই, এভাবেই...
সতত শুভকামনা প্রিয় সৈয়দ জায়েদ আহমদ ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.