![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকীরাও কখনও কখনও-সঙ্গী পায়,
হয়তো ছায়ার আয়নায় মুখোমুখি দাঁড়িয়ে
সে-ও কথা বলে,অদৃশ্যের তুলিতে আঁকে স্বপ্নের অবয়ব,
শিস দেয়,ভেংচি-কাটে,আবার দাঁত বের করে হাসেও!!!
কারো একাকীত্ব এতোটাই বীভৎস ঘুটঘুটে-
সেখানে ছায়াটাও থাকেনা,আয়না-সেতো
সাতসমুদ্র তের নদী কল্পনায় ডুমুর!তাই-
খেয়ালী আবহেলার-সেই আমিটাকে,
এখন আর খুঁজে পাইনা আমি...।
সত্যের মতো অদৃশ্য,বিবেকের মতো নিখোঁজ,
ন্যায়ের মতো অতীত আর মানবতার মতো নিরুদ্দেশ সে।
তার ছিল গঙ্গাফড়িঙ চপলতা,বলগা হরিণ দাপাদাপি
সন্ধ্যাকে জড়িয়ে ধরার আগে,দুষ্ট গোধূলির লাজুক হাসির মতো-
স্বপ্নটা ছিল টকটকে লাল-মায়াবী দ্রোহের অনল
যে স্বপ্ন একদিন ছাঁদখোলা আকাশ চেয়েছিল মাথার উপরে
যে আকাশে বাধাহীন ইচ্ছেরা ডানার নৃত্যে উড়বে
সোহাগে আদরে কপালের বদলে চাঁদমামার কোমল টাঁকে
চুম্বন চাষে এঁকে দিবে শান্তির আগামী-মুগ্ধ বাতায়ন।
আর পায়ের নিচে চেয়েছিল শক্ত মাটি,যেখানে সে
পড়তে পড়তে দাঁড়াতে চেয়েছিল
হাঁটতে হাঁটতে দৌড়াতে চেয়েছিল,আর
কষ্ট বেদনাকে ঘুমের মায়ায়-
নিশ্চিন্তের ছায়া দিতে চেয়েছিল।
কোথায় খুঁজবে,সে আমায়-তালাসের পথে ?
বিরান পিঞ্জরের তটরেখার রঙধনু আঁচর
সে আমি নই,আমার কবিতা!
অনল বেদনার দহনে-শ্মশানও বলতে পারো,
সেখানে সমবেত বঞ্চিত,হাহাকার ভিড় করে
গগনবিদারী আর্তনাদ আগুনের লেলিহানে শরীর মাখে-
নৈবেদ্য প্রেম,পোড়া গন্ধ আর বিমূর্ত আঁধার।
ওখানে উঠেনা একটুও রোদ, স্যাঁতস্যাঁতে ভীষণ,
পিছলে যাবার ভয়ে-তুমিও আসনি কোনদিন।
মেঘের চাদরে লুকিয়ে থাকা-একান্ত আকাশটা কাঁদলে-
আমি ভিজে চুপচুপ,লোনার প্লাবন তখন-ঢেউ হয়ে
আছড়ে পড়ে বুকের সে বাম পাশটায়।
যেখানে হারিয়েছি মন,বসত গড়েছে এখন,
মৃত আমি-একজন কিরমানী লিটন।
যেখানে রেখেছ হাত-ভেবেছিলে সেখানেই থাকে মন ?
সত্যি নয়,ওটাই আমি-আমার মৃত সংস্করণ!!!
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮
কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেল- আপনার আন্তরিক মন্তব্য জেনে ,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো প্রিয় অভ্রনীল হৃদয়,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা...
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//যেখানে হারিয়েছি মন,বসত গড়েছে এখন,
মৃত আমি-একজন কিরমানী লিটন।
যেখানে রেখেছ হাত-ভেবেছিলে সেখানেই থাকে মন ?
সত্যি নয়,ওটাই আমি-আমার মৃত সংস্করণ!!! //
কবি কিরমানী লিটন... অভিনন্দন
অনেক ভালো লেগেছে!
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
কিরমানী লিটন বলেছেন: আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই-প্রিয় ,মাঈনউদ্দিন মইনুল ভাই,সারাক্ষন সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য।আসছে আগামী আপনার পায়েই লুটিয়ে
প্ড়ুক- মুগ্ধৃতজ্ঞতায়..।
সতত সুস্থ ও নিরাপদ থাকবেন ...
৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
বনমহুয়া বলেছেন: যেখানে রেখেছ হাত-ভেবেছিলে সেখানেই থাকে মন ?
সত্যি নয়,ওটাই আমি-আমার মৃত সংস্করণ!!!
বহুৎ খুব লিটনভাই।
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মন্তব্যে সুহৃদপ্রিয় আপু বনমহুয়া-ধন্যবাদ কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা আপনার প্রতি।
ভালো থাকবেন নিরন্তর ,সতত শুভকামনা...
পাশেই চাই- এভাবেই...
৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
সুমন কর বলেছেন: মেঘের চাদরে লুকিয়ে থাকা-একান্ত আকাশটা কাঁদলে-
আমি ভিজে চুপচুপ,লোনার প্লাবন তখন-ঢেউ হয়ে
আছড়ে পড়ে বুকের সে বাম পাশটায়।
যেখানে হারিয়েছি মন,বসত গড়েছে এখন,
মৃত আমি-একজন কিরমানী লিটন। -- চমৎকার। +।
বলগা হরিণ দাপাদাদপি < দাপাদাপি কি হবে?
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
কিরমানী লিটন বলেছেন: কারেকশন করেছি- ওটা মিস টাইপিং ছিল-অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা,আমার ব্লগ বাড়ীতে টিকে থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রিয় স্বজন-বড় ভাই সুমন করকে। বরাবরের মতই দারুণ অনুপ্রাণ পেল আমার আজন্ম অতৃপ্ত আত্মা,আপনার সুন্দরের ছোঁয়ায়।অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।
ভালো থাকবেন,অনেক ভালো!!! শরীরে -মনে...
সতত শুভকামনা...
৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
অগ্নি সারথি বলেছেন: যেখানে হারিয়েছি মন,বসত গড়েছে এখন,
মৃত আমি-একজন কিরমানী লিটন।
যেখানে রেখেছ হাত-ভেবেছিলে সেখানেই থাকে মন ?
সত্যি নয়,ওটাই আমি-আমার মৃত সংস্করণ!!! - চরম! কবি কিরমানী লিটন।
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
কিরমানী লিটন বলেছেন: সুন্দরের চোখে সামান্যও বিশাল হয়ে দেখা দেয়...
আপনার মন্তব্য বরাবরই আমাকে উজ্জীবিত করে- স্বপ্ন দেখায় সুন্দরের সাথে থাকার,
ভালো থাকবেন প্রিয় অগ্নি সারথি,নীরোগ দেহে সুস্থতায়,শরীরে- মনে...
সতত শুভকামনা ...
৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: যেখানে রেখেছ হাত-ভেবেছিলে সেখানেই
থাকে মন ?
সত্যি নয়,ওটাই আমি-আমার মৃত সংস্করণ!!!
শেষ দুটি লাইনেই একটা অন্যরকম প্রতিধ্বনি।অসাধারন কবিতা।ছবিটাও মিনিংফুল।পোস্টে+
১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
কিরমানী লিটন বলেছেন: আত্মার অতল ভরে যায়-আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে।
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন প্রিয় রুদ্র,
সতত শুভকামনা ...
৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
আরজু পনি বলেছেন:
পিছলে যাবার ভয়ে-তুমিও আসনি কোনদিন।
কেউ কেউ থাকে খুব ভালোবাসে
আসেনাকো কাছে, পাছে মায়ায় আটকে যায়! পাছে পা পিছলে যায়...
খুব সুন্দর কবিতা ।
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন,শাশ্বত ন্যায় আর সত্যের পথ কখনও মসৃণ হয়না,মরুর রুক্ষতা আর পিচ্ছিল শ্যাওলার চোরাবালি।সে পথ মাড়ানোর সাহস সবার থাকেনা... একরাশ মুগ্ধতার স্নিগ্ধ সুবাস ছড়িয়ে গেলো,আমার কবিতার পংতির প্রতিটি শব্দমালায়-অনেক উৎসাহ পেলাম আপনার আন্তরিক মতামতে,সাথেই আছি সুন্দরের- অনেক শুভকামনা ...
৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
কথাকথিকেথিকথন বলেছেন: খুব দুঃখনীয় কবিতা । কবিতায় দেখছি কবির নাম !!!
তবে কবিতায় লেখকের নিজের নাম জুড়ে দেয়াটা কেমন জেনো হয়ে যায় । অন্য ছদ্মবেশী নাম হতে পারে । এইটা আমার নিজস্ব ধারণা আরকি !!!
তবে কবিতা চমৎকার হয়েছে ।
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪
কিরমানী লিটন বলেছেন: "ওগো দুঃখজাগানিয়া,তোমায় গান শুনাবো,তাইতো আমায় জাগিয়ে রাখো..." ঠিক তাই,কবিতার সর্বাঙ্গে দুঃখের পোড়া দাগ-দগদগে ঘায়ের মতো ... ইচ্ছেকরেই নামটা জুড়ে দিলাম,একটা এক্সপিরিমেনট বলতে পারেন,কতটা মানান-বেমানান তা আপনাদের মন্তব্যের দাবী রাখে... অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রিয় অগ্রজ কথাকথিকেথিকথন ভাইয়া।আপনার প্রজ্ঞার মতামতে প্রতিবারই অনেক অনুপ্রেরণা পাই,নিরন্তর শুভকামনা ...
৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
কামরুন নাহার বীথি বলেছেন: যেখানে হারিয়েছি মন,বসত গড়েছে এখন,
মৃত আমি-একজন কিরমানী লিটন।
যেখানে রেখেছ হাত-ভেবেছিলে সেখানেই থাকে মন ?
সত্যি নয়,ওটাই আমি-আমার মৃত সংস্করণ!!! -----------
------ কী বলব এটিকে, হতাশা, অভিমান, আরো অন্য কিছু----------------- !!!!!
তবে একরাশ ভাললাগা !!!
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯
কিরমানী লিটন বলেছেন: বেদনা- হতাশা, অভিমান, আরো অন্য কিছু----------------- !!!!! সবই বলতে পারেন।এই কবিতার আহাজারি আপনার মনোযোগ ছুয়েছে এতেই মুগ্ধ আমি-আমার কবিতার প্রান। আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে-নিয়ত উৎসাহ পায় আমার কবিতার তৃষ্ণা
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন প্রিয় আপু'নি কামরুন নাহার বীথি ,
সতত শুভকামনা ...
১০| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনার কাব্য পাঠপূর্বক ব্যথিত হইলাম । সুনিপুণ বর্ণায়ন । একরাশ মুগ্ধতা রহিলো ।
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
কিরমানী লিটন বলেছেন: "যে আমারে দেখিবারে পায়... ভালোয় মন্দ সকলি মিলায়..." অনেক কৃতজ্ঞতা আর বিশুদ্ধ ভালোবাসা প্রিয় সাধু'দার জন্য-যাদের আলোয় নিজেকে খুঁজি,আপনি তাদেরই একজন-সারাক্ষণ সাথে থেকে সাহস আর প্রেরণায় উজ্জীবিত করাই যাদের নিঃস্বার্থ ভালোবাসা।যেটা আমাকে স্বপ্ন দেখায়-আরও বিশুদ্ধ হতে...
সতত শুভকামনা!!!
১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ!
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় আমার ভাঙ্গা দরজার ব্লগ বাড়ীতে আপনাকে স্বাগতম! অনেক ধন্যবাদ আন্তরিক মতামতের জন্য।পাশেই চাই-এভাবেই.।
সতত শুভাশিস প্রিয় আপুমনি তামান্না তাবাসসুম ...
১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
লাইনগুলো ক্রমেই বিষাদের ভুবনের দিকে টানছে।
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
কিরমানী লিটন বলেছেন: আসলেই এটা কবিতা নয়- আমাদের হৃদয়ের আহাজারি কান্না,মুগ্ধ অনুপ্রেরণায় মন ভরে গেলো-আপনার আন্তরিক মন্তব্য জেনে,সুন্দরের সাথে থাকার প্রতিশ্রুতি রইলো,পাশেই চাই- এভাবেই...
সতত শুভকামনা,প্রিয় গাজী ভাই ...
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮
শায়মা বলেছেন: খুব সুন্দর ভাইয়া।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০
কিরমানী লিটন বলেছেন: বৃষ্টি নামুক চোখের পাতায়
সৃষ্টি সুখে মনের খাতায়,
শায়মা আপুর হৃদয় জুড়ে
স্বপ্ন বুনুক আশার বীজ,
আগাম দেখুক শান্তি শোভা
বসত খুঁজুক আপন-নিজ!!! আনেক খুশী হলাম প্রিয় আপুকে আমার কবিতায়-ব্লগে পেয়ে।চাঁদের সাথে নিত্য দ্যাখা হয়,পূর্ণিমার দেখা মিলে মাসে একবারি।আপনার আন্তরিক উৎসাহ,আমার লিখার কলম প্রেরণার প্রান পায়,স্বপ্ন দেখে বিশুদ্ধতার।তাই আমার কবিতার প্রতিটি শব্দ,সারাক্ষণ আপনারদের মনোযোগ খোঁজে-সেটা পেলে শ্রদ্ধায় ভালোবাসা আর মুগ্ধতায় ভরে উঠে মন, কানায়- কানায়।অনেক ভালোথাকুন প্রিয় শায়মা আপু,নিরন্তর শুভকামনা ...
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
সায়েদা সোহেলী বলেছেন: ভালো লিখেছেন , ছবিটাও বেস
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
কিরমানী লিটন বলেছেন: সম্ভবত আমার ব্লগ-বাড়ীতে এটাই আপনার প্রথম পদার্পণ,সেজন্য জানাই-স্বাগতম।অনেক কৃতজ্ঞ হলাম কবিতায় আপনার আন্তরিক মন্তব্য পেয়ে।এভাবেই পাশে থাকা কামনা করি।অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় আপু সায়েদা সোহেলী ,সতত শুভকামনা ...
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬
প্রামানিক বলেছেন: বেদনার কাব্য। চমৎকার লেখনী। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন মুগদ বেদনার সযতন ছোঁয়া দেয়া চেষ্টাটাই এবং সেটাই বলতে চেয়েছি কবিতায়,অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য।আপনি আমার কবিতার সবচেয়ে কাছের প্রতিবেশি,প্রতিদিন কবিতার পথচলায় আপনার সাথে দেখা-কথাও হয় মুগ্ধ হৃদয়ে।শতায়ু হোন প্রিয় প্রতিবেশী,নীরোগ দেহে-সুস্থতায়...
১৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: মুগ্ধপাঠ!
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
কিরমানী লিটন বলেছেন: ঐ এক শব্দেই এক সাগর ঢেউয়ের প্রেরণায় চৈতন্যের অতল ভেসে গেলো-প্রেরণার বানে।কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয় হাসান মাহবুব ভাইকে,নিয়ত সাথে থেকে উজ্জীবিত করার জন্য-শুদ্ধতায়...
১৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
" সত্যের মতো অদৃশ্য,বিবেকের মতো নিখোঁজ,
ন্যায়ের মতো অতীত আর মানবতার মতো নিরুদ্দেশ সে। "
অসাধারন তুলনা। চলমান বর্তমানকে যেন আয়ানর মতো প্রতিফলিত করে !
++++++++++++++++++++++
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫
কিরমানী লিটন বলেছেন: প্রতিদিন এ জীবন যখন মৃত্যুর মিছিলে,ভালোবাসাই যখন সেভলন আর ডেটল-তখন কবিতার মোড়কে,অতলের বেদনা,আর্তির সুর তুলে...অনেক ভালোলাগা পেলাম আপনার মননের মুগ্ধ প্রেরণায়।সতত নিরাপদ আর শান্তিতে থাকুন প্রিয় বিদ্রোহী ভৃগু,সতত শুভকামনা ...
১৮| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: আমি ভিজে চুপচুপ,লোনার প্লাবন তখন-ঢেউ হয়ে
আছড়ে পড়ে বুকের সে বাম পাশটায়।
যেখানে হারিয়েছি মন,বসত গড়েছে এখন,
মৃত আমি-একজন কিরমানী লিটন।
যেখানে রেখেছ হাত-ভেবেছিলে সেখানেই থাকে মন ?
সত্যি নয়,ওটাই আমি-আমার মৃত সংস্করণ!!! -- কবিতার শেষটুকু খুবই চমৎকার হয়েছে।
২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
কিরমানী লিটন বলেছেন: প্রিয় খায়রুল আহসান ভাই,আপনার আন্তরিক ভালোবাসার মতামত পেয়ে,আমার কবিতার প্রতিটি উপমা আন্দোলিত হলো উদ্দীপ্ত অনুপ্রেরণায়,অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর ভালোবাসা জানবেন .।
সতত শুভাশিস ...
১৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১২
দর্পণ বলেছেন: যেখানে রেখেছ হাত-ভেবেছিলে সেখানেই থাকে মন ?
সত্যি নয়,ওটাই আমি-আমার মৃত সংস্করণ!!!
দারুন
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭
কিরমানী লিটন বলেছেন: আপনার দ্বিধাহীন মননের আন্তরিক মন্তব্যে-নিয়ত উৎসাহ পায় আমার কবিতার তৃষ্ণা
অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন প্রিয় দর্পণ ভাইয়া
সতত শুভকামনা ...
২০| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: এই বুঝি একজন কিরমানী লিটন ।
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
কিরমানী লিটন বলেছেন: মৃত সংস্করণ ...!!!
২১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫০
মানবী বলেছেন: Thank you :-)
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
কিরমানী লিটন বলেছেন:
২২| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
শায়মা বলেছেন: ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০ ১
লেখক বলেছেন: বৃষ্টি নামুক চোখের পাতায়
সৃষ্টি সুখে মনের খাতায়,
শায়মা আপুর হৃদয় জুড়ে
স্বপ্ন বুনুক আশার বীজ,
আগাম দেখুক শান্তি শোভা
বসত খুঁজুক আপন-নিজ!!! আনেক খুশী হলাম প্রিয় আপুকে আমার কবিতায়-ব্লগে পেয়ে।চাঁদের সাথে নিত্য দ্যাখা হয়,পূর্ণিমার দেখা মিলে মাসে একবারি।আপনার আন্তরিক উৎসাহ,আমার লিখার কলম প্রেরণার প্রান পায়,স্বপ্ন দেখে বিশুদ্ধতার।তাই আমার কবিতার প্রতিটি শব্দ,সারাক্ষণ আপনারদের মনোযোগ খোঁজে-সেটা পেলে শ্রদ্ধায় ভালোবাসা আর মুগ্ধতায় ভরে উঠে মন, কানায়- কানায়।অনেক ভালোথাকুন প্রিয় শায়মা আপু,নিরন্তর শুভকামনা ...
থ্যাংক ইউ ভাইয়ু!
২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
কিরমানী লিটন বলেছেন:
২৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব ভাল লাগলো। +
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাহস আর শক্তি হয়ে পাশে থাকার জন্য-ভালো থাকবেন,অনেক ভালো-মুগ্ধ সজীবতার মতোই ...
সতত শুভকামনা প্রিয় কান্ডারি অথর্ব ...
২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪১
দেবজ্যোতিকাজল বলেছেন: দারুণ রে ভাই
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আর মুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় দেবজ্যোতিকাজল দাদাভাই,নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন ...
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! খুব ভাল লাগলো!