![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে-
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি,
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়-
একাএকা-কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
চৈতন্যের জঠরে এখন বৃষ্টিপাত-পাতা পতনের দৃশ্য,
রঙধনু আকাশে-বিবাগী মেঘের ছায়া
ঝড়ের প্লাবন আর্তি,বিজলী হুঙ্কারে-আঁধারে অতীত,
আচমকা জেগে উঠা স্মৃতি,সে ভোরের চোখ
তাকিয়ে দেখে-এ এক অন্য সকাল !
নীলের স্রোতে আবেগের ঢেউয়েরা হামলে পরে
চৈতন্যের উপকুলে তখন আবেগের লঘুচাপ
বিবর্ণ বেঁচে থাকায় দশ নম্বর বিপদ সংকেত
বেদনার জ্বলোৎশ্বাসে ভেসে যায় সাকিনের আবাস।
নিয়মের দাসত্বে উঁকি দেয়-
জোড়আকাশ সূর্যের ঢেউ,বেঁচে থাকার বনপুড়া চোখ
দিগন্তে খোঁজে,তৃষ্ণার ছায়া-জোছনার হলক,
সে আলোর ধারায় তাকিয়ে দেখি-খসখসে বর্তমান,
স্রোতের বিপরীতে সেঁওলার-অবলীলায় ভেসে থাকা...
অনিয়মের খেসারত বুনো অস্বস্তি আঁকে,
মন ও মগজের অতল গহীনে।
বেঁচে থাকা সারাবেলার শরীর ঘেঁষে নেমে আসে
বিদঘুটে বিদিশার-জমকালো আঁধার!
সে বিদিশা মোহ,হাত বাড়িয়ে ডাকে-
আমি তার গভীরে পা বাড়াই,উত্তাপ নেই- দুহাত ভরে!
সবুজ,নীলাভের অরণ্য চিৎকার-হাহাকারে ডেকে যায়,
ফিরে দেখি,সেখানেও বসত -একই আঁধারে আবাস।
অবশেষে আমিও হয়ে যাই-অন্ধকারের পথিক,
বিনাশী বিষাদে- চাষ করি অসুরের আবাদ,
যেখানে বিকল বিবেক,বুনো অন্ধকার,পোয়াতি বেদনারা
রয়ে যায়-একি সরলরেখায়....।।
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে-
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি,
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়-
একাএকা-কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৫
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা আমার তৃপ্তির খোঁড়াক হয়ে কবিতার আকাশে স্নিগ্ধতা ছড়াক,তার ছোঁয়ায় বিশুদ্ধ প্রাণ খুঁজুক আমার বোধের কলম।
এক আকাশ ভালোবাসা,প্রিয় সুহৃদ রুদ্র জাহেদ ভাইকে,নাস্তা দিলাম,বাকিতে-প্রথম যেদিন দেখা হবে সুদে আসলে শোধ করে দিবো
সতত শুভকামনা ...
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
বৈরাগ্য, কিংবা নিজের মাঝে ফিরে আসা?
০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৮
কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রাণ পেলো আমার কবিতার,পড়ে যেতে যেতে -দাঁড়ানোর ইচ্ছের পা-টা,মুগ্ধতার ডানায় ভড় করে উড়ে চলল অনেকক্ষণ!!!
কৃতজ্ঞ ভালোবাসা আর নান্দনিক অভিবাদন রইলো,প্রিয় গাজী ভাইয়ের জন্য,
সতত শুভাশীস ...
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৫
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো কবিতা
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেল- আপনার আন্তরিক মন্তব্য জেনে,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা,প্রিয় নাবিক সিনবাদ ...
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১০
উর্বি বলেছেন: দারুন
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আমার ভাঙ্গা দরজায় স্বাগতম ! অনেক ধন্যবাদ আন্তরিক মতামতের জন্য।পাশেই চাই-এভাবেই.।
সতত শুভাশিস প্রিয় উর্বি আপুমনিকে...
৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
অগ্নি সারথি বলেছেন: গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে-
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি,
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়-
একাএকা-কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
- ভাললাগা অনেক।
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতাআপনার উজ্জিবনি মতামত রেখে দিলাম মনের অতলে।অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো-সুহৃদ প্রিয় অগ্নি সারথি,ভাই আমার-অনেক শান্তিতে কাটুক আপনার অদেখা আগামী,
সতত শুভকামনা, পাশেই চাই- এভাবেই...
৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫
Kazi Tuhin বলেছেন:
চমৎকার একটি কবিতা.. মন ছুঁয়ে গেল!
ধন্যবাদ কবি অসাধারন কবিতাটি উপহার
দেয়ার জন্য।
একরাশ শুভ কামনা রইলো কবি,
চালিয়ে যান... পাশেই আছি।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মন্তব্যে-ধন্যবাদ কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা আপনাকে প্রিয় সুহৃদ Kazi Tuhin ভাই,
ভালো থাকবেন নিরন্তর ,সতত শুভকামনা...
পাশেই চাই- এভাবেই...
৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা ভালো লাগলো লিটন ভাই। নাইস ওয়ান।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২
কিরমানী লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা-সুহৃদ প্রিয় নদী ভাই,
ভালো থাকবেন,শরীরে -মনে। পাশেই চাই- এভাবেই
সতত শুভকামনা...
৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
বনমহুয়া বলেছেন: সত্যিই দারুন একটি কবিতা।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আপনার সাবলিল-আন্তরিক মন্তব্যে,সুহৃদ আপু বনমহুয়া। ভালোবাসা নিরন্তর।
পাশেই চাই- এভাবেই...
সতত শুভাশিস ...
৯| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
খায়রুল আহসান বলেছেন: একাএকা-কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
এই অসাধারণ পংক্তিটি কানের মাঝে অনুরণন রেখে গেলো!
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা আন্তরিক আর প্রজ্ঞার মতামতের জন্য, পাশেই চাই-এভাবেই...
ভালো থাকবেন,প্রিয় সুহৃদ খায়রুল আহসান ভাই, শরীরে-মনে...
সতত শুভকামনা.।
১০| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: বেঁচে থাকা সারাবেলার শরীর ঘেঁষে নেমে আসে
বিদঘুটে বিদিশার-জমকালো আঁধার!
চমৎকার কবিতা। খুব ভাল লাগল।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতায় মন ভরে গেলো,প্রিয় প্রামানিক ভাই
নিরন্তর শুভকামনা জানবেন...
১১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯
অভাগী বলেছেন: আমি তার গভীরে পা বাড়াই,উত্তাপ নেই- দুহাত ভরে!
সবুজ,নীলাভের অরণ্য চিৎকার-হাহাকারে ডেকে যায়,
ফিরে দেখি,সেখানেও বসত -একই আঁধারে আবাস।
অবশেষে আমিও হয়ে যাই-অন্ধকারের পথিক,
বিনাশী বিষাদে- চাষ করি অসুরের আবাদ,
যেখানে বিকল বিবেক,বুনো অন্ধকার,পোয়াতি বেদনারা
রয়ে যায়-একি সরলরেখায়....।।
চমৎকার ......... !!!!!!!!!
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
কিরমানী লিটন বলেছেন: তৃপ্তিতে মন ভরে গেল-কানায় কানায়, অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা প্রিয় ভাগ্যবান অভাগী ,সুস্বাগতম আমার ব্লগের বারান্দায়,পাশে চাই- এভাবেই...
১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১
আরজু পনি বলেছেন:
আপনার কবিতাতো বটেই মন্তব্য, প্রতি মন্তব্যও দারুণ !
অনেক শুভেচ্ছা রইল, সেই সাথে কবিতায় ভালো লাগা...
+++++
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০
কিরমানী লিটন বলেছেন: উজ্জীবিত প্রেরণার মুগ্ধ জোয়ারে ভরে গেলো তৃপ্তির নদ,সে অতল ঢেউয়ের স্রোতে আমার অকবিতারাও শুদ্ধতার স্বপ্নে নেচে উঠলো বলগা হরিণের চপলতায়।সশ্রদ্ধ সালাম আপনাকে,প্রিয়সুহৃদ-স্বজন আরজুপনি !!!
কৃতজ্ঞ ভালোবাসায় সতত পাশে পাওয়ার প্রার্থনায়-অনাবিল শুভকামনা...
১৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি তার গভীরে পা বাড়াই,উত্তাপ নেই- দুহাত ভরে!
এই লাইনটা খুব ভাল লাগছে, মনে ধরছে খুব।
১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
কিরমানী লিটন বলেছেন: বরাবরের মতই দারুণ অনুপ্রাণ পেল আমার আজন্ম অতৃপ্ত আত্মা,আপনার সুন্দরের ছোঁয়ায়।অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।
ভালো থাকবেন,অনেক ভালো!!! শরীরে -মনে..প্রিয় কান্ডারি অথর্ব
সতত শুভকামনা...
১৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় বেশ লাগলো । সুন্দর কবিতা ।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
কিরমানী লিটন বলেছেন: দারুণ উজ্জীবিত হই আপনার মননশীল মন্তব্যে-মুগ্ধতার তৃপ্তিতে ভরে যায় মনটা,
অনেক কৃতজ্ঞতা আর সজীব স্নিগ্ধতার কামনা প্রিয় সুহৃদ-স্বজন, কথাকথিকেথিকথন ভাইয়ের জন্য
সতত শুভাশিস ...
১৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
সাবলীল মনির বলেছেন: অসাধারন, খুব ভাল লেগেছে ।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা আন্তরিক আর প্রজ্ঞার মতামতের জন্য, পাশেই চাই-এভাবেই...
ভালো থাকবেন,প্রিয়সুহৃদ সাবলীল মনির ভাই, শরীরে-মনে...
সতত শুভকামনা...
১৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার শব্দ চয়ন অসাধারণ, কেমন জানি একটা মোহ আছে লেখায়।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
কিরমানী লিটন বলেছেন: উজ্জীবিত প্রেরণায় আপ্লুত হলাম-আপনার আন্তরিক মন্তব্যে-অ-নে-ক ভালো থাকবেন,সবাইকে নিয়ে-
কৃতজ্ঞ ভালোবাসা আর নান্দনিক শুভকামনা জানবেন,প্রিয় সুহৃদ মাহবুবুল আজাদ ভাইকে ...
১৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৬
কিরমানী লিটন বলেছেন: দারুণ অনুপ্রাণ পেল আমার আজন্ম অতৃপ্ত আত্মা,আপনার সুন্দরের ছোঁয়ায়।অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।
ভালো থাকবেন,অনেক ভালো!!! শরীরে -মনে..প্রিয় হাসান মাহবুব ভাই-
সতত শুভকামনা...
১৮| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
সুমন কর বলেছেন: এটি বেশী ভালো লাগল। +
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০
কিরমানী লিটন বলেছেন: এটি আমারও অনেক তৃপ্তি আর মুগ্ধতা কবিতা,সামুতে এটি ভালোবাসা আর মূল্যায়ন সে হিসাবে পেলনা, আফসোস!!! আপনার ভালোলাগা সামুতে আমার শ্রেষ্ঠ প্রেরণার প্রাপ্তি,আপনার মননশীল মন্তব্যের এই এক শব্দই চরম মুগ্ধতার তৃপ্তিতে ভরিয়ে দিলো- কিছুটা হতাশ এ মনটা,শুভকামনা জানবেন-অনেক প্রিয় বড়'দা সুমন কর ...। এটি আমারও অনেক তৃপ্তি আর মুগ্ধতা কবিতা,সামুতে এটি ভালোবাসা আর মূল্যায়ন সে হিসাবে পেলনা, আফসোস!!! আপনার ভালোলাগা সামুতে আমার শ্রেষ্ঠ প্রেরণার প্রাপ্তি,আপনার মননশীল মন্তব্যের এই এক শব্দই চরম মুগ্ধতার তৃপ্তিতে ভরিয়ে দিলো- কিছুটা হতাশ এ মনটা,শুভকামনা জানবেন-অনেক প্রিয় বড়'দা সুমন কর ...।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
জেন রসি বলেছেন: গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে-
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি,
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়-
একাএকা-কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
চমৎকার।
++
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১১
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম,মুগ্ধতায় আপ্লুত হলাম আপনার আন্তরিক মন্তব্যে,কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা,আপনার জন্য প্রিয়
জেন রসি ভাইয়া...
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০১
রুদ্র জাহেদ বলেছেন: গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে-

ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি,
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়-
একাএকা-কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায়
অবেলায়...?
দারুণ ভালো লাগার একটি কবিতা।প্রথম প্লাস+
নাস্তা চাই কবি