নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

কাঙ্খিত চাওয়া ...।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

এক.
তুমি যাওয়ার পরেই
তুফান থেমেছে
বৃষ্টি ভিজেছে ক্ষণটা,
ফিরে আসনি বলেই
কাঙ্গাল সেজেছে
রঙধনু রাঙা মনটা।

তুমি যাওয়ার পরেই
ভীষণ মরুর
ফাটল খরার টানেতে,
সে অনল পথে
পিপাসা কেঁদেছে
হৃদয়ে সাহারা পানেতে।

তুমি যাওয়ার পরেই
স্থবির ডেকেছে
আঁধারে জীবন হাঁটা,
শুধু পড়ে থাকা
অলস-অসাড়
দারুন বেগের পা-টা।

তবু আসনি তুমি
চাওনি ফিরে
সেই ফেলে আসা পিছুটা,
তার পুরোটা এখন
চিতার স্মশান
বাকি নেই পুড়া কিছুটা।

যদি ফিরতে তুমি
স্বস্তিরা সব
আশায় সাজাতো দেশটা,
এই পুড়া মন
দেখতো তখন
আকুল আকুতির শেষটা।


দুই.
তুমি আসনি বলে-আঁধারে আকাশ
কালো মেঘে ভরছে,
স্বপ্ন গড়তে স্বপ্নের গাঁয়ে
বাসা বাঁধে মরচে।

তুমি আসনি বলে বিধবা বেহুলা
দাঁড়িয়ে স্মৃতির পাঁড়ে,
ছেড়ে দিয়ে ভেলা-লক্ষ্মীন্দর আজ
একাই নদীর ধাঁরে।

তুমি আসনি বলে-ইচ্ছেরা সব
কষ্টের পাখা মেলে,
একলা ঘুরে মনের আকাশে
দৃষ্টি প্রদীপ জ্বেলে।

তুমি আসনি বলে বিরান সেপথ
নিকষ আঁধারে হাঁটা
অসার নিথর হোঁচটে দাঁড়ায়
দারুর বেগের পা- টা।

তুমি আসনি বলে-বাতাসে এখন
বিষাদ সুরের গান,
মনের মুকুলে মরুর ঝিনাই
কষ্টে ভাসায় প্রান।

তুমি আসনি বলে গোধূলি বেলায়
জোনাকিরা ফিরে যায়,
বালুর চরে প্রেমের তরী
বসত খুঁজে পায়।

তুমি আসনি বলে-মেঘ ডাকাডাকি
বৃষ্টির দেখা নাই,
মনের খেতে ফসল বদলে
দুঃখরে বুনে যাই।

তুমি আসনি বলে-আমার ভীতর
অন্য আমির বাস,
অন্য ভুবনে পুঁড়াই আশা
বাঁচার সর্বনাশ ।



তিন.
আয় সখী আয় চলে এই তীরে
জোছনারা নিকষেতে যায় ফিরে,
চাঁদ তারা মেঘে মেঘে মাখামাখি
ফাগুনের নিষ্ফল ডাকাডাকি।

রাতজাগা ভোরেদের হাসাহাসী
ঘুম ভাঙ্গা সকালেরা ভিনদেশী,
ডাকাতিয়া সুর তুলা সেই বাঁশী
বিষাদের ঢেউ জাগে রাশি রাশি।

আয় সখী ফিরে আয়,এই বুকে
বিবাগী এ মন কাঁদে তোর শোকে,
দুচোখের লোনা জল বান ডাকে
আকাশের চোখে চাঁদ মেঘ ডাকে।

আয় সখী আয় ফিরে আয় দেখি
এক মনে কত মেঘ ধরে রাখি
ভাঙ্গনের খেলা রুখি সৃষ্টিতে
আয় মেঘ আয় ঝেঁপে বৃষ্টিতে।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো :)

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই ..প্রিয় নাবিক সিনবাদ :) ;) =p~

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার! বেশ ভাল লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ উজ্জিবনা পেলাম আপনার ভালোলাগার মতামত জেনে, কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় রক্তিম দিগন্ত ,
অনেক শুভকামনা রইলো ...

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


লেখালিখি চলুক।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২

কিরমানী লিটন বলেছেন: ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসায় পাশে চাই- এভাবেই,
অনেক শুভকামনা প্রিয় কান্ডারি অথর্ব ...

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১০

তারছেড়া লিমন বলেছেন: সে তো আসে না ফিরে
সময় কাটে ধীরে
তার পথচেয়ে হৃদয় গহীনে আজ ক্ষরা
তারে ভালবেসে পথিক আমি তারছেড়া।।।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

কিরমানী লিটন বলেছেন: এখানে মরুর নদে
নিত্যই খরা,
আজ দেখি ভুলকরে
এলো তারছেড়া ।

অতলের তল হতে
তব মিনতি,
বারবার ভুল করে
আসতে যদি!!!
সুস্বাগতম প্রিয় তারছেড়া লিমন ভাই, সতত শুভকামনা ...

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা আর ভালোবাসা জানবেন-অশেষ কৃতজ্ঞতা নিরন্তর অনুপ্রেরণা দেয়ার জন্য প্রিয় সেলিম আনোয়ার ভাই...

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা উজ্জিবনি ভালোবাসায় মুগ্ধ হলাম আপনার মতামতে,পাশে চাই-নিরন্তর ...

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম প্রামানিক ভাইয়ের মতামত জেনে-ধন্যবাদ আর শুভাশিস রইলো...

৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: আয় সখী ফিরে আয়,এই বুকে
বিবাগী এ মন কাঁদে তোর শোকে,
দুচোখের লোনা জল বান ডাকে
আকাশের চোখে চাঁদ মেঘ ডাকে।
-----------

এভাবে ডাকলে কি আর না এসে পারে!!!!
"তোমাকে আসতেই হবে, যেখানেই থাক যত দূরে " ----------

(আমার এক বন্ধু ছিল, বয়সে চার/পাচ বছরের ছোট ছিল আমার, কিন্তু খুব ভাল বন্ধু ছিল আমার!! আমি ওর আবৃতির অন্ধ ভক্ত ছিলাম। ও আমাকে সখি বলে ডাকত! কোথায় যে হারিয়ে গেছে সে ------- :( :( :( )

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

কিরমানী লিটন বলেছেন: না,আমার সখির ফিরে আসার আর কোন পথই খোলা নেই,এ গুলি অবুঝ বিচ্ছিন্ন ভাবনার মুগ্ধ অনুবাদ,
ফিরে আসুক আর না আসুক,ডেকেছিলামতো-এই বলে মনকে প্রবোধ দেয়া আর কি।
আপনাকে সখি বলে ডাকা সেই জুনিয়র বন্ধুর মুগ্ধ স্মৃতি-স্নিগ্ধ অনুপ্রেরণা যোগাক বেঁচে থাকার পথচলা জুড়ে,
কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা নিরন্তর ... প্রিয় বীথি আপুকে...

৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: লিরিক্যাল। ভালোই। শিরোনামে কাঙ্খিত হবে কাঙ্ক্ষিতর জায়গায়।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬

কিরমানী লিটন বলেছেন: ঠিক ধরেছেন,শেষেরটা আমার লিখা গানের লিরিক,সংশোধন করছি শিরনামের ভুলটা।আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় আপনার প্রতিটি মন্তব্য-মতামতে।নিজেকে শানিত আর বিশুদ্ধ করার চেষ্টায়-আপনাকে এভাবেই পাশে চাই প্রিয় হাসান মাহবুব ভাই,নিরন্তর ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা রইলো আপনার জন্য ...

১০| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুন ভালো লাগা।৩ নম্বরটা বেশি ভালো লেগেছে+
ভালো থাকুন সুপ্রিয়

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২১

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা উজ্জিবনি ভালোবাসায় মুগ্ধ হলাম আপনার মতামতে,পাশে চাই-নিরন্তর .
সতত শুভকামনা প্রিয় রুদ্র জাহেদ ভাই...

১১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৪

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা উজ্জিবনি ভালোবাসায় মুগ্ধ হলাম আপনার মতামতে,পাশে চাই-নিরন্তর .
সতত শুভকামনা প্রিয় রুদ্র জাহেদ ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.