নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

বাবার জন্য ভালোবাসা...

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:১৩




প্রিয় বাবা,
উপলব্ধির দরজা খুলতেই তোমার ছায়া-
বোধের বারান্দায়-সকালের মিষ্টি রোদের মতো মিশে থাকো তুমি,
তোমার মুখের মায়ার দিগন্ত কোনেই,খুঁজেছিলাম আশার আকাশ,
স্বপ্নের জঠরে জন্ম নেয়া ভালোবাসার প্রথম বীজতলা,সে-তুমি!!
তোমার আঙুলের মাথায় দেখা-
জীবনের প্রথম সূর্যোদয়-আজো অবিচল।
নিয়মের আকাশ,তার মেঘ-রঙধনু বিকেল,
প্রথম চিনেছিলাম তোমারই চোখের তারায়।

মনে পড়ে বাবা,আমি তখন সিক্সে
স্কুল শেষে মাঠে ফুটবল খেলছিলাম,
পলাশের তীব্র শুট সরাসরি ঠাই পায়
আমার বুকের বাম পাশটায়!
অজ্ঞান আমি,যার চোখের জলের ছোঁয়ায়
জ্ঞান ফিরে পাই-সে তুমি।
বাস্তবতার স্যাঁতস্যাঁতে পৃৃথিবীর-জয়হীন গন্তব্য,
বেঁচে থাকার উল্টো আঁধার,
ক্ষয়ে যাওয়া জীবনের ভগ্নাংশ পাঠ,
তোমার কাছ থেকেই পেয়েছি।
উল্টো স্রোতে টিকে থাকার সহজ সমীকরণ,
আবেগের অক্ষমতা-তুমিই শিখিয়েছ,
অল্পতে খুশী থাকার উপায়টাও-তোমারই উত্তরাধিকার।

মোল্লার দৌড় মসজিত ছাড়িয়ে মক্কায় পৌঁছায়,
বাস্তবতার খসখসে পৃথিবী রঙ বদলায়,
ধুসর সময় ফেরায় দুহাত,
ঢেকে দেয় নিকশের কালো চাঁদর,থেকে যাও তুমি-
তোমার আদর্শের সমস্ত উত্তাপ-
আমার স্বত্বায় দিয়ে যাও,প্রেরণার উন্নত বীজ ...।

বাবা-
জানিনা আজ তুমি কোথায়,
কল্পলোকের কোন কাচারিতে
ছড়াও তোমার নৈবদ্য সুবাস?
দৃষ্টির পথ ধরে ছুটে চলা দিগন্তে,
অনির্দিষ্ট অসীমের প্রান্তরেখায়,সুন্দর প্রেরণায়
সারাক্ষণ তোমাকেই খুঁজে-ফিরি,বারবার,আত্মার মুগ্ধতায়।
যেখানেই থাকো-ভালো থেকো বাবা,তোমার ছেলের আত্মার শুভ্রতায়,
অগুন্তি শুভকামনায়...!!!

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:০৮

রুদ্র জাহেদ বলেছেন: যেখানেই থাকো-ভালো থেকো বাবা,তোমার
ছেলের আত্মার শুভ্রতায়,
অগুন্তি শুভকামনায়...!!!
বাবার জন্য ভালোবাসা...

আমার বাবা একজন স্বাপ্নিক মানুষ ছিলেন,
তিনি সমাজবদলের স্বপ্ন দেখতেন...

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪১

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ ভালোবাসা পৃথিবীর সকল বাবাদের !!!
আপনাকেও অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা
শুভকামনা জানবেন প্রিয় রুদ্র জাহেদ ভাইয়া...

২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:২৮

অন্নপূর্ণা বলেছেন: তোমার আঙুলের মাথায় দেখা-
জীবনের প্রথম সূর্যোদয়-আজো অবিচল।

হৃদয় ছুঁয়ে গেলো...

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪২

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেল- আপনার আন্তরিক মন্তব্য জেনে,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা...

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:


বাবা হওয়ার পর, মানুষ বিরাট ভুমিকা রাখে, রাখতে চায়; যদিও কিছু বাবা অনেক করতে গিয়েও পারে না।
আজ বাংলায়, যেসব বাবা নিজের সন্তানকে সাহায্য করতে গিয়ে পেরে উঠছে না, আমরা ষসেসব বাবাদের পাশে দাঁড়াবো।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা,সাহস আর শক্তিতে নিরন্তর প্রেরণা যোগানোর জন্য...
আপনার আন্তরিক উপদেশ,আমার পাথেয় হয়েই রইবে-কবিতার ছন্দে পথচলায়,চেষ্টা করবো পরিবর্তন আনার...
দারুণ উজ্জীবিত হলাম,আপনার মননশীল মন্তব্যে-উদ্দীপ্ত প্রেরণায় .।।

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা রইলো ...

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৪

শুভ্র বিকেল বলেছেন: অনর্থক চোখে পানি চলে আসে। তাই কোন কমেন্ট নয়, অন্য কবিতায় করব।

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

কিরমানী লিটন বলেছেন: সত্যিই বাবাকে নিয়ে লিখতে গেলেও আবেগের প্লাবনে ডুবে যাই ...
বিনম্র ভালোবাসা আর সশ্রদ্ধ স্যালুট-প্রিয় বাবার জন্য
শুভকামনা সতত ...

৫| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: বাবা ভাল থাকুক অনেক । বাবা আমাদের জীবনে বটবৃক্ষের মতন ।

কবিতায় ভাললাগা ।+

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন,বাবা হারানোর পরই আসলে মানুষ এতিম হয়...
অনন্ত ভালোবাসা কৃতজ্ঞতা আর শুভাশিস জানবেন প্রিয় সেলিম আনোয়ার ভাই ...

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। পৃথিবীর সব সন্তানের অনিবার্য আশ্রয় হিসেবে থাকুক বাবার আলিঙ্গন।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ ভালোবাসা পৃথিবীর সকল বাবাদের !!!
আপনাকেও অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা
শুভকামনা জানবেন প্রিয় হাসান মাহবুব ভাই ...

৭| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: বাবা যেনো একটি ছায়া যেখানে সন্তানের আদর্শ জমা থাকে।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩১

কিরমানী লিটন বলেছেন: ঠিক তাই,সশ্রদ্ধ ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা পৃথিবীর সকল বাবাদের জন্য,
আপনার জন্যও রইলো মুগ্ধ কৃতজ্ঞতা ...

৮| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

সুমন কর বলেছেন: সারাক্ষণ তোমাকেই খুঁজে-ফিরি,বারবার,আত্মার মুগ্ধতায়।
যেখানেই থাকো-ভালো থেকো বাবা,তোমার ছেলের আত্মার শুভ্রতায়,
অগুন্তি শুভকামনায়...!!!


ভালো লাগল।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা,সাহস আর শক্তিতে নিরন্তর প্রেরণা যোগানোর জন্য...
সশ্রদ্ধ ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা পৃথিবীর সকল বাবাদের জন্য,
আপনার জন্যও রইলো মুগ্ধ কৃতজ্ঞতা আর শুভাশিস প্রিয় দাদাভাই সুমন কর...

৯| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

গেম চেঞ্জার বলেছেন: বাবার জন্য ভালবাসার কবিতা। খুব ভাল কাজ করেছেন। শুভেচ্ছা রইল। আর পৃথিবীর সব বাবার জন্য সুস্থতা কামনা করছি।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা পৃথিবীর সকল বাবাদের জন্য,
মুগ্ধ অভিবাদন আর ধন্যবাদ প্রিয় গেম চেঞ্জার ভাই,
আপনার জন্যও রইলো মুগ্ধ কৃতজ্ঞতা আর শুভকামনা ...

১০| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন হচ্ছেন বাবা । বাবাকে নিয়ে অাবেগঘন লেখা ভালো লাগলো ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২৭

কিরমানী লিটন বলেছেন: ব্লগে পোষ্ট দেয়ার পর,যে ক'জনের মতামতের অপেক্ষা করি চাতকের মতো-আপনি তাদের অন্যতম,দারুণ অনুপ্রাণিত হই আপনার মন্তব্যে ...
বিনম্র শ্রদ্ধা আর সশ্রদ্ধ ভালোবাসা-পৃথিবীর সকল বাবাদের জন্য,আপনার জন্যও রইলো মুগ্ধ কৃতজ্ঞতা,
সতত শুভকামনা প্রিয় রূপক বিধৌত সাধু-দা...

১১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার বাবার নিশ্চয়ই স্বপ্ন ছিলো ছেলে মানুষের মত মানুষ হবে। মানুষ হবার চেষ্টা করলেই বাবার স্মৃতিকে সত্যিকারের সম্মান জানাতে পারবেন।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

কিরমানী লিটন বলেছেন: সত্যি কথাটাই বলেছেন,প্রত্যেক সন্তানেরই সেটাই লক্ষ্য হওয়া উচিৎ।অনেক ধন্যবাদ মননশীল মন্তব্যের জন্য- নিরন্তর পাশে চাই- এভাবেই,সতত শুভকামনা ...

১২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: মোল্লার দৌড় মসজিত ছাড়িয়ে মক্কায় পৌঁছায়,
বাস্তবতার খসখসে পৃথিবী রঙ বদলায়,
ধুসর সময় ফেরায় দুহাত,
ঢেকে দেয় নিকশের কালো চাঁদর,থেকে যাও তুমি-
তোমার আদর্শের সমস্ত উত্তাপ-
আমার স্বত্বায় দিয়ে যাও,প্রেরণার উন্নত বীজ ...।

দারুণ লাগল। চমৎকার কবিতার কথামালা। শুভ্চেছা রইল।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

কিরমানী লিটন বলেছেন: 'যেভাবেই তুমি সকাল দেখো-সূর্য কিন্তু একটাই ...'
একজনই শক্তিতে শান্তিতে বিশ্বস্ত আস্থার অনবদ্য ভরসায়,সে বাবা,শ্রদ্ধা-ভক্তির বিমূর্ত অনুবাদ...


অনেক ভালোবাসা আর শুভাশিস প্রিয় প্রামানিক ভাই, সাথেই থাকার সুযোগ চাই-সতত, ভালো থাকবেন সজীব- স্নিগ্ধতায়,মুগ্ধ শান্তিতে ...

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ একটি কবিতা । অনেক আবেগ অনেক স্মৃতি জরানো । অসীম কল্পনায় তুলে ধরেছেন বাবাকে ।
চমৎকার ...

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা আর বিমুগ্ধ ভালোবাসা জানাই-পৃথিবীর সকল বাবাদের জন্য...


অনেক উজ্জীবিত হলাম,আপনার অনুপ্রাণের মনন মন্তব্যে,সশ্রদ্ধ ভালোবাসা আর অভিবাদন রইলো
নিরন্তর ভালো থাকার কামনা,
শুভাশিস সারাবেলা প্রিয় আপুমনি গুলশান কিবরীয়া ...

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: বাবাকে নিয়ে লেখায় ভালো লাগা রইলো।
কাল আমার বাবার ৭ম মৃত্যুবার্ষিকী গেলো। বাবাকে হারিয়ে আসলে বুঝি বাবা কি, বাবারা কেমন হয়। গভীরতর এক বোধের নাম " বাবা" ।
আপনার জন্যও শুভকামনা রইলো

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

কিরমানী লিটন বলেছেন: আপনার বাবার ৭ম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা,আমরা এমনই হারানোর আগে তার মর্ম কমই বুঝি!কৃতজ্ঞ শুভকামনা জানবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.