![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেথায় রাতে চাঁদের আড়ি, দিনের সাথে সূর্যটা
হৃদয় থাকে অনেক দুরে-একটা হতে আরেকটা,
অন্দরে তার বিভেধ কালো, মাথার উপর আকাশটা
সদাই সেথা ঠেলছ কেন, আমার প্রাণের স্বদেশটা ?
হিংসা ক্রোধের আবাদ চলে, বছর জুড়ে-সারাটা।
ডাকছ কেন সে আঁধারে, বিষাদ কাজল সন্ধ্যাটা ?
তোমার সাথে মিটাওনা কেন, তোমার ভাইয়ের দ্বন্দ্বটা
তোমরা-তবে মিথ্যে প্রেমিক, বিকার বিবেক- মন্দটা ?
আমরা সকল দেশ- জনতা, উজাড় করে হৃদয়টা,
কোন বিপদে দেইনি সারা, বলো দেখি- দু’য়েকটা ?
তার প্রতিদান কি দিয়েছো, কে দিয়েছো- হিসেবটা,
বলো শুনি নতুন রাজা, পুরাণ রাজা- পরেরটা??
রক্ত দিয়ে একুশ পেলাম- দুঃখ বলার ভাষাটা
পাইনি সুযোগ সুখের ভাষা- জীবন জয়ের গল্পটা
সে পিপাসা মিটলো লোনায়, রক্তে ভাসে এদেশটা
প্রাণের দরে ছিনিয়ে নিলাম- মায়ের আঁচল- জমিনটা।
সে জমিনে ফলবে আশা, জীবন জয়ের গল্পটা
ফুঁটাও স্বপন ছড়িয়ে সুবাস, নাহোক পুরো- অল্পটা।
সবার দাবীর মূল্য সমান- গড়তে ন্যায়ে সঠিকটা
সেই প্রেরণায় উড়িয়ে ছিলাম, স্বাধীন প্রাণের- নিশানটা।
আজকে দেখি হিংস্র রাবন, মুখোশ তাদের- বাহিরটা
সত্ত্বা জুড়ে বনের আঁধার, জুলুম তাদের বিচারটা।
আইনরা সব জনম কানা, নেইকো তাদের চোখটা,
রাজার চোখে আইন দেখে, জজের আদেশ কলমটা।
অসির চেয়ে মসি বড় সুদূর অতীত- হিসেবটা
বোধের কলম অঘোর ঘুমে, শাসন চলে ছুরিরটা,
এমন মলিন নিকষ কালো- দেখতে মায়ের মুখটা
ত্রিশ লক্ষ প্রাণের স্রোতে রক্ত প্লাবন- সাগরটা ?
সইছি বলে সুযোগ ছুঁয়াও, রাজার চেয়ার- পাওয়ারটা,
এখন তোমায় দিতেই হবে, সকল জবাব- হিস্যেটা ?
স্বাদটা দুধের নাইবা পেলাম, দাওনা তবু- ঘোলেরটা
চাওয়ার শরীর একাই তোমার, প্রান্ত থেকে- শীর্ষটা ?
রাজা, উজির, নেতা মশাই- তাকান ফিরে শিকড়টা
ভাঙ্গন ভুলে মৈত্রী গড়ুন, হৃদয় তারে- হৃদয়টা।
নইলে দেশের ঘুম-জনতা, ডাকবে ভোরের-সূর্যটা,
দ্রোহের বারুদ জ্বালিয়ে প্রাসাদ, পুড়বে মোহের-চেয়ারটা।।
ছবিঃ নেট থেকে সংগৃহীত ।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতায় প্রীতি ও শুভেচ্ছা রইলো, শুভকামনা জানবেন প্রিয়সুহৃদ সুলতানা রহমান আপুমনি ...
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
জনম দাসী বলেছেন: এমন মলিন নিকষ কালো দেখতে মায়ের মুখটা...। ভাল লাগা রেখে গেলাম । সুন্দর সাবলীল, সাথে তীব্র প্রতিবাদীও বটে। ভাল থাকুন ভাই সাহেব।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১
কিরমানী লিটন বলেছেন: ফুলেল শুভেচ্ছা, প্রীতি আর ভালোবাসায় এ আমার জীর্ণ ব্লগের বসতে সু-স্বাগতম, প্রিয় জনম দাসী।আপনার নিক-টা, থমকে যাওয়া বাতাসের হিম শীতল পরশের মতো। অনেক কৃতজ্ঞতা, আপনার বিবেচনার নাগালে আমার অকবিতাগুলো কবিতা হয়ে উঠুক- বিশুদ্ধ প্রেরণার মতো। পাশে থেকে- পাশেই চাই, উৎসাহ, উদ্দীপনায় ...
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
নেক্সাস বলেছেন: চমৎকার। ভাই কাবিতায় একটা নতুন আমেজ সৃষ্টি করার জন্য ধন্যবাদ । আপনার লিখাগুলো ভীষন পরিশ্রম লব্ধ। তবুও লিখে যান।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
কিরমানী লিটন বলেছেন: আপনার স্বীকৃত প্রেরণা- আমাকে আরও উজ্জীবিত করে, বাড়িয়ে দেয় কাব্যের তৃষ্ণা। অনেক কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ রইলো আপনার জন্য- প্রিয় নেক্সাস ভাইয়া, ভালো থাকুন সতত স্নিগ্ধ সজীবতার মতো, শুভকামনা ...।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
কিরমানী লিটন বলেছেন: অনাবিল ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় অগ্রজ হাসান মাহবুব ভাই,সতত সাথে থেকে উজ্জীবিত প্রেরণা দেয়ার জন্য, অনেক শুভকামনা জানবেন ...
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ, অনেক শ্রম যে দিয়েছেন তা বোঝাই যাচ্ছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪২
কিরমানী লিটন বলেছেন: হেটস অফ ইউ ডিয়ারেষট গেম চেঞ্জার ভাই, আপনার কমপ্লিমেন্ট সতত প্রেরণা হয়ে উজ্জীবিত করবে আমাকে আমার কবিতার দিগন্তে স্নিগ্ধ ছুটে চলার শক্তি হয়ে। ভালোবাসা নিরন্তর, কৃতজ্ঞ শুভিকামনায় ...
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: উদ্দীপনামূলক লেখা! ভালো লেগেছে ।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
কিরমানী লিটন বলেছেন: "যে আমারে দেখিবারে পায়, ভালোয় মন্দে- সকলি মিলায়" সেই প্রিয় সাধুদা'কে বিনম্র ভালোবাসা মুগ্ধ কৃতজ্ঞতায়। শুভকামনা রইলো অনেক ...
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
অগ্নি সারথি বলেছেন: রক্ত দিয়ে একুশ পেলাম- দুঃখ বলার ভাষাটা
পাইনি সুযোগ সুখের ভাষা- জীবন জয়ের গল্পটা
সে পিপাসা মিটলো লোনায়, রক্তে ভাসে এদেশটা
প্রাণের দরে ছিনিয়ে নিলাম- মায়ের আঁচল- জমিনটা। - সহস্র ভাললাগা রইল কবি।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা জানবেন মুগ্ধ কৃতজ্ঞতায়- প্রিয় সুহৃদ সহযাত্রী, অগ্নি সারথি ভাইয়া, ধন্যবাদ আর অনেক শুভকামনা রইলো আপনার জন্য ...
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর কবিতা
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
কিরমানী লিটন বলেছেন: আপনার প্রজ্ঞার উদ্দীপ্ত প্রেরণার এই দু'ফোঁটা শব্দমালা, উদ্দীপ্ত প্রেরণা হয়ে সাহস যোগাবে, কাব্যের তৃষ্ণায় ছুটে চলা আমার আমার প্রতিটি পদক্ষেপে, অনেক শুভকামনা আর বিনম্র ভালোবাসা প্রিয় অপর্ণা মম্ময় দিদিমনির জন্য ...।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ভালো লাগা।কবিতার বুনন ক্রমশ ধারালো হচ্ছে...+
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম- উদ্দীপ্ত অনুপ্রেরণায়, অনেক কৃতজ্ঞতা প্রিয় রুদ্র জাহেদ , নিরন্তর শুভকামনা ...
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
রক্তিম দিগন্ত বলেছেন: অনেকদিন পর ভাইয়ের লেখা পড়লাম।
অস্থির।
কবিতায় যত আগাইছি ততই ভাল লাগছে।
+
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
কিরমানী লিটন বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা কবিতা পড়ে মতামত দেয়ায়- সত্যিই, অস্থির- বয়ে চলা বর্তমানের মতোই, নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় রক্তিম দিগন্ত ...
১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। শিরোনামটাও বেশ সুন্দর।
তার প্রতিদান কি দিয়েছো, কে দিয়েছো- হিসেবটা,
বলো শুনি নতুন রাজা, পুরাণ রাজা- পরেরটা?? -- চমৎকার বলেছেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা প্রিয় খায়রুল আহসান ভাই- শুভাশিস সতত...
১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।দিন দিন আপনার কবিতাগুলো অনেক ভাল হচ্ছে। অনেক অনেক শুভ কামনা জানবেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০০
কিরমানী লিটন বলেছেন: আপনাদের আন্তরিক সহযোগিতা আর নিরন্তর প্রেরণায় হয়তো সম্ভব হয়েছে- আপনাকেও শুভাশিস নিরন্তর প্রিয় কল্লোল পথিক ভাইয়া...
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১
রাজিয়া সুলতানা বলেছেন:
'সইছি বলে সুযোগ ছুঁয়াও, রাজার চেয়ার- পাওয়ারটা,
এখন তোমায় দিতেই হবে, সকল জবাব- হিস্যেটা ?
দারুণ!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
কিরমানী লিটন বলেছেন: আপনার উজ্জীবিত প্রেরণায় সাহস হয়ে শক্তি যোগাবে- আমার এ পথে চলায়,অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন প্রিয় রাজিয়া সুলতানা আপু...
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
আমি মিন্টু বলেছেন: বাহ! বাহ! কি অসাধারন । ভালো লাগলো ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
কিরমানী লিটন বলেছেন: আপনার স্বীকৃত প্রেরণা- আমাকে আরও তৃষ্ণার্ত করবে, এ পথে হেঁটে, দৌড়ে, ঘাম ঝরাতে।। শুভকামনা জানবেন অ নে ক প্রিয় মিন্টু ভাই, সাথে চাই- নিরন্তর...
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
কিরমানী লিটন বলেছেন: আপনার উজ্জীবিত প্রেরণায় সাহস হয়ে শক্তি যোগাবে- আমার এ পথে চলায়,অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন প্রিয় রাজিয়া সুলতানা আপু...
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
প্রামানিক বলেছেন: রাজা, উজির, নেতা মশাই- তাকান ফিরে শিকড়টা
ভাঙ্গন ভুলে মৈত্রী গড়ুন, হৃদয় তারে- হৃদয়টা।
নইলে দেশের ঘুম-জনতা, ডাকবে ভোরের-সূর্যটা,
দ্রোহের বারুদ জ্বালিয়ে প্রাসাদ, পুড়বে মোহের-চেয়ারটা।।
এতো দেখি উদ্দীপনামূলক কবিতা। খুবই ভাল লাগল। ধন্যবাদ ভাই কিরমানী লিটন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আপনার প্রতি, বরাবর উজ্জিবনি সুধায় -জাগিয়ে রাখার জন্য...
অনেক শুভকামনা প্রিয় প্রামানিক ভাই...।
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
মানবী বলেছেন: কবিতা মাধ্যমে প্রতিবাদ উচ্চারিত হলে তার ইম্প্যাক্টটা চিরস্থায়ী হয়ে যায়....
"এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়" আজও তরুণ সমাজকে উজ্জীবিত করে। নীচের পংক্তিগুলো কুম্ভকর্ণদের ঘুম ভাঙ্গাবে আশা করি।
"আজকে দেখি হিংস্র রাবন, মুখোশ তাদের- বাহিরটা
সত্ত্বা জুড়ে বনের আঁধার, জুলুম তাদের বিচারটা।
আইনরা সব জনম কানা, নেইকো তাদের চোখটা,
রাজার চোখে আইন দেখে, জজের আদেশ কলমটা।" - অপ্রিয় বাস্তব।
"নইলে দেশের ঘুম-জনতা, ডাকবে ভোরের-সূর্যটা,
দ্রোহের বারুদ জ্বালিয়ে প্রাসাদ, পুড়বে মোহের-চেয়ারটা।।"
- ইনশাহ্আল্লাহ্।
চমৎকার কবিতার জন্য ধন্যবাদ কিরমানী লিটন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
কিরমানী লিটন বলেছেন: এ জীবন যখন প্রতিদিনের মৃত্যুর মিছিল, এ সময় যখন সাইরেনের শব্দাক্রান্ত, ভালোবাসাই যখন ডেটল আর ব্যান্ডেজ - তখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোন বিকল্প আছে কি ???
আমার আগামী আমাদেরই জেগে উঠার প্রত্যাশায় ... নইলে আমাকে, আপনাকে, আমাদের সব্বাইকে একদিন মানিকগঞ্জের টর্নেডো বিধ্বস্ত এলাকার হুরমুজ আলীর মতো কান্নায় দুচোখ ভাসিয়ে দিয়ে বলতে হবে, "আমার কেউ নাই, বউ- পোলাপান, কিছুই... আমার এমন ওইল ক্যান, আমারত এইডা য়বার কতা ছিল না ... .।।।
অনেক শুভাশিস প্রিয় মানবী ...
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
আলোরিকা বলেছেন: দ্রোহের আগুন উঠুক জ্বলে !
খুব সুন্দর লিখেছেন ভাই
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
কিরমানী লিটন বলেছেন: এর পরও চেয়ে থাকি হৃদয়ের পানে, জীবনের পথচলা প্রতিটি প্রহর ...
সবার বিবেকী হৃদয় জেগে উঠার প্রত্যাশায়, অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় আলোরিকা, সতত শুভকামনা ...
১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ ! কি চমৎকার কবিতা !
নামে নামে কত মিল !
অথচ একজন চমৎকার কবি !
আরেকজনের পেটে বোম মারলেও এক লাইন বেরোয় না !
অভিনন্দন মিতা ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০
কিরমানী লিটন বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, প্রগতির বিশ্ব তাই কবিতাকে শুধু নিঃস্বই সাজিয়েছে- গদ্যকে পড়িয়েছে বরমাল্য, সমৃদ্ধ পুঁজিবাদী... তাই প্রিয় মিতা বেছে নিয়েছেন- সমৃদ্ধি আর বিজয়ের নিশ্চিত গন্তব্য। অনেক কৃতজ্ঞতা প্রিয় মিতার বিনয়ী মন্তব্যে, সতত শুভাশিস রইলো ...
২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা চমৎকার লাগলো। +++
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালবাসা,উজ্জিবিত অনুপ্রেরণা দেয়ার জন্য- শুভকামনা জানবেন প্রিয় রাজপুত্র ...।
২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
সাহসী সন্তান বলেছেন: কবিতার প্রতিটি লাইন প্রতিটি ছন্দ অনেক ভাল লেগেছে......!!
চমৎকার কবিতার জন্য প্রিয় কবিকে ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
কিরমানী লিটন বলেছেন: বরাবরই সাহস পাই আপনার উজ্জীবিত প্রেরণায়, শক্তি যোগায়- আমার এ পথ চলায়,অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন প্রিয় সাহসী সন্তান, ভাই আমার...
২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার কবিতায় অনেক অনেক ভালো লাগা!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় অনেক শুভকামনা প্রিয় অভ্রনীল হৃদয়, নিরন্তর ভালোবাসা জানবেন ...
২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
সুমন কর বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা.....
শুভকামনা রইলো।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
কিরমানী লিটন বলেছেন: যে পথ দেখায়, সেই থাকে সবথেকে এগিয়ে ...। আপনিই দেখিয়েছেন পথ- বিশুদ্ধ প্রেরণায়, তাই আপনার প্রেরনাই আমার সবচেয়ে বড় পুরস্কার- প্রাপ্তির তৃপ্তি । ভালোবাসা জানবেন। নিরন্তর শুভকামনা প্রিয় দাদাভাই সুমন কর
২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক সুন্দর কবিতা।শুভকামনা কবি
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনন্ত শুভাশিস আর কৃতজ্ঞ ভালোবাসা পাঠ ও মন্তব্যের জন্য প্রিয় তামান্না তাবাসসুম আপুমনি ...
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
সুলতানা রহমান বলেছেন: ভাল হইছে লিটন ভাই। +