নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

জীবনের চেয়ে সত্য, আর কোন বিজয় নাই ঃ

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০



(আমার শ্রদ্ধাভাজন মরহুম আজন্ম মুক্তিযোদ্ধা পিতার বিদেহী আত্মার উদ্দেশ্যে-সার্টিফিকেট না পাওয়াতেও যিনি কোনদিন কষ্ট পাননি,আক্ষেপও করতে শুনিনি।কিন্তু যখন দেখলেন,ভারতের মিত্রবাহিনির কাছ থেকে,মুক্তিযোদ্ধাদের অস্ত্রসহ নানা রসদ পৌঁছে দিতে সহায়তাসহ সার্বিক সহযোগিতার দায়ে যে রাজাকার কমান্ডার তাকে ধরে নিয়ে সাতদিন অমানুষিক নির্যাতন করে,মৃত ভেবে ডোবায় ফেলে দিয়েছিল,সেই মাওলানা নুরুল ইসলাম ওরফে রাজাকার নুরু মৌলবি যখন আওয়ামীলীগের টিকিট পেয়ে এমপি হয়ে ধর্ম প্রতিমন্ত্রী হলেন-১৯৯৬ সাল,সেই কষ্ট সইতে না পেরে শপথ গ্রহনের দিনই স্ট্রোক করলেন, অবশ্য মাস দুয়েক পরই তিনি বাড়ী ফিরেছিলেন- তবে লাশ হয় ... )

এইভাবে জ্বলে উঠে দ্বীপ
এইভাবে নিভে যায়,
চিল্কার সকালে ঝরে যায় শিশির
উত্তাপ ঠাঁই পায় হেথায়।

মুখোশের আড়ালে পরে থাকে মুখ
ফানুশের স্রোতে স্বপ্নেরা ভেসে যায়,
কেঁদে-কেটে ফিরে মানবতা,
আঁধারেরা জোছনাকে গিলে খায়।

এইভাবে পথ চলা শুরু
এইভাবে থেমে যায়,
জীবনের ঘুড়ি ছুঁয়ে ফেলে মেঘ
একটানে ফিরে আসে নাটায়।

স্বপ্নের ওপারে পরে থাকে আকাশ
বর্তমান বাস্তবের আঙিনায়,
শ্রমঘামে,ফিকে হয় ইচ্ছেরা-
জীবনেরা,পা বাড়ায় হতাশায়।

এইভাবে বয়ে চলে মহাকাল
সময়ের কোলে ফিরে যায়,
পড়ে রয় মায়াবী মোহ
বিজয়েরা-এখানেই আশ্রয় পায়।

এইভাবে জ্বলে উঠে দ্বীপ
এইভাবে নিভে যায়,
জেনে যায়, জীবনের চেয়ে সত্য
আর কোন বিজয় নাই।

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: (ঠাঁই) সুনিপুণ জীবন বিশ্লেষণ! চমৎকার! অাপনার পিতার জন্য সত্যিই খুব কষ্ট লাগলো । স্বাধীন বাংলাদেশে রাজাকারদের পুনর্বাসনের মত ঘৃণ্য কর্ম অল্পই অাছে ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় সাধু দা-সংশোধন করেছি- কৃতজ্ঞ ভালোবাসা জানবেন...

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১

নাহিদুল হক বলেছেন: আজ সেই রাজাকাররাই ঠাই পাচ্ছে সরকারের ছায়ায় ৷ আফসোস!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

কিরমানী লিটন বলেছেন: এর নামই জিবন,তাই " জীবনের চেয়ে সত্য, আর কোন বিজয় নাই "
অনেক শুভকামনা প্রিয় নাহিদুল হক ভাইয়া ...

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

সাইয়্যিদ মুজাদ্দিদ বলেছেন: "মুখোশের আড়ালে পরে থাকে মুখ
ফানুশের স্রোতে স্বপ্নেরা ভেসে যায়,
কেঁদে-কেটে ফিরে মানবতা,
আঁধারেরা জোছনাকে গিলে খায়। "
অসাধারণ বলেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

কিরমানী লিটন বলেছেন: এইভাবে জ্বলে উঠে দ্বীপ
এইভাবে নিভে যায়,
চিল্কার সকালে ঝরে যায় শিশির
উত্তাপ ঠাঁই পায় হেথায়।
অগুন্তি শুভকামনা আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সাইয়্যিদ মুজাদ্দিদ ভাইয়া ...

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

প্রামানিক বলেছেন: আপনার বাবার জন্য কষ্ট লাগল। তাঁর আত্মার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। ধন্যবাদ

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ ভালোবাসা প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য,অনেক কৃতজ্ঞতা সব সময় পাশে থেকে সাহস আর শক্তি যোগানোর জন্য ...

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বাধীন বাংলাদেশে রাজাকারদের পুনর্বাসন কারী দল নাকি বি এন পি ! X(( X((
সালাম তালুকদার দের বাড়ীতে লজিং থাকা নুরুল ইসলামের ধর্মমন্ত্রী হওয়ার পেছনেও মনে হয় বি এন পির হাত ছিল !

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

কিরমানী লিটন বলেছেন: সালাম তালুকদারের বাবাও শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন,এখনকার আওয়ামীলীগের সভাপতি রাজাকার নুরু মৌলানার শ্যালক,সাধারন সম্পাদক রাজাকার খালেক মেম্বারের ছেলে,জাপার বর্তমান এমপির বাবা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত রাজাকার।আর নুরু মৌলানা জাপা উপজেলা চেয়ারম্যান হয়ে আওয়ামীলীগে মোঃ নাসিমের হাত ধরে এসেই সালাম তালুকদারকে পরাজিত করে এমপি-মন্ত্রী, বুঝুন ঠেলা !!! কে, কোন দল রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর মেশিন, আরও কমু মিতা!!! থাক এদেশে কলুষিত রাজনীতি নিয়ে কথা বাড়িয়ে, নিজেদেরকে আর কলুষিত না করি। আমি শুধু আমার বেদনাটা সবার সাথে শেয়ার করেছি।

অনেক শুভকামনা আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় মিতার জন্য ...

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

সুমন কর বলেছেন: প্রথম প‌্যারা পড়েই মনটা ভারী এবং মেজাজ ভিগড়ে যায়। হায় !! আমার দেশের রাজনীতি !!

আপনার পিতাসহ সকল মুক্তিযোদ্ধার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা...

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

কিরমানী লিটন বলেছেন: এটাই বাস্তবতা,শুধু আমার বেলায় নয়- এমন অজস্র ঘটনা সারাদেশে আমার মতো অনেক মুক্তিযোদ্ধাদের পরিবারের মনে নিয়ত রক্ত-ক্ষরণ করছে। সময় এসেছে, এসব মুখোসধারীদের টেনে হিঁচড়ে জনগনের সামনে এনে- প্রকাশ্য বিচার করা, তবেই দেশ পাপমুক্ত হবে। অনেক শুভকামনা আর এক আকাশ ভালোবাসা প্রিয় দাদাভাই সুমন করের জন্য ,অগুন্তি শুভকামনা...

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার বাবার কথা জেনে খারাপ লাগলো ।

আপনার মুক্তিযোদ্ধা বাবা পরপারে অনেক ভাল থাকুক।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

কিরমানী লিটন বলেছেন: আমাদের সকল মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশবাসীকে জাগাতে হবে, চেতনার ভিড়ে লুকিয়ে থাকা জীবাণুকে খুঁজে বের করার।আসছে আগামী আমাদেরই হোক, বিজয়ে এই কামনা, শুভকামনা প্রিয় ফেরদৌসা রুহী আপুর জন্য ...

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

মুদ্‌দাকির বলেছেন: নির্বাক

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৫

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সহমর্মিতা প্রকাশের জন্য, সতত শুভকামনা প্রিয় মুদ্‌দাকির ভাইয়াকে...

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রিয় দেবজ্যোতিকাজল দাদাভাই, পাশেই চাই-হে সুন্দরের সারথি,
অনেক শুভকামনা ...

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
জনাব লিটন,
আপনার বেদনায় সমব্যাথী হলেম। আমরা সাধারণ, আর কিছু যে করতে পারার অবস্থায় যেতে পারছি নে।

ক্ষমাপ্রার্থী হলেম তাই। আপনার পিতার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৮

কিরমানী লিটন বলেছেন: ও গানওয়ালা, আরেকটি গান গাও,
আমার আর কোথাও যাবার নেই-
কিচ্ছু বলার নেই...

মিথ্যের আঁধার পেড়িয়ে-তবেই সত্যের সকালের দেখা পেতে হয়,আলোকিত আগামী,আমাদেরই জেগে উঠার প্রত্যাশায়...।
স্যালুট-আপনার বিনয়কে, অনেক কৃতজ্ঞতা অতল বেদনার সহভাগী হওয়ায়, সশ্রদ্ধ ভালোবাসা জানবেন প্রিয় অন্ধবিন্দু ভাইয়া। নিরন্তর শুভকামনা ...

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

লালূ বলেছেন: কালের তিন অবসথানের মধ্য সবচেয়ে বাসতব হল বর্তমান ! বর্তমানকে এনকাউনটার করে মানুষ যায় আগামীতে অতিতে নয় । অতিত ভুগায় ভবিষ্যত স্বপন দেখায় !! অতিত চারিতা থেকে বের হয়ে ভাবিষ্যতের স্বপন যত দেখে যে সেই জয় করে নেয় ভবিষ্যতের সব স্বপনকে !
স্বাধীনতা যুদধ আর সমাজ গঠনের যুদধ আলাদ:া বিষয় -আলাদ:া চ্যাপটার ! স্বাধীনতা যুদধে শএু মিএ পক্ষ থাকে আর স্বাধীন দেশের সমাজ গঠনের যুদধে শএু মিএ পক্ষ থাকেনা - সমাজের মানুষের জন্যে ক ল্যান কর সমাজ গঠনে সবাইকে এক পক্ষে আনতে হয় !
শএুকে পরাজিত করার মাধ্যমে তোমার আদর্শের বিজয় । শএুকে ক্ষমা করে দেয়ার মাধ্যমে তোমার মানবিকতার বিজয় আর প্রতিশোধ নেয়ার মাধ্যমে তোমার সকল নৈতিকতার পরাজয়

কোন মানুষ বা কোন ইতিহাস সমষটিগত মানুষের উপরে নয় । মানুষের জন্যে ব্যাক্তির জনম মানুষের জন্যে ইতিহাস জনম । সেই মানুষের কল্যানে অতিত তীকততা ভুলে সবার ঐক্য বদধ প্রচেষটায় মানবিক সমাজ গঠনই হল ইতিহাসের ন্যায় বিচার !
নেলসন মেন্ডালা বর্ণবাদি সরকারের বিরুদধে নিজ হাতে সশসএ যু দধ করেছেন।বিজয়ের পর পরাজিত শএুকে বুকে জড়িয়ে ধরেছেন ।পৃথিবির সব চেয়ে সমমানীত ব্যাক্তি এই সময় নেলসন ম্যন্ডেলা !
নতুন খত পুরান খতের চেয়ে বেশী ভুগায় তাই আসুন মানুষের ইস্যুকে নিয়ে সবাই মিলে আমরা সমাজের নতুন খতগুলো সারাই

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৩

কিরমানী লিটন বলেছেন: প্রিয় লালু ভাই,
সশ্রদ্ধ সালাম। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনার বিশ্লেষণধর্মী মতামতে। আপনার বেশীরভাগ বক্তব্য- সুবাসিত চিন্তার খোরাক এবং সেটাই প্রার্থিত। তবে অতীত শুধু ভোগায়-এটা সামান্যই সত্য,আর বেশিটা হলো- অতীত প্রেরণার আঁধার,বর্তমানের ভিত্তি।অতীতের কর্মফলই-বর্তমান, যে বর্তমানের গর্ভে ভবিষ্যৎ জন্মায়।আর আমরা শুধু ক্ষমাই করিনি,সেটা এতটাই বেশী পরিমানে করেছি যে-তা দীনতাকেও হার মানায়।যে অঙ্গ আমাদের মুখে শুধু প্রস্রাবের জীবাণু ছড়িয়েছে-আমরা তাকে চুম্বনে চুম্বনে মাথায় তুলে দেবতা বানিয়েছি। আর স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়েও হয়ে গেছি-আজন্ম বিরোধীদল অর্থাৎ-ইয়া কানা বঁধুয়া-ওয়া কানা বঁধু।মানে আওয়ামীলীগ-বিএনপি-জাপা-জামা,বাম-ডান সবার ঘাড়েই রাজাকারের মাথা।যে জরায়ু জীবনকে প্রসব করলো-এটা তার মহিমা,জীবনকে বিকশিত করতে তার প্রসববেদনাকে উপেক্ষা করার উপায় আছে কি?প্রশ্ন রইলো-সুহৃদপ্রিয় লালু ভাইয়ের কাছে। আর মানুষ ইস্যু বানাতে,নির্বিঘ্ন জন্মদানের ধাত্রী- না গর্ভপাতের বিনাশী ইবলিশ,কাকে বেছে নিবেন?

একটা ভুলের সমাধান কখনও আরেকটা ভুল দিয়ে হয়না।আমরাও কখনও কোনদিন প্রতিশোধপ্রবণ হইনি।তাই বলে জন্মের-কালে যে পা,আমার মায়ের জরায়ু পিষে দিতে চেয়েছিল-ক্ষমা করেছি বলে,সে পায়ে কখনোই পুঁজো দিবনা।এই পুঁজো দেওয়া রোধ করিনি বলেই-এই বিভাজন-দুর্গন্ধময় কুলষিত রাজনীতি।

যুক্তি দিয়ে মুক্তির পথ নির্মাণ হোক।ন্যায় ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে-ন্যায় বিচার প্রতিষ্ঠা পাক।কালোর উপর সাদার আবরণ খোলস নয়,আসুন-সাদাকেই সাদা বলি।প্রতিহিংসা নয়-ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক-ন্যায়বিচার নিশ্চিত করেই...
নিরন্তর ভালোবাসায় পাশে চাই-সুন্দরের সজীবতায়।অনেক শুভকামনা রইলো আপনার জন্য ।।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

উল্টা দূরবীন বলেছেন: প্রথমেই একরাশ মন খারাপ হয়ে গেল। আপনার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৯

কিরমানী লিটন বলেছেন: আপনার সমবেদনা-প্রেরণায় উজ্জীবিত করুক সমৃদ্ধ আগামী। অনেক কৃতজ্ঞতায় নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন,সুহৃদপ্রিয় উল্টা দূরবীন...

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২

আমি মাধবীলতা বলেছেন: :( :(

১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৭

কিরমানী লিটন বলেছেন: যে বেদনার বানে জ্বলে, চিতার অনল-
তার ঢেউয়ে ভেসে যায় চেতনা ফসল...

অনেক শুভকামনা সুপ্রিয় মাধবীলতা আপু'নির জন্য,কৃতজ্ঞ ভালোবাসায় আপনার সুন্দর আগামী প্রত্যাশা করছি।সাথেই চাই-এভাবেই...

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বাধীন বাংলাদেশে রাজাকারদের পুনর্বাসন কারী দল নাকি বি এন পি ! X(( X((
সালাম তালুকদার দের বাড়ীতে লজিং থাকা নুরুল ইসলামের ধর্মমন্ত্রী হওয়ার পেছনেও মনে হয় বি এন পির হাত ছিল !
=p~ =p~

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

কিরমানী লিটন বলেছেন: প্রিয় মিতা গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি-আমি নিশ্চিত তিনি হয়তো সালাম তালুকদার কিংবা নুরু মৌলবি সম্পর্কে অন্য কারো কাছ থেকে শুনে বলেছেন এবং তিনি যার কাছ থেকে শুনেছেন-তিনিও অন্য লোকের কাছ থেকে শুনে চাপা মেরেছেন।আর রাজনীতি সম্পর্কে মন্তব্য না-ই করলাম। কারন এখনকার রাজনীতির চরিত্র আপনি আমি সকলেই খুব ভালো করেই জানি-তাই সে দুর্গন্ধটা নাড়াচাড়া করে, সবার বিরক্তি সৃষ্টি না করাই শ্রেয়।
সবার জানা একটা গল্প এ প্রসঙ্গে মনে পড়ল। দুই বন্ধু আলাপচারিতায় একজন আরেকজনকে বলছে- দোস্ত শুনছিস," চার হাত আমের-পাঁচ হাত আঁটি "!!!শুনে সঙ্গি বন্ধুর মেজাজে দাউ দাউ আগুন, " কোন শালা কইল-রে " X(( X( X(( :(( " দোস্ত তোর বাপে কইছে " এবারতো বন্ধু মশাই থতমত-ওইবারও পারে :``>>
তো আমাদের রাজনীতি হলো এই গল্পের প্রতিবাদী বন্ধুর মতো- নিজে করলে, সব ঠিক X( X( X(( X(( :#)

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

নেক্সাস বলেছেন: (আমার শ্রদ্ধাভাজন মরহুম আজন্ম মুক্তিযোদ্ধা পিতার বিদেহী আত্মার উদ্দেশ্যে-সার্টিফিকেট না পাওয়াতেও যিনি কোনদিন কষ্ট পাননি,আক্ষেপও করতে শুনিনি।কিন্তু যখন দেখলেন,ভারতের মিত্রবাহিনির কাছ থেকে,মুক্তিযোদ্ধাদের অস্ত্রসহ নানা রসদ পৌঁছে দিতে সহায়তাসহ সার্বিক সহযোগিতার দায়ে যে রাজাকার কমান্ডার তাকে ধরে নিয়ে সাতদিন অমানুষিক নির্যাতন করে,মৃত ভেবে ডোবায় ফেলে দিয়েছিল,সেই মাওলানা নুরুল ইসলাম ওরফে রাজাকার নুরু মৌলবি যখন আওয়ামীলীগের টিকিট পেয়ে এমপি হয়ে ধর্ম প্রতিমন্ত্রী হলেন-১৯৯৬ সাল,সেই কষ্ট সইতে না পেরে শপথ গ্রহনের দিনই স্ট্রোক করলেন, অবশ্য মাস দুয়েক পরই তিনি বাড়ী ফিরেছিলেন- তবে লাশ হয় ... )


চেতনার কল বাতাসে উড়ে

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২

কিরমানী লিটন বলেছেন: " এর পরও চেয়ে রই-হৃদয়ের পানে, জীবনের পথচলা প্রতিটি প্রহর... "
আমার আর কোথাও যাবার নেই-কিচ্ছু বলার নেই... !!
অনেক শুভকামনা সুপ্রিয় নেক্সাস ভাইয়াকে, সাথেই থাকতে চাই- সুন্দরের হাত ধরে...।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: খুব খারাপ লাগলো। বিষাদে মন ছেয়ে গেল।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর অনাবিল ভালোবাসা জানবেন প্রিয় ভ্রমরের ডানা -ভাইয়া,সহমর্মিতায় আপ্লুত হলাম, নিরন্তর শুভকামনা রইলো,শ্রদ্ধায়-আস্থায়...

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতায় একরাশ ভালো লাগা! মুক্তিযোদ্ধা পিতাকে জানাই হৃদয়-নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা। নোংরা রাজনীতির প্রতি নিঃশব্দ প্রতিবাদ জানাই।

শুভেচ্ছা জানবেন কবি................ :)

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

কিরমানী লিটন বলেছেন: " তখনও আশার দেব,বর হাতে দাঁড়িয়ে
ভক্তের দেখা নাই-বেলা যায় গড়িয়ে "
অনেক কৃতজ্ঞতা প্রিয় স্বজন-মাঈনউদ্দিন মইনুল ভাইকে, শ্রদ্ধায়-ভালোবাসায়.। অযোগ্য হয়েও যার আন্তরিক ভালোবাসা থেকে কখনও বঞ্চিত হইনি। অগুন্তি শুভকামনা সতত আপনার জন্য ...

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

গুলশান কিবরীয়া বলেছেন: কবিতা বরাবর এর মত অসাধারণ হয়েছে । আপনার বাবার আত্মার শান্তি কামনা করি ।

অনেক ভালো থাকুন , শুভকামনা রইল ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

কিরমানী লিটন বলেছেন: " মাঝে মাঝে তব দেখা পাই "...যাদের সাহস আর উৎসাহে কবিতায় হাঁটিহাঁটি পা পা, তাদের মুগ্ধ অনুপ্রেরণার তৃষ্ণা প্রতিটি পোষ্টেই থাকে-সেটা না পেলে বঞ্চিত মনে হয় নিজেকে। কৃতজ্ঞ ধন্যবাদ প্রিয় আপু'নি গুলশান কিবরীয়াকে,শ্রদ্ধায়- কৃতজ্ঞতায় । নিরন্তর শুভকামনা আপনার জন্যও ...

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

গোল্ডেন গ্লাইডার বলেছেন: জীবনের চেয়ে সত্য
আর কোন বিজয় নাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

কিরমানী লিটন বলেছেন: " এইভাবে জ্বলে উঠে দ্বীপ,
এইভাবে নিভে যায় "

সাথেই থাকতে চাই, সুন্দরের হাতে হাত রেখে। অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় গোল্ডেন গ্লাইডার ...

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: কবিতায় ভালো লাগা। আপনার বাবার জন্যে সম্মান। আর তৎকালীন আ.লীগ সরকারের প্রতি একরাশ ঘৃণা আর থুথু।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

কিরমানী লিটন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা প্রিয়-স্বজন,হাসান মাহবুব ভাইকে,শ্রদ্ধায়-ভালোবাসায়।
সতত শুভকামনা রইলো আপনার জন্য...

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইভাবে বয়ে চলে মহাকাল
সময়ের কোলে ফিরে যায়,
পড়ে রয় মায়াবী মোহ
বিজয়েরা-এখানেই আশ্রয় পায়।

সশ্রদ্ধা সালাম ও দোয়া মহান পিতার জন্য।

মহাকালের বয়ে চলায় ভুলকে গলাবাজি দিয়ে যারা জুলুম নিরন্তর করে যায়- এই মাহকালই তাদের ঘৃণিত করে কষ্টি বিচারে। সেদিনের মীরজাফর, ইয়াজিদ শত শত বছর পরও আজো ঘৃণিত!
কিন্তু ইমাম হোসাইন, নবাব সিরাজ আপাত অকালে চলে গেলেও অনন্তে দেখুন সম্মানে মহিমায় কি উদ্ভাসিত!

তাই আজ যারা ক্ষমতার দম্ভে যা খুশি তাই করছে- তারা একটিবার ফিরেও দেখছেনা মহাকালের ভ্রুকুটি হাসি!

ভাল থাকুন উজ্জিবিত হয়ে পিতার চেতনায়।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৪

কিরমানী লিটন বলেছেন: সত্যি যদি না-ই পারো,
স্বপ্নেওতো আসতে পারো,
স্বপ্ন মাঝে তুমি কেন
দেখা দাও না...
তোমার পায়ে হাত ছুঁয়াবো-একবার এসো না...

বাস্তবেতো আর জন্মদাতা বাবাকে পাবো না,কিন্তু স্বপ্নেতো আশা করতেই পারি?কিন্তু বাবা কোনদিন স্বপ্নেও আমাদের ভাই-বোন,আত্মীয়-স্বজন কারো সাথে দেখা দেননি-প্রায় বিশ বছর।হয়তো অভিমান-তার কষ্টটা আমরা আমাদের চেতনায় ধারন করতে পারিনি বলে... তবুও, প্রতিরাতে বাবা আসে- আমার চেতনায় দিয়ে যায়, প্রেরণার উন্নত বীজ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় বিদ্রোহী ভৃগু ভাইয়াকে,অনেক শুভকামনায়...

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

গেম চেঞ্জার বলেছেন: হায়রে মানুষ!! হায়রে ক্ষমতা!! হায় রাজনীতি!! হায় চেতনার ব্যবসা!!
দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবহেলা আর অন্যায়ের ঘটনা আর কত শুনব!! :(

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

কিরমানী লিটন বলেছেন: আমরা যদি না জাগি মা,কেমনে সকাল হবে... আমাদের সম্মিলিত জেগে উঠাই কেবল- রাজনীতির নামে এই আত্মবিসর্জন রোধ করতে পারে।নইলে আমাকে, আপনাকে, সবাইকে একদিন সাঠুরিয়ার টর্নেডো বিধ্বস্ত হুরমুজ আলীর মতো,কান্নায় দু'চোখ ভাসিয়ে বলতে হবে," আমার কেউ নাই, বউ-পোলাপান সব গেছে।আমার এমন হইল ক্যান?আমারতো এমন হওয়ার কথা ছিল না????

কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা জানবেন প্রিয় গেম চেঞ্জার ভাইকে,সাথেই থাকতে চাই-সুন্দরের হাত ধরে...

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: লাখো সালাম বাবার (আপনার ) উদ্দেশ্যে, যিনি জীবন বাজি রেখে স্বাধীনতা এনেছিলেন।
তাঁর বিদেশী আত্মার শান্তি কামনা করি !!!
হৃদয়-নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা জানাই!!!

ভাল থাকবেন আপনিও !!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

কিরমানী লিটন বলেছেন: বিনম্র ভালোবাসা জানবেন,শ্রদ্ধায়-কৃতজ্ঞতায়। বরবরই আপনার উৎসাহ- আমাকে মুগ্ধ শ্রাবনে সিক্ত করে, সাহ আর শক্তিতে। ধন্যবাদের চেয়েও বেশী কিছু প্রিয় আপুমনি কামরুন নাহার বীথির জন্য। আবারও আপ্লুত হলাম আপনার আন্তরিক মতামত জেনে, নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ...

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

জুন বলেছেন: আপনার বাবার প্রতি শ্রদ্ধা আর তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি কিরমানী লিটন।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা প্রিয় জুন আপু'নিকে।নিরন্তর ভালোবাসা জানবেন...

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

মানবী বলেছেন: গতকাল এই পোস্টটির প্রথম পাঠটি আমার ছিলো, এতো কিছু বলার ছিলো যে মন্তব্য করা হয়নি।

আপনার বাবাকে স্যালুট। তাঁর আত্মার শান্তি কামনা করছি। যাঁরা দেশ ও মাটির জন্য মুক্তিযুদ্ধ করেছেন তাঁদের কাছে স্বাধীনতার বেসাতিদের সার্টিফিকেটের দু পয়সার মূল্য নেই। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট প্রদানকারী দলটা বঙ্গবীর কাদের সিদ্দীকিকে রাজাকার ডাকার ধৃষ্টতা দেখিয়েছে বলে শুনেছি। এদের সময় সত্যিকারের রাজাকার আলবদরেরা মন্ত্রী প্রতিমন্ত্রী হবে এমনটাইতো স্বাভাবিক।

আপনার বাবা একা নন। অনেক অনেক মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা আছেন যারা এমন বিশ্বাসঘাতকতা আর কৃতঘ্নতা দেখে চমকে গেছেন, থমকে গেছেন কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়েছেন।

চমৎকার পোস্টটির জন্য ধন্যবাদ কিরমানী লিটন। ভালো থাকুন সব সময়।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

কিরমানী লিটন বলেছেন: হে পিপীলিকা সভ্যতা-
এসো হিংসার জ্বল জ্বলে বারুদে
আত্ম-বিসর্জনে মেতে উঠি!!!

এখানে মানবতার অন্ধ আড়াল
বিবেকের বীভৎস আকাল,
বেঁচে থাকে ভণ্ডামি,বেঁচে থাকে প্রতারণা
অনিময়ম অবিচার বৈষম্যের দাম্ভিকতা!
ন্যায়ের রক্তে ভিজে তীল তীল স্বপ্নরা-
মিথ্যের চকচকে মোড়কে বিপন্ন ইচ্ছেরা,
দাসত্বের আশ্রয়ে পড়ে থাকে প্রেমকাঁটার মতো!!
কুৎসিত কাপুরুষ,
ধবধবে সাদার সযত্ন আড়ালে ভংধরা ভদ্রতা এঁকে দেয়,
বিদ্বেষী মুখোশ-বেঁচে থাকে-আমৃত্যু দাম্ভিকতায়-
বিবেকের বিকারতা দাঁত বের করে হাসে,খিল খিল তৃপ্তিতে।

অমাদের ভবিষ্যৎ আমরাই গড়বো-দেখে নিও..। অনেক আপ্লুত হলাম, আবেগিও...
কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় মানবী আপুমনি,শ্রদ্ধায়- ভালোবাসায়।অনেক শুভকামনা...

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

অগ্নি সারথি বলেছেন: হে মুক্তিযোদ্ধা পিতা শতত লাল সালাম তোমার চরনে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

কিরমানী লিটন বলেছেন: বোধের সকাল থেকেই মুক্তিযুদ্ধ আমার কাছে-" একপাশে সাগর, একপাশে বালি .." মাঝে দাঁড়িয়ে- তাই আমি চোখ বন্ধ করে থাকি, এ বড় বেদনার- হতাশারও ...

নিরন্তর ভালোবাসা রইলো- শ্রদ্ধায়, ভালোবাসায়...। অনেক কৃতজ্ঞতা, সুহৃদপ্রিয় অগ্নি সারথি ভাইয়া, নিরন্তর পাশে থেকে উৎসাহ যোগানোর জন্য- সাহস আর শক্তি হয়ে, সতত শুভকামনা জানবেন ...

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,


জীবনের চেয়ে সত্য
আর কোন বিজয় নাই।
এটাই ধ্রুবসত্য ।

আপনার স্বর্গত পিতা তাই - ই প্রমান করে গেছেন ।

আর আপনার ১১ নং মন্তব্যের জবাবে দেয়া বক্তব্যটুকুর সাথে সহমত দারুনভাবে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

কিরমানী লিটন বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই,
সশ্রদ্ধ সালাম।
" জীবনের চেয়ে সত্য
আর কোন বিজয় নাই। " দামের দরে, দায় শুধিয়ে - এই গভীর উপলব্ধিকে চেতনার অন্দরে ঠাই দিয়েছি। অনেক কৃতজ্ঞতা বরাবর পাশে থেকে, উৎসাহে উজ্জিবনায়- সাহস আর শক্তি যোগানোর জন্য । অতলের উষ্ণতা থেকে আন্তরিক ভালোবাসা আপনার জন্য । অশেষ ধন্যবাদ ১১ নং বক্তব্যে সহমত জানানোর জন্য । পাশে চাই, এভাবেই । সতত শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.