![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের তালাশ জীবন জুড়ে-
সকাল দুপুর সন্ধ্যারা,
প্রেমেই জীবন স্বপ্নে জাগে,
ঘুমিয়ে গেলেও রাত্রিরা।
নীলের প্রেমে দুঃখের অনল,
লালটা বারুদ- দ্রোহের,
বল শুনি কে দেখেছো
রঙটা কেমন সুখের ?
প্রেমের শোকে কালোর আঁধার,
শান্তি খুঁজি সাদায়,
প্রেমের আলো ফুরিয়ে গেলে
রঙের জীবন কাঁদায়।
সবুজ প্রেমে স্বদেশ আঁকি
রঙধনু রঙ কল্পনায়,
কোন প্রেমেতে জীবন সাঁজে
প্রতিদিনের আঙিনায় ?
হতাশ প্রেমে ধূসর চোখে
জোছনা মাখি সোনালী,
কোন রঙেতে আঁকবে প্রেমের
প্রবঞ্চিতে মুখের বুলি ?
জীবন ভরই প্রেমের খেলা
বাঁচার রঙিন বহরে,
প্রেমের তরী ডুবে গেলেই-
জীবন ফুরায় আঁধারে।
প্রেমের আশায় বেঁচে থাকে
জীবন জয়ের ইচ্ছেরা,
শুরুর ভোরে, রাতের শেষে-
চাইনা কিছু- প্রেমছাড়া...।
ছবিঃ নেট থেকে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
কিরমানী লিটন বলেছেন: আরে কইয়েন না, বউয়ের প্যানপ্যানানিতে পোস্ট দিয়েই খাইতে গেছিলাম, তাই দেরি অইয়া গেলো- এই নেন চা, মনে হয় দুধটা একটু বেশী হইয়া গেছে, প্রামানিক ভাইয়ের প্রথম হওয়ার খুশীতে ...
২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০
অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার ছবি আর উপভোগ্য লেখনী দুটো মিলেই ভালো লাগলো।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর নতুন বছরের শুভাশিস প্রিয় অভ্রনীল হৃদয়
নিরন্তর শুভকামনা জানবেন ...
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
***মহারাজ*** বলেছেন: সব মিলিয়ে সুন্দর কাব্য ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
কিরমানী লিটন বলেছেন: অনেক প্রীত হলাম আপনার আন্তরিক মন্তব্যে, কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন প্রিয় ***মহারাজ***
নতুন বছরের শুভেচ্ছা ...
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় রাজপুত্র, নিরন্তর শুভকামনা ....
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
সৈয়দ কামাল হুসাইন বলেছেন: খুব সুন্দর
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
কিরমানী লিটন বলেছেন: স্বাগতম প্রিয় সৈয়দ কামাল হুসাইন ভাই, আপনার প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত হোক সামুর আঙিনা , নতুন বছরের শুভেচ্ছা ...
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অনবদ্য চমৎকার
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
কিরমানী লিটন বলেছেন: ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সৈয়দ কামাল হুসাইন ভাই, শুভকামনা রইলো ...
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
আবু শাকিল বলেছেন: এক কথায় চমৎকার
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় আবু শাকিল ভাইয়া, কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা,
নতুন বছরের শুভেচ্ছা জানবেন...
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
ধমনী বলেছেন: একটা গান ছিল- আর তো কিছু চাইনা মনে গান ছাড়া....
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন, গানের সুরে প্রেম ছাড়া...
প্রেমটা আমার গানে পাগল, মনটাতো পাগলপারা
আর কিছু চাইনা মনে প্রেমছাড়া- থুক্কু গান ছাড়া
নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় ধমনী ভাইয়া, কৃতজ্ঞ ভালোবাসা রইলো ...
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: চমৎকার
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
কিরমানী লিটন বলেছেন: প্রেম আর সৌহার্দে ভরে উঠুক অনাগত আগামীর প্রতিটি ভোর- এই কামনা আপনার জন্য প্রিয় রেজওয়ানুল ইসলাম পাপ্পু ভাই, স্বাগতম আমার ব্লগ বাড়ীর জীর্ণ কুটিরে- অনন্ত শুভকামনা আর কৃতজ্ঞতায় ...
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ২:১৩
রক্তিম দিগন্ত বলেছেন: প্রেমেই জীবন স্বপ্নে জাগে,
ঘুমিয়ে গেলেও রাত্রিরা।
বল শুনি কে দেখেছো
রঙটা কেমন সুখের ?
প্রেমের আলো ফুরিয়ে গেলে
রঙের জীবন কাঁদায়।
কোন রঙেতে আঁকবে প্রেমের
প্রবঞ্চিতে মুখের বুলি ?
প্রেমের তরী ডুবে গেলেই-
জীবন ফুরায় আঁধারে।
কবিতার এই বাক্যগুলো বেস্ট। একটা কবিতায় এতগুলো বাক্য ভাল হলে - কবিতাটা অসাধারণ ছাড়া আর কিছুই না। অসাম। ++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
কিরমানী লিটন বলেছেন: কবিতার প্রতিটি শব্দমালা উজ্জিবনি উচ্ছ্বাসে জেগে উঠলো আপনার প্রেরণার প্লাবনে। তৃপ্তির ঢেউ এসে আছড়ে পড়লো তার উপকুলের কানায় কানায়...। এমন মায়ার হাত- আমার কাব্যের তৃষ্ণা বাড়িয়ে দেয় অগুনন... আরও প্রসস্থ হোক আপনার অনুপ্রেরণার বিশুদ্ধ হাত, আমার মতো সহস্র শব্দ শ্রমিকের তৃষ্ণার্ত হৃদয় সিক্ত হোক তার স্নিগ্ধ পরশে- এই কামনা নতুন বছরের প্রতিটি সময়।
কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয় রক্তিম দিগন্ত ভাইয়া ...।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১১
রুদ্র জাহেদ বলেছেন: শিরোনামটাই হৃদয়নিংড়ানো কথা।কবিতা অসাম হতে বাধ্য।প্রাঞ্চল ভাষার দারুণ কাব্য
+++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণার অনুভুতি সমবেত হয় আপনার আন্তরিকতার মতামতে, জাগিয়ে রাখে আমার কাব্যের পিপাসা। তাই আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমার- বরাবরই। বিশ্বাস এভাবেই প্রেরণা হয়ে পাশে থাকবেন, নিরন্তর ...।
স্নিগ্ধ সুন্দরের সজীবতায় সমৃদ্ধ হোক আপনার আসছে আগামী, তনুন বছরে, নতুন সময়ের কাছে এই প্রার্থনা নিরন্তর। অনেক শুভকামনা প্রিয় রুদ্র, সতত ভালো থাকার কামনায় ...
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৬
নুরএমডিচৌধূরী বলেছেন: জীবন ভরই প্রেমের খেলা
বাঁচার রঙিন বহরে,
প্রেমের তরী ডুবে গেলেই-
জীবন ফুরায় আঁধারে।
অনবদ্য কথা মালা
এক কথায় চমৎকার
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
কিরমানী লিটন বলেছেন: আপনার বিশুদ্ধ অনুপ্রেরণা পাথেয় হয়ে জাগিয়ে রাখবে নিরন্তর, আমার কাব্যের তৃষ্ণা। নিরন্তর শুভকামনা আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন সুহৃদপ্রিয় নুরএমডিচৌধূরী ভাই, নতুন বছরের শুভেচ্ছা...
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: প্রেমের আশায় বেঁচে থাকে
জীবন জয়ের ইচ্ছেরা,
শুরুর ভোরে, রাতের শেষে-
চাইনা কিছু- প্রেমছাড়া...।
..........চমৎকার লিখেছেন লিটন ভাই, ভালোলাগা জানিয়ে গেলাম
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
কিরমানী লিটন বলেছেন: আমার কলম নিত্য উড়ায়
শুন্যে মিলায় ফানুশ,
এই বাড়ীতে বাড়ায় না পা
সাদা মনের মানুষ ...
স্বাগতম প্রিয় সাদা মনের মানুষ, ভাই- আমার। কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা। নতুন বছরের শুভেচ্ছা...
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮
সুমন কর বলেছেন: সবুজ প্রেমে স্বদেশ আঁকি
রঙধনু রঙ কল্পনায়,
কোন প্রেমেতে জীবন সাঁজে
প্রতিদিনের আঙিনায় ?
+।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ ভালোবাসা প্রিয় দাদার জন্য। আপনার মুগ্ধতার নাগাল, আমার তৃপ্তির তেরশ দিগন্তে উচ্ছাসের প্লাবন আনে। অনুপ্রেরণায় বাঁচিয়ে রাখে আমার কাব্যের তৃষ্ণা, নিরন্তর শুভকামনা জানবেন প্রিয় সুমন কর দাদাভাই আমার ...
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮
ডরোথি গোমেজ বলেছেন: ভাল হইছে লিটন ভাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা প্রিয় ডরোথি গোমেজ দাদাভাই...
নতুন বছরের শুভেচ্ছা...।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
রং নিয়ে খেলে গেছেন । সুন্দর ভাবার্থ লেখায় , সাথে চিরন্তন আকাঙ্খা ও ।
কিন্তু সকল প্রেমেই রংধনুর সাত রং লুকিয়ে থাকে ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
কিরমানী লিটন বলেছেন: আপনার মননের আন্তরিক মতামতে জুড়িয়ে গেলো অতলটা, বিশুদ্ধ প্রেরণা পেলো আমার কবিতার প্রতিটি শব্দমালা। কৃতজ্ঞ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয় আহমেদ জী এস ভাই ...।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
বর্ণালী প্রেম কখনও কখনও রং হারিয়ে ফিকে হয়ে যায় !!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
কিরমানী লিটন বলেছেন: যখন হারায় প্রেম এ বাঁচার আকাশে
জীবনটা সাদাকালো- রঙহীন ফ্যাকাসে ...।
নিরন্তর ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা প্রিয় কান্ডারি ভাইয়া, নীরোগ দেহে, শতায়ু হোন, সমৃদ্ধ প্রাপ্তিতে ...।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ কবিতা!!! এবার প্রেমের বাড়ি কতদূর দেখে নেয়া যাক!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
কিরমানী লিটন বলেছেন: প্রিয় কামরুন নাহার বীথি আপু, অনেক শুভাশিস নতুন বছরের...। অনেক স্নিগ্ধতায় সমৃদ্ধ হোক আপনার অনাগত আগামীর সমস্ত দিগন্ত। বরাবরই আপনার অনুপ্রেরণায় শাণিত হয় আমার কবিতার বিশুদ্ধ ইচ্ছেরা। কৃতজ্ঞ ভালোবাসা সতত ...
এই নেন প্রেমের বাড়ীর- ভূমিকাটা...
ঘরে তার চাল ছিল না-কিন্তু চুলোটা ছিল সবচেয়ে দামী ।
হৃদয় বেদনার রঙে নীল প্রজাপতি এঁকেছিল সে,
দগদগে সূর্যের ঝলক, দৃষ্টির তেরশ নদী ছুঁয়ে যেতো-
তার তীরন্দাজ দৃষ্টি।
ঘাসফড়িঙ বিকেলেরা, মুগ্ধ ঘাঙ্ঘুরের শব্দে-
লাল লাজুকের আভায়, খিলখিল ঢলে পড়তো তার সন্ধ্যাগুলি
মায়াবী মোহের আঁচলের মতো।
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
সরদার হারুন বলেছেন: জীবনে আমার যত প্রেম ছিল, ছিল যত ভাল বাসা
জনে জনে দিয়েও ফুড়ালনা তা, মিটিলনা শত আশা,
কারে দিব আর অশেষ প্রেম জানেতা অন্তর যামি,
ওগো জীবনের স্বামী ।
ভাল লাগলো ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
কিরমানী লিটন বলেছেন: বাহ, অনেক মুগ্ধ ভালোলাগা ...
নিরন্তর ভালোবাসা আর কৃতজ্ঞ ভালোবাসার পরশে স্বাগতম প্রিয় সরদার হারুন ভাইকে আমার ব্লগ বাড়ীতে। নিরন্তর শুভকামনায় নতুন বছরের শুভেচ্ছা ...
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
অগ্নি সারথি বলেছেন: ভাললাগা নিরন্তর। ভাল থাকবেন কবি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় সশ্রদ্ধ শুভকামনা রইলো প্রিয় অগ্নি সারথি ভাইয়া, নতুন বছরের শুভেচ্ছা ...
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
কাবিল বলেছেন:
জীবন ভরই প্রেমের খেলা
বাঁচার রঙিন বহরে,
প্রেমের তরী ডুবে গেলেই-
জীবন ফুরায় আঁধারে।
বাহ-- দারুন তো! অনেক ভাল লাগলো।
ছবিটাও আমার ভাল লাগে।
২০০৯ সালে ছবি অনুকরন করে শোলার কাজ করেছিলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা, নতুন বছরের শুভেচ্ছা জানবেন প্রিয় কাবিল ভাই, আপনার শোলার কাজ ছবিটিকে প্রানবন্ত করেছে, নিরন্তর ভালোবাসা আর শুভকামনা জানবেন ...
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯
কাবিল বলেছেন: বলতে ভুলে গিয়েছিলাম
ছবিতে HAPPY NEW YEAR
সেই সাথে আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
কিরমানী লিটন বলেছেন: HAPPY NEW YEAR - Dear Kabil vai too...
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
সুপান্থ সুরাহী বলেছেন: লেখা উপভোগ্য।
ক্যালিগ্রাফিক ছবিটা অসাম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
কিরমানী লিটন বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম প্রিয় সুপান্থ সুরাহী, কৃতজ্ঞ ভালোবাসায় নিরন্তর শুভকামনা আর নতুন বছরের শুভেচ্ছা ...
২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
রাজিয়া সুলতানা বলেছেন: "প্রেমের আশায় বেঁচে থাকে
জীবন জয়ের ইচ্ছেরা,
শুরুর ভোরে, রাতের শেষে-
চাইনা কিছু- প্রেমছাড়া...।"
উফ্, কি করে লেখেন এমন মনের কথা?! শিরোনামটা অসাধারণ!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
কিরমানী লিটন বলেছেন: আপনিও কিন্তু অনেক ভালো লিখেন প্রিয় কবি রাজিয়া সুলতানা আপু'নি
২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝছি .. আপনার এই প্রেমের জইন্যি সক্কাল বেলা ইমন কাঁপুনি
আমরা মরি ভূমিকম্পে ভাইজান মরেন প্রেমকম্পে
ছবিতে ছড়া দুটাতেই +++
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
কিরমানী লিটন বলেছেন: এক্কেবারে হাছা কতা, " আম্রাও অমর সঙ্গী..."। হেই জন্যই বিষ খাইয়াও মরি না, মানে ভুমিকম্প হবার পারে মাগার ঘুম কেউ ভাঙবার পারবেনা... প্রেমের মরা পানি খায় না
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২
জুন বলেছেন: সবুজ প্রেমে স্বদেশ আঁকি
রঙধনু রঙ কল্পনায়,
কোন প্রেমেতে জীবন সাঁজে
প্রতিদিনের আঙিনায় ?
অনেক ভালোলাগলো কিরমানী লিটন।
+
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞতা আর অশেষ শুভকামনা প্রিয় জুন আপুর প্রতি, সতত প্রেরণায় সাহস যুগানোর জন্য- বিনম্র ভালোবাসা জানবেন ...।
২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
কল্লোল পথিক বলেছেন: অসাধারণ কবিতা
প্রিয় কবি ভাল থাকবেন।অনিঃশেষ শুভ কামনা রইল।আমার বিশ্বাস আপনি একদিন বাংলা সাহিত্যের অনেক বড় কবি হবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর অনেক অনেক ভালোবাসা জানবেন প্রিয়সুহৃদ কল্লোল পথিক ভাইয়া, আপনার অনুপ্রেরণা আমার সাহস আর শক্তির পাথেয় হয়ে শাণিত করবে নিরন্তর। সতত শুভকামনা রইলো, নতুন বছরের শুভেচ্ছা ...
২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: জীবন ভরই প্রেমের খেলা
বাঁচার রঙিন বহরে,
প্রেমের তরী ডুবে গেলেই-
জীবন ফুরায় আঁধারে।
প্রেমহীন জীবন আসলে কোন জীবনই না।
চমৎকার কথায় তুলে ধরেছেন সব কিছু।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
কিরমানী লিটন বলেছেন: জয় হোক শাশ্বত প্রেমের, আগামীর প্রেরণার সাথী হয়ে...
অনেক শুভকামনা আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় ফেরদৌসা রুহী আপুমনি ...
২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে ।তবে আরও ভাল লিখতে হবে প্রিয় কবি ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
কিরমানী লিটন বলেছেন: আপনার বিশুদ্ধ প্রত্যাশাকে বিনম্র শ্রদ্ধা, এর অমর্যাদা কখনও হতে দিবো না, এই কথা দিয়ে রাখলাম প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। সতত শুভকামনা জানবেন ...।
৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেমন কবিতা তেমন লাইন আর্ট !!!
এক কথায় চমৎকার !!!
০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা আর ভালোবাসা জানবেন প্রিয় মিতা গিয়াস উদ্দিন লিটন, ভালো থাকবেন সতত ...
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
জনম দাসী বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++
প্রেম হল, বিয়ে হল, সন্তান হল, ঘর হলনা, চলে গেল
কি দোষ ছিল, কি ভুল ছিল, জানা হলনা
প্রেম মানি কলঙ্ক আর কাটা তারের বেড়া
জায়না তারে ছেড়া
এত প্রেম চাইয়েন না, শেষে আমার মত পঁচিশ বছর দিন গুনতে হইবে, তবু ফিরিবেনা, আসল প্রেম কই পাইবেন, নাই, নাই...লিটন ভাই।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা জানবেন। অনেক ভালোবাসা নিরন্তর পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য, অনেক শুভকামনা রইলো প্রিয় বোন আমার- জনম দাসী ...
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৪
আলভী রহমান শোভন বলেছেন: প্রতিবারের মত এবারও মুগ্ধ হলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন প্রিয় আলভী রহমান শোভন ভাইয়া ...
৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
কালো যাদুকর বলেছেন: ভাল লাগল। কবিতা বিভাগে কি ভাবে পোষ্ট করা যায়? জানাবেন কি?
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় কালো যাদুকর ভাইয়া, আসলে আমি নিজেও জানিনা কবিতা বিভাগে আলাদা করে পোষ্টের কথা। আমি সাধারনভাবে আর দশটা লিখার মতোই পোস্ট করি। এ কারণে হয়তো- আমার অনেক কবিতা- কবিতা বিভাগে দেখা যায় না। আপনি জানলে আমাকে দয়াকরে শেয়ার করবেন। অনেক শুভকামনা রইলো ...।
৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতায় ভাল লেগেছে ।
প্রতিযোগীতায় বিজয়ে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন ।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
কিরমানী লিটন বলেছেন: আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা নিরন্তর পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য, নিরন্তর ভালোবাসা আর শুভকামনা প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া, নতুন বছরের শুভেচ্ছা ... ।
৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৫
হাসান মাহবুব বলেছেন: কবি, লেখাটা কি অনেক আগের? আপনার অন্যান্য কবিতার তুলনায় এটা দুর্বল লাগলো। বেশ কিছু জায়গায় ছন্দ মেলেনি।
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ আপনার আন্তরিক মন্তব্যের জন্য। আশাকরি এভাবে পাশে থেকে উজ্জীবিত করলে আরও বিশুদ্ধ হবো আপনাদের পরশ পাথর ছোঁয়ায় ...।
৩৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে কিন্তু কয়েক জায়গায় একটু কেমন কেমন যেন লাগলো।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: ১ম হইছি চা দেন