নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রেম অথবা দ্রোহ

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৩০





তুখোড় দিনের প্রতিশ্রুতি যদি আবেগতাড়িত করে
প্রিয় নদী,প্রিয় মুখ যদি ঢেউ তুলে অতল জঠরে,
ঘুম ভাঙ্গা ফাগুনে ফিরে যাওয়া গোধূলী,
আদুরে সুবর্ণখালী, বখাটে ঝিনাই আর আহ্লাদে ফয়েজের মোড়
যদি ছায়া হয়ে ফিরে আসে এ আঁধার আঙিনায় ;
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-
ভোরের কুয়াশায়।

খসখসে বাস্তব,শ্রান্ত ঘাম-জলে ভিজে যাওয়া ইচ্ছা,
মেঘলা মনের ডানায় না ফেরা ঠিকানার চাওয়া,
কিংবা অনেক হেঁটেও না পাওয়া পথ-
যদি রঙধনু এঁকে দেয় শ্রাবনের আকাশ।
কসম চান্দাদিঘী,সদ্য বিধবা বটতলা-
আজন্ম সমান্তরাল বয়ে চলা,ওহে রেললাইন!
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো,
স্মৃতির আঙিনায়।

ধুলো জমা রাজপথে ভুল করা শপথ!
আত্মার ফুঁৎকারে হিংসার মরিচগুড়ো,
প্রতিশোধের টিয়ার,বারুদের গন্ধ,অথবা
দ্রোহের চিৎকারে যদি গর্জে উঠে প্রান্তর,শ্লোগানে প্লাবনে
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো,
মিছিলের সীমানায়।

ভুল ফুল বুননে-জোনাক মালা স্বপ্নের আকুতি,
দুপুর না হতেই,সন্ধ্যার আঁধারে ঝরে যাওয়া গোধূলি বিকেল
তার আঁতুড়ঘরে পুড়ে মরা বেঁচে থাকা-
কান্নার রঙে ধুয়ে যাওয়া প্রেম,
যদি আলো হাতে ফিরে আসে,এ আকাশ আঙিনায়।
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-
শোকের মিছিল নয়,দ্রোহের প্রলয় মশালে
সে আলোর দ্রোহে,নিষ্পাপ আকুতির কলিজার মতো
প্রনয়ের নৈবদ্যে মুগ্ধতায়,
অবেলার গোধূলি-আর তার ফিরে যাওয়া জোছনায়...!!!

মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


ডাকবে, পেছানে-পড়ে-যাওয়া মানুষেরা সামান্য সাহায্যের জন্য ডাকছে, ডাকবে আজীবন।

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

কিরমানী লিটন বলেছেন: "বিজয়ীরা বরবর ভগবান এখানেতে
পরাজিতেরা পাপিএখানে
রাম যদি হেরে যেতো,রামায়ণ লিখা হতো
রাবন দেবতা হতো সেখানে ... "

পরাজিতেরে কেউ ডাকে না গাজী ভাই,গর্তের মধ্যেই সব সময় পানি জমে,চূড়ায় নয় ...
অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন,শুভকামনা নিরন্তর ...

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: ধুলো জমা রাজপথে ভুল করা শপথ!
আত্মার ফুঁৎকারে হিংসার মরিচগুড়ো,
প্রতিশোধের টিয়ার,বারুদের গন্ধ,অথবা
দ্রোহের চিৎকারে যদি গর্জে উঠে প্রান্তর,
ভেবে নিব-তুমিই আমাকে ডাকছো,
মিছিলের সীমানায়।


প্রেম অথবা দ্রোহ।দারুণ কবিতা বুনেছেন।খুব ভাল লাগল পাঠে

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

কিরমানী লিটন বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামম আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থেকে,আত্মার গভীরে-প্রেরণার উন্নত বীজ-বুনে যাওয়ার জন্য-
ভালোবাসা নিরন্তর,অনেক শুভকামনা আপনাকে প্রিয় সুহৃদ রুদ্র জাহেদ ...

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন: কবিতাটি পড়ে অনেক ধরনের অনুভূতি হচ্ছে। লেখাটি একদম ভেতরেই ঢুকিয়ে দিয়ে ছাড়লো!

অস্থির লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

কিরমানী লিটন বলেছেন: আপনার মতামত জেনে মনে হচ্ছে,চেষ্টাটা সফল হয়েছে,আপ্লুত হলাম আপনার আবেগি মন্তব্যে,
নান্দনিক ভালো থাকায়-শান্তি আর সমৃদ্ধ ভালোবাসায়-শান্তিতে থাকুন-নীরোগ দেহে সুস্থতায়,
সতত শুভাশিস প্রিয় রক্তিম দিগন্ত ...

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৬

গেম চেঞ্জার বলেছেন: অনেকটা দূর্বোধ্য লাগলো। তবে চমৎকার শব্দশিল্প হয়েছে!

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

কিরমানী লিটন বলেছেন: রবীন্দ্রনাথ বলেছিলেন,"সহজ কথা যায় না বলা-সহজে " তাই হয়তো আত্মার সহজিয়া বানী,কখনও কখনও দুর্বোধ্য মনে হয়।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা রইলো প্রিয় গেম চেঞ্জার ভাই,
শুভকামনা জানবেন সতত ...

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৭

নাবিক সিনবাদ বলেছেন: যদি ছায়া হয়ে ফিরে আসে এ আঁধার আঙিনায় ;
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-
ভোরের কুয়াশায়।


অসাধারণ অনবদ্য কবিতা ++++++

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোবাসায় আপ্লুত হলো অতলের গভীরটা,অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক...
সতত শুভকামনা !!!

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:১২

এম রাজু আহমেদ বলেছেন: প্রচণ্ড ভাল লাগলো আপনার এই অসাধারণ কাব্যময় লেখাটা পড়ে।
অনেক অনেক শুভ কামনা রইলো।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় মন ভরে গেলো-আপনার আন্তরিক মন্তব্য জেনে,
স্নিগ্ধ ভালোবাসা আর সুবাসিত সত্যের মতো নান্দনিক ভালোলাগায় ভরে উঠুক আপনার অনাগত আগামী,এই কামনা রইলো ...

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

নেক্সাস বলেছেন: চমৎকার ! চমৎকার !! চমৎকার !!!

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

কিরমানী লিটন বলেছেন: হৃদয়ের আঙিনায় মুগ্ধতা প্লাবনে ভাসলো আপনার ভালোলাগার মতামত পেয়ে,
কৃতজ্ঞ ভালোবাসায় অনেক শুভকামনা রইলো আপনার জন্য ...

৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

অগ্নি সারথি বলেছেন: ভাষাশৈলীহালকা দূর্বোধ্য তবে চমৎকার।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

কিরমানী লিটন বলেছেন: ভাষা শৈলীর দারিদ্রতা,সে আমার দীনতা-সিমাবদ্ধ আকাল,তবে চেষ্টার খামতি থাকেনা কখনও..।
অনেক কৃতজ্ঞতা আপনার প্রজ্ঞার মনন আর সুচিন্তিত মতামতে, পাশে চাই- এভাবেই
সতত শুভকামনা রইলো প্রিয় অগ্নি সারথি...

৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সমালোচনা করার মত কিছু পেলাম না । খুব ভালো লাগলো ।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

কিরমানী লিটন বলেছেন: সাথে থেকে প্রেরণায় নিরন্তর শক্তি হয়ে সাহস দেয়ার জন্য আপনার প্রতি আমাত কৃতজ্ঞতার শেষ নেই,এ ঋণ শোধ হবার নয়।।
মুগ্ধ সজীবতার মতো শান্তির স্নিগ্ধতা ছড়াক আপনার নিকানো আঙিনায়,
সতত শুভকামনা প্রিয় সাধু দা...

১০| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১

কথাকথিকেথিকথন বলেছেন: একজন বীর যোদ্ধার গন্ধ পেলাম । যে প্রস্তুত হয়ে আছে ।

চমৎকার কবিতা । ভাল লেগেছে ।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

কিরমানী লিটন বলেছেন: যে প্রেমিক,সে বিপ্লবী ...
কৃতজ্ঞ ভালোবাসায় আপ্লুত হলাম-আপনার আন্তরিক মতামতে,
সাথেই চাই,এভাবেই...অনেক শুভকামনা স্নিগ্ধ শান্তির প্রত্যাশায় ...

১১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম আর দ্রোহ বোধ হয় বড় জায়গা ।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

কিরমানী লিটন বলেছেন: ঠিকই-প্রেম আর দ্রোহ-" মম এক হাতে ভালোবাসা আর একহাতে রণতূর্য ... "
বেঁচে থাক ভালোবাসা-আর তার দ্রোহ, শুভকামনা...

১২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম আর দ্রোহ কবিতার অন্যতম উৎস । প্রেমে দ্রোহ হতে পারে আর দ্রোহে প্রেম আসতে পারে ।আর প্রেম আর দ্রোহ মিলে যুগৎপতভাবে গড়ে তুলতে পারে অনুরনন ভাললাগার মত পরিপূর্ণ সৃষ্টি ।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

কিরমানী লিটন বলেছেন: রুণ উজ্জীবিত হই আপনার মননশীল মন্তব্যে-মুগ্ধতার তৃপ্তিতে ভরে যায় মনটা,
অনেক কৃতজ্ঞতা আর সজীব স্নিগ্ধতার কামনা প্রিয় সুহৃদ-স্বজন,সেলিম আনোয়ার ভাইয়ের জন্য
সতত শুভাশিস ...

১৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

রিকি বলেছেন: অসাধারণ হয়েছে ভাইয়া :) :)

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মননশীল মতামতে
কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয়সুহৃদ রিকি আপু,

ভালো থাকবেন- নিরন্তর ...

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসায়- অশেষ ধন্যবাদ আপনাকে প্রিয় হাসান মাহবুব ভাই,পাশে চাই- এভাবেই

সতত শুভকামনা ...

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: যদি আলো হাতে ফিরে আসে,এ আকাশ আঙিনায়।
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-
শোকের মিছিল নয়,দ্রোহের প্রলয় মশালে
সে আলোর দ্রোহে,নিষ্পাপ আকুতির কলিজার মতো
প্রনয়ের নৈবদ্যে মুগ্ধতায়,
অবেলার গোধূলি-আর তার ফিরে যাওয়া জোছনায়...!!!
------------

একরাশ মুগ্ধতা --------------------------

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

কিরমানী লিটন বলেছেন: উজ্জীবিত প্রেরণায় আপ্লুত হলাম-আপনার আন্তরিক মন্তব্যে-অ-নে-ক ভালো থাকবেন,সবাইকে নিয়ে-
কৃতজ্ঞ ভালোবাসা আর নান্দনিক শুভকামনা জানবেন,প্রিয় সুহৃদ কামরুন নাহার বীথি আপু...


পুনশ্চঃআমার পিঠে-পিঠি বড় বোনের নামও-বদরুন নাহার বীথি,আমরা একই বিশ্ববিদ্যালয়,একসাথে পড়তাম ...।

১৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি ১০ এ ১০ পাওয়া কবিতা ! চমৎকার !! লাইক নাম্বার ( উপরে দেখে আসি ) ৮ B-)

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

কিরমানী লিটন বলেছেন: মিতা বলে এটা নির্ঘাত স্বজনপ্রীতি-তবে আমি ১০০ তে ১০০ খুশী-মিতার মন্তব্যে...!!! :) :P :`< :-P =p~ =p~ =p~

অনেক ভালোবাসা আর শুভকামনা প্রিয় গিয়াস উদ্দিন লিটন মিতার জন্য ...

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: পুনশ্চঃআমার পিঠে-পিঠি বড় বোনের নামও-বদরুন নাহার বীথি,আমরা একই বিশ্ববিদ্যালয়,একসাথে পড়তাম ...। ----

আমাদের দেশে এমনটাই হয়, ------- এই ব্লগেই আমাকে বড়পা ডাকেন একজন সহব্লগার!!
আপনিও ডাকবেন, কোন সমস্যা নেই আর হবেও না!!! :) :)

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

কিরমানী লিটন বলেছেন: "... তুমি মায়ের মতোই ভালো ..."
অনেক ভালো থেকো আপু,নীরোগ দেহে সুস্থ শান্তিতে-সপরিবার...

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

ভাল থাকবেন । :)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৫

কিরমানী লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা জানবেন।মুগ্ধ কৃতজ্ঞতা আপনার আন্তরিক মন্তব্যে ,
শুভকামনা নিরন্তর ...

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: ধুলো জমা রাজপথে ভুল করা শপথ!
আত্মার ফুঁৎকারে হিংসার মরিচগুড়ো,
প্রতিশোধের টিয়ার,বারুদের গন্ধ,অথবা
দ্রোহের চিৎকারে যদি গর্জে উঠে প্রান্তর,শ্লোগানে প্লাবনে
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো,
মিছিলের সীমানায়।
--

কবিতা পড়তে বেশ লাগল। চাপা বিদ্রোহ ফুঁটে উঠেছে।
+।



০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার মুগ্ধ ভালোবাসা আর আন্তরিক মন্তব্যে।
হ্যাঁ বিবেকের বেদনায়,আশাহত সময়ের অনুরনে বিদগ্ধ আত্মার আর্তনাদ-ভাবনার অনুবাদই বলতে পারেন সেটাকে।কবিতার উপজীব্য-সমকালীন উপায়হিনতায় হৃদয়ের রক্তক্ষরণও।আর সেটাই 'প্রেম অথবা দ্রোহ' কবিতার আশ্রয়ে,তুলে ধরতে চেয়েছি।
আপনার ভালোলাগার ছোঁয়া পেয়ে সার্থকতার তৃপ্তি পেলাম-উদ্দীপ্ত হৃদয়ে,শ্রদ্ধায়-ভালোবাসায়...
অনেক ভালো থাকবেন।নিবির রাত্রির শান্ত আকাশের-বুনো জোছনার,মিষ্টি হলকের মতো শরীরে-মনে,আজন্ম শান্তিতে!!!

বোধের সকালে যে স্নেহের মূর্ছনায়,একদিন স্বপ্ন দেখেছিলাম-বড় হয়ে একজন গোলাম কিবরিয়া বাবলু হবো,সেই স্বপ্নটা সুমন কর হয়ে ফিরে আসুক-আমার চোখের তারায়..।মুগ্ধ শুভকামনা ...

২০| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো-
শোকের মিছিল নয়,দ্রোহের প্রলয় মশালে


চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

কিরমানী লিটন বলেছেন: যে জীবন শালিকের,কৃষ্ণচূড়ার-মানুষের সাথে তার
হয় নাকো দেখা ...শালিক-কৃষ্ণচূড়ার জীবন নিয়েও আপনাদের মতো বিশুদ্ধ-উদার মানুষদের মুগ্ধ সহচার্য আমার জন্য পাথেয় হয়েই অনুপ্রেরণা যোগাবে-আমৃত্যু ...!!!

অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন,প্রিয় প্রামানিক ভাই,শুভকামনা রইলো ...

২১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



ভেবে নেবো ,তুমিই আমাকে ডাকছো ।
এ বাক্যটির ভেতরে অনাস্বাদিত এক প্রেমময় আবেগ খেলা করে গেছে । সে রকম ডাক শুনতে পেলে একজন প্রেমিককে দ্রোহী হতেই হয়, সবকিছু ভেঙেচুরে দয়িতকে কাছে পেতে ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

কিরমানী লিটন বলেছেন: সুপ্রিয় আহমেদ জী এস ভাইয়া,

সশ্রদ্ধ সালাম,
আত্মার অতল ভরে গেলো- আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন,ভালো থাকবেন স্নিগ্ধ সুন্দরের মতোই,শান্তি-সমৃদ্ধে !!!
সতত শুভকামনা ...

২২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

আলোরিকা বলেছেন: ' মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি- আরেক হাতে রণতূর্য। ' - প্রেম আর দ্রোহ সম্ভবত মুদ্রার এপিঠ - ওপিঠ :)
প্রেম আর দ্রোহের আখ্যান বেশ ভাল লাগল ভাইয়া ।

দ্রোহের চিৎকারে যদি গর্জে উঠে প্রান্তর,শ্লোগানে প্লাবনে
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো,
মিছিলের সীমানায়।

শুভ কামনা ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

কিরমানী লিটন বলেছেন: তখনও ভক্ত ছিল,বর হাতে দাড়িয়ে-
দেবতার দেখা নেই,বেলা যায় গড়িয়ে...

সেই বাঁকা বাশির সুরের মূর্ছনায় আশার দেবতারা নেমে আসুক,প্রেমের ঝর্ণাধারায়,সার্থকতার শীতলতায় নিভুক অনল দ্রোহ,আমাদের তৃষিত তিমিরে...

কৃতজ্ঞ ভালোবাসা আর অশেষ ধন্যবাদ প্রিয় সুহৃদ আলোরিকা আপুমনির জন্য,
অনন্ত শুভকামনায় ...

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

আমিনুর রহমান বলেছেন:


প্রেম অথবা দ্রোহের কবিতায় +

০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৬

কিরমানী লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা জানবেন।মুগ্ধ কৃতজ্ঞতা আপনার আন্তরিক মন্তব্যে ,
শুভকামনা নিরন্তর প্রিয় সুহৃদ আমিনুর রহমান ভাই...

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

আমি মিন্টু বলেছেন: অসাধারণ অনবদ্য কবিতা :)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৯

কিরমানী লিটন বলেছেন: আত্মার অতল ভরে গেলো আপনার আন্তরিক মন্তব্যে, কৃতজ্ঞ ভালোবাসা আর অনন্ত শুভকামনা প্রিয় সুহৃদ মিন্টু ভাই ...

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

জুন বলেছেন: চমৎকার +

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

কিরমানী লিটন বলেছেন: ভীষণ উজ্জীবিত হলাম-আপনার প্রেরণার মন্তব্যে,ধন্যবাদ নয়-আত্মার অতল থেকে শুভাশিস জানাচ্ছি আপনাকে,অনন্ত ভালোবাসা জানবেন প্রিয় জুন আপু...

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

জেন রসি বলেছেন: প্রেমের জন্য দ্রোহ কিংবা দ্রোহের জন্য প্রেম। অথবা সব ছেড়ে নির্বাসনে একাকী বসবাস।।

চমৎকার কবিতা। শুভকামনা রইল।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা নিরন্তর পাশে থেকে প্রেরণা দেয়ার জন্য,
ভালো থাকবেন শান্তির মুগ্ধতায় ,শুভকামনা প্রিয় জেন রসি আপু

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২

জেন রসি বলেছেন: একটু ভুল হয়েছে। আমি আপু না। আমি ভাই। যাইহোক ব্যাপারনা। এমন ভুল হতেই পারে।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কিরমানী লিটন বলেছেন: সরি জেন ভাইয়া-অনেক ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা রইলো,পাশে চাই-থাকতেও ...

২৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনবদ্য+++

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ সালাম,
আত্মার অতল ভরে গেলো- আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে,শুভকামনা প্রিয় সুহৃদ কান্ডারি অথর্ব
অনন্ত শুভকামনা ...

২৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৫

মোশারফ হোসেন ৫৫৫ বলেছেন: ভালো লাগলো ।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞতা আর ভালোবাসা নিরন্তর-শুভকামনা রইলো ...

৩০| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা নিরন্তর।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধতার তৃপ্তিতে মন ভরে গেল-কানায় কানায়, অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা প্রিয়খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি ,সুস্বাগতম আমার ব্লগের বারান্দায়,পাশে চাই- এভাবেই...
সতত শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.