![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
মরিচ গাছে মরিচ
বেগুন গাছে বেগুন
বুবু তোমার মাথা
ভরে গেছে উকুন।
দেশের মানুষ ভাবে
আমরা নাকি বোকা,
আমার পোলায় বিলেত
তোমার আমেরিকা।
বেগুন মরিচ রাধুক সবে
দেশের মানুষ তরকারি,
আমরা তখন উকুন বাছি
এটাই কি কম দরকারি?
দুই.
তেল আর জল-
ভিন্ন তাদের দল,
ভিন্ন তাদের মুখেরবুলি
একই গন্তব্যস্থল।
একই তাদের ভণ্ডামি
একই কর্মস্থল,
মিথ্যোটাকে আপন ভাবে
ক্ষমতাটাই আসল।
সবাই হেথা রাজা
নেইকো কোথাও প্রজা
নিজে বাঁচলে সবভুলে
নিজের নামই খোঁজা।
তিন.
পিতার লাশ দেখে
যার বুক কাঁদেনি,
তার গাড়ী পতাকায়
মুড়ে দিতে বাঁধেনি।
যার হাত প্রতিবাদি
শত্রুকে ছাড়েনি,
সেই কাঁদে ফুটপাতে
তার খোঁজ রাখেনি।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর মুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় নাবিক সিনবাদ -শুভকামনা জানবেন ...
২| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
বাকা পথ বাকা চোখ বলেছেন: ভালো থিম ও ছন্দ ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় বাকা পথ বাকা চোখ ,শুভকামনা...
৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০
মেঘপিয়ন বলেছেন: বুবু দেখিলে খবর আছে
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২
কিরমানী লিটন বলেছেন: :
:`<
৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২
কিরমানী লিটন বলেছেন:
৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
প্রামানিক বলেছেন: ছড়া লিখে ফাটিয়ে ফেলেছেন দেখি। ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
কিরমানী লিটন বলেছেন: প্রামানিক ভাই
(
৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। প্লাস।
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই ..প্রিয় দাদাভাই সুমন কর
৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এক নম্বর: আষাঢ়ে ছড়া
দুই নম্বর: উপেক্ষিত সত্য
তিন নম্বর: বিষাদময় সত্য
একের ভেতর তিনটি ছড়া
দিয়েছেন এক পাতে
কট মিষ্টি ঝালের মতো
মিশেছে একসাথে
ভাবের মিল ষোলআনা আছে।
ছন্দের বিন্যাসে একটু 'রিটাচ' করার সুযোগ আছে
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ উজ্জিবনা পেলাম আপনার ভালোলাগার মতামত জেনে, কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাই,আপনার উপদেশ আমার পাথেয় হয়ে রইবে...
অনেক শুভকামনা রইলো ...
৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
চলন বিল বলেছেন: নাহ ঠিক আছে ভাল্লাগছে
১০ এ ৬ দিলাম
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
কিরমানী লিটন বলেছেন: শতকরা ৬০ ভাগ,মানে প্রথম বিভাগ,অনেক উৎসাহ পেলাম আপনার মন্তব্যে.
৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
মানবী বলেছেন: কিছু বলার নেই।
অনেক অনেক ভালো থাকুন কিরমানী লিটন। ছড়ার জন্য ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
কিরমানী লিটন বলেছেন: অনেক কিছুই বলেছেন-এই না বলার মধ্যে- অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় মানবী, অনেক শুভকামনা ...
১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
প্রবাসী ভাবুক বলেছেন: দুই আর তিনই আসল বাস্তবতা ফুটিয়ে তুলেছে৷
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৫
কিরমানী লিটন বলেছেন: আমরা যদি না জাগি মা,কেমনে সকাল হবে...
এ আঁধার তাড়াতে আমাদেরই,প্রতিবাদ করতে হবে,নইলে কঠিন ভবিষ্যৎ মোকাবিলার প্রস্ততি এখনই নিয়ে রাখতে হবে!!!
অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতায় আপনাকে স্বাগতম আমার ব্লক বারান্দায়- প্রিয় প্রবাসী ভাবুক!!!
শুভকামনা রইলো ...
১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: লিটন ভাই, মজা পাইলাম।
বুবু অবশ্য ক্ষেপতে পারে উকুনের কথা শুনে।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫০
কিরমানী লিটন বলেছেন: বুবুতো মায়ের মতো-আর মায়েরা সহজেই ক্ষেপে গেলে বুঝবো-সে মা নয়,ডাইনী ...
অনেক ভালোবাসা প্রিয় রক্তিম দিগন্ত ,শুভকামনা জানবেন...
১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: কোনভাবেই এটা আষাঢ়ে ছড়া নয়!!!!!
প্রথম ছড়া কিছুটা আষাঢ়ে হতে পারে, তবে যাদের নব্য রাজাকার ঘোষণা করা হয়েছে, তলে তলে তাদের সাথে আত্মীয়তাও চলে!!
পরের দু'টোই জাতির ভাগ্যের পরিহাস!!! বলিষ্ঠ লেখা আপনার!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫
কিরমানী লিটন বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: কোনভাবেই এটা আষাঢ়ে ছড়া নয়!!!!!
প্রথম ছড়া কিছুটা আষাঢ়ে হতে পারে, তবে যাদের নব্য রাজাকার ঘোষণা করা হয়েছে, তলে তলে তাদের সাথে আত্মীয়তাও চলে!!
পরের দু'টোই জাতির ভাগ্যের পরিহাস!!! বলিষ্ঠ লেখা আপনার!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
অনেক মুগ্ধতায় মন ভরে গেল- আপনার আন্তরিক মন্তব্য জেনে,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা আমার অনেক ভালোবাসা আর শ্রদ্ধার বড়াপু'নি কামরুন নাহার বীথি ...
১৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯
গেম চেঞ্জার বলেছেন: এক নম্বর: আষাঢ়ে ছড়া
দুই নম্বর: উপেক্ষিত সত্য
তিন নম্বর: বিষাদময় সত্য
মইনুল ভাই আগেই আমার কথা বলে দিয়েছেন।
(ছড়া চমৎকার হইছে লিটন ভাই।)
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৮
কিরমানী লিটন বলেছেন: আপনার মতামতে উৎসাহ পেলাম অনেক,মুগ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন প্রিয় স্বজন গেম চেঞ্জার ভাইয়া...
১৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
ভ্রমরের ডানা বলেছেন: টপিক চেঞ্জ কইরা ফেলান কিরমানি ভাই। হা হা হা।
নজরুল কিন্তু আনন্দময়ীর আগমনে লিখে ১ বছরভর দাওয়াত খাইছে।
১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
কিরমানী লিটন বলেছেন:
সতত ভালোবাসা আর শুভকামনা প্রিয় ভ্রমরের ডানা ...
১৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দের দারুণ মিল আছে । আর আছে বাস্তবের প্রতিচ্ছবি । হাস্যরসে বলে দিলেন তা ।
সুন্দর ছড়া ।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১
কিরমানী লিটন বলেছেন:
অনেক শুভকামনা...
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৯
রুদ্র জাহেদ বলেছেন: পিতার লাশ দেখে
যার বুক কাঁদেনি,
তার গাড়ী পতাকায়
মুড়ে দিতে বাঁধেনি।
যার হাত প্রতিবাদি
শত্রুকে ছাড়েনি,
সেই কাঁদে ফুটপাতে
তার খোঁজ রাখেনি।
ছন্দে ছন্দে দারুণ প্রকাশ।+
১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রাণ পেলো আমার কবিতার,পড়ে যেতে যেতে -দাঁড়ানোর ইচ্ছের পা-টা,মুগ্ধতার ডানায় ভড় করে উড়ে চলল অনেকক্ষণ!!!
কৃতজ্ঞ ভালোবাসা আর নান্দনিক অভিবাদন রইলো,প্রিয় রুদ্র জাহেদ,
সতত শুভাশীস ...
১৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫
আরণ্যক রাখাল বলেছেন:
১৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
কিরমানী লিটন বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
নাবিক সিনবাদ বলেছেন: চমৎকার হলো