নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

সে তিমিরে তৃষ্ণায়- বৃষ্টির চাওয়া...

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৪





এক.
মনের কোনে এক শালিকে
উদাস নয়ন শুন্য ডাকে-
সকাল থেকে মায়ার সাঁঝে,
অচিন সময় ভুলের বাঁকে।

পথের ধারে বটের তলে-
গ্রামের সকল অলস লোকে,
সুখের ঢেঁকুর গল্পছলে
ভাব জমাতো মুগ্ধ সুখে।

এখন সেটা ক্রোধের শ্মশান,
সত্য দাহের চিতার আগুণ!
মিথ্যেরা সব ভিড় করেছে,
প্রসব করে হিংসা দ্বিগুণ।

মায়ের আঁচল ছায়ার অতল,
শোকের মাতম ঘৃণার বহর..
ন্যায়ের ছায়া বিলাপ করে,
দিবা-নিশি,অষ্ট-প্রহর!!


দুই.
সিঁথিতে কাজল মাখি-নয়নে সিঁদুর,
মিথ্যায় শুরু হয়,কোলাহল ভোর।
এখানে রমণী গুলো,নদীর বদলে
দরিয়ার সাধ খোঁজে-শাওয়ারের জলে।

মধুমতি ধানসিঁড়ি ব্যস্ত সড়ক,
সারাক্ষণ বেঁচে থাকা মরুর দোযখ।
পদ্মার বুক ফাটে,জলহীন তৃষ্ণায়,
সে শরীরে রুগ্নতা-হাহাকার বেদনায়।

স্বপ্নের গায়ে তাই-শ্যাওলা আবাদ,
হাইব্রিড ডিজিটাল,প্রতারক ফাঁদ।
বিবেকের লেনদেনে-সস্তার দর,
ভুঁড়ি মোটাতাজা হয়-ক্ষমতার বর।


তিন.
বৃষ্টি নামুক-চোখের পাতায়
রূপের নদী-মনের খাতায়,
হৃদয় ভরা জোছনা ভাসুক
ইচ্ছে নদের শাখায় শাখায়।

লাল সবুজের জঠর জুড়ে
স্বপ্ন বুনুক আশার বীজ,
দুঃশাসনের প্রবল জোয়ার
অনল শিখায় পুড়াক নিজ।

সুখের সাথি,ভালো থেকো-
ভালো থেকো-দুঃখের বীজ,
স্বজন কিম্বা কূজন সবে-
শান্তিতে থাক উপর নীচ।

শান্তিতে থাক রাতের তারা
সব পাওয়া আর বঞ্চিতেরা,
বাংলাদেশের আকাশ ভেঙে
স্বস্তি নামুক বৃষ্টি ধারা!!!




মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩০

প্রামানিক বলেছেন: এখন সেটা ক্রোধের ভাগার
সত্য দাহের চিতার আগুণ,
মিথ্যেরা সব ভিড় করেছে
প্রসব করে হিংসা দ্বিগুণ।


তিনটা কবিতাই ভাল লাগল। ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৫

কিরমানী লিটন বলেছেন: উজ্জীবিত প্রেরণার মুগ্ধ জোয়ারে ভরে গেলো তৃপ্তির নদ,সে অতল ঢেউয়ের স্রোতে আমার অকবিতারাও শুদ্ধতার স্বপ্নে নেচে উঠলো বলগা হরিণের চপলতায়।সশ্রদ্ধ সালাম আপনাকে,প্রিয় সুহৃদ-স্বজন প্রামানিক ভাই!!!

কৃতজ্ঞ ভালোবাসায় সতত পাশে পাওয়ার প্রার্থনায়-অনাবিল শুভকামনা...

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


কবিতাগুলো মনে রাখার মতো; ১মটা বাংলাদেশের বিষাক্ত বর্তমানকে তুলে ধরেছে।

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা আর শুভকামনা আপনার আন্তরিকতায় মুগ্ধ কৃতজ্ঞতা ...

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫২

রুদ্র জাহেদ বলেছেন: শান্তিতে থাক রাতের তারা
সব পাওয়া আর বঞ্চিতেরা,
বাংলাদেশের আকাশ ভেঙে
স্বস্তি নামুক বৃষ্টি ধারা!!

অনবদ্য কবিতা।তিনটাই দারুন ভালো লাগল

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০

কিরমানী লিটন বলেছেন: পনার মুগ্ধতা আমার তৃপ্তির খোঁড়াক হয়ে কবিতার আকাশে স্নিগ্ধতা ছড়াক,তার ছোঁয়ায় বিশুদ্ধ প্রাণ খুঁজুক আমার বোধের কলম।
এক আকাশ ভালোবাসা,
সতত শুভকামনা ...

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: ২ নাম্বারটা সবচেয়ে বেশি ভাল হইছে

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

কিরমানী লিটন বলেছেন: ভীষণ মুগ্ধ হলাম আপনার আন্তরিক মন্তব্যে,ভালো ও সুন্দর থাকুন,স্নিগ্ধতার মতো

সতত শুভকামনা
পাশেই চাই- এভাবেই ..

৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

নেক্সাস বলেছেন: ............

বৃষ্টি নামুক-চোখের পাতায়
রূপের নদী-মনের খাতায়,
হৃদয় ভরা জোছনা ভাসুক
ইচ্ছে নদের শাখায় শাখায়।


বেশ সুন্দর ভাবের প্রকাশ। ভালো লাগলো অনেক

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোবাসার মতামতে সিক্ত হলাম,অনুপ্রাণ পেলো আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
নিরন্তন ভালোথাকা প্রার্থনা,সশ্রদ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞতা,

সতত শুভকামনা ...

৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম,
সাথেই চাই- এভাবেই।
সতত শুভকামনা ...

৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

অগ্নি সারথি বলেছেন: মধুমতি ধানসিঁড়ি ব্যস্ত সড়ক,
সারাক্ষণ বেঁচে থাকা মরুর দোযখ।
পদ্মার বুক ফাটে,জলহীন তৃষ্ণায়,
সে শরীরে রুগ্নতা-হাহাকার বেদনায়।
- ভাল লাগা।

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: ভীষণ মুগ্ধ হলাম আপনার আন্তরিক মন্তব্যে,ভালো ও সুন্দর থাকুন,স্নিগ্ধতার মতো ...

শুভাশিস নিরন্তর...

৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এখানে রমণী গুলো,নদীর বদলে
দরিয়ার সাধ খুঁজে-শাওয়ারের জলে।

দুই নাম্বারটায় পুরো কবিতার এই অংশটুকু হলো মূল ভাবের প্রকাশ। তবে কিঞ্চিত সংশোধনের প্রয়োজন রয়েছে। যে অংশটা মনে দাগ কাটছে সেটাতে কিছু পরিবর্তন আনলেই কবিতা হবে সুপার্ব।

এখানে রমণীরা নদীর বদলে
শুদ্ধতা/সজীবতার স্বাদ খোঁজে শাওয়ারের জলে।

এমনটা হলে মনে হয় ভাল হয় খুব।

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জিবনি পেলো আমার কবিতার শব্দমালা,আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা জানবেন।

সতত শুভকামনা ..আপনার সংশোধনটা চমৎকার,কিন্তু আমি দরিয়ায় এদেশে ঐতিহ্যময় অতীতের দিকে তাকিয়ে,তখনকার সময়ের সেই দৃশ্যকে স্মরনে নিতে চেয়ে,যখন গ্রামের মহিলারে দলবেঁধে নদিতে গোছল করতো,মুগ্ধ জলকেলিতে গানের সুরে মেতে উঠতো-
"ও দরিয়ার পানি,তোর মতলব জানি ..." সেটি মনে করেই দরিয়া শব্দের ব্যবহার,এখন বলেন,পরামর্শ চাচ্ছি- ঠিক হয়েছে কিনা?বেমানান মনে হলে পরিবর্তন করবো।

কৃতজ্ঞ ভালোবাসায় শুভাশিস,আবারও ...

৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:


ভালো লাগা +

০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আপনার উজ্জিবনি মতামত রেখে দিলাম মনের অতলে।অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো।
সতত শুভকামনা, পাশেই চাই- এভাবেই...

১০| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাগুলো ভালো, কান্ডারি ভাইয়ের সাথেও একমত, কিন্তু দরিয়ার ব্যবহার আমার ভালোই লাগলো। খুঁজে না হয়ে খোঁজেই শুদ্ধ হবে। আবার কিছু কিছু অংশে মনে হলো যে অর্থবোধক কিছু হচ্ছেনা মেলাতে গিয়ে। যেমন শেশেরটার শেষ দুটা লাইনই,

বাংলাদেশের আকাশ ভেঙে
স্বস্তি নামুক বৃষ্টি ধারা!!!

এর মানে কি দাঁড়ায়? কোন মানে করতে পারছিনা।

এমন হলেও হতো

বাংলাদেশের আকাশ ভেঙে
বৃষ্টিধারায় স্বস্তি নামুক!!

কিংবা বৃষ্টিধারা স্বস্তি নামাক এমন হলেই মানে করতে পারতাম।

শুভকামনা রইলো। :)

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

কিরমানী লিটন বলেছেন: বাংলাদেশের আকাশ ভেঙে
স্বস্তি নামুক বৃষ্টি ধারা!!!

এর মানে কি দাঁড়ায়? কোন মানে করতে পারছিনা।
-এই রুদ্ধশ্বাস সময়ের উত্তপ্ত অনলে স্নিগ্ধ শীতলতায় স্বস্তিরা(শান্তিরা)বাংলাদেশের আকাশের বাধ ভেঙ্গে,বৃষ্টির ধারায় নেমে আসুক ে উর্বর মাটির বুকে... এই প্রার্থনাই করেছি আপনার দেখানো লাইন দুটিতে।বৃষ্টির ধারায় স্বস্তি কিম্বা সস্তিরা বৃষ্টির ধারায়-দুটোর ভাবার্থও একই নয় কি?আর ছন্দের প্রয়োজনেই ধারা শব্দটা ব্যাকের শেষে রেখেছি। তাছাড়া,
শান্তিতে থাক রাতের তারা
সব পাওয়া আর বঞ্চিতেরা,
বাংলাদেশের আকাশ ভেঙে
স্বস্তি নামুক বৃষ্টি ধারা!!! এর বদলে,

শান্তিতে থাক রাতের তারা
সব পাওয়া আর বঞ্চিতেরা
বাংলাদেশের আকাশ ভেঙে
বৃষ্টিধারায় স্বস্তি নামুক!!- ছন্দটা মিলে না ... দেয়া যাবে,তার জন্য উপরের লাইন দুটিও পাল্টাতে হবে,সেক্ষেত্রে অন্ত্যমিলের সমস্যা!! আর দরিয়ার স্বাদ খুঁজে না হয়ে হয়ে,খোঁজেই হবে, সেটা সংশোধন করছি ।


আপনার ভিন্ন আঙ্গিকে ভাবনার,মননশীল বিশ্লেষণটায় ভীষণ অনুপ্রেরণা পেলাম,সেজন্য আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাচ্ছি। পাশে চাই নিরন্তর এভাবেই,অনেক ভালো থাকবেন প্রিয় নদী ভাই,সতত শুভকামনা ...


১১| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লিখেছেন।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

কিরমানী লিটন বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামম আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থেকে, শুভকামনা ...

১২| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই সংশোধন যে করতেই হবে এমন কোন কথা নেই। নদী আর দরিয়া একই কথা। তাই বলেছি মাত্র এর বেশি কিছু নয়।

শুভকামনা সব সময়ের জন্য।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

কিরমানী লিটন বলেছেন: বেমানান অথবা ভুল মনে হলে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন,এই দাবী সব সময় থাকবে।আর আমার কাছে ব্যাখ্যা থাকলে সেটা আমি তুলে ধরব,তার পরেও ভুল মনে হলে জানাবেন। অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসায়,শুভকামনা রইলো,
শুভকামনা প্রিয় কাণ্ডারি ভাই...

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

গেম চেঞ্জার বলেছেন: বৃষ্টি নামুক-চোখের পাতায়
রূপের নদী-মনের খাতায়,
হৃদয় ভরা জোছনা ভাসুক
ইচ্ছে নদের শাখায় শাখায়।

লাল সবুজের জঠর জুড়ে
স্বপ্ন বুনুক আশার বীজ,
দুঃশাসনের প্রবল জোয়ার
অনল শিখায় পুড়াক নিজ।



অসাধারণ!! জাস্ট অসাম। সবটাই।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম,কৃতজ্ঞ মুগ্ধতায় অশেষ ভালোবাসা।ধন্যবাদ আপনার মননশীল মতামতে...
পাশেই চাই, এভাবেই...
সতত শুভকামনা প্রিয় ...গেম চেঞ্জার ভাই

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

গোর্কি বলেছেন:
ছন্দময় কবিতা পাঠে মুগ্ধতা। ভাল থাকবেন।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোবাসায় আপ্লুত হলো অতলের গভীরটা,অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক...
সতত শুভকামনা !!!

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: কি আর বলব, চমৎকার।

ভালো লাগা রইলো।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

কিরমানী লিটন বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামম আর ভালোলাগা জেনে,অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থেকে,আত্মার গভীরে-প্রেরণার উন্নত বীজ-বুনে যাওয়ার জন্য-
ভালোবাসা নিরন্তর,অনেক শুভকামনা আপনাকে প্রিয় সুহৃদ বড় ভাই সুমন কর ...

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নের গায়ে তাই-শ্যাওলা আবাদ,
হাইব্রিড ডিজিটাল,প্রতারক ফাঁদ।
বিবেকের লেনদেনে-সস্তার দর,
ভুঁড়ি মোটাতাজা হয়-ক্ষমতার বর

বেশ লিখেছেন । +++

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

কিরমানী লিটন বলেছেন: সুপ্রিয় সেলিম আনোয়ার ভাই,আপনার বিমুগ্ধ ভালোবাসায় আপ্লুত হলো অতলের গভীরটা,অনেক কৃতজ্ঞতায় মন ভরে গেলো কানায় কানায়...
ভালো থাকবেন,অ- নে- ক...
সতত শুভকামনা !!

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৫

কানা কুদ্দুছ বলেছেন: হে হে কবিতা মজা লাগছে

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

কিরমানী লিটন বলেছেন: আপনার মজা পাওয়ায় আমিও মুগ্ধ হলাম, শুভকামনা জানবেন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.