![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
( "হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লিখা রবে না" কারন নিরেপেক্ষতার প্রশ্নে- ইতিহাস নিরেপেক্ষ নয়।৭১-এ মহান মুক্তিযুদ্ধে নাম না জানা সেইসব,অগুন্তি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত )
চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।
মনের নদী শুকিয়ে মরু
বৃষ্টি ভীষণ খরা,
রাজনীতিতে বর্গী এলো
দেশটা এখন মরা।
কাঁদছে স্বদেশ পুড়ছে স্বজন
দিদি এলেন হেসে,
রফিক শফিক একুশ মাখা
আমার বাংলাদেশে।
কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।
গাছের ডালে পাখীর বাসায়
বাঁধছে নতুন সুর,
বিজয় এলেই কাটবে আঁধার
আসবে আশার ভোর।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
কিরমানী লিটন বলেছেন: অনেক প্রীত হলাম-নান্দনিক উৎসাহে সুহৃদপ্রিয় ধমনী ,
অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আন্তরিক মতামতে উজ্জীবিত করার জন্য,শুভকামনা রইলো আপনার জন্য অ নে ক ...
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে শেষ স্তবকে সুর আর ভোর এর মধ্যে তো অন্ত্যমিল পাওয়া গেলো না! এই জায়গাটা আরেকবার ভেবে দেখতে পারেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯
কিরমানী লিটন বলেছেন: পাখির কিচির মিচির মুগ্ধ সুর ভোরেরই অর্থাৎ নতুনেরই আগমনী বার্তা,যেটা কেবল বিজয়ের আনন্দেই দেখা মেলে,তাই নতুন সুরে আলোর ভোর-বিজয়ের সম্মোহনী।এই হলো আমার কাছে সুর আর ভোরের অন্ত্যমিলের ব্যাখ্যা, আশাকরি বলতে পেরেছি।
অনেক উৎসাহ পাই আপনার মতামতে-উজ্জীবিতও হই নান্দনিক মুগ্ধতায়,খুঁজি বিশুদ্ধতার ছোঁয়া... অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো প্রিয় হাসান মাহবুব ভাইয়ের জন্য, সতত শুভকামনা ...
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।
কি অদ্ভুত সুন্দর কথাগুলো।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
কিরমানী লিটন বলেছেন: আরও মুগ্ধ অদ্ভুত আপনার মন্তব্যের আবরণে উজ্জীবিত করার শক্তিটা, অনেক কৃতজ্ঞতা আর নান্দনিক ভালোবাসা প্রিয় মাহবুবুল আজাদ ভাইকে ...
নিরন্তর শুভকামনা রইলো ...
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।
শেষে স্তবকটা একটু অগোছালো লেগেছে । বিশেষ করে প্রথম দুই লাইন । মনে হয় আমারই এলোমেলো ভাবনা ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১
কিরমানী লিটন বলেছেন: অস্থির একটা সময়ে বিজয়ের ভোরের আগমনি,তাই আমরা আবার আশার বাসা বুনি,আঁধার কেটে যাওয়ার প্রত্যাশায়,বিজয় বারবার আমাদের উজ্জীবিত করেছে- এভাবেই।।
অনেক কৃতজ্ঞতা আরভালবাসা জানবেন প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া, আপনার জন্যও বিজয়ের শুভেচ্ছা রইলো সতত শুভকামনায় ...
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
কিরমানী লিটন বলেছেন: অস্থির একটা সময়ে বিজয়ের ভোরের আগমনি,তাই আমরা আবার আশার বাসা বুনি,আঁধার কেটে যাওয়ার প্রত্যাশায়,বিজয় বারবার আমাদের উজ্জীবিত করেছে- এভাবেই।।
অনেক কৃতজ্ঞতা আরভালবাসা জানবেন প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া, আপনার জন্যও বিজয়ের শুভেচ্ছা রইলো সতত শুভকামনায় ...
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৯
ফেরদৌসা রুহী বলেছেন: চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।
আবার সবার মনে সুখ ফিরে আসুক। সব শহীদদের প্রতি শ্রদ্ধা ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
কিরমানী লিটন বলেছেন: আমাকে একটি বাঁশি দাও
আমি সুর তুলি গান গাই,
আমাকে একটি রাইফেল দাও
আমি ধরে রাখি আমার স্বাধীনতা...
অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা প্রিয় ফেরদৌসা রুহী আপু'নির জন্য ...
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪১
রুদ্র জাহেদ বলেছেন: চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।
অনবদ্য...অতল স্পর্শ করে গেল+
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় রুদ্র,নিরন্তর পাশে থেকে সাহস দেয়ার জন্য অনেক ধন্যবাদ রইলো ...
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
লালূ বলেছেন: ভুখনডে বিজয় যদি মানবিক সমাজ সৃষটি না করে সে বিজয় অর্থহীন
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন, যে ফসল কাজে লাগেনা তা আবর্জনাই বাড়ায় কেবল...
অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আর শুভকামনা প্রিয় লালু ভাইয়ের জন্য, বিজয়ের শুভেচ্ছা ...
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছুটা ছন্দ পতন হলেও অনবদ্য +++
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
কিরমানী লিটন বলেছেন: আমার কাছে মনে হয়না কোথাও ছন্দের পতন হয়েছে,তাই পতনটা ধরিয়ে দিলে সত্যিকারের উপকার হতো...
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা কান্ডারি অথর্ব ভাইকে,নিরন্তর পাশে থেকে সাহস যোগানোর জন্য, শুভকামনা সতত ...
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
তিমিরবিলাসী বলেছেন: সুন্দর! +
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় তিমিরবিলাসি,অনেক শুভকামনা আপনার জন্য ...
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
নেক্সাস বলেছেন: মনের নদী শুকিয়ে মরু
বৃষ্টি ভীষণ খরা,
রাজনীতিতে বর্গী এলো
দেশটা এখন মরা।
++++++++++++++++++
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম, সাহসে- শক্তিতে...
নিরন্তর ভালোবাসা আর শুভকামনা প্রিয় নেক্সাস ভাইয়ার জন্য ...
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
ইমিনা বলেছেন: ছন্দময় কবিতায় সরলতার স্বাদ পাই।
কবিতা ভালো লেগেছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক অথচ উজ্জীবিত মতামত অনেক উৎসাহ যোগালো মনকে,নিরন্তর ভালোবাসা আর শুভাশিস আপনার জন্য প্রিয় ইমিনা আপুকে ...
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১
কিরমানী লিটন বলেছেন: আপনার মতামত বরাবরই একরাশ উজ্জিবনি সুধা,আমার কাছে তা-ই মনে হয়,কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় দাদাভাই সুমন কর ...
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে
বিজয়ের শুভেচ্ছা রইল
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
কিরমানী লিটন বলেছেন: অগুন্তি ভালোবাসা আর অশেষ শুভকামনা আপনার জন্য প্রিয় সহযাত্রী কল্লোল পথিক ভাইয়া, সতত শুভকামনা রইলো ...
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্ধকার যত হবে গভীর
জানবে নিকটে ভোর......
বিজয় এলেই কাটবে আঁধার
আসবে আশার ভোর।
বিজয় দিবসের শুভেচ্ছা!!
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬
কিরমানী লিটন বলেছেন: "... তোমার ছেলে উঠলে মাগো,
রাত পোহাবে তবে..."
সেই কাঙ্ক্ষিত ভোরে সকলের জেগে উঠার প্রত্যাশায় পুরো জাতী অপেক্ষা করছে ...
বিজয়ের অগ্রিম লালসালাম আপনাকে, অগুন্তি শুভকামনায় ...
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
অন্ধবিন্দু বলেছেন:
লিটন,
হাহাকার এবং আশার নাতিউষ্ণ উৎকন্ঠায় একাত্মতা জানাচ্ছি। স্বদেশ কাঁদছে, স্বজন পুড়ছে। আমরা স্ব স্বার্থে চুপ করে রইছি। আসাদের রক্তমাখা জামায় কবেইতো শুকিয়ে গেছে চোখের জল ...
কবিতার মনযোগী পাঠক খুবই কম। তবুও কবিদের বলে যাই; নতুন নতুন সুর বেঁধে তারা যেনও এ সকালকে ডুবতে না দেয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১
কিরমানী লিটন বলেছেন: শ্রদ্ধেয় অন্ধবিন্দু ভাইয়া,
সালাম ও কৃতজ্ঞ ভালোবাসা।
আপনার উজ্জীবিত অনুপ্রেরণায় অনেক আবেগি হলাম,এ উৎসাহ আমাকে আমার কবিতার পথে হাঁটতে, চলতে পাথেয় হয়ে শক্তি যোগাবে নিজেকে বিশুদ্ধ করে শানিত করবে নিয়ত।কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। শুধুই ভালোবাসা আর শুভভকামনা হৃদয়ের অতল গভীর থেকে,প্রিয়স্বজন অন্ধবিন্দু ভাইয়ার জন্য,পাশে চাই- আকুল প্রার্থনায় সতত ...
আপনার স্নেহধন্য
লিটন।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।
চমৎকার কিছু কথা তুলে এনেছেন কবিতায়। ধন্যবাদ
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর অশেষ ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য,শুভকামনা জানবেন সতত ...
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০
ভ্রমরের ডানা বলেছেন: বিজয়কেতন উড়বে আজি মুক্ত আকাশ জুড়ে
সবুজ ফসল ফলবে মাঠে কঠিন মাটি ফুঁড়ে।
বিজয় দিবসের শুভেচ্ছা কবি! কবিতায় ভাল লেগেছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
কিরমানী লিটন বলেছেন: বাংলাদেশের হৃদয় ফুঁড়ে
গজাক নতুন আশার বীজ,
ভালো থেকো কাছের স্বজন
শত্রু মিত্র দুরের নিজ।
অনেক শুভকামনা আর বিজয়ের শুভেচ্ছা প্রিয় ভ্রমরের ডানা আপু'নিকে ...
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা, লিটন ভাই|
বিজয়ের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় আরণ্যক রাখাল ভাইয়া, আপনাকেও বিজয়ের শুভেচ্ছা, অ নে ক ...
২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: গাছের ডালে পাখীর বাসায়
বাঁধছে নতুন সুর,
বিজয় এলেই কাটবে আঁধার
আসবে আশার ভোর।" চমৎকার!
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহে উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মন্তব্যে- বরাবরের মতোই, বিজয়ের শুভেচ্ছা সুপ্রিয়স্বজন সাধু দা'র জন্ন,অনেক শুভকামনা ...
২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০
সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! বিজয়ের শুভেচ্ছা ভাই.....!!
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর অফুরান ভালোবাসা প্রিয় সাহসী ভাইয়ার জন্য , বিজয়ের শুভেচ্ছা আপনাকেও...
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুরুটা চমৎকার হয়েছে ভাই +++++
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন সুপ্রিয় নাজমুল হাসান মজুমদার ভাইয়া, অনেক শুভকামনা আর বিজয়ের শুভেচ্ছা রইলো ...
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! চমৎকার!
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
কিরমানী লিটন বলেছেন: অনেক অনেক শুভকামনা আর বিজয়ের শুভেচ্ছা জানবেন প্রিয় অভ্রনীল হৃদয় ...
২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর লিখেছেন ভাই
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসায় বিজয়ের শুভেচ্ছা প্রিয় shahadath hossain ভাই...
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০
ভ্রমরের ডানা বলেছেন: কিরমানী ভাই আমি ভাইয়া, আপু নই। হা হা হা। বিজয় দিবসের শুভেচ্ছা।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
কিরমানী লিটন বলেছেন: দুঃখিত প্রিয় ভাইয়া ভ্রমরের ডানা,আশাকরি অনাকাঙ্ক্ষিত ভুল ক্ষমার দৃষ্টিতে নিবেন।নিরন্তর ভালোবাসা আর সতত শুভকামনা আপনার জন্য ...
২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬
অগ্নি সারথি বলেছেন: কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
কিরমানী লিটন বলেছেন: এ জীবন যখন প্রতিদিনের বনবাস, জাতীর বিবেকেরা হেরেমের করুনাচলে, ভালোবাসাই যখন ডেটল আর ব্যান্ডেজ, তখন আমাদের আর কোন ব্যাক্তিগত ব্যাপার থাকেনা, আমাদের ভবিষ্যৎ সমষ্টিগতভাবে আমাদেরই জেগে উঠার অপেক্ষায় ... !!!
নিরন্তর শুভকামনা প্রিয় অগ্নি সারথি দাদাভাইকে, কৃতজ্ঞ ভালোবাসায় ...
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭
ধমনী বলেছেন: দারুণ হয়েছে লিটন ভাই।