![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন যদি ভর- দুপুরে, গলায় বাঁধে দড়ি,
বুঝবে সেটা ভুলের শুরু, ডুববে আশার তরী।
ডুবলো রবি অকাল বেলা, ছন্দপতন প্রাণের মেলা,
সাধের নাগাল সাধ্যরা সব, সুদূর অচীন- পথভোলা!
কাছের কারা- দূর বা আপন, ক’জন অকুল সাথী,
দাঁড়িয়ে ক’জন আঁধার রাতে- জ্বালিয়ে হাতে বাতি ?
চিনবে সবই, ভিতর বাহির, মিথ্যে বাঁশি সুরের...
দামের দরে দায়কে সেরে, দ্বার চিনবে- ভোরের।
আঁধার যখন, আলোর খুঁজে- ব্যস্ত মাতাল, পথভুলে,
আপনটাকেই আঁকড়ে ধরি- তুমি, আমি- সকলে।
আমিও সে হাত- আস্থায়- নাগাল পেলাম সস্তায়,
এখন দেখি জীবন সেথা, একলা- একাই পস্তায়!!
ধূসর মরু জীবন এখন, পায়ে- পায়ে ফাঁদ,
সুখ গুলো সব ছন্নছাড়া- শুধুই বালির বাঁধ।
চক্ষু বুজে চলার খেয়াল, পড়ি গভীর খাদে-
স্বপ্ন হেথায় সদলবলে, আটকা পড়ে কাঁদে!!!
ছিন্ন মেঘের ভেলায় ব্যাথা, মনের চোখে বৃষ্টি,
আগুন মেখে তাকাই তবু, আগুন মাখা দৃষ্টি!
কলসি বেঁধে ডুবি জলে- জলেই ডুবে থাকি,
মানুষ গুলো পাগল ভাবে, যতই কাছে ডাকি!!!
এক-মাত্রে, আটকে জীবন, একলা আড়াল খুঁজে-
উপায়হীন এ- হৃদয় তখন, পাথর স্বরও বুঝে,
মনের পেটে জমাট বাঁধে, গভীর ক্ষত- আঁধার
ভুলের পথে একলা হাটি, ভুল পথটাই আমার...!
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
কিরমানী লিটন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন, প্রিয় ফুয়াদ আল আবীর- আপনার মন্তব্য অনুযায়ীই শিরোনাম পরিবর্তন করেছি, নানাদনিক ভালো থাকবেন নিরন্তর, স্বাগতম আমার ব্লগ বাড়ীতে, নতুন বছরের শুভেচ্ছা ...
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২১
রুদ্র জাহেদ বলেছেন:
এক-মাত্রে, আটকে জীবন, একলা আড়াল খুঁজে-
উপায়হীন এ- হৃদয় তখন, পাথর স্বরও বুঝে,
মনের পেটে জমাট বাঁধে, গভীর ক্ষত- আঁধার
ভুলের পথে একলা হাটি, ভুল পথটাই আমার...!
বেশ সুন্দর।ছান্দসিক
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা নিরন্তর পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য। অনেক শুভকামনা আর ভালোবাসা জানবেন প্রিয় রুদ্র ...
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২২
বাকা পথ বাকা চোখ বলেছেন: ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় বাকা পথ বাকা চোখ, সতত শুভকামনা ...
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
অগ্নি সারথি বলেছেন: ভুলের পথে একলা হাটি, ভুল পথটাই আমার...! - ভাললাগা কবি।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১
কিরমানী লিটন বলেছেন: বরাবর পাশে থেকে অনুপ্রেরণায় উজ্জীবিত করার জন্য নিরন্তর কৃতজ্ঞতা প্রিয় অগ্নি সারথি,ভালো থাকবেন, অনেক ভালো- স্নিগ্ধ সজীবতার মতো ...
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
অন্ধবিন্দু বলেছেন:
চিনবে সবই, ভিতর বাহির, মিথ্যে বাঁশি সুরের...
দামের দরে দায়কে সেরে, দ্বার চিনবে- ভোরের।
এখানটাতে খুব নির্মোহ বলেছেন, কিরমানী। আঁধার রাতে বাতি জ্বালিয়ে পাশে থাকেন এমন সাথীর দেখা পাওয়া যে বড় মুস্কিল। অভিমানের কবিতায় ভালবাসা রাখতে চাই ...
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
কিরমানী লিটন বলেছেন: এক-মাত্রে, আটকে জীবন, একলা আড়াল খুঁজে-
উপায়হীন এ- হৃদয় তখন, পাথর স্বরও বুঝে...। জীবন কখনও কখনও এমনই অনাকাংখিত একমাত্রে আটকে যায়, উপায়হীন তাকিয়ে দেখে- শ্যাওলা গুলোও ভেসে আছে অবলিলায় !!! তখন অভিমানী হৃদয়- আড়াল খুঁজে কেবলি, একলা বিরান সে পথে...
অনেক ভালোবাসা প্রিয় অন্ধবিন্দু- বিনম্র শ্রদ্ধায়। আপনার বিশ্লেষণধর্মী মননের মতামত আমার কাব্যক্ষুধাকে আরও শানিত করে- মুগ্ধ অনুপ্রেরণায়। নিরন্ততর কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন, নতুন বছরের শুভেচ্ছা ...
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
জনম দাসী বলেছেন: বোলেছিলাম না প্রেম খুজিয়েন না। খুজতে না খুজতেই এই দশা, এখন প্রহর গুনেন। লেখাটি চমৎকার। ভাল লাগা রেখে গেলাম। ভাল থাকুন সব সময় ভাই।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
কিরমানী লিটন বলেছেন: অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে, দম্পত্তিকে হাত ধরে থাকতে দেখে ভেবেছিলাম, জীবনটা ভীষণ রোমান্টিক, তাই এই বিষাদী আয়োজন... !!
মায়ের কথা কি মিথ্যে হয়, কখনও- হয়েছে কোথাও?
অনেক কৃতজ্ঞতা প্রিয় জনম দাসী, বোন আমার- সতত শুভাশিস নিরন্তর ভালো থাকা কামনায়...
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
জনম দাসী বলেছেন: ছবি দেখিয়া ভয় পাইয়াছি যে......
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
কিরমানী লিটন বলেছেন: ওটা পিচাশের পঞ্চম রূপ!!! প্যাঁচের চক্করে পড়ার অবস্থার প্রতিকৃতি হিসাবে উপস্থাপন করেছি, যদিও তা নেট থেকে সংগৃহীত । আবারও ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় বোন জনম দাসী ...।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
অশ্রুত প্রহর বলেছেন: এক-মাত্রে, আটকে জীবন, একলা আড়াল খুঁজে-
উপায়হীন এ- হৃদয় তখন, পাথর স্বরও বুঝে। লাইন দুটি অনেক ভাল লাগল।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা জেনে, আমিও মুগ্ধ হলাম- অনেক!!! সতত শুভকামনায় কৃতজ্ঞ ভালোবাসা রইলো প্রিয় অশ্রুত প্রহর, নতুন বছরের শুভেচ্ছা ...
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
কলসি বেঁধে ডুবি জলে- জলেই ডুবে থাকি,
মানুষ গুলো পাগল ভাবে, যতই কাছে ডাকি!!!
দারুণ +++
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার প্রজ্ঞার মন্তব্যে, সতত কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় কান্ডারি ভাইয়া, বিনম্র শ্রদ্ধা ...
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
জুন বলেছেন: ধূসর মরু জীবন এখন, পায়ে- পায়ে ফাঁদ,
সুখ গুলো সব ছন্নছাড়া- শুধুই বালির বাঁধ।
যদিও খুবই হতাশাপুর্ন কথাগুলো কিরমানী লিটন, তারপর ও অনেক ভালোলাগলো ।
+
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
কিরমানী লিটন বলেছেন: কখনও রোদ কখনও মেঘ, এইভাবে বয়ে চলে জীবনের হেঁটে দৌড়ে ক্লান্ত পথচলা। হতাশা- তারই এক পিঠ! আমি শুধু তার বর্ণনা করেছি, কবিতার আশ্রয়ে। কতটুকু পেরেছি তার বিচার আপনাদের হাতে। আপনার ভালোলাগা জেনে অনেক তৃপ্ত হলাম, প্রেরণার মুগ্ধতায় মন ভরে গেলো।
অনেক ভালোবাসা আর নিরন্তর শুভকামনা প্রিয় জুন আপু'নির জন্য- বিনম্র শ্রদ্ধায় ...
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
জেন রসি বলেছেন: মনের পেটে জমাট বাঁধে, গভীর ক্ষত- আঁধার
ভুলের পথে একলা হাটি, ভুল পথটাই আমার...!
চমৎকার।
শুভকামনা রইলো।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর ভালোবাসা রইলো প্রিয় জেন রসি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণায় উজ্জিবনি সাহস যুগানোর জন্য। অনাবিল স্নিগ্ধতায় ভরে উঠুক আপনার সমৃদ্ধ আগামী, পাশে চাই- এভাবেই, সতত শুভকামনা রইলো ...
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
সুমন কর বলেছেন: মনের পেটে জমাট বাঁধে, গভীর ক্ষত- আঁধার
ভুলের পথে একলা হাটি, ভুল পথটাই আমার...!
+।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
কিরমানী লিটন বলেছেন: "কোন কোন পথে কেহ- পা নাহি বাড়ায়
কেউ কেউ সেই পথে- একা হেঁটে যায়,
একা একা পড়ে ফাঁদে- শুধু একা কাঁদে
ভুল পথ, জেনে ঘর- ভুল পথে বাঁধে!"
অশেষ ভালোবাসা সেইসাথে মুগ্ধ কৃতজ্ঞতা জানাই প্রিয় সুমন দা'র জন্য, ভালো থাকবেন সব সময়- সবাইকে নিয়ে ...।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলসি বেঁধে ডুবি জলে- জলেই ডুবে থাকি,
মানুষ গুলো পাগল ভাবে, যতই কাছে ডাকি!!!
মিতার এই কাব্যে অন্যরকম স্বাদ পেলাম ।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৬
কিরমানী লিটন বলেছেন: "সত্যের চাষাবাদ- অনাবাদী রয়,
মিথ্যের বসবাসে- অসতের জয়।
সফলের ঠিকানাটা- জানা যার নাই,
কোথায় দাঁড়াবে সে- কোথা পাবে ঠাই?"
প্রিয় মিতার জন্য ভালোবাসা। স্বাদের বৈচিত্র্যে ভিন্নতা পেয়েছেন জেনে আরও ভালোলাগলো। অনেক অনুপ্রেরণা পাই আপনার আন্তরিক মতামত পেয়ে। যা উৎসাহের অনুষঙ্গ হয়ে সাহস যোগাবে- সত্যের সাথে চলতে, সুন্দরকে লালন করার। শুভকামনা রইলো সতত ...
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালো লাগলো।
ভুল স্বাভাবিক তবে ভুল নিয়ে সব ভুলে বসে থাকাটাই বড় ভুল।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫
কিরমানী লিটন বলেছেন: "লাগলে গায়ে ঝড়ের বাতাস
মেঘ জড়িয়ে ধরি
মেঘের বুকে লুকিয়ে থেকে
বৃষ্টি হয়ে পড়ি-
আমি এক নাটাই ছেঁড়া ঘুড়ি।"
অনেক ভালোবাসা রইলো। অশেষ কৃতজ্ঞতা আন্তরিক মতামতের জন্য, শুভকামনা নিরন্তর প্রিয় রাজপুত্রের জন্য, অ নে ক ...
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: চমৎকার। শুভেচ্ছা রইলো কবি।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০২
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞতা আর ভালোবাসায়- প্রীতি ও শুভাশিস জানবেন প্রিয় মোঃ নাজমুল হাসান [নাজমুল] ভাইয়া, স্বাগতম আমার বল্গ বাড়ীতে, নতুন বছরের অনেক শুভেচ্ছা ...
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ লিটন ভাই
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৪
কিরমানী লিটন বলেছেন: আপনার অনুপ্রেরণা একরাশ স্নিগ্ধ সকালের মুগ্ধতার মতোই সুবাস ছড়িয়ে দিলো- বাতাসে নিঃশ্বাসে। অনেক কৃতজ্ঞতা প্রিয় শাহরিয়ার কবীর ভাই, সতত শুভকামনা...
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
ফেরদৌসা রুহী বলেছেন: কাছের কারা- দূর বা আপন, ক’জন অকুল সাথী,
দাঁড়িয়ে ক’জন আঁধার রাতে- জ্বালিয়ে হাতে বাতি ?
চিনবে সবই, ভিতর বাহির, মিথ্যে বাঁশি সুরের...
দামের দরে দায়কে সেরে, দ্বার চিনবে- ভোরের।
এই কথাগুলি সব সময় সত্য।
কবিতায় ভালোলাগা
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২১
কিরমানী লিটন বলেছেন: স্বপ্নের গায়ে শ্যাওলা জমেছে
বিবেকের দ্বার রুদ্ধ,
অসৎ এখানে আশ্রয় গেড়েছে
সত্যে দুর্গন্ধ...!!!
দুর্গন্ধের সত্যকে ভুলে- আলোকিত সত্যের উদ্ভাসিত আলোয় নির্মিত হোক সমৃদ্ধ আগামী। কৃতজ্ঞ ভালোবাসায় অনেক শুভকামনা প্রিয় ফেরদৌসা রুহী আপু ...।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩
বনমহুয়া বলেছেন: খুব ভালো লাগলো।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২২
কিরমানী লিটন বলেছেন: সাথেই থাকতে চাই- সমস্ত সুন্দর, হাত ধরাধরি করে। স্নিগ্ধ আগামী গড়ার প্রত্যাশায়। অনেক শুভকামনা আর কৃতজ্ঞ ভালোবাসায়- সাথে থাকার প্রতিশ্রুতি রইলো, প্রিয় বনমহুয়া আপুমনি- সতত শুভকামনা ...।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৪
ফুয়াদ আল আবীর বলেছেন: মন্তব্যের উত্তরের নোটিফিকেশন পেলাম না কেন? :o
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০০
কিরমানী লিটন বলেছেন: আমারও এমনটা হয়- মাঝে, সাজেই- বুঝতে পারিনা-
অনেক কৃতজ্ঞতা জানাই, আপনার প্রজ্ঞার মন্তব্যকে, পাশে চাই- এভাবেই। নিরন্তর শুভকামনা প্রিয় ফুয়াদ আল আবীর ভাইয়ার জন্য ...!!!
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৫
উর্বি বলেছেন: +++
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭
কিরমানী লিটন বলেছেন: তোমার যত কষ্ট গাথা
বৃষ্টি ভেজা দুঃখ সেথা
পাওয়া আর না পাওয়ার ব্যাথা
কিম্বা যত মনের কথা,
বলতে পারো ছন্দে কি তা ?
অনেক কৃতজ্ঞতা আর সুস্বাগতম প্রিয় উর্বি আপু'নিকে- ভীষণ অনুপ্রেরণায় উৎসাহ পেলাম। শুভকামনা নিরন্তর...
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০১
ধমনী বলেছেন: ও যার আপন খবর আপনার হয়না....
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৮
কিরমানী লিটন বলেছেন: "স্মৃতিগুলো পুরনো- রঙচটা মরচে,
ভালোবাসা বেশ দামী, জ্বলজ্বলে খরচে!
কল্পনা সত্যের- বড়বেশী ফাঁড়াকে,
বেঁচে থাকা পথ ধরে, নরকের সড়কে..."
বিনম্র ভালোবাসা প্রিয় ধমনী ভাইয়া, বিশুদ্ধ ভালো থাকার প্রত্যাশায় অনেক শুভকামনা রইলো ...।
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৭
ধমনী বলেছেন: কী যুগ এলো(!)
ভালো থাকারও বিশুদ্ধতা মাপতে হচ্ছে!!
এত রাতে জেগে আছেন? ভূমিকম্পের অপেক্ষায়!!
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৪
কিরমানী লিটন বলেছেন: হা হা,
কাল পরশু দু'দিন, ছুটি - লেখালেখি- উত্তর আর ঘুম- দুইদিনের রুটিন B:-)
আপনি...?
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার কিছু অনুভূতি এখানে রেখে গেলাম ।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা জানবেন প্রিয় মাহবুবুল আজাদ ভাই। কৃতজ্ঞ মুগ্ধতায় নিরন্তর শুভেচ্ছা ...।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯
কল্লোল পথিক বলেছেন: এক কথায় অসাধারণ কবিতা।
ধন্যবাদ প্রিয় কবি লিটন ভাই।
আরও অনেক কবিতা নিয়ে আসবেন আমাদের জন্য এই প্রত্যাশায় রইলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কল্লোল পথিক ভাইয়া, নিরন্তর পাশে থেকে অনুপ্রেরণা আর সাহস যুগানোর জন্য, অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো ...।
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ ছন্দমিলের ঝঙ্কার । ভাল লেগেছে ।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় অনেক ধন্যবাদ প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া- নিরন্তর শুভকামনা রইলো ...।
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শেষের লাইন টা বেশ............ সব মিলিয়ে চমৎকার
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর মুগ্ধ কৃতজ্ঞতা প্রিয় আপু'নি ঈপ্সিতা চৌধুরী, নিরন্তর শুভকামনা ...।
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
রক্তিম দিগন্ত বলেছেন: ভুলের পথে একলাই হাঁটি - তাই নেই কোন ঝামেলা,
ভুলটাই আমার পথ - এই জন্যই তো আমি হাটি ভুল পথে।
বাহ! শিরোনাম ও কবিতাটায় নিজের অস্তিত্ব পেলাম। চমৎকার। +++
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
কিরমানী লিটন বলেছেন: ভুলগুলো নিজের ভাবলেই সব সমস্যার ৯৯ ভাগ সমাধান- অথচ নির্মম বাস্তবতা হলো, ভুলটাকে বেশী মানুষ নিজের বলে ভাবে না, তাই যত বিপত্তি
অনেক কৃতজ্ঞতা প্রিয় রক্তিম দিগন্ত ভাইয়া- অনেক শুভকামনা জানবেন ......।
২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
প্রামানিক বলেছেন: ভুলের পথে একলা হাঁটি, ভুল পথটাই আমার...!
চমৎকার কাব্য কথামালা। খুব ভাল লাগল। ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় প্রামানিক ভাই, অশেষ শুভকামনা জানবেন ....।
২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪
তামান্না তাবাসসুম বলেছেন: ভাললাগা রেখে গেলাম। শুভকামনা কবি
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আরশেশ কৃতজ্ঞতা প্রিয় তামান্না তাবাসসুম আপুমনি- নিরন্তর শুভকামনা ...।
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা! শুভকামনা অনেক।
০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
কিরমানী লিটন বলেছেন: স্বাগতম আমার জীর্ণ ব্লগ কুটীরে - অনেক ভালোবাসা আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি, নতুন বছরের শুভেচ্ছা ...
৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । দারুন লিখেছেন সুপ্রিয় কবি । এবারেরটা ভাল লেগেছে । এরকম বা এর চেয়ে ভাল কবিতা আশা করি আপনার কাছ থেকে ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
কিরমানী লিটন বলেছেন: আপনাদের মতো গুণী কবির ভালোলাগা আমার কবিতার সবচেয়ে প্রাপ্তি। আপনার প্রত্যাশাকে তাই বিনম্র শ্রদ্ধা করি, শাণিত করে বিশুদ্ধ সৃষ্টির প্রেরণাকে। সহস্র স্যালুট- প্রিয় সেলিম আনোয়ার ভাই, শ্রদ্ধায়- ভালোবাসায়...।
অনেক শুভকামনা ...
৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩
আলভী রহমান শোভন বলেছেন: এক কথায় অসাধারণ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর সতত ভালোবাসা জানবেন প্রিয় আলভী রহমান শোভন ভাইয়া, অনেক শুভকামনা ...
৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার। কবিতা লেখাটি সবচেয়ে কঠিন কাজ। যা করেছেন অসাধারণ। ভাল থাকবেন সব সময়।
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার আন্তরিক মন্তব্যে, কৃতজ্ঞ ভালোবাসা জানবেন প্রিয় বিদ্যুৎ ভাইয়া, নিরন্তর শুভকামনা আর ভালোবাসা আপনার জন্য ... ।
৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫১
হাসান মাহবুব বলেছেন: এটা ভালো লাগলো কবি।
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৫
কিরমানী লিটন বলেছেন: প্রিয় হাসান মাহবুব ভাইয়ের জন্য কৃতজ্ঞ ভালোবাসা- অ নে ক , নীরোগ দেহে দীর্ঘায়ু কামনা রইলো,আপনার জন্য, সতত শুভাশিস... ।
৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
অরুদ্ধ সকাল বলেছেন: ছন্দমিলগুলো বেশ আনন্দ দিলো
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন প্রিয় দাদাভাই অরুদ্ধ সকাল, অশেষ কৃতজ্ঞতা ...
৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০০
অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ কবিতা। ভালো লাগলো অনেক। স
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৭
ফুয়াদ আল আবীর বলেছেন: ভুলের পথে একলা হাঁটি, ভুল পথটাই আমার...!