![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে হলেও পাইনা ছোঁয়া- সুবাস মাখা তোমার চুল,
বর্ষা এলেও হয়না দেখা, আগের মতো কদম ফুল।
তোমার দুয়ার খোলাই ছিল, আমার ছিল বুঝার ভু্ল,
সেদিন থেকেই ভুলের শুরু,হারিয়ে গেলো আমার কূল।
হারিয়ে গেলো রাতের তারা, জোছনা ফেরত ভোরের ধারা,
স্বপ্নরা সব পথ হারালো, আঁধার কূলে আবার ফেরা...!
সব তীরেতে তোমার বসত, আঁধার প্রাচীর- তোমায় ঘেরা,
পাইনি কোথাও সুখের নাগাল, মাইরি বলছি তোমায় ছাড়া !!!
তোমার স্মৃতি ভুলার আশায়, আঁকতে গেলে অন্য ভোর,
ইচ্ছে গুলো পালায় ভয়ে- নাগাল ছেড়ে অচিন দূর।
সাধ্য হারায় সাধের ছোঁয়া, জীবন হারায় আলোর-দোর,
মনের আকাশ মেঘের দখল- দু'চোখ প্লাবন বৃষ্টি সুর!
বোধের বিবেক বধির হয়ে- ভাসায় যদি ভুলের নাও,
ভুলের স্রোতে তুমিই থেকো-অথৈ সাগর,অকূল- তাও...
সাজাই সময় তোমায় ঘিরে, মনের নদে তোমার ঢেউ,
যতই তুমি পরের বধু, অন্য মানুষ-অন্য কেউ !!!
বৃষ্টিতে আর হয়না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল,
ফাগুন এলেও পায়না ছোঁয়া, মনের নাগাল- তোমার কুল।
বর্ষা এলেও হয়না দেখা- আগের মতো কদম ফুল,
ইচ্ছে হলেও পাইনা পরশ, সুবাস মাখা তোমার চুল... !!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
কিরমানী লিটন বলেছেন:
আপাতত ...টা দিলাম- যার উষ্ণতায় অপেক্ষারা উজ্জীবিত হোক, তারপর চা, সাথে হৃদয়টাও ...!!!
অনেক কৃতজ্ঞতা প্রিয় রিকি আপু, স্নিগ্ধ ভালোবাসায়- সতত শুভকামনা...।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
গেম চেঞ্জার বলেছেন: আমি দ্বিতীয় হইসি...........আমি পাব না?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭
কিরমানী লিটন বলেছেন:
গেম চেঞ্জার ভাইয়া, চলুন দেখি- রিকি'পু হৃদয়টা নিয়ে কি করে, তারপর একসাথে চা খাবো ...।
নিরন্তর ভালোবাসা আর স্নিগ্ধ ভালোবাসা...।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু কিছু জায়গায় ছন্দ পতন হলেও চমৎকার কবিতা।
২ নং প্লাস ++
শুভকামনা নিরন্তর।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞতা আর ভালোবাসা অনিমেষ প্রিয় কান্ডারি ভাইয়াকে...
ছন্দের পতনটা আপনাদের মতামত পেয়ে শুদ্ধ করার চেষ্টা করবো, অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক মতামতের জন্য, সতত শুভাশিস রইলো ...।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
লেখোয়াড়. বলেছেন:
আপনার অন্যান্য কবিতার তুলনায় এটির টেস্ট আলাদা লাগল।
আচ্ছা, এটি কি কিছু আগে লেখা??
তবে লেখায় বৈচিত্র আসছে।
৫ম প্লাস।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
কিরমানী লিটন বলেছেন: না, লিখাটা মাস চারেক আগে লিখেছি, তবে কিছুক্ষন আগে মডারেশন করেছি। ক'দিন হল বেশ কয়েকটি কবিতা লিখেছি- তবে তা এখনও পরিপূর্ণ হয়নি, দু'চার দিনের মধ্যেই সেগুলি পোস্ট করবো- একে একে।
আপনার বিবেচনার নাগাল ছোঁয়ার আনন্দ সত্যিই অসাধারণ। আশাকরি তা নিয়মিতই পাবো...। অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় লেখোয়াড়. ভাইয়া- বিনম্র শ্রদ্ধায়...
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
রিকি বলেছেন:
আমি আর কি বলবো ভাই, আপনি তো আমাদের বিপদে ফেলে দিয়েছেন---ইয়া বড় ভাল্লুক !!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
কিরমানী লিটন বলেছেন:
এই নেন, বিপদের বন্ধু- "বিনম্র ভালোবাসা, শ্রদ্ধা- শুভভকামনার " ...।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
গেম চেঞ্জার বলেছেন: কিরমানী ভাই,
আপনার চা না পেয়ে আমি নিজেই চা নিয়ে এলাম। এখন দেখি আপনি কি দেন। হাঃ হাঃ হাঃ
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
কিরমানী লিটন বলেছেন: আরে ভাই খালি চা- কেমতে দেই...???
এই নেন, গেম চেঞ্জার ভাই আপনার চা...
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
সাহসী সন্তান বলেছেন: রোল নং-০৭ তো কি হইছে! চা না খাইয়া উঠতাছি না.......!!
কবিতা অনেক চমৎকার হইছে! শুভ কামনা!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
কিরমানী লিটন বলেছেন: আরে সাহসী ভাই, এতক্ষন কি আর সাহস ধইরা রাখা যায় ? চা তো ঠাণ্ডা অইয়া গেছে, এই নেন জিলাপি খান...
img|http://s3.amazonaws.com/somewherein/pictures/kirmaniliton/kirmaniliton-1451309592-620efa2_xlarge.jpg]
স্নিগ্ধ ভালোবাসায় আপ্লুত হলাম, নিরন্তর শুভকামনা প্রিয় সাহসী সন্তান ভাইয়া ...
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
কিরমানী লিটন বলেছেন: আরে সাহসী ভাই, এতক্ষন কি আর সাহস ধইরা রাখা যায় ? চা তো ঠাণ্ডা অইয়া গেছে, এই নেন জিলাপি খান...
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
রিকি বলেছেন:
আমি বিস্কুট নিয়ে আসলাম !!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
কিরমানী লিটন বলেছেন: আরে রিকি'পু, ইতা কিতা করলাইন, আপনি বিস্কুট আনবেন জানলে- আমি কি আর এত লেট কইরা দেরি কত্তাম্নি ?
দেখেন্ত কত্ত খরচ...
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
সাহসী সন্তান বলেছেন: রিকিপুর বিস্কুট এ্যাক্সপায়ারি ডেট ছাড়ানো.......!! ঐ বিস্কুট খাইলে নির্ঘাত ডায়েরিয়া এ্যাটার্ক করবে! জাতীকে সাবধান করা গেল! আর গেম ভাইয়ের চায়ে চিনি কম হইছে........!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
কিরমানী লিটন বলেছেন: হেইডা বুইঝাইতো আফনেরে জিলাপি দিছি ভাই- যাতে মিষ্টি মিষ্টি করবার না পারুইন ...
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
কল্লোল পথিক বলেছেন: বোধের বিবেক বধির হয়ে- ভাসায় যদি ভুলের নাউ,
ভুলের স্রোতে তুমিই থাকো-অথৈ সাগর,অকূল- তাও।
সাঁজাই সময় তোমায় ঘিরে, মনের নদে তোমার ঢেউ,
যতই তুমি পরের বঁধু, অন্য মানুষ-অন্য কেউ !!!
চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
কিরমানী লিটন বলেছেন: অনেক শুভিকামনা আর শুভাশিস জানবেন প্রিয় কল্লোল পথিক, ভাই আমার...
আপনার অনুপ্রেরণা একরাশ স্নিগ্ধ সকালের মুগ্ধতার মতোই সুবাস ছড়িয়ে দিলো- বাতাসে নিঃশ্বাসে। আপনাদের উজ্জীবিত আলোয় আলোকিত পথটাকে আঁকড়ে থাকব- ছাড়বনা কখনও...।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
রক্তিম দিগন্ত বলেছেন: আমি এগারোতম তে আসছি!!! আম্রেও চা-বিস্কুট দেন!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
কিরমানী লিটন বলেছেন: এগারোতমতে কি চা বিস্কুট থাকে, নেন- এইডা কিন্তু কম পুশ্তিকর না...
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
সাহসী সন্তান বলেছেন: আমি জিলাপি খামু না, রিকিপুরে যেইটা দিছেন সেইটা আমার চাআআআআআআআআআইইইইইইই!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
কিরমানী লিটন বলেছেন: অইডাতো রিকি'পু ব্যাগে কইরা বাড়িত নিয়া গেছে গা, নেন পটেটো ফ্রাই...
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
শায়মা বলেছেন:
এই নাও আমাদের বাসার ভর্তা!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
কিরমানী লিটন বলেছেন: আমি জানতাম, তুমি আসবে-
ভাইয়ের বিপদ দিনে, তোমার ছায়ার আঁচল- পড়বেই ...
শায়মা আপু আইয়া পড়ছে, আর চিন্তা নাই... নো চিন্তা, ডু চিন্তা
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
শায়মা বলেছেন:
কঁচুমুখী, টোমাটো আর কালীজিরা ভর্তা!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
কিরমানী লিটন বলেছেন: একেই বলে মায়ার আঁচল, আহেন ভাইসাবেরা দেহি, কে কত খাইবার পারেন...
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
রক্তিম দিগন্ত বলেছেন: আমি চিকেন সুপ খামু না।
আমি ফ্রাই খামু!!!
রিকিপুরে সুপ দেন। আম্রে ঐ ভাজা ঠ্যাং দুইডা দেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩
কিরমানী লিটন বলেছেন: নেন- দকান থাইক্কা আইনা দিলাম...
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
শায়মা বলেছেন:
একটু ভাতও দিলাম!!!!!!!!!
সবাই খাও!!!!!!!!!!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭
কিরমানী লিটন বলেছেন: দেরীর জন্য যাদের খিধায় উকিঝুকি মারছে, তাদের জন্য, আর খাওয়ার পর আমার থেকে মিষ্টি ...
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
সাহসী সন্তান বলেছেন: দিগন্ত ভাই, ঠ্যাং নাকি রিকিপু ব্যাগে ভইরা বাড়িতে নিয়া গেছে! হয় রিকিপুরে পথে ধরেন, আর নইলে লিটন ভাইরে ধরেন? আমি আইতাছি হেল্পাইতে.........!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬
কিরমানী লিটন বলেছেন:
আমি নাই...
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: (তারা, নাও, সাজাই, বধূ (বঁধূ অর্থ বন্ধু), কূল (কুল অর্থ বংশ । বংশই বুঝিয়েছেন কি?)] দুইবার পড়লাম । বেদনাবিধুর প্রকাশ! মুগ্ধতা রইলো! কাকে ভেবে লিখেছেন, বলা যাবে কি, কিরমানি লিটন ভাই?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
কিরমানী লিটন বলেছেন: সংশোধন করেছি ভাইয়া- মুগ্ধ কৃতজ্ঞতা...। না, কূল বলতে তীরকে বুঝিয়েছি ...।
ভাইয়া চাকরীটা কি খাবার চান ? এমনিতেই বউ সন্দেহ করে..। প্রেম করেছি বউয়ের খালার সাথে, বিয়া করলাম- প্রেমিকার ভাগ্নিকে
তয় বুঝেন কারে নিয়া লিখছি...
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২
রক্তিম দিগন্ত বলেছেন: সাস ভাই সস লইয়া আইয়া পড়েন।
রিকিপু, লিটন ভাইরা - হয় ঠ্যাং দিব নাইলে জান!!!!
কিছু একটা আজকে ঘইটাই যাইবো।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪
কিরমানী লিটন বলেছেন: আমি না-ই ভাইয়ু, বাড়ী গেছি গা, আইয়া কি কইবাইন ...
২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
মিতা কাম কিন্তু খারাপ হইয়া গেছে !
বোধের বিবেক বধির হয়ে- ভাসায় যদি ভুলের নাও,
ভুলের স্রোতে তুমিই থেকো-অথৈ সাগর,অকূল- তাও...
সাজাই সময় তোমায় ঘিরে, মনের নদে তোমার ঢেউ,
যতই তুমি পরের বধু, অন্য মানুষ-অন্য কেউ !!!
বোল্ট অক্ষরে লিখা টাইফ একজনকে আপনার চমৎকার কবিতাটা ইনবক্স করেছি ।
খালি জিগায় -
- ''অসাধারণ এই কবিতা তুমি লিখছো ? আমাকে নিয়ে ?
- আমি চুপ !
- এটা তোমার লিখা ?
-
শেষে লিখছে কবি লিটনকে অভিনন্দন!
এইবার আমি কইলাম - ধন্যবাদ !
কবি লিটন , নিন আপনার অভিনন্দন! !
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
কিরমানী লিটন বলেছেন: কোথায় খুঁজবে,সে আমায়-তালাসের পথে ?
বিরান পিঞ্জরের তটরেখার রঙধনু আঁচর
সে আমি নই,আমার কবিতা!
অনল বেদনার দহনে-শ্মশানও বলতে পারো,
...
যেখানে হারিয়েছি মন,বসত গড়েছে এখন,
মৃত আমি-একজন কিরমানী লিটন।
আপনার পাঠানো ভায়া ধন্যবাদ আর ডাইরেক্ট ধন্যবাদ- দুটোকেই মুগ্ধ কৃতজ্ঞতায় সাদরে গ্রহণ করলাম।প্রিয় মিতা গিয়াস উদ্দিন লিটন, নিরন্তর ভালোবাসায় সতত স্নিগ্ধ থাকুন- কাউকে বাদ দিয়ে নয়...
২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
ছন্দময়, আধুনিকতার মাঝে সোনালী দিনের প্রভাব।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২
কিরমানী লিটন বলেছেন: ফুলেল শুভেচ্ছা, প্রিয় গাজী ভাইয়ের জন্য, দারুণ অনুপ্রাণিত হলাম আপনার প্রজ্ঞার মতামতে ...।
২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।একটু ভিন্ন স্বাদের।প্রাঞ্জল ভাষা...
কবিতার সাথে খাদ্য আর উপহারে আমিও পরিতৃপ্ত
+
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম প্রিয় রুদ্রের আন্তরিক প্রেরণায়, সতত ভালোবাসা আর শুভকামনা ...।
আপনার কথা ঠিকই মনে আছে, এই নেন আপনার জন্য ...
২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। চমৎকার কবিতার কথামালা। ধন্যবাদ
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই, আন্তরিক মতামতের জন্য। অনেক শুভকামনা আপনার জন্যও ...
২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
রুদ্র জাহেদ বলেছেন: উহুঁ,এত্তগুলা ঝাল!মজা পাইছি...
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪
কিরমানী লিটন বলেছেন:
২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
সুমন কর বলেছেন: আজ কিন্তু মোটামুটি লাগল !! আশা করি, পরবর্তীটা ভালো পাবো।
+।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
কিরমানী লিটন বলেছেন: পরেরটা যেন পুরো ভালো লাগে, সে চেষ্টা কর্তব্যের মধ্যেই নিলাম...। আপনার বিশুদ্ধ চাওয়ায়- আরও পরিশুদ্ধ করতে চাই- নিজেকে, চেষ্টার সীমাটা পারি দিতে।
বিনম্র শ্রদ্ধা প্রিয় দাদাভাই সুমন কর- মুগ্ধ কৃতজ্ঞতা জানবেন সতত ...।
২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
তামান্না তাবাসসুম বলেছেন: অনবদ্য!
এত্ত খারারের ছবি দেখে তো রাত বিরাতে খিদে পেয়ে গেল!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
কিরমানী লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় আপু'নি তামান্না তাবাসসুম !!! আপনার প্রাজ্ঞ মতামতে অনেক উৎসাহ পেলাম। সেজন্য আবারও ধন্যবাদ।
এত্ত খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই মন্তব্যের উত্তরে এই বিলম্ব...
নিরন্তর শুভকামনা ...
নেন, আপাতত সিঙ্গারাই খান...
২৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
রাজিয়া সুলতানা বলেছেন: মন্তব্য করতে এসে দেখি চা-জলখাবার, বিদেশী খাবার, মজার খাবার......খাবারের ছড়াছড়ি। এত্ত এত্ত খাবার!! কবিতা পড়ে একবার পেট ভরেছে, এত্ত খাবার খাইলে তো হজম হবে না।
"বর্ষা এলেও হয়না দেখা- আগের মতো কদম ফুল,
ইচ্ছে হলেও পাইনা পরশ, সুবাস মাখা তোমার চুল... !!!"
সবগুলো লাইনই অনেক সুন্দর। অনেক...অনেক!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
কিরমানী লিটন বলেছেন: " যে প্রান্তরের শরীরমাখা- সে বঞ্চিতের আঁধার-কূল,
স্বপ্নরা সব ঝাঁপ দিয়েছে, নিলের জলে হুলস্থূল!!
বর্ষা এলেও হয়না দেখা- আগের মতো কদম ফুল,
ইচ্ছে হলেও পাইনা পরশ, সুবাস মাখা তোমার চুল... !!!"
অনেক ধন্যবাদ প্রিয় আপু'নি রাজিয়া সুলতানা। আপনার আন্তরিক মতামতে অনেক প্রেরণা পেলাম।
ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীর বর্তমানে দাঁড়িয়ে, পদ্যের আঙিনায় আমাদের এই আয়োজন। নিন, আপনি বাদ যাবেন কেন? মিষ্টিমুখ করেন
২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
রিকি বলেছেন: রক্তিম ভাই, শুনলাম নাচতে নাচতে আপনার অবস্থা নাকি কেরোসিন!!! পথ্যটা কিন্তু কিরমানী ভাই ভালোই দিয়েছে
, আমি নিলাম না, ওটা আপনার জন্যই থাক, আমি আমার ড্রামস্টিক চিকেন ভালা পায় !!!!
সাথে যদি একটু ফ্রায়েড রাইস পায় মন্দ হয় না!!!!
আসেন আপনাদের সবাও সাথেই ভাগ বাঁটোয়ারা করে খায়, একা একা খাওয়া দাওয়া করে মজা নাই !!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১
কিরমানী লিটন বলেছেন:
রিকি আফা, গতকাল এত্তখাবার খেয়ে ঘুমাইয়া পড়ছিলাম জাইগাও দেহি আবার এত্তমজা আর পছন্দের খাবার!!! বুঝবার পাইছি আগামী তিনদিন ঘুমাইয়াই কাটবো
২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: লাল চা ভাল্ লাগে
লালটুকটুক বধু'র হাতে,
বধুর হাসি মধুর বেশি
পরের হাতে চাওনা খেতে মধ্যরাতে কোনমতে ।।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
কিরমানী লিটন বলেছেন: ভালোই থাকুক লাল চা
টুকটুকে লাজ- বঁধুর ঘা,
ভালো থেকো সকল বঁধু
নিজের কিংবা পরেরটা
৩০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা অনেক ভাল লাগল । । আমারও কিন্তু ভাল একটা ছবি চাই এবং পোষ্ট প্রিয়তে নিলাম । খাদ্যের রেসিপি গুল সহজ
পদ্ধতিতে দিতে পারি নাকি দেখতে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০
কিরমানী লিটন বলেছেন: এই নাও- ছুঁয়েছি হৃদয়
নব ধারায় পান করো
তৃষ্ণার জল ...
অনেক শুভকামনা প্রিয় দৃষ্টিসীমানা, প্রিয় সুহৃদ ...
৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কাবিতা অনেক ভালো লাগলো তাই একটা লাইক দিয়ে গেলাম...............
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা নিরন্তর সুহৃদ প্রিয় শাহরিয়ার কবীর ভাই আমার, অনেক ধন্যবাদ জানবেন কৃতজ্ঞ শুভকামনায় ............. !!
৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
আলোরিকা বলেছেন: ' বৃষ্টিতে আর হয়না সৃষ্টি, আগের মতো গোলাপ ফুল '
কবিতা পড়া শুরু করেই এই লাইনটা মাথায় এল । কি অবাক কাণ্ড , কবিতার শেষে দেখি কবির মাথায়ও লাইনটি ঘুরঘুর করছিল !
সুন্দর , মিষ্টি কবিতা
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
কিরমানী লিটন বলেছেন: একটা হৃদয় চিতার অনল,একটা তাহার শ্মশান
পুড়েই তাদের সুখের মিলন,আগুন প্রেমের বাগান।
পোড়াটা তাই লেপটে থাকে,জন্ম দাগের মতো,
দগ্ধ সদাই মুগ্ধ করে,জীবন জুড়ে ক্ষত ।
অনেক ভালোবাসা প্রিয় আলোরিকা, মুগ্ধ কৃতজ্ঞতায়- অনেক শুভকামনা...
৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
জনম দাসী বলেছেন: শ্রদ্ধার সাথে কবিতার ভাল লাগা রেখে গেলাম... সবাই কত মজার মজার খাবার দিল, আহা কতই না কিছু... আমি আর কি দিবো ভাই, না হয় বটের ছায়ার সাথে, সধবা নামে এক বিধবা মায়ের আঁচল আপনাদের সকলের পথের পরে বিছিয়ে গেলুম... আর খাওয়া শেষে ওই জীর্ণ আঁচলে সবার মুখখানি মুছিয়ে দিয়ে দিলুম... শ্রদ্ধার সাথে কবিতার ভাল লাগা রেখে গেলাম... সবাই কত মজার মজার খাবার দিল, আহা কতই না কিছু... আমি আর কি দিবো ভাই, না হয় বটের ছায়ার সাথে, সধবা নামে এক বিধবা মায়ের আঁচল আপনাদের সকলের পথের পরে বিছিয়ে গেলুম... আর খাওয়া শেষে ওই জীর্ণ আঁচলে সবার মুখখানি মুছিয়ে দিয়ে দিলুম...
ভাল থাকুন এই পোষ্টে মন্তব্য অংশ গ্রহণকারী এবং উত্তরদাতা সবাই সব সময়...
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
কিরমানী লিটন বলেছেন: তুমি মায়ের মতোই- ভালো...
অনেক ভালো থাকুন জনম দাসী, বোনটি আমার, নীরোগ দেহে- সুস্থতায় ...
৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
নুরএমডিচৌধূরী বলেছেন:
চটপটিটাই খান
এ সময় ভালই লাগবে
স্নেক ভাললাগা জানবেন
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
কিরমানী লিটন বলেছেন: এই নেন, যেইডা ইচ্ছা কিইন্না খান ...
৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯
গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা । কবিকে হাজার বার প্রেমে পড়তে হয় আবার প্রেমে ব্যর্থও হতে হয় হাজার বার , তবেই পাঠকের প্রিয় কবিতার জন্ম হয় আর কবিতা পায় সার্থকতা । কবির কষ্টে পাঠকের মন হয় তুষ্ট , বড়োই নিষ্ঠুর আমরা পাঠকরা । কবিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ।
ভালো থাকুন অনেক অনেক ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
কিরমানী লিটন বলেছেন: অনেকেই ভাবে, জীবন অনেক- মরন সে নাকি একটাই ..?
প্রতিবার প্রেমে নতুন জীবন, জীবন কি করে একটাই !!!
কবিরা মরার আগেই, অনেকবার মরে! বেদনার অতলান্তিক ঢেউয়ে- অসীমে সমর্পিত হয়েও, আবার ফিরে আসে জীবনের তীরে- সৃষ্টি সুখের উল্লাসে!!! আর পাঠক, সেতো পরশ পাথর! তাই তার নিষ্ঠুর তৃপ্তি- কবিত্বে আনে আমিত্তের সুধা!! এটাই সার্থক সৃষ্টির মাতৃত্ব- স্বাদ!!!
অনেক ধন্যবাদ সুহৃদ প্রিয়, গুলশান কিবরীয়া আপুমনি আমার, আপনার আন্তরিক প্রেরনাকে স্যালুট সতত- বিনম্র শ্রদ্ধায়!!!
অনেক শুভকামনা জানবেন...
৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
হারিয়ে গেলো রাতের তারা, জোছনা ফেরত ভোরের ধারা,
স্বপ্নরা সব পথ হারালো, আঁধার কূলে আবার ফেরা...!
সুন্দর বলেছেন ।
নীল আকাশের তারারা এভাবেই পথ ভুলে হারিয়ে যায় । স্বপ্নেরা কূলে ফেরার অপেক্ষায় জোছনা ফেরত ভোরের ভেতরে হারিয়েই যায় বারেবার ......
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
কিরমানী লিটন বলেছেন: এই কূল চেয়েছিল, হৃদয়ের ঢেউ
দুয়ার খোলাই ছিল- খুঁজে নাই কেউ ..।
একমাত্রে আটকে শেষে-
একলা আড়াল খোঁজে ,
উপায়হীনা হৃদয় তখন
পাথর স্বরও বুঝে!
অনেক ভালোবাসা প্রিয় আহমেদ জী এস ভাইয়া- বিনম্র শ্রদ্ধায়- কৃতজ্ঞতায়...
নিরন্তর শুভিকামনা !!!
৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
রূপা কর বলেছেন: চমৎকার
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
কিরমানী লিটন বলেছেন: স্বাগতম প্রিয় দিদিমনি রূপা কর। স্নিগ্ধ সজীবতায় সুন্দর আগামীর প্রত্যাশায়- অনেক শুভকামনা ...
৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবি। তবে দুই এক জায়গায় সামান্য ছন্দপতন হয়েছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
কিরমানী লিটন বলেছেন: প্রিয় হাসান মাহবুব ভাই- বিনম্র ভালোবাসা- কৃতজ্ঞ শুভকামনায় ..।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
রিকি বলেছেন: প্রামাণিক ভাই আজকে লেট করেছে !!!!!
প্রথম হয়েছি, চা দেন 