নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

নাম তার হেলেনা ঃ

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯




জল ঝরে নিঃশেষ-আকাশের কান্না,
জোছনারা নিঃস্ব-পূর্ণিমা ভাসে না।
ক্লান্তিতে ক্ষেমা দেয়-সংগ্রামী চেতনা,
রোদঘাম মুছে দেয়,বঞ্চিতে বেদনা।

বিকিরণে ভিখারিনী-দেউলিয়া রুখে না,
আঁধারের জ্যাম লাগে-সূর্যটা জ্বলেনা।
আঁধারেও স্থির থাকে-এতটুকু দুলেনা
নাম তার হেলেনা, মানুষ-মেয়ে না।

সময় দেয়ালে জুড়ে, ডিজিটাল আঁচড়ে
ইচ্ছেটা চেপে বসে-আহ্লাদী খেঁচরে।
সাজরব বৈশাখে, সব কিছু জেরবার
হেলেনার সাধ জাগে-হাতধরে ঘুরবার।

বিবেকের ফুটপাথ, ভার্সিটি উঠোনে,
ফড়িঙের মাতামাতি, একসাথে দুজনে।
সন্ধ্যার রঙ মাখা-বৈশাখী বিকেলে,
মগজের অন্দর-সব অসুর দখলে।

একাত্তর একুশে-যার শির দমেনা,
সেই আজ জামাহীন-প্রগতির আয়না !
দামদিয়ে টের পায়, আমাদের হেলেনা,
সমাজটা বধিরের, পশুদের-তার না।

নাম তার হেলেনা, বুঝে গেছে-
মানুষ নয়, মেয়ে সে-ছেলে না !!

পুনঃ
বিকেলে এই কবিতাটি পোষ্ট করেছিলাম,এখন দেখি প্রকাশ হয়নি,তাই আগেরটা মুছে-নতুন করে পোষ্ট করলাম।
ছবি নেট থেকে।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ধমনী বলেছেন: একাত্তর একুশে-যার শির দমেনা,
সেই আজ জামাহীন-প্রগতির আয়না !
দামদিয়ে টের পায়,আমাদের হেলেনা,
সমাজটা বধিরের,পশুদের-তার না।

নাম তার হেলেনা,বুঝে গেছে-
মানুষ নয়,মেয়ে সে-ছেলে না !!
- দারুণ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণায় উজ্জীবিত হলাম,কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয় ধমনী ভাইয়া ,সাথেই থাকতে চাই সুন্দরের,আবারও ধন্যবাদ আপনাকে...

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

গুরুর শিষ্য বলেছেন: জল ঝরে নিঃশেষ-আকাশের কান্না,
জোছনারা নিঃস্ব-পূর্ণিমা ভাসে না।
ক্লান্তিতে ক্ষেমা দেয়-সংগ্রামী চেতনা,
রোদঘাম মুছে দেয়,বঞ্চিতে বেদনা।

শুরু থেকেই সুন্দর...অসাধারণ অভিব্যক্তি...

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহে আপ্লুত হলাম আপনার আন্তরিক প্রেরণায়, কৃতজ্ঞ ভালোবাসায় সতত শুভাশিস জানবেন প্রিয় গুরুর শিষ্য, সাথেই থাকতে চাই- নিরন্তর...

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

মেহেদী হাসান শীষ বলেছেন: অসাধারন ধন্যবাদ লিটন ভাই

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ সুপ্রিয় মেহেদী হাসান শীষ ভাই,শুভকামনা রইলো ...

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: একবার বোশেখ, আবার বৈশাখ !! কেমন দেখায় ? কমার পরে গ্যাপ দিলে ভাল হবে।

কবিতায়, মেয়েদের প্রতি সমাজের হায়নারূপ প্রকাশ পেয়েছে।

+।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

কিরমানী লিটন বলেছেন: বেমানানটা ধরিয়ে দেয়ায় অনেক ধন্যবাদ প্রিয় দাদাভাইকে, সংশোধন করেছি- কমার পরে গ্যাপ দিলাম। অশেষ কৃতজ্ঞতা সাথে থেকে বিশুদ্ধতায় শানিত করার জন্য। অগুন্তি শুভকামনা প্রিয় সুমন কর দাদাভাইকে...

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

ধমনী বলেছেন: জনাব, মানবী আপুর সাথে মিলিয়ে ফেলেছেন!!
আমি মানব।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

কিরমানী লিটন বলেছেন: এবার আলাদা করলাম- হা হা হা। নিরন্তর ভালোবাসায় আবারও কৃতজ্ঞতা সুহৃদপ্রিয় ধমনী ভাইয়া, অনেক ভালো থাকবেন, নীরোগ দেহে- সুস্থতায় ...

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: বিবেকের ফুটপাথ, ভার্সিটি উঠোনে,
ফড়িঙের মাতামাতি, একসাথে দুজনে।
সন্ধ্যার রঙ মাখা-বৈশাখী বিকেলে,
মগজের অন্দর-সব অসুর দখলে।


কবিতার ছন্দে
দুলে উঠি আনন্দে।

খুব ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার প্রজ্ঞার মতামতে, কৃতজ্ঞ ভালোবাসায় নিয়ত শুভকামনা প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য ...

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



ছন্দময় । ছড়া টাইপে হেলেনার কান্নার শব্দ শুনলুম ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ এসে ভিড় করে মনের বারান্দায়, আপনার উপস্থিতি- অনুপ্রেরণা পাই, নিরন্তর ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা প্রিয়
আহমেদ জী এস ভাইয়া..।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হেলেনার কাহিনী পড়লাম । ভাল্লাগলো ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞতা অমিনেশ প্রিয় সাধু দা'কে,নিরন্তর সাথে থেকে সাহস আর শক্তিতে শানিত করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য ...

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার, চমৎকার কবিতা +++

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেল-প্রিয় কান্ডারি ভাইয়ার আন্তরিক মতামতে।কৃতজ্ঞ ভালোবাসা রইলো- নিরন্তর পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য, অনিমেশ শুভকামনা রইলো সতত ...

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

গেম চেঞ্জার বলেছেন: ভালোই লিখেছেন ভাই। ৩য় প্লাস।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা আমার মুগ্ধতার খোরাক যোগাবে নিরন্তর উৎসাহে। অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর ভালোবাসা রইলো সুপ্রিয় গেম চেঞ্জার ভাইয়াকে,সতত শুভকামনা ...

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

সুলতানা রহমান বলেছেন: ভাল লেগেছে। প্রত্যেক লাইনের শেষটায় একটা ছন্দ আছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামতে একরাশ তৃপ্তি পেলো আমার কবিতার তৃষ্ণা, ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা রইলো সুপ্রিয় সুলতানা রহমান আপুমনির জন্য, নিরন্তর শুভকামনা জানবেন ...

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! চমৎকার!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর নিরন্তর ভালোবাসা রইলো প্রিয় অভ্রনীল হৃদয় ভাইয়াকে, সতত শুভকামনা ...

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

জুন বলেছেন: নাম তার হেলেনা, বুঝে গেছে-
মানুষ নয়, মেয়ে সে-ছেলে না !!

এটাই আমাদের সমাজের সার কথা কিরমানী লিটন । অনেক ভালোলাগা কবিতায়।
+

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

কিরমানী লিটন বলেছেন: আমাদের সত্যগুলি, এমনই নির্মম - বেদনার উপলব্ধি, এ বোধ- গভীর বেদনার!!! আপনার এ উৎসাহ অনুপ্রেরণা, আমার বেদনার কথামালাকে চাবুক হয়ে পিষ্ট করুক, সমাজের বধির বৈকল্যের মর্মমূলে। জাগ্রত করুক নিমগ্ন বিবেকের চৈতন্যবোধ। কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় জুন আপুমনিকে, বরাবর পাশে থেকে এ পথে সুন্দর চলার প্রেরণা দেয়ার জন্য, সাহসে- শক্তিতে ...
নিরন্তর শুভকামনা ... !!!!

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

দীপংকর চন্দ বলেছেন: বুঝে গেছে-
মানুষ নয়, মেয়ে সে-ছেলে না !!


বিষাদময় অনুভূতির প্রকাশ!

শুভকামনা জানবেন কবি।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

কিরমানী লিটন বলেছেন: আপনার মনোযোগের নাগাল ছোঁয়ার আনন্দে অনেক প্রশান্তি পেলাম, উৎসাহও ... অশেষ কৃতজ্ঞতা আর অফুরন্ত ভালোবাসা জানবেন সুহৃদপ্রিয় দীপংকর চন্দ দাদাভাই, সতত শুভকামনা আপনার জন্য ...

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । বেশ ভাল:D

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় দেবজ্যোতিকাজল দাদাভাই, অনেক শুভকামনা ...

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভাল লাগলো। ধন্যবাদ লিটন ভাই

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা- মুগ্ধতার পরশ ছুঁয়ে দিলো হৃদয়ের অতলে। অনেক কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা প্রিয় শাহরিয়ার কবীর ভাইকে...

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: নান্দনিক কবিতায় ভাললাগা

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতা পেলাম, উৎসাহে- উদ্দীপনায়, আপনার আন্তরিক মতামত জেনে, অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন, প্রিয় দিদি অপর্ণা মম্ময় ...।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: অপর্ণা মম্ময় বলেছেন: নান্দনিক কবিতায় ভাললাগা

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

কিরমানী লিটন বলেছেন: নিয়ত ভালো থাকার প্রত্যাশায় -কৃতজ্ঞ শুভকামনা প্রিয় হাসান মাহবুব ভাইয়ের জন্য ..।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

নেক্সাস বলেছেন: একাত্তর একুশে-যার শির দমেনা,
সেই আজ জামাহীন-প্রগতির আয়না !
দামদিয়ে টের পায়, আমাদের হেলেনা,
সমাজটা বধিরের, পশুদের-তার না।


দারউন লিখেছেন ভাই। এই কয়েকদিনে আপনার লিখা সেরা কবিতা

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

কিরমানী লিটন বলেছেন: দারুণ উৎসাহ পেলাম আপনার আন্তরিক মতামত জেনে, অনেক ভালোবাসা কৃতজ্ঞ শুভকামনা প্রিয় নেক্সাস ভাইয়ার জন্য, পাশে চাই নিরন্তর -এভাবেই ...

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: একাত্তর একুশে-যার শির দমেনা,
সেই আজ জামাহীন-প্রগতির আয়না !
দামদিয়ে টের পায়, আমাদের হেলেনা,
সমাজটা বধিরের, পশুদের-তার না।

কাব্যে চাবুকের তীব্রতায় আঘাত হানে প্রতিটি লাইন ! এখনতো সত্য বলাও মহা-পাপ! আপনি করছেন কি? ;)

++++++++++++=

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা আর নিরন্তর কৃতজ্ঞতা, বরাবর পাশে থেকে উদ্দীপ্ত অনুপ্রেরণা যোগানোর জন্য, অনাবিল ভালোবাসা প্রিয় বিদ্রোহী ভৃগু ভাইয়া, আমি ঢাকাতেই একটি বেসরকারি প্রতশ্তহানে জব করিছি সহঃমহা-ব্যবস্থাপক(একাউনটস & ফাইনান্স) পদে। আপনি ? অনেক শুভকামনা রইলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.