নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

নাম তার ভালোবাসা...

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬




বৈরি বাতাস,নিরুদ্দেশী জোছনার হলক
শ্রাবণের গহীন আকাশে বিজলীর ঝলক
দৃষ্টির আঁধারে চেয়ে থাকা-অপলক।
আত্মার শূন্যতা হাহাকার ছুঁড়ে দেয়,
ভাসিয়ে দেয়,যন্ত্রণার সমস্ত শরীর-গায়,তবুও-

রাতের আঁচলে জেগে থাকি,রাতও ফুরায়-
দিনের আলোয় লক্ষ্য বিহীন গন্তব্যে পা বাড়াই,
বিরান পিঞ্জরে-রুক্ষ মরুচর,দৌড়ায়-ঘাম ঝরায়,
বিপন্ন ইচ্ছেরা উড়ে-ফানুশের হাওয়ায়।
নাতিদীর্ঘ না পাওয়া বেদনাও-সুদীর্ঘের শ্বাসছড়ায়,.
হতাশার অসহ্য আয়োজন-ভিড় ঠেলে,সামনে দাঁড়ায়,
একটি কাঙ্ক্ষিত শব্দ চুপি চুপি ডেকে যায়
লেপটে থাকে মুহূর্তের ভাবনায়-অবিরাম লোভ দেখায়…
যে লোভের ইন্দ্রজালে নিজেকে জড়াই
নাম তার ভালোবাসা।


নন্দন দুঃখরাও-জোছনার লোভ দেখায়
চন্দ্রগ্রহণে গিলে খায়-ভাবনার সে আঁধার ভয়
মায়াবী মোহ জোনাকির আলোয় হাত বাড়ায়
সাধ্যের মিহি সুতায়-তাঁর বেঁধে রাখা দায়।
পাই,পেয়েও হারাই-নাগালের সীমানায়
ধরতে না পাই,তবু-সারাক্ষণ হাতড়াই
সে মায়ার অংকুরে বীজ গজায়-মুগ্ধ চাওয়ায়
সে শব্দের মোহ জেনে যাই…
নাম তার ভালোবাসা।

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

রুদ্র জাহেদ বলেছেন: নন্দন দুঃখরাও-জোছনার লোভ দেখায়
চন্দ্রগ্রহণে গিলে খায়-ভাবনার সে আঁধার ভয়
মায়াবী মোহ জোনাকির আলোয় হাত বাড়ায়
সাধ্যের মিহি সুতায়-তাঁর বেঁধে রাখা দায়।

পাই,পেয়েও হারাই-নাগালের সীমানায়
ধরতে না পাই,তবু-সারাক্ষণ হাতড়াই
সে মায়ার অংকুরে বীজ গজায়-মুগ্ধ চাওয়ায়
সে শব্দের মোহ জেনে যাই…
নাম তার ভালোবাসা।

কবিতা ভালো লেগেছে সুপ্রিয় কবি।প্রথম প্লাস :)

১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৮

কিরমানী লিটন বলেছেন: প্রথম দেখা ভোরের আলো
মিষ্টি রোদের বসবাস
প্রথম পরশ ছুঁয়ার পেলাম
কবির দেয়া প্রথম প্লাস...। অনেক ভালোলাগার পরিতৃপ্তি পেলাম প্রিয়সুরিদ,মুগ্ধ স্বজন রুদ্র জাহেদ ভাইয়ার প্রথম প্লাসে,কৃতজ্ঞ ভালবাসা,আর সতত শুভকামনা রইলো,নিরন্তর পাশে থেকে উজ্জীবিত অনুপ্রেরণা দেয়ার জন্য অশেষ ধন্যবাদ জানবেন ...

২| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩২

মানবী বলেছেন: ভালোবাসার সংজ্ঞা ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ কিরমানী লিটন।

"নাতিদীর্ঘ না পাওয়া বেদনাও-সুদীর্ঘের শ্বাসছড়ায়,.
হতাশার অসহ্য আয়োজন-ভিড় ঠেলে,সামনে দাঁড়ায়,
সেই কাঙ্ক্ষিত শব্দ-তাঁর কাঞ্চনজঙ্ঘা ছায়ায়,
প্রেম কাঁটার মত এঁটে থাকে-এ ধুলোর পথচলায়"

- পংক্তিগুও খুব সুন্দর!

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

কিরমানী লিটন বলেছেন: জীবনের খখসখসে পথচলায়,হাটতে হাটতে দৌড়াতে,পড়ে যেতে দাড়াতে,তুষার কিংবা মরু, ঝর বৃষ্টি প্লাবন খরায়, সবকিছুই সে শব্দের মোহের বাইরে নয়... অনেক খুশী হয়েছি আপনার মননশীল আর আন্তরিক ভালোবাসার মন্তব্যে, অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় মানবী আপু, অনেক শুভকামনা ...

৩| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

প্রামানিক বলেছেন: রাতের আঁচলে জেগে থাকি,রাতও ফুরায়-
দিনের আলোয় লক্ষ্য বিহীন গন্তব্যে পা বাড়াই,
বিরান পিঞ্জরে-রুক্ষ মরুচর,দৌড়ায়-ঘাম ঝরায়,
বিপন্ন ইচ্ছেরা-উড়ে ফানুশের হাওয়ায়।


অনেক ভাল লাগল। ধন্যবাদ ভাই কিরমনী লিটন।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

কিরমানী লিটন বলেছেন: শুভ সকাল প্রিয় প্রামানিক ভাই,আপনার ভালোলাগা জেনে আমিও কৃতজ্ঞ হলাম,অনেক শুভকামনা সাথে থাকার জন্য,এ মায়ার যাত্রার,আমার পোষ্টে আপনিই সেই মহান শ্রদ্ধেয় ব্যক্তি -যার আন্তরিক ভালোবাসার হাতটি প্রথম পড়েছিল,সে আপনি।আবারও সালাম আপনাকে, শ্রদ্ধায় ভালোবাসায়,শুভকামনা জানবেন...

৪| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,




একটি কাঙ্ক্ষিত শব্দ চুপি চুপি ডেকে যায়
লেপটে থাকে মুহূর্তের ভাবনায়-অবিরাম লোভ দেখায়…

উপরের এই দুটো লাইন প্রচন্ড সুন্দর । তবে তার পরে ----
সে বাঁচার টিকে থাকা দায়,
নাম তার ভালোবাসা।

এখানে "সে বাঁচার টিকে থাকা দায়" লাইনটি বেখাপ্পা মনে হলো ।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

কিরমানী লিটন বলেছেন: সুপ্রিয় আহমেদ জী এস ভাই,বেখাপ্পা লাগা বাক্যটি পরিবর্তন করলাম,আপনার আন্তরিক মন্তব্যে,
সে বাঁচার টিকে থাকা দায়,চরণটি পালটালাম,কতটুকু মানানসই হলো,জানালে কৃতজ্ঞ থাকব, অ নে ক!!!
এখন,
একটি কাঙ্ক্ষিত শব্দ চুপি চুপি ডেকে যায়
লেপটে থাকে মুহূর্তের ভাবনায়-অবিরাম লোভ দেখায়
সে মায়ার ইন্দ্রজাল সত্ত্বাকে ধরে রাখা দায়,
নাম তার ভালোবাসা।
ভালোবাসা নিরন্ত,শুভকামনা রইলো প্রিয় আহমেদ জী এস ভাই...


৫| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

কিরমানী লিটন বলেছেন: শুভ সকাল প্রিয় প্রামানিক ভাই,আপনার ভালোলাগা জেনে আমিও কৃতজ্ঞ হলাম,অনেক শুভকামনা সাথে থাকার জন্য,এ মায়ার যাত্রার,আমার পোষ্টে আপনিই সেই মহান শ্রদ্ধেয় ব্যক্তি -যার আন্তরিক ভালোবাসার হাতটি প্রথম পড়েছিল,সে আপনি।আবারও সালাম আপনাকে, শ্রদ্ধায় ভালোবাসায়,শুভকামনা জানবেন...

৬| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

নাবিক সিনবাদ বলেছেন: সুন্দর

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম আপনার আন্তরিক মন্তব্যে,ধন্যবাদ আর কৃতজ্ঞতা,ভালোবসা আর শুভকামনায় প্রিয় নাবিক সিনবাদ ভাই ...

৭| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: "নন্দন দুঃখরাও-জোছনার লোভ দেখায়
চন্দ্রগ্রহণে গিলে খায়-ভাবনার সে আঁধার ভয়
মায়াবী মোহ জোনাকির আলোয় হাত বাড়ায়
সাধ্যের মিহি সুতায়-তাঁর বেঁধে রাখা দায়।
পাই,পেয়েও হারাই-নাগালের সীমানায়
ধরতে না পাই,তবু-সারাক্ষণ হাতড়াই
সে মায়ার অংকুরে বীজ গজায়-মুগ্ধ চাওয়ায়
সে শব্দের মোহ জেনে যাই…
নাম তার ভালোবাসা।" ভালোবাসার সংজ্ঞায়ন ভালোই লাগলো ।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

কিরমানী লিটন বলেছেন: প্রজ্ঞার মননে আপনার আন্তরিক মন্তব্যে, অনেক অনুপ্রেরণা যোগালো সারাটা হৃদয় জুড়ে,এ মুগ্ধতা আমার তৃপ্তির খোঁড়াক হয়ে কবিতার আকাশে স্নিগ্ধতা ছড়াক,তার ছোঁয়ায় বিশুদ্ধ প্রাণ খুঁজুক আমার বোধের কলম।
এক আকাশ ভালোবাসা,প্রিয় সাধু দা'র জন্য!!!
সতত শুভকামনা ...

৮| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



আমার কথায় কবিতার দুটে লাইন পরিবর্তন করেছেন । এতোখানি সম্মান দেখানোর জন্যে কৃতজ্ঞ ।

নীচেরটুকু কি আবার ভাবা যায় ?

একটি কাঙ্ক্ষিত শব্দ চুপি চুপি ডেকে যায়
লেপটে থাকে মুহূর্তের ভাবনায়-অবিরাম লোভ দেখায়…
যে লোভের ইন্দ্রজালে নিজেকে জড়াই
নাম তার ভালোবাসা।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার কাছে প্রিয় আহমেদ জী এস ভাই,মনোযোগ দিয়ে পড়ে প্রয়োজনীয় সংশোধন করার সহযোগিতার জন্য,
আপনার মতামতে আবারও সংশোধনটা করলাম,আমার কাছে কিন্তু এ সংশোধন কবিতাকে আরও প্রান দিলো-চোখ মিলে তাকাবার।
মুগ্ধ ভালোবাসা প্রিয় স্বজন আপনাকে...

৯| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


নাম তার ভালোবাসা...

ভাল লাগলো আপনার কাব্যিক ভাবনা।

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেল- আপনার আন্তরিক মন্তব্য জেনে,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা প্রিয় কান্ডারি অথর্ব ...

১০| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার কাছে প্রিয় আহমেদ জী এস ভাই,মনোযোগ দিয়ে পড়ে প্রয়োজনীয় সংশোধন করার সহযোগিতার জন্য,
আপনার মতামতে আবারও সংশোধনটা করলাম,আমার কাছে কিন্তু এ সংশোধন কবিতাকে আরও প্রান দিলো-চোখ মিলে তাকাবার।
মুগ্ধ ভালোবাসা প্রিয় স্বজন আপনাকে...

১১| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো।

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা,সাহস আর শক্তিতে নিরন্তর প্রেরণা যোগানোর জন্য...
আপনার আন্তরিক উপদেশ,আমার পাথেয় হয়েই রইবে-কবিতার ছন্দে পথচলায়,চেষ্টা করবো পরিবর্তন আনার...
দারুণ উজ্জীবিত হলাম,আপনার মননশীল মন্তব্যে-উদ্দীপ্ত প্রেরণায় .।।

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা রইলো ..প্রিয় হাসান মাহবুব ...

১২| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় দাদাভাই,সুমন কর।আপনার মননশীল মন্তব্য আমার কবিতা শুদ্ধতা খুঁজে পায়,অনেক অনুপ্রেরণা রইলো ,
সতত শুভকামনা জানবেন...

১৩| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

রিকি বলেছেন: নন্দন দুঃখরাও-জোছনার লোভ দেখায়
চন্দ্রগ্রহণে গিলে খায়-ভাবনার সে আঁধার ভয়
মায়াবী মোহ জোনাকির আলোয় হাত বাড়ায়
সাধ্যের মিহি সুতায়-তাঁর বেঁধে রাখা দায়।
পাই,পেয়েও হারাই-নাগালের সীমানায়
ধরতে না পাই,তবু-সারাক্ষণ হাতড়াই
সে মায়ার অংকুরে বীজ গজায়-মুগ্ধ চাওয়ায়
সে শব্দের মোহ জেনে যাই…
নাম তার ভালোবাসা।


ওয়াও ওয়াও ওয়াও ভাইয়া :) :) :) :)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোবাসার মতামতে সিক্ত হই প্রতিবারে,অনুপ্রাণ পায় আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
নিরন্তন ভালোথাকা প্রার্থনা,শুভকামনায় আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় রিকি ভাইয়া :-/ :-/ :-/ =p~

১৪| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

গেম চেঞ্জার বলেছেন: বিমুগ্ধ হলুম।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন,ভালো থাকবেন স্নিগ্ধ সুন্দরের মতোই,শান্তি-সমৃদ্ধে !!!
সতত শুভকামন-প্রিয় গেম চেঞ্জার ভাইয়ের জন্য ...

১৫| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ !! চমৎকার কবিতা ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

কিরমানী লিটন বলেছেন: বলেছেন: আপ্লুত হলো হৃদয়ের গভীর অতল,আপনার আন্তরিক মতামম আর ভালোলাগা জেনে,আপনার মতামতে সিক্ত হই প্রতিবারে,অনুপ্রাণ পায় আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
প্রিয় আপু গুলশান কিবরীয়া,অনেক শুভকামনা রইলো ...

১৬| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: নাম তার ভালোবাসা ! সুন্দর প্রকাশ । ভাল লেগেছে ।

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা,অনেক ধন্যবাদ প্রিয় কথাকথিকেথিকথন ভাই,
আপ্লুত হই প্রতিবার আপনার ভলোবাসার মতামতে,প্রিয় কথাকথিকেথিকথন ভাই সিক্ত হই-অনুপ্রাণ পায় আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
অনেক শুভকামনা ...

১৭| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

জেন রসি বলেছেন: ডুবে যাওয়ার সময় কিছু একটা আঁকড়ে ধরার জন্য হাত বাড়ানোটাই স্বাভাবিক। কিছু থাক কিংবা না থাক!

কবিতা ভালো লেগেছে।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

কিরমানী লিটন বলেছেন: জেন রসি ভাইয়া, অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় আপনার মননশীল মন্তব্য আমার কবিতা শুদ্ধতা খুঁজে পায়,অনেক অনুপ্রেরণা প্রিয় রইলো ,
সতত শুভকামনা জানবেন...

১৮| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

কিরমানী লিটন বলেছেন: জেন রসি ভাইয়া, অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় আপনার মননশীল মন্তব্য আমার কবিতা শুদ্ধতা খুঁজে পায়,অনেক অনুপ্রেরণা প্রিয় রইলো ,
সতত শুভকামনা জানবেন...

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৬

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম কিন্তু!!

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই প্রিয় সৈয়দ জায়েদ আহমদ ভাই,শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.