নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

কার জানি কার-বউ ছিল !!!!

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৯





নদীপাড়ে একটি পরীর বাস ছিল
নদীর মতোই পরী মেয়ের ঢেউছিল
সকাল দুপুর,একলা-এপথ,হাঁটছিল...
নিত্য চলায়,তাকিয়ে সবাই দেখছিল
মেঘ ছিলোনা,শরীরজুড়ে-রোদ ছিল।

রঙটা গায়ের-তারার মতো জ্বলছিল
চোখের পাতায় বলগা হরিণ ছুটছিল
নাকটা যেন,হিমালয়ের চূড় ছিল
একজোড়া তার,জোছনাবাঁকা-চাঁদ ছিল
চুলের নীলে-ঠেউয়ের সাগর ভাসছিল
গালের পেটে,মায়ার অতল টোলছিল
হাসির আলোয়,গোলাপ-বকুল,ফুঁটছিল
শরীরতো নয়,রঙধনু রঙ ঝরছিল
কথার সুরে,চম্পা বকুল হাসছিল
দিনের আলো,স্বপ্নলোকেও বাস ছিল
রোদের তাপে টকটকে লাল ভাসছিল
গঙ্গা-ফড়িং,ফুড়ুৎ ফুরুত উড়ছিল।।

একটা রাতে আকাশ ঢাকা মেঘছিল
মাতাল ঝড়ে গ্রামটা তখন কাঁপছিল
রাত দুপুরে ভোরের কোলে ফিরছিল
সেই ভোরেতে,নদীর ধারে ভিড়ছিল
এগিয়ে দেখি স্বপ্ন সকল কাঁদছিল
সেই মেয়েটি নদীর জলে ভাসছিল
সবাই অবাক,দুঃখটা তার কি ছিল
নানান কথা সকল জনে বলছিল
জানতো না কেউ,সেই মেয়েটি-
কার জানি কার-বউ ছিল !!!!

মন্তব্য ৪৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১

রুদ্র জাহেদ বলেছেন: ছন্দে ছন্দে সুন্দর কবিতা।কবিতা ভালো লেগরছে+

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২

কিরমানী লিটন বলেছেন: খুলবো এবার ভুলের খাতা
আবোল তাবোল,মাতাল যা-তা,
মন্দ সঠিক,সত্য তিতা
নীল বেদনার হৃদয় পাতা।
তোমার আমার দুঃখ ব্যথা
বলার যেসব মনের কথা
সুখের নহর-স্বপ্ন গাঁথা,

শুনবে সেসব,ছন্দে কি-তা? তাই ছন্দের সুরের-দোলাচলেই বিনম্র ভালোবাসা সুহৃদস্বজন প্রিয় রুদ্র,শুভ সকাল,অনেক শুভকামনা জানবেন...


২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

ভ্রমরের ডানা বলেছেন: আহার! এমন একটা বউ কেন নদীতে ভেসে উঠল। সোনালি বেন্দের ফোটো! ওয়াও

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

কিরমানী লিটন বলেছেন: সে বেদনা বৃষ্টির,দুঃখের জোয়ারে
মিথ্যেরা বেপরোয়া,সত্যেরা খোঁয়াড়ে,
সেই শোক সোনাবউ,পারলোনা রুখতে
মৃত্যুর মুখ ঢাকে-ঝাপ দেয় নদীতে ... ফটো ডেকোরেটর থাইক্কা ভাড়া আনছি-জন্নম বাকিতে,অনুষ্ঠান শেষে খুইল্লা নিয়ে যাবে :)
ওয়াও সাথে চাচ্ছি তোমার-দোয়াও.. :-&
অনেক শুভকামনা প্রিয় ভ্রমরের ডানা ...

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

প্রামানিক বলেছেন: কার জানি কার বউ ছিল বলতে পারি না ভাই
কোথায় যেন দেখে ছিলাম তাও তো মনে নাই।

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

কিরমানী লিটন বলেছেন: দেখছিলেনতো হেইডে আমার জানি,ভাবী জানেনতো ... =p~ =p~ :`>

৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

প্রামানিক বলেছেন: রাত ফুরানোর আগেই আলো ভোরহল
সেই ভোরেতে,নদীর ধারে ভিড়ছিল

লাল সূর্য্য উঠার আগে ভোর ছিল
সেই ভোরেতে,নদীর ধারে ভিড়ছিল

সবই যখন ছিল দিয়ে আন্তমিল দিয়েছেন এখানেও ভোর ছিল বা অন্য কোন ছিল জাতীয় আন্তমিল দিলে পরিপূর্ণ হয়। ধন্যবাদ

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই,বেখালি বেমানানটা ধরিয়ে দেয়ার জন্য,ওটা সংশোধন করেছি। কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা নিরন্তর ...

৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্ণনা ভালো লেগেছে । শেষটা পড়ে মনটা বিষন্ন হয়ে গেলো ।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

কিরমানী লিটন বলেছেন: হতাশায় থামা নয়,প্রিয় সাধু'দা,একটা না হয় ঝাঁপ দিছে নদীতে,প্রয়োজনে ... :P =p~ =p~

নিরন্তর ভালোবাসা আর শুভাশিস জানবেন ...

৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে আমার সোনা বউ
মধু মাখা মুখখানি;
উঠলো জেগে প্রেম আবার
পড়ে তোমার পোষ্টখানি।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

কিরমানী লিটন বলেছেন: এক যে বোকা শেয়ালে
মুরগী এঁকে দেয়ালে,
আপন মনে চাঁটতে থাকে খেয়ালে :P :D :`> =p~ =p~ =p~

অনেক শুভকামনা প্রিয় কি করি আজ ভেবে না পাই

৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

আরণ্যক রাখাল বলেছেন: আহারে এমন মেয়ে মরে গেল|
পার্ভাট মন কয়, ও আমার আগের জন্মে বৌ ছিল!

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

কিরমানী লিটন বলেছেন: পুলিশি তদন্তে কিন্তু এমনটাই এসেছিল,মাগার রেলমন্ত্রী ... :-& :-& :D

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

কিরমানী লিটন বলেছেন: পুলিশি তদন্তে কিন্তু এমনটাই এসেছিল,মাগার রেলমন্ত্রী ... :-& :-& :D

অনেক ভালোবাসা আর শুভাশিস রইলো প্রিয় আরণ্যক রাখাল ভাইয়া...

৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


শিরোনামেই ফিদা ....

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

কিরমানী লিটন বলেছেন: :) :D :``>> B-)

ভালোবাসা আর কৃতজ্ঞ ধন্যবাদ প্রিয় কান্ডারি অথর্ব ...

৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

সুমন কর বলেছেন: কবিতা হিসেবে মোটামুটি.....বিষয়বস্তু ভালো।

এভাবে কত লাশ নদীর জলে ভেসে যায়.....

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

কিরমানী লিটন বলেছেন: এরপরও চেয়ে রই হৃদয়ের পানে
জীবনের পথচলা প্রতিটি প্রহর ...

মুগ্ধ কৃতজ্ঞতায় আপনার উজ্জিবনী মতামত-রেখে দিলাম,মনের অতলে।অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো প্রিয় দাদাভাই,সুমন কর, সতত শুভকামনা, পাশেই চাই- এভাবেই...

১০| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন।
প্রিয়তে নিতে হলো।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা,সাহস আর শক্তিতে নিরন্তর প্রেরণা যোগানোর জন্য,দারুণ উজ্জীবিত হলাম,আপনার মননশীল মন্তব্যে-উদ্দীপ্ত প্রেরণায় ...

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা রইলো প্রিয় আমি ময়ূরাক্ষী ... :)

১১| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

রাশেদ মহাচিন্তিত বলেছেন: অসাধারণ।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

কিরমানী লিটন বলেছেন: ভীষণ মুগ্ধ হলাম আপনার আন্তরিক মন্তব্যে,ভালো ও সুন্দর থাকুন,স্নিগ্ধতার মতো ...
প্রিয় রাশেদ মহাচিন্তিত,সুস্বাগতম আপনাকে-আমার বাঁকা-ভুলের সীমানার ব্লগ বাড়ীতে, শুভকামনা নিরন্তর... :)

১২| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

মানবী বলেছেন: প্রতিটা মেয়েই মা বাবার কাছে পরী হয়ে জন্মে... আবার সময়ের তালে আর কারো চোখে পরী হয়ে উঠে।

কারো কারো ঘোর কেটে গেলে পরী উড়ে যায় আবার কেউ কেউ "কার জানি কার বউ" রূপে লাশ হয়ে ভেসে উঠে, ঝুলে থাকে বা জ্বলে যায়!

গতকাল ব্লগে এসে ছিটকে বের হয়ে গিয়েছিলাম মা ও সন্তানের ঝুলন্ত লাশের ছবি প্রথম পাতায় দেখে। আপনার কবিতাটি একাধিকবার পড়া হলো, প্রতিবারই ঝুলে থাকা সেই পরীর কথা মনে পড়লে কবিতাটি পড়ার সময়!

মন ছুঁয়ে যাওয়া কবিতার জন্য ধন্যবাদ কিরমানী লিটন।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

কিরমানী লিটন বলেছেন: চমৎকার বিশ্লেষণধর্মী মতামতে আমাদের প্রচলিত সমাজের অসঙ্গতি ধরিয়ে দিলেন-কবিতার ছায়ায়।অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলিও প্রিয় মানবী।আসলেই চারদিকে কেমন যেন-গুমোট,তাই অসময়ের বীভৎসতা সহ্যকে ছারিয়েছে আগেই,এখন শুধু চেয়ে চেয়ে দেখা আর নির্বোধ মেনে নেয়া ছাড়া আর যেন আমাদের কিছুই করার নেই। নিরন্তর শুভকামনা রইলো...

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: জানি সে কোথায়
এই শহরের কোন বাগানে সে হয়ে আছে ফুল
প্রতি সন্ধ্যায়
পাঁপড়ি মেলে দিয়ে সে আবার ভোরে ঝরা বকুল

(মহীনের ঘোড়াগুলির "সেই ফুলের দল" গানটি থেকে)

কবিতা অসাধারণ হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কিরমানী লিটন বলেছেন: প্রিয় হাসান মাহবুব ভাই,অনেক উজ্জীবিত হলাম আপনার মননশীল মতামতে-বরাবরের মতোই,
কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয়সুহৃদ ...

ভালো থাকবেন- নিরন্তর ...

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কাব্য! অনেক ভাল লাগলো ভাই! শুভকামনা জানবেন!

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

কিরমানী লিটন বলেছেন: আপনার মতামত,অনেক বড় পাওয়া আমার জন্য...
অনেক অনুপ্রাণ পেলো আমার কবিতার প্রতিটি শব্দমালা,কৃতজ্ঞ ভালোবাসা জানবেন,পাশে থেকে নিয়ত প্রেরণা দেয়ার জন্য,সাহসে-শক্তিতে ...

সতত শুভকামনা,প্রিয় সাহসী সন্তান ...

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার কবিতা!!!! কিন্তু শেষে এটা কি হলো!!!!
পড়তে ভীষন ভাল্লাগছিল!!!!! :)

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

কিরমানী লিটন বলেছেন: এটাই নিয়তি আমাদের-বেলা শেষে সবই ফুঁড়ায়-কখনও শান্তির সাম্পানে,আবার কখনও কারো নৈবেদ্য বেদনায়।কবিতার গল্পটা সেরকমই-করুন বেদনার। অনেক উজ্জীবিত হলাম প্রিয় বীথি আপু,বরাবরের মতোই-অনুপ্রেরণা পেলো আমার কবিতার প্রান-নিরন্তর ভালোবাসা আর কৃতজ্ঞতা,

সতত শুভকামনা রইলো ...

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

অজন্তা তাজরীন বলেছেন: darun!!!

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধতার তৃপ্তিতে মন ভরে গেল-কানায় কানায়, অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে,কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনাপ্রিয় অজন্তা তাজরীন আপু,সুস্বাগতম আমার ব্লগের বারান্দায়,পাশে চাই- এভাবেই...

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০০

রক্তিম দিগন্ত বলেছেন: শিরোনাম পড়ে কি না কি যেন পাওয়ার আশায় গুতো মেরেছিলাম। :-B

পুরা কবিতাই পড়ায়া দিলেন?? :(

কবিতাটি অবশ্য বেশ লেগেছে।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৯

কিরমানী লিটন বলেছেন: :D :D :-/
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয়,রক্তিম দিগন্ত,আপনার মননশীল মন্তব্য আমার কবিতা শুদ্ধতা খুঁজে পায়,
সতত শুভকামনা জানবেন...

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

জেন রসি বলেছেন: কবিতায় শব্দচয়ন এবং উপমাগুলো অসাধারন হয়েছে। চিত্রপটটাও খুব চমৎকার ভাবে ফুটে উঠেছে।

++

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্য হলাম আপনার আন্তরিক মতামত জেনে-কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় জেন রসি ভাইয়া, অনেক শুভকামনা...

১৯| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: উফফ!! অসাধারন ছিলো অ সা ধা র ন ভাই..।

১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেল-প্রিয় সৈয়দ জায়েদ আহমদ,আপনার আন্তরিক মন্তব্য জেনে।সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা...

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,




চমৎকার ছন্দে একটি গল্পই বলে গেলেন । নারীর সৌন্দর্য্যের উপমা সহ বাস্তবের একটি দৃশ্য সংযোজন আলাদা মাত্রা দিয়ে গেছে এই কবিতাটিকে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

কিরমানী লিটন বলেছেন: প্রিয়,
আহমেদ জী এস ভাই।
সালাম আর শীতের শুভেচ্ছা।
কবিতার স্নিগ্ধতায়- কৃতজ্ঞ ভালোবাসা জানবেন,অনেক উৎসাহ পেলাম, আপনার আন্তরিক মতামত জেনে। অশেষ শুভকামনা আর নীরোগ সুস্থতার প্রত্যাশা সতত, প্রিয় সুহৃদ...।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

মানবী বলেছেন: সাধারনত যে সব লেখা একাধিকবার পড়তে ইচ্ছে করে তা প্রিয়তে রাখা হয়। এই কবিতাটি অনেক অনেক বার পড়েছি, মাঝে মাঝে ব্লগ না পড়ার সময়ও মনে পড়ে কবিতাটি... মনে হলো আপনাকে জানিয়ে যাই কতোটা ভালো আর অসাধারণ এই কবিতাটির আবেদন!

ভালো থাকুন কিরমানী লিটন। অনেক ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

কিরমানী লিটন বলেছেন: আপনার এই মুগ্ধতা, প্রাপ্তির উল্লাসে তৃপ্তির ঢেউ হয়ে অতল ছুঁয়ে গেলো। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় মানবী, নতুন বছর প্রাপ্তির আলোয় সমৃদ্ধ করুক, বেঁচে থাকার পূর্ণতায় - অনেক শুভকামনা রইলো আপনার জন্য ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.