![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের স্মৃতি গুলো,বাস্তব ভোরে
কড়া নেড়েছিল তারা,অতলের ডোরে,
কপাট খুলেই দেখি,মোহের ঝলক
দৃষ্টিরা থেমে থাকে-এক অপলক !
সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত
পায়ে পায়ে জুড়েছিল,বিনাশের পথ!
সে সবই বুঝেছিল করে অনুভব,
সেখানেই ঢেলে দিলো-হৃদয়ের সব।
কৃষ্ণের বাঁশি আর সুর রাধিকার-
আবেগের স্রোত ছিল-ঢেউছিল তার,
সেই সুর ছুঁয়েছিল-হৃদয়ের তল,
মিটে তার তৃষ্ণা-পিপাসার জল।
একদিন সেই তীরে গাঙচিল হয়ে-
আশাগুলো ডানা মেলে,আকাশের গায়ে,
হয়তো অনেক ভুলে-গোলাপ-বকুল
অবহেলা হয়ে ঝরে বেদনার কুল।
একদিন সে আঁধার,ভোর খুঁজেছিল
সকালের আলো এসে,ঘুম ভেঙ্গেগেল,
জেগে দেখে পড়েছিল-একা শয্যায়
সেটা ছিল ঘুমঘোর-বুঝে মজ্জায়!!!
পুনঃ
ছবি-নেট থেকে,লিখাটি ব্লগের দশম বর্ষপুর্তি এবং সপ্তম বাংলা ব্লগ দিবসের বিশেষ আয়োজনের উদ্দেশ্যে প্রেরিত...।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
কিরমানী লিটন বলেছেন: অনন্ত ভালোবাসা প্রিয় কান্ডারি ভাইয়ের জন্য, শুভকামনা জানবেন...
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
স্পর্শিয়া বলেছেন: খুব ভালো লাগে আপনার লেখা ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
কিরমানী লিটন বলেছেন: আপনার উপস্থিতি আমার লিখাকে আরও বেশী প্রানবন্ত করে, উৎসাহ যোগায় ...
অনেক শুভকামনা প্রিয় স্পর্শিয়া ভাইয়াকে ...
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
রক্তিম দিগন্ত বলেছেন: অনেকদিন পর লিটন ভাইয়ের পোষ্ট। এখন পড়ার মত সুযোগ নাই। উঁকি দিয়া গেলাম শুধু।
আছেন কিরাম?
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
কিরমানী লিটন বলেছেন: ঠিক তাই-অনেকদিন পর,আসলে পেশাগত ঝামেলায় একটু দৌড়ের উপর ছিলাম।এখনও থামিনি-তবে তা দৌড় থেকে-হাঁটায় এসেছে। আশাকরি শীঘ্রই নিয়মিত হতে পারবো।অনেক ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় রক্তিম দিগন্ত ভাইয়া...
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। সাধুবাদ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসায় আমার ব্লগে স্বাগতম আপনাকে,প্রিয় শুভ্র বিকেল,অনেক শুভকামনা জানবেন। ভালো থাকবেন, নিরন্তর ...
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
দারুণ ছন্দের লেখা । ভাল লেগেছে ।
অনেক শুভ কামনা রইলো ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
কিরমানী লিটন বলেছেন: অনুপ্রেরণার অনুরণনে সারাক্ষণ উজ্জিবনি খুঁজে ফিরি,খুঁজে ফিরি নিজেকে- স্বত্বার গভীরে, আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা।অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া, সতত শুভকামনা ...
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
প্রামানিক বলেছেন: কৃষ্ণের বাঁশি আর সুর রাধিকার-
আবেগের স্রোত ছিল-ঢেউছিল তার,
সেই সুর ছুঁয়েছিল-হৃদয়ের তল,
মিটে তার তৃষ্ণা-পিপাসার জল।
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম,আবারও...
কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় প্রামানিক ভাই ...
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিখাটি ১০ম ব্লগ দিবস,৭ম বাংলা ব্লগ দিবসের বিশেষ আয়োজনের উদ্দেশ্যে প্রেরিত...।
**ব্লগের দশম বর্ষপুর্তি এবং সপ্তম বাংলা ব্লগ দিবস হবে কথাটি।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
কিরমানী লিটন বলেছেন: "... অবাক জোছনা ঢুইকা পড়ে,
হাত ইশারায় ডাকে... "
কৃতজ্ঞ ভালোবাসা সুপ্রিয় কাল্পনিক_ভালোবাসা ভাইয়ার জন্য, সংশোধন করেছি, শুভকামনা জানবেন সতত- শ্রদ্ধায়- ভালোবাসায় ...
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: পড়লাম অার গঠনগত দিক দেখলাম । মেপে মেপে লিখেছেন । চমৎকার হয়েছে । ভালো লাগলো ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম,আপনার উজ্জীবিত প্রেরণায়,বিশেষ আয়োজনের উদ্দেশ্যে লিখার কারনে,একটু সতর্ক থাকার চেষ্টা করেছি,সেটাও আপনার নজর এড়িয়ে যায়নি দেখে- মনে মনে হাসলাম, পুলকিতও হলাম বেশ...
কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা জানবেন সুপ্রিয় সাধু দা,নীরোগ দেহে,দীর্ঘায়ু প্রার্থনা, আপনার জন্য ...
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
জুন বলেছেন: আশাকরি আপনার চমৎকার এই কবিতাটি যেন প্রতিযোগীতায় স্থান লাভ করে কিরমানী লিটন ।
+
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
কিরমানী লিটন বলেছেন: সব সৃষ্টিতে থাকে-জয়ের আকুল তৃষ্ণা,এবং সেটা সবার কাছেই- আপনাদের ভালোবাসা জয়ের চেয়ে বড় সন্তোষটি আমার কাছে নেই।আপনাদের মনোযোগের আশ্রয়ই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি-তার থেকে বড় জয়,আর একটিও নেই- অন্তত আমার কাছে...
অনেক আবেগি হলাম,উজ্জীবিতও, আপনার প্রেরণার উন্নত বীজে...। পাশে চাই সতত,এভাবেই, অনেক ভালো থাকবেন- নীরোগ দেহে, সুস্থতায়...
অনেক শুভকামনা প্রিয় জুন আপু'নিকে...
১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
সুলতানা রহমান বলেছেন: ভাল হইছে। দোয়া করি একটা পুরস্কার যেন পেয়ে যান।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় sultana rahman আপু,আপনার আন্তরিক শুভকামনা,প্রেরণার সুর হয়ে পাশে থাকুক, আমার আগামীর পথচলায় ...
সতত শুভকামনা জানবেন ...
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: খুব ভাল ছন্দময় কবিতা| শুভকামনা রইল প্রতিযোগিতার জন্য
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ধন্যবাদ আর ভালোবাসা জানবেন প্রিয় আরণ্যক রাখাল ভাইয়া, আপনার জন্যও অনেক শুভিকামনা রইলো ...
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
ফেরদৌসা রুহী বলেছেন: কবিতা ভাল লেগেছে।
শুভকামনা রইল।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার আন্তরিক মন্তব্যে, কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় ফেরদৌসা রুহী আপু, অনেক শুভকামনা আপনার জন্য ...
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা খুব ভাল লাগল । শুভ কামনা রইল ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগায় মন ভরে গেল কানায় কানায়, অনেক উৎসাহ পেলাম, আপনার আন্তরিক মতামতে,আপনার জন্যও অনেক শুভকামনা সুপ্রিয় দৃষ্টিসীমানা ...
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো--
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ধন্যবাদ প্রিয় তাহসিনুল ইসলাম ভাইয়া, অনেক শুভকামনা রইলো আপনার জন্য ...
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতায় ভাললাগা ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
কিরমানী লিটন বলেছেন: অনন্ত ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা প্রিয় তুষার কাব্য, সতত শুভাশিস রইলো আপনার জন্য ...
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
কিরমানী লিটন বলেছেন: অনন্ত ভালোবাসা কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ প্রিয় হাসান মাহবুব ভাই,নিরন্তর শুভাশিস রইলো- আপনার জন্য ...
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
ইকবালবিডি০৯ বলেছেন:
কৃষ্ণের বাঁশি আর সুর রাধিকার-
আবেগের স্রোত ছিল-ঢেউছিল তার,
সেই সুর ছুঁয়েছিল-হৃদয়ের তল,
মিটে তার তৃষ্ণা-পিপাসার জল।
চমৎকার
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা রইলো প্রিয় ইকবালবিডি০৯ ভাইয়ার জন্য, নিরন্তর শুভকামনা রইলো ...
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ !!!! কবিতার জন্য অনেক অনেক ভাল লাগা!!!
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
কিরমানী লিটন বলেছেন: বীথি আপুর জন্য কৃতজ্ঞ ভালোবাসা- অ নে ক , নীরোগ দেহে দীর্ঘায়ু কামনা রইলো,আপনার জন্য, সতত শুভাশিস...
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
রক্তিম দিগন্ত বলেছেন: পড়লাম। অস্থির লিখছেন। প্রতিযোগিতার পুরষ্কার নিশ্চিত।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
কিরমানী লিটন বলেছেন:
...
অনেক শুভকামনা প্রিয় রক্তিম দিগন্ত,কৃতজ্ঞ ভালোবাসায়...
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিতা কিন্তু দারুন কবিতা লিখেন ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
কিরমানী লিটন বলেছেন: প্রিয় মিতার মতো মানুষদের নিরন্তর উৎসাহেই সম্ভব হয়েছে যতটুকু ভালো তার, কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় মিতা গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের জন্য, সতত শুভকামনা ...
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
সাহসী সন্তান বলেছেন: লিটন ভাইয়ের মিতা, কবিতা লিখছেন কিতা.....?
পইড়া আমার বুকের মাঝে লাগছে বড় গুতা!
চমৎকার কবিতা ভাই! বিকালে পড়ছিলাম, তবে মন্তব্য করার সময় পায় নি! অনেক সুন্দর আপনার লেখনি....!!
বিঃদ্রঃ- বেশ কয়েকদিন পর আপনার পোস্ট দেখলাম? ব্যস্ত ছিলেন বুঝি?
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
কিরমানী লিটন বলেছেন: বিঃদ্রঃ- বেশ কয়েকদিন পর আপনার পোস্ট দেখলাম? ব্যস্ত ছিলেন বুঝি?
ঠিক তাই-অনেকদিন পর,আসলে পেশাগত ঝামেলায় একটু দৌড়ের উপর ছিলাম।এখনও থামিনি-তবে তা দৌড় থেকে-হাঁটায় এসেছে। আশাকরি শীঘ্রই নিয়মিত হতে পারবো...
নিরন্তর উৎসাহ পাই আপনার মতামতে,কৃতজ্ঞ ভালোবাসা রইলো,অনেক শুভকামনা প্রিয় সাহসী ভাইয়ার জন্য...
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
আলোরিকা বলেছেন: 'কপাট খুলেই দেখি,মোহের ঝলক
দৃষ্টিরা থেমে থাকে-এক অপলক !' -
চমৎকার ! +++ অনেক শুভ কামনা
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
কিরমানী লিটন বলেছেন: সেটা ছিল চোরাবালি ভুল সৈকত
পায়ে পায়ে জুড়েছিল,বিনাশের পথ ...
অনেক উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মন্তব্যে,কৃতজ্ঞ ধন্যবাদ আর নিরন্তর শুভাশিস জানবেন প্রিয় আলোরিকা ...
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা।
শুভকামনা রইল।
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
কিরমানী লিটন বলেছেন: দারুণ অনুপ্রেরণা পেলাম আপনার আত্নরিক মন্তব্যে, কৃতজ্ঞ ভালোবাসায় অনেক শুভকামনা রইলো, প্রিয় শামছুল ইসলাম ভাইয়ের জন্য ...
২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
গেম চেঞ্জার বলেছেন: ভালো কবিতা লিখেছেন। কয়েকদিন দেখিনি। কি ঘটনা?
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন, বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলাম,আসলে পেশাগত ঝামেলায় একটু দৌড়ের উপর ছিলাম।এখনও থামিনি-তবে তা দৌড় থেকে-হাঁটায় এসেছে। আশাকরি শীঘ্রই নিয়মিত হতে পারবো...
অনেক উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মতামত জেনে,কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা প্রিয় গেম চেঞ্জার ভাইয়ের জন্য ...
২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দারুণ!!
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত উৎসাহ পেলাম, আপনার আন্তরিক মন্তব্যে, কৃতজ্ঞ ভালোবাসায় অনেক শুভকামনা রইলো, প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাইয়ের জন্য ...
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০
সুমন কর বলেছেন: চমৎকার ছন্দময় কবিতায় অনেক অনেক ভালো লাগা রইলো।
শুভকামনা।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
কিরমানী লিটন বলেছেন: একরাশ ভালোলাগার মুগ্ধ ছোঁয়ায় ভরে গেলো আত্মার অতল,আপনার আন্তরিক প্রেরণার মতামত পেয়ে।অনেক কৃতজ্ঞতা আর বিমুগ্ধ ভালোবাসা জানবেন প্রিয় দাদাভাই সুমন কর,আপনার নীরোগ দেহে শতায়ু কামনা রইলো, সশ্রদ্ধ ভালোবাসায় সতত শুভকামনা ...
২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
কল্লোল পথিক বলেছেন: অসাধারণ কবিতা
অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম, আপনার আন্তরিক মতামত জেনে, কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা প্রিয় কল্লোল পথিক ভাইয়ার জন্য...
২৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯
উল্টা দূরবীন বলেছেন: অসম্ভব ভালা লাগলো। মুগ্ধতা রেখে গেলাম।
১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক শুভেচ্ছা রইলো সুহৃদপ্রিয় উল্টা দূরবীন,কৃতজ্ঞ ভালোবাসায় সতত শুভকামনা জানবেন ...
২৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
তিমিরবিলাসী বলেছেন: সুন্দর কথামালা!
১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক শুভেচ্ছা আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সুহৃদ তিমিরবিলাসী ,সতত শুভকামনা ...।
৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।
শুভকামনা রইলো। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় মন ভরে গেল,নান্দনিক উৎসাহ আর অনুপ্রেরণা পেলাম, নিরন্তর ভালোবাসা জানবেন সুহৃদপ্রিয় দীপংকর চন্দ দাদাভাই, সতত শুভকামনা ...
৩১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
নেক্সাস বলেছেন: প্রিয় লিটন ভাই অনেক শুভকামনা।
১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর অনন্ত শুভকামনা আপনার জন্যও, প্রিয় নেক্সাস ভাইয়া ...
৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: সীমাহীন কিছু মুগ্ধতা রেখে গেলাম, তাও মনে হচ্ছে কম হয়ে গেল।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১২
কিরমানী লিটন বলেছেন: একরাশ মুগ্ধতার প্লাবন ডুবে গেলো- হৃদয়ের কানায় কানায়,অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা রইলো সুহৃদপ্রিয় মাহবুবুল আজাদ ভাই, সতত শুভকামনা ...
৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৪
আরজু পনি বলেছেন:
নেটের ধরি গতির কারণে খুবই বাজে অবস্থায় আছি ।
আপনার এই লেখাটি গতরাতে একজনের কাছে আবৃত্তি শুনলাম...দারুন লাগছিল শুনতে ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
কিরমানী লিটন বলেছেন: একরাশ মুগ্ধতায়,মন ভরে গেলো কানায় কানায়, আপনার উজ্জিবনি মন্তব্য জেনে।সেই সাথে স্যালুট তাকে,যার মনোযোগের ছোঁয়ায় আমার এই নিতান্তই অকবিতা,কবিতা হয়ে,তার কণ্ঠকে আশ্রয় হিসাবে পেয়ে।জানতে পারি, কে তিনি?
অনেক উৎসাহ পেলাম, বরাবরের মতোই আপনার আন্তরিক আর মননশীল মতামতে, অনেক ভালো থাকবেন, শুভ্র সজীবতার মত,সুন্দর সত্যের মতো,নিবির রাতের শান্ত আকাশ আর বুনো জোছনার মতো, এই কামনা প্রিয় আপু'নি- আরজুপনিকে...
৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা ভাইয়ামনি!!!!!!!!!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
কিরমানী লিটন বলেছেন: হাতেগুনা যে কয়েকটা মোমবাতিকে - বাতিঘর ভেবে, এ পথ ছুটেছি অল্প সময়ে- এতোটা, আপনি তাদেরই অন্যতম একজন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই- অনন্ত...। শুভকামনা অনন্ত,শ্রদ্ধায়-ভালোবাসায় প্রিয় শায়মা আপুমনির জন্য ...
৩৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
লেখাটি ৭ম বাংলা ব্লগ দিবস ২০১৫ উপলক্ষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
কিরমানী লিটন বলেছেন: আপনাদের প্রেরণার ফসল এ প্রাপ্তি, বিজয়ীও আপনারার- আপনাদের সাহস আর উজ্জিবনার শাশ্বত সুন্দর। আপনাকেও অভিবাদন, অনেক। সেইসাথে অনিমেষ কৃতজ্ঞতা সতত উৎসাহে শানিত করার জন্য। ভালোবাসা জানবেন প্রিয় কান্ডারি ভাই, অনেক শুভকামনায় ...
৩৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
প্রফেসর সাহেব বলেছেন: ব ভালো লাগলো,বিজয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা, শুভকামনা জানবেন প্রিয় প্রফেসর সাহেব ...
৩৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
আলোরিকা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কবি !
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় আলোরিকা আপুমনি, নিরন্তর শুভকামনা আপনাকেও...
৩৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন! অভিনন্দন!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা বরাবর সাথে থেকে পথ দেখানোর জন্য, অতলের গহীন থেকে ভালোবাসা আপনার জন্য, প্রিয় হাসান মাহবুব ভাই, অনন্ত শুভকামনা রইলো ...
৩৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা।অভিনন্দন সুপ্রিয় কবি
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় রুদ্র, সতত শুভকামনা রইলো ...
৪০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
সকাল রয় বলেছেন: আপনি দারুন সব শব্দ জমাতে পারেন___
অনেক অনেক ভালোলাগা____
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা, আমার কাছে মুগ্ধ পাথেয় হয়ে রইবে- অনুপ্রাণিত করবে এ পথ পাড়ি দিতে- সাহস আর শক্তিতে।।
অনেক শুভকামনা আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সকাল রয় দাদাভাই, সুস্বাগতম আমার জীর্ণ ব্লগ কুটীরে - শ্রদ্ধায় ভক্তিতে, আবারও শুভাশিস ...
৪১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: পুরস্কার পাওয়ায় অভিনন্দন ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা অনন্ত- স্নিগ্ধ ভালোবাসায় ...
৪২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন (ফলাফল জানার পর);
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা নিরন্তর, শ্রদ্ধা-কৃতজ্ঞতায়...। এটা আপনাদেরই শুভ ইচ্ছার জয়।নিয়ত পাশে থেকে সাহস আর শক্তি হয়ে- উৎসাহ দিয়ে, বিশুদ্ধতায় শাণিত করে যোগ্য করে গড়ে তোলার জন্য ...। আপনাকেও অভিবাদন আর শুভেচ্ছা- প্রিয় গাজী ভাই...।
৪৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিষ্টি টিস্টি কিছু নাই !
এইটা কোন কথা হইল মিতা ?
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
কিরমানী লিটন বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিষ্টি টিস্টি কিছু নাই !
এইটা কোন কথা হইল মিতা ?
মিতা একদম খাঁটি কথাটাই বলেছেন, শুভ সংবাদের পর মিষ্টি ছাড়া- কেমন পানসে পানসে মনে হয়। তাই শীঘ্রই মিষ্টির ব্যবস্থা করে মিষ্টিময় সংবাদটা কিভাবে মধুময় করা যায়- নিমগ্ন চিত্তে দু'দিন যাবত শু ভাবছিই। আশাকরি শীঘ্রই একটা উপায় খুঁজে পাবো।
অনেক শুভেচ্ছা আর অভিবাদন মিতার জন্য- মিষ্টি খাওয়ানোর প্রতিশ্রুতিতে ...
৪৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
সৈয়দ কামাল হুসাইন বলেছেন: বাহ
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
কিরমানী লিটন বলেছেন: সৈয়দ কামাল হুসাইন ভাই, আপনাকে ব্লগ বাড়ীতে স্বাগতম, অনেক সুবাস ছড়াক আপনার লিখনি- এ প্রান্তরে, শুভকামনা সতত ...
৪৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অভিনন্দন!!!!
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা প্রিয় আপু রেজওয়ানা আলী তনিমা- কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা নিরন্ত ...
৪৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩
মনযূরুল হক বলেছেন: অভিনন্দন...! বিজয়ী..!
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক অভিবাদন আর শুভেচ্ছা ...
৪৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
দৃষ্টিসীমানা বলেছেন: অভিনন্দন ।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা আপনার জন্যও ...
৪৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতা পেলাম আপনার মতামতে- প্রিয় রাজপুত্র, সতত ভালোবাসা আর শুভাশিস আপনার জন্য ...
৪৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫
শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন কবিকে !!!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক অভিবাদন, কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ প্রিয় সুহৃদ শামছুল ইসলাম ভাই। আপনাদের আলোয়, দেখে দেখেই- এ পথে চলতে শিখেছি, দোয়া করবেন যেন তার সম্মানটা দিতে পারি, কর্মে- সৃষ্টিতে - সাথেই চাই, হে সুন্দর..!!!
অনেক শুভকামনা রইলো, সতত...
৫০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক অভিবাদন, কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ প্রিয় সুহৃদ শামছুল ইসলাম ভাই। আপনাদের আলোয়, দেখে দেখেই- এ পথে চলতে শিখেছি, দোয়া করবেন যেন তার সম্মানটা দিতে পারি, কর্মে- সৃষ্টিতে - সাথেই চাই, হে সুন্দর..!!!
অনেক শুভকামনা রইলো, সতত...
৫১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
প্রোফেসর শঙ্কু বলেছেন: পড়লাম। লিখে যান আরও।
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা, অ নে ক...। পাশে চাই সতত, হে সুন্দর। নিরন্তর ভালোবাসা জানবেন প্রিয় প্রোফেসর শঙ্কু দাদাভাই ...
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা রইলো।