নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

একদিন আমিও ছিলাম-এমনই মাতাল হাওয়ায়!!!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২




যদি ডাক আসে ওপারের,
তোমাকে ফেলে,
যদি হারাই,অসময়-অবেলায়...
শুন্য আকাশ,নিঃসঙ্গ উপত্যকায়
কোথায় পাবে বলো-খুঁজবে কোথায় আমায়?

কতগুলি প্রজাপতি হয়তো হারাবে পথ
একদল পাখি হারাবে ঠিকানা,
বিরান সে পথে বৃষ্টির হাহাকার-
মেঘের দুচোখে ঝরবে আগুনের ধারা,
কোথায় খুঁজবে তুমি তৃষ্ণার জল?

উদাসী হাওয়া মুছে দিবে কান্নার রঙ
অলস বিকেল হারাবে গোধূলির শিখা,
নিবিড় রাতের ক্লান্ত নিস্তব্ধতা
আমাবস্যার অন্ধকারে ফিরে যাবে,
কোথায় খুঁজবে তখন-আলোর ঝর্ণাধারা?

শোক ফুরালে,আলোর ভোরে জাগবে তোমার পৃথিবী,
নিঃসঙ্গ আকাশ ফিরে পাবে জোসনার ছায়া
বসন্ত বাতাসে উড়বে জোনাকির মায়া,
নতুন ঘাস উড়াবে,হয়তো সুখের স্নিগ্ধতা...

পড়বে কি মনে,খুঁজবে আমায়?
একদিন-আমিও ছিলাম,এমনই মাতাল হাওয়ায়!

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: পড়বে কি মনে,খুঁজবে আমায়?

সুন্দর ।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আপনার উজ্জিবনি মতামত রেখে দিলাম মনের অতলে।অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো প্রিয় সেলিম আনোয়ার ভাই।
সতত শুভকামনা, পাশেই চাই- এভাবেই...

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: একদিন-আমিও ছিলাম,এমনই মাল হাওতায়ায় । - শেষের শব্দ দুটো মনে হয় ঠিক নেই ।

কবিতায় ভাল লেগেছে । উদাসী আলাপনে অভিমানের একটি প্রশ্ন !!!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কিরমানী লিটন বলেছেন: একদিন-আমিও ছিলাম,এমনই মাতাল হাওয়ায়!
আসলে টাইপিং মিসটেক,আসলে উপরের মতো হবে-সংশোধন করেছি... অনেক ধন্যবাদ প্রিয় কথাকথিকেথিকথন ভাই, শুভকামনা রইলো নিরন্তর ...

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: শেষ লাইনটি আমার কাছেও সন্দেহ লাগছে। ঠিক আছো তো !!

কবিতায় ভালো লাগা।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

কিরমানী লিটন বলেছেন: শেষের লাইনটা আসলে হবে- একদিন-আমিও ছিলাম,এমনই মাতাল হাওয়ায়! সেভাবে খেয়াল করিনি- ধরিয়ে দেয়ায় অনেক কৃতজ্ঞতা।বরাবরই দারুণ উজ্জীবিত হই,আপনার মননশীল মন্তব্যে-উদ্দীপ্ত প্রেরণায়-সুপ্রিয় সুমন দা ...

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা রইলো ...

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

আজাদ মোল্লা বলেছেন:
উদাসী হাওয়া মুছে দিবে কান্নার রঙ
অলস বিকেল হারাবে গোধূলির শিখা,
নিবিড় রাতের ক্লান্ত নিস্তব্ধতা
আমাবস্যার অন্ধকারে ফিরে যাবে,
কোথায় খুঁজবে তখন-আলোর ঝর্ণাধারা ?
সুন্দর আশা করা যায় , কিছু টা মিলে যাবে সবার সাথে ।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৪

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধুতার পরশে রুপ পাক,আপনাদের বিশুদ্ধ প্রেরণা,কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনায় ,পাশেই চাই প্রিয় আজাদ মোল্লা ভাই, শুভকামনা...

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৪

ডানাভাঙ্গা চিল বলেছেন: কেউ কাউকে মনে রাখে না। খুজাতো দুরের কথা।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

কিরমানী লিটন বলেছেন: সে কারনেই কবিতার দুঃখ-হতাশার আর্তনাদ ... অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রিয়সুহৃদ ডানাভাঙ্গা চিল ,ধন্যবাদ আর সতত শুভকামনা রইলো..।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: শোকের দিন ফুরালেই সামনের দিনের চিন্তা। জীবন চলতে থাকে জীবনের গতিতে।

হয়ত প্রিয়জন না থাকার কষ্টতা মনের ভেতর চাপা পড়ে থাকে।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

কিরমানী লিটন বলেছেন: একবিংশ শতাব্দিতে মানুষের শোকের আয়ু-বড়জোড় এক বছর ... ্তাই জীবন তার গতিতেই চলে।কিন্তু মানুষের আশা অনন্ত,তাই হইতো সে অমরত্বের স্বাদ খুঁজে,ধ্বংসে অথবা সৃষ্টির উল্লাসে।অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় আপু-ফেরদৌসা রুহী,আমার এই নগণ্য প্রয়াশ আপনার দৃষ্টিকে স্পর্শ করেছে,আন্তরিক মতামতে সমৃদ্ধ হয়েছে।আপনাকে স্বাগতম আমার ব্লগ বাড়ীতে,বিশুদ্ধ প্রেরণায়.।পাশেই চাই-এভাবেই- শুভকামনা জানবেন...

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

ধমনী বলেছেন: নিবিড় রাতের ক্লান্ত নিস্তব্ধতা
আমাবস্যার অন্ধকারে ফিরে যাবে,
কোথায় খুঁজবে তখন-আলোর ঝর্ণাধারা?
- প্রকৃতির অনুভূতি বেশ গভীর... কাব্যে আপনি সফল হবেন।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

কিরমানী লিটন বলেছেন: আপনার এ স্বীকৃতি পরশ পাথরের মতো চৈতন্যের গভীর স্পর্শ করলো-ভীষণ অনুপ্রেরণা আমার উৎসাহের ক্ষুদ্র নদী অকূল প্লাবনে ভেসে গেলো-এই পানে,যার জন্য এই বিমূর্ত আত্মার বিরামহীন পথচলা,শ্রদ্ধায় ভালোবাসায় স্যালুট প্রিয় ধমনী,ভালো থাকবেন,অ নে ক,সুস্থ দেহে-মনে।পাশেই চাই-হে সুন্দর,নিরন্তর-শুভকামনা...

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর|
রবি ঠাকুরের "তবু মনে রেখ" গানটার কথা মনে পরে গেল|
সবটা ভাল, শেষে কেন জানি ছায়া আর মায়ার অন্ত্যমিলটা ভালটা লাগল না| অবশ্য কবিতাটা এমনই যে ওটুকু ধর্তব্যের মধ্যে না নিলেও চলে

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

কিরমানী লিটন বলেছেন: ছায়া আর মায়াটাই,সেই কল্পিত সময়ের অবয়ব।যাকে উপজীব্য করে কবিতা... অর্থাৎ আজকের নিঃসঙ্গ জোছনা একদিন হলকের(আলোর)ছোঁয়ায় উদ্ভাসিত হবে,সেদিনের বসন্তের বাতাস জোনাকির মায়ায় স্নিগ্ধতা ছড়াবে,নতুন ঘাসের ডগায় দোল খাবে প্রজাপতি ভালোবাসা..। সে মাহিন্দ্রক্ষণে,সেই পূর্ণতার দিনে,আমাকেও মনে করো,খুঁজো অতলের গভীরে,আজকের এই সুখের অর্জনে
যার শুভকামনা আর হৃদয়ের চাওয়ারা সারাক্ষণ আশার ইন্দ্রজাল বুনতো।ঐ শব্দ দুটিতে এ আশার আর্তনাদ বুঝাতে ব্যবহার করা।অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় আরণ্যক রাখাল,আপনার আন্তরিক ভালোবাসা আর প্রজ্ঞার আলকে মননশীল মন্তব্যের জন্য।নিরন্তর ভালোবাসায়,কৃতজ্ঞ চিত্তে পাশে চাই,হে সুন্দরের সারথি, সতত শুভকামনা ...।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


একদিন আমিও ছিলাম মাতাল হাওয়ায়

পড়বে কি মনে ?

শেষ লাইনটা মুখস্ত হয়ে গেছে।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

কিরমানী লিটন বলেছেন: এই নাও ছুঁয়েছি হৃদয়,
নব-ধারায় পান কর-তৃষ্ণার জল...

মুগ্ধ কৃতজ্ঞতা,নিরন্তর পাশে থেকে উৎসাহ দিয়ে উদ্দীপ্ত করার জন্য প্রিয় কান্ডারি অথর্ব,
শুভকামনা রইলো, অ নে ক ...

১০| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর মুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় হাসান মাহবুব ভাই,নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন ...

১১| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: শেষ লাইনটা আসলেই সুন্দর। লাইকড ইট। :)

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই প্রিয় নদী ভাইয়া ,শুভকামনা জানবেন, অ নে ক ...

১২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

গেম চেঞ্জার বলেছেন: আপনি ভালো লিখেন, কবিতাগুলো বেশ শৈল্পিক।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

কিরমানী লিটন বলেছেন: আপনাদের মতো গুটিকয়েক মানুষের এই প্রেরণার স্বীকৃতিটুকুই আমার একমাত্র সম্বল।বিশ্বাস করেন এ ছাড়া আমার আর কিছুই নেই-প্রাপ্তির ঝুলিতে।আপনাদের মতো সাহিত্যের চেতনার ধারকদের হাতটা তাই শক্ত করেই ধরেছি,আস্থায়-বিশ্বাসে।সে কারনেই আপনাদের উৎসাহের এক বিন্দুও আমার কাছে হিমালয় জয়ের তৃপ্তির অনুভুতি যোগায় মনে-মননে...

অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা সুহৃদস্বজন প্রিয় গেম চেঞ্জার ভাই,সতত শুভকামনা ...

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

প্রামানিক বলেছেন:
পড়বে কি মনে,খুঁজবে আমায়?
একদিন-আমিও ছিলাম,এমনই মাতাল হাওয়ায়!

চমৎকার কবিতা। খুব ভাল লাগল।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কিরমানী লিটন বলেছেন: অনুপ্রেরণার অনবদ্য আবাদে জাগিয়ে রেখে,আপনার এই পথ দেখানোকে-স্যালুট করি,সহস্রবার ...!!!
আপনার মতামত পাথেয় করেই সঙ্গে রাখি-মন্ত্রের মুগ্ধতায়,
অনাবিল ভালোবাসা জানবেন,প্রিয়সুহৃদ প্রামানিক ভাই
সাথেই আছি-সতত সুন্দরের ...

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

বনমহুয়া বলেছেন: পড়বে কি মনে,খুঁজবে আমায়?
একদিন-আমিও ছিলাম,এমনই মাতাল হাওয়ায়!

দারুন

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

কিরমানী লিটন বলেছেন: আপনার প্রজ্ঞার ছায়াকে সবসময় পাশে চাই-সুহৃদ আপু বনমহুয়া,আমার কবিতার পরিশুদ্ধতায়-উজ্জীবিত অনুপ্রেরণায় ...
অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন,
সতত শুভকামনায় ...

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: অনিন্দ্য সুন্দর কবিতা+++

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতায় মন ভরে গেলো - আপনার আন্তরিক মন্তব্যে ।।
অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা রইলো সুপ্রিয় সুহৃদ রুদ্র জাহেদ,
সব সময় পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য ...

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতায় মন ভরে গেলো - আপনার আন্তরিক মন্তব্যে ।।
অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা রইলো সুপ্রিয় সুহৃদ রুদ্র জাহেদ,
সব সময় পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য ...

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

সুলতানা রহমান বলেছেন: শেষ লাইনটা চমৎকার!

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

কিরমানী লিটন বলেছেন: যে জীবন শালিকের,কৃষ্ণচূড়ার-মানুষের সাথে তার
হয় নাকো দেখা ...শালিক-কৃষ্ণচূড়ার জীবন নিয়েও আপনাদের মতো বিশুদ্ধ-উদার মানুষদের মুগ্ধ সহচার্য আমার জন্য পাথেয় হয়েই অনুপ্রেরণা যোগাবে-আমৃত্যু ...!!!

অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন,প্রিয় আপু sultana rahman ,আমার ব্লগ বাড়ীতে সু-স্বাগতম আপ্নাকে।অনেক শুভকামনা রইলো ...

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,




আপনার এই কবিতার ভাষা সহজবোধ্য, প্রাঞ্জল । তাই ভাবে পরিপূর্ণতার স্বাদ পাওয়া গেল সহজেই । এটাই কবিতা । মিষ্টি, মোলায়েম ।
একদিন-আমিও ছিলাম,এমনই মাতাল হাওয়ায়! অদ্ভুত সুন্দর এই লাইনটি । সব মানুষের মনের কথাই যেন ।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

কিরমানী লিটন বলেছেন: সুহৃদপ্রিয়-আহমেদ জী এস ভাই,
সশ্রদ্ধ সালাম।
মুগ্ধ কৃতজ্ঞতা,অনেক ধন্যবাদ
আপ্লুত হই প্রতিবার আপনার ভলোবাসার মতামতে,প্রিয় কথাকথিকেথিকথন ভাই সিক্ত হই-অনুপ্রাণ পায় আমার কবিতার প্রতিটি পংতিমালা,সাহসে-শক্তিতে ...
অনেক শুভকামনা ...
আপনার স্নেহসিক্ত কিরমানী লিটন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.