নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

কুকুর, শিকল বাঁধে- মানুষের পায়...

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩




শুনুন রবীন্দ্রনাথ,
আপনার সমস্ত গল্প কবিতা- মাটিতে পুঁতে রেখে
দিনরাত তাতে যদি পানি ঢালা হয়, তবে-
একটি বৃক্ষও জন্মাবেনা, আপনার বাংলাদেশ এখন
এমনই নিষ্ফলা ঠাকুর...
যেখানে ছিলে তুমি, আমাদের স্বপ্নের বিশ্রামাগার।
স্বপ্নেরা উধাও, দুর্গন্ধ একাকার, আজ সেটা স্মৃতি- ময়লার ভাগাড়,
কবর বঞ্চিত উচ্ছিষ্ট জমে থাকে- তার আঁধার
মাছিদের ভনভন কুকুর আর ক্ষুধিতের করুণ সমাহার!

অথচ কি পরিপাটীই না ছিল- একদিন তার...
জোসনার ঢেউ আছড়ে পড়তো- সপরিবার,
রঙধনু আগামী হামাগুড়ি দিয়ে যেত তার, এপার-ওপার!
আহ্লাদী ইচ্ছের মৌ মৌ গন্ধ, লেপটে থাকতো ঘর দুয়ার,
উচ্ছল জোনাকির মাতিয়ে রাখা হুল্লোরে
কি দারুণ-রঙ ছিল, রুপ ছিল তাঁর!!

আজ সেটা বিষাক্ত- দখল নোংরা আবর্জনার
জ্বলেনা লক্ষ কোটি নক্ষত্র তাঁরা- সেখানে আর,
বেহুঁশ পড়ে থাকা- ডালিম কুমার, লক্ষ্মীন্দর- বেহুলার।
বিলুপ্ত অতীত ধূসর সময়েরা, হা-করে থাকা আজ তার
নোংরা উচ্ছিষ্ট ময়লা আবর্জনা পাবার... !
একদিন যেটা ছিল স্বপ্নের বিশ্রামাগার- তোমার আমার
স্বপ্নেরা পলাতক- বিস্মৃতির দ্বীপান্তর,
ঐ ঘর আজ, দুর্গন্ধময় স্মৃতি- অথবা ময়লার ভাগাড়!!!

এখন মানবতা অন্ধ আড়াল, বিবেকের বীভৎস আকাল,
বেঁচে থাকে ভণ্ডামি, বেঁচে থাকে প্রতারণা-
অনিময়ম অবিচার বৈষম্যের দাম্ভিকতা!
ন্যায়ের রক্তে ভেজা স্বপ্নরা- মিথ্যের চকচকে মোড়কে,
বিপন্ন ইচ্ছেরা দাসত্বের আশ্রয়ে পড়ে থাকে, প্রেমকাঁটার মতো...
কুৎসিত কাপুরুষ, বিদ্বেষী মুখোশ- ভংধরা ভদ্রতায় এঁকে দেয়,
ধবধবে সাদার সযত্ন আড়ালে- বিবেকের বিকারতা!!

আপনার সোনার তরী, মৃত এক আত্মার কংকাল
গীতাঞ্জলী- ক্ষুধিতের অনলে পুড়ে ছারখার...
ছেলেবেলার স্বপ্নেরা- পড়ে মরে নিশ্চল অসাড়!
পরশ পাথর- নষ্টের উল্লাস ভাগাড়,
শেষের কবিতায় জোসনারা খুঁজে ফিরে- মিথ্যে আঁধার,
মেঘ এসে গিলে খায়- জোসনার টোল পরা গাল,
প্রমত্ত পদ্মায়, থেমে যায় কোলাহল-
ঢেউহীন শ্যাওলার সলজ্জ দখল,
এখানে হৃদয়ের, এমনই বীভৎস আকাল,
প্লাবনেও তুমুল খরা- শ্রাবনেও অজস্র ফাটল ...।

আরও শুনবে ঠাকুর, তোমার বাংলায় এখন-
কুকুরে শিকল পড়ায়- মানুষের পায় …।


ছবিঃ নেট থেকে...।

মন্তব্য ৬৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

কাজী মেহেদী হাসান। বলেছেন: ভালো প্রচেষ্টা। বিশেষ করে রবীন্দ্রনাথ'কে নিয়ে লেখাটা আমার কাছে দুঃসাধ্য মনে হয়, উনি এত ব্যাপক।

কবিগুরুর বিখ্যাত বইগুলো আর তাঁর সাথে সাম্প্রতিক সময়ের আখ্যান ভালো এঁকেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫২

কিরমানী লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় কাজী মেহেদী হাসান ভাই, অনেক ভালোবাসা আর মুগ্ধতা ছোঁয়ানো আপনার আন্তরিক মতামত জেনে অনেক উৎসাহ পেলাম। শুভকামনা রইলো সব সময়ের জন্য ...।

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩২

জনম দাসী বলেছেন: এই না হলে.........

সে সময়, আর এ সময়, মেহেদী বলে দিয়েছে...

এমন নিবিড় সত্য কবিতাটি স্টিকি করার আবেদন রাখি সামুর কাছে।

ভাল থাকুন... সর্বদা শুভ কামনা...

১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৮

কিরমানী লিটন বলেছেন: বিশালের চোখ পরমাণুকেও বিরাট করে দেখে, তাই এই ক্ষুদ্রতাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলছেন, এই না হলে ভাইয়ের আদরের বোন। অনেক প্রেরণা পেলাম প্রিয় বোনের আন্তরিক মতামত জেনে। এই জন্যই বলি- " তুমি মায়ের মতোই ভালো..."

নিরন্তর ভালো থাকার কামনায় সহস্র স্যালুট আপনার চাওয়াকে, আবারও শুভাশিস প্রিয় জনম দাসী বোন আমার ...।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪২

রুদ্র জাহেদ বলেছেন:
বিশ্বকবিকে উপজীব্য করে অসাধারন কাব্য রচনা করেছেন
+++

১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০০

কিরমানী লিটন বলেছেন: আপনার উজ্জিবনি প্রেরণায় আপ্লুত হলাম। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো আপনার জন্য প্রিয় রুদ্র। নিরন্তর ভালোবাসা জানবেন। অনেক শুভকামনা সব সময়ের জন্য ...।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: কবিতা ভালো লেগেছে । অনেক আক্ষেপে সুন্দর সাবলীল কাব্য । দারুণ ।

১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৫

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা আপনার ভাললাগাকে, প্রেরণা আর উৎসাহে উজ্জীবিত হলাম আপনার বিনীত মতামত জেনে। হ্যাঁ, কিছুটা ক্ষোভ থেকেই এ কবিতায় আশ্রয়, তাই হৃদয়ের না বলা কথার অনুবাদ- ক্ষোভ হয়ে ঝরেছে কবিতার প্রতিটি শব্দমালায়...।
অনেক শুভকামনা রইলো সব সময়ের জন্য প্রিয় আপু গুলশান কিবরীয়া, শুভেচ্ছা অফুরন্ত...।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

সৈয়দ কামাল হুসাইন বলেছেন: অনেক চমৎকার,মুগ্ধ হলাম।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

কিরমানী লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সৈয়দ কামাল হুসাইন ভাই, শুভকামনা জানবেন... ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

ধমনী বলেছেন: ন্যায়ের রক্তে ভেজা স্বপ্নরা- মিথ্যের চকচকে মোড়কে,
বিপন্ন ইচ্ছেরা দাসত্বের আশ্রয়ে পড়ে থাকে, প্রেমকাঁটার মতো...
কুৎসিত কাপুরুষ, বিদ্বেষী মুখোশ- ভংধরা ভদ্রতায় এঁকে দেয়,
ধবধবে সাদার সযত্ন আড়ালে- বিবেকের বিকারতা!!

- এটাই যুগচিত্র।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

কিরমানী লিটন বলেছেন: স্বপ্ন যখন ঘুমিয়ে পড়ে
ইচ্ছে তখন ঘাসফড়িং,
কেনাবেচার দর দামেতে,
বিবেক বোধের হয় ফিটিং। ... B:-)

যুগচিত্রের এই বিনাশী খেয়াল ভুলে, আসছে আগামী স্বপ্নের রঙিন আভায় আলোকিত করুক আমাদের চলার দিগন্ত, এই প্রত্যাশা সময়ের কানে কানে ...।

অশেষ ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন প্রিয় ধমনী ভাইয়া, বিনম্র শ্রদ্ধায় ...।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

ধমনী বলেছেন: আপনারা পারেনও !!!
স্রোতের মত ছন্দ-কবিতা আসে আপনাদের। আমরা শুধু দেখেই তৃপ্ত।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

কিরমানী লিটন বলেছেন: এক গাছে দুইটি পাখি বসে আছে। একটি পাখি শুধু খেয়েই যায় আর অন্যটি শুধু তাকিয়ে দেখে। যে পাখিটা খায় তাকে বলে ভোগ, আর যে দেখে তাকে বলে উপভোগ। ভোগের চেয়ে উপভোগ অনেক বেশী কাংখিত, সেটা সকলের জন্যই ... :) :) :)

৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর একটি কবিতা। ভালোলাগা রইলো।অজস্র শুভেচ্ছা।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা, নিরন্তর পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য। অনেক শুভকামনা আর ভালোবাসা জানবেন প্রিয় রেজওয়ানা আলী তনিমা আপুমনির জন্য ...

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

ব্যাক ট্রেইল বলেছেন: রবীন্দ্রনাথ বানান ভুল হয়েছে। সম্বোধনে প্রথম স্তবকে আপনি করে বলা হয়েছে। পরে আবার তুমি। পুরোটাই তুমি হলে ভাল লাগতো।
কবিতাটা ঠিক স্পর্শ করেনি।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্যাক ট্রেইল, বানান সংশোধন করেছি। প্রথম স্তবকে কবিগুরুকে বিচারকের আসনে দাড় করিয়েছি, শেষে আবেগি আপনজন। তাই আপনি থেকে তুমি... । আশাকরি পরেরটা আপনাকে ঠিকই স্পর্শ করবে। অনেক ভালোবাসায় বিনম্র শ্রদ্ধা, আপনার প্রজ্ঞার মতামতকে। অনেক শুভকামনা জানবেন...

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়াবহ একটি কবিতা পাঠ করলাম । পাঠে নিদারুণ মুগ্ধতা! আসলে সবকিছু এভাবেই বদলে যায় ।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

কিরমানী লিটন বলেছেন: দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা সবাই ডিঙাতে পারে না। যারা পারে তাদের চোখে ক্ষুদ্রতাও বিশালরূপে ভেসে উঠে। আর মহৎ ব্যক্তি মাত্রই বিনয়ী। তাই আপনার বিনয়কে স্যালুট জানাই সতত।
অনেক উজ্জীবিত হলাম আপনার প্রজ্ঞার মতামতে, ভালোবাসা রইলো হৃদয়ের অতল থেকে- প্রিয় সাধুদা'র জন্য, স্নিগ্ধ শুভকামনা জানবেন ...।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

ধমনী বলেছেন: ওরে খোদা! দার্শনিক উক্তি।
থাক, আর হজম করতে পারবোনা ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

কিরমানী লিটন বলেছেন: আপনার যোগ্য সাগরেদ হওয়ার প্রচেষ্টা... :)
যে মেঘ বৃষ্টিকে ধারন করে, জলের তৃষ্ণায় তার শ্রাবণধারার প্রার্থনা করতে হয়না। আপনারা মেঘ আর আমরা তার একবিন্দু জলকণা B:-)
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা অফুরন্ত প্রিয় ধমনী ভাইয়ার প্রতি। নিরন্তর শুভকামনা জানবেন- বিনম্র শ্রদ্ধায় ...।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

বিদ্যুৎ বলেছেন: ভাই তাও অনেক ভাল যে আমারা/বাংলাদেশে অনেকে রবীন্দ্রনাথ কে বিভিন্ন মাধ্যেম উপস্থিত বা ধারণ করি যদিও ধর্মীয় আর রাজনৈতিক আদর্শ আমাদের অনেককে রবিন্দ্র বিমুখ করেছে। কিন্তু দুঃখজনক হল কি জানেন যে রক্ত, জ্ঞাতি গোষ্ঠীর টানে তিনি ভারতে থেকেছেন সেই দেশে একমাত্র কলকাতা ছাড়া কোথাও রবীন্দ্রনাথ কে পাওয়া যায় না। আমার এক সহকর্মী আছে তার বাড়ি গুজরাটে। কথা প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে চাইলাম। সে তেমন কিছুই জানেনা শুধু কবিগুরুর নামটা ছাড়া। আমি অবাক! আমি বললাম তোমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছে জান? উত্তর না সূচক। অথচ সে কিন্তু উচ্চ শিক্ষিত। আলোচনার এক পর্যায়ে এতটুকু উপলব্ধি করতে পারলাম যে ভারতে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া তেমন কোথাও রবীন্দ্রনাথ এর উপস্থিতি নেই। অথচ তিনটি দেশের মানুষের উচিৎ রবীন্দ্রনাথকে হৃদয়ে রাখা। কারণ তিনি বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা। অনেক অনেক শুভেচ্ছা সুন্দর লেখার জন্য।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

কিরমানী লিটন বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আবেগের আশ্রয়, মুগ্ধতার আঁধার। তাই আমাদের চিন্তা চেতনার রক্ত কণিকায় মিশে আছেন- তিনি। অন্যদেশ কি মূল্যায়ন করলো সেদিকে না তাকিয়ে, আমরা কবিগুরুর শিক্ষাকে কতটুকু আমাদের চিন্তা- চেতনায় ধারন করলাম সেদিকটাতেই আমাদের মনোযোগ দেয়া উচিৎ।
আপনার বিশ্লেষণধর্মী মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম। সেজন্য কৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে প্রিয় বিদ্যুৎ ভাইয়া, অশেষ ভালোবাসা আর নিরন্তর শুভকামনা রইলো ...।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার প্রতিটি শব্দই অবাক করেছে। অসাধারণ।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

কিরমানী লিটন বলেছেন: "আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল- শুধাইলোনা কেহ "...। কেউ না শুধাক, আপনাদের অনুপ্রেরণাই হৃদয়ের সব কথা একদিন বের করে আনবে... B:-)
অনেক মুগ্ধতায় দারুণ অনুপ্রাণ পেলো আমার কবিতার শব্দেরা- আপনার আন্তরিক মতামত আর ভালোলাগা জেনে। শুভকামনা রইলো প্রিয় রাজপুত্র, অনেক ভালোবাসায় ...

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: এখন মানবতা অন্ধ আড়াল, বিবেকের বীভৎস আকাল,
বেঁচে থাকে ভণ্ডামি, বেঁচে থাকে প্রতারণা-
অনিময়ম অবিচার বৈষম্যের দাম্ভিকতা!


ভিন্ন ধাঁচের.....+।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

কিরমানী লিটন বলেছেন: হৃদয়ের ক্ষোভ দ্রোহের অনলে পুড়া গন্ধের মতো হাহাকার ছড়িয়েছে কবিতার আবরণে, কতটুকু পেরেছি তা আপনারা বিচার করবেন, তবে আপনাদের আস্থার প্রতিদানের চেষ্টাটা কখনও নিম্নগামী হতে দেইনি, যা পারিনি সেটা আমার সীমাবদ্ধতা। অনেক কৃতজ্ঞতা প্রিয় সুমন দা'র জন্য, নিরন্তর শুভকামনা রইল ... ।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে উজ্জীবিত প্রেরণায় উচ্ছসিত মুগ্ধতা ছড়িয়ে গেলো হৃদয়ের প্রান্তসিমায়, অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন প্রিয় হাসান মাহবুব ভাই...।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর একটি কবিতা :)

বিষয়টা ব্যাপক। পটভূমি তো আরও! দুঃসাধ্য হলেও প্রচেষ্টায় সাধুবাদ জানাই।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০১

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর সুবাসিত ভালোবাসা প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাইয়া, আপনার মতামত বরাবরই উজ্জীবিত করে আমায় নিয়ত পরিশুদ্ধ হতে। অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন ...।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: লেখায় ব্যপক অর্থবহন করে । ভাল লেগেছে অনেক ।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা আমার এ পথে চলার মুগ্ধ পাথেয়, অশেষ কৃতজ্ঞতা আর শুভকামনা জানবেন প্রিয় কথাকথিকেথিকথন ভাইয়া, ভালো থাকবেন মুগ্ধ সজীবতায় ...

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: অর্থবহ কবিতা। অনেক ভাল লাগল। ধন্যবাদ ভাই কিরমানী লিটন

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয় প্রামানিক ভাই, কষ্টকরে আপনার মূল্যবান সময় খরচে কবিতা পড়ে মতামত দেয়ার জন্য। বরাবর উৎসাহ দেয়ায় আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। সতত ভালো থাকুন স্নিগ্ধ ভালোবাসার পরশে, অশেষ শুভলামনা ...

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

আজাদ মোল্লা বলেছেন: সুন্দর একটি লেখা , অনেক ধন্যবাদ পোস্টের জন্য ।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

কিরমানী লিটন বলেছেন: অফুরন্ত ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন প্রিয় আজাদ মোল্লা ভাইয়া, সতত ভালো থাক প্রত্যাশা রইলো ...

২০| ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৩

শুভ্র বিকেল বলেছেন: একাল সেকালের এক শৈল্পিক দৃশ্যের অবতারনা। তুলনামূলক আলোচনায় কবির মনে যে হাহাকার জেগে উঠেছে তা বাস্তবতার নিরিখে। শুভকামনা।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ প্রিয় শুভ্র বিকেল, নান্দনিক ভালোবাসা জানবেন,আপনার আন্তরিক মতামতে অনেক অনুপ্রেরণা পেলাম। সতত শুভকামনা ...

২১| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৬

কলা পাতা বলেছেন: পড়তে পড়তে হারিয়ে ফেলিছি নিজেকে। ফিরে আসতে সময় লেগেছে বেশ। সত্যিই অসাধারণ। মুগ্ধতার সীমা ছাড়িয়ে হৃদয়ে গেঁথে গেছে শব্দমালা । ধন্যবাদ । অনেক দূর এগিয়ে যাও ভাইয়া । শুভ কামনা।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

কিরমানী লিটন বলেছেন: অনেক পরিতৃপ্ত হলাম আপনার আন্তরিক মন্তব্যে, আমার কবিতা আপনার ভালোলাগার নাগাল ছুঁতে পারায় মুগ্ধও হলাম অনেক। কৃতজ্ঞ ভালোবাসা আর সতত শুভকামনা স্বাগতম প্রিয় কলা পাতা ভাইয়া, পাশে চাই- এভাবেই ...

২২| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


ভুল গন্তব্যে নিয়ে গেছে বাংলাকে তস্করেরা।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় গাজী ভাই, আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায় ...।
শুভকামনা রইলো অ নে ক ...

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

জুন বলেছেন: রবীন্দ্রনাথের প্রতিটি গ্রন্থ নিয়ে কাব্য করা এত সহজ নয়। সেই কঠিন কাজটি করেছেন কিরমানী লিটন। অসাধারন।
+

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯

কিরমানী লিটন বলেছেন: একরাশ অনুপ্রেরণায় ভরে গেলো হৃদয়ের দু'কুল, আপ্লুতও হলাম আপনার আন্তরিক মতামত জেনে। অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ প্রিয় জুন আপু'নি। মুগ্ধ ভালোবাসায় নিরন্তর শুভকামনা রইলো। দোয়া করবেন যেন আপনাদের আস্থার সম্মানটুকু হৃদয়ে ধারন করতে পারি- স ত ত ...।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

রিকি বলেছেন: আরও শুনবে ঠাকুর, তোমার বাংলায় এখন-
কুকুরে শিকল পড়ায়- মানুষের পায় …।


কথা চরম সত্য এবং লেখনী বরাবরের মতই অসাধারণ কিরমানী ভাই। :) :) :)

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

কিরমানী লিটন বলেছেন: আপনার অনুপ্রেরণা একরাশ স্নিগ্ধ সকালের মুগ্ধতার মতোই সুবাস ছড়িয়ে দিলো- বাতাসে নিঃশ্বাসে। আপনাদের উজ্জীবিত আলোয় আলোকিত পথটাকে আঁকড়ে থাকব- ছাড়বনা কখনও...। অনেক ভালো থাকবেন- সুন্দরের সুবাসিত আঙিনায়। শুভকামনা আর অনেক ভালোবাসায় কৃতজ্ঞ অভিবাদন প্রিয় রিকি আপু ...। :) :) :) :) :)

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

রাজিব হোসেন পানি বলেছেন: কবিতাটি শুধু সুন্দরী না অর্থবহ বটে । রবীন্দ্রনাথের গ্রন্থ পড়তে আজও বুক কাপে থাকি সদা সচেতন আর তাঁকে এবং তাঁর কবিতা নিয়ে এত সুন্দর অর্থবহ কবিতা ভাবায় যায় না ।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

কিরমানী লিটন বলেছেন: বিনম্র অভিবাদন প্রিয় রাজিব হোসেন পানি ভাইয়া। স্বাগতম আপনাকে আমার ব্লগ বাড়ীর জীর্ণ কুটিরে। আপনার মতামত আমাকে পাথেয় হয়েই মুগ্ধ উজ্জিবনায় প্রেরণা যোগাবে নিরন্তর। কৃতজ্ঞ ভালোবাসা জানবেন সতত...

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

আরজু পনি বলেছেন:

কিরমানী!
অসাধারণ কবিতা !
কী দারুন দক্ষতায় ফুটিয়ে তুলেছেন জর্জরিত হৃদয়ের হাহাকার !
অভিযোগ বড়ই অভিমানী রুপে আপনার কবিতায় ধরা পড়েছে।

খুব ভালো লাগা রইল ।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক অভিবাদন, কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ প্রিয় আরজুপনি আপুমনি। আপনাদের আলোয়, দেখে দেখেই- এ পথ চলতে শিখেছি, দোয়া করবেন যেন তার সম্মানটা দিতে পারি, কর্মে- সৃষ্টিতে - সাথেই চাই, হে সুন্দর..!!!
অনেক শুভকামনা রইলো, সতত..

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: একদম অন্যরকম লেখা কবি ভাই

অনেক শুভেচ্ছা

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবে প্রিয় নাজমুল হাসান মজুমদার ভাই, অশেষ শুভকামনা...

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

গেম চেঞ্জার বলেছেন: ভয়ানক চিন্তাধারা রে ভাই.......

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আপনার আন্তরিক মতামতে, প্রিয় গেম চেঞ্জার ভাই, সতত শুভকামনা রইলো ...

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা
প্রিয় কবি নিরন্তর শুভ কামনা জানবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

কিরমানী লিটন বলেছেন: আজই নতুন চাকুরীতে জয়েন করলাম। দুইদিন বেশ ঝামেলা গেছে তাই উত্তির দিতে এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব- সেজন্য ক্ষমা করবেন। চারিদিকে আঁধারির উল্লাস আয়োজনে সৃষ্টির আকাশের নিভু নিভু সলতেটা যেটুকু জ্বালানী নিয়ে এখনও আলোর স্বপ্ন দেখে, তা আপনাদের এই আন্তরিক প্রেরণা। নিরন্তর যাকে সন্ধান করি বিশুদ্ধ চিন্তাকে ধারন করার মানসে। হয়তো একদমই হয় না। তবু চেষ্টারা ক্লান্ত হয় না- সেটাই আপনাদের ভালোবাসা।

অনেক কৃতজ্ঞতা সুহৃদপ্রিয় কল্লোল পথিক- ভাই আমার...
শুভকামনা থাকবে- সব সময়ের জন্য ...

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

নুরএমডিচৌধূরী বলেছেন: কিরমানী লিটন নয়

পীর মানি...................

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

কিরমানী লিটন বলেছেন: উস্তাদ মেলে পথে ঘাঁটে, শীস্য মেলা ভিশম দায়... তাই সারা জীবন উস্তাদ নয়, বিশুদ্ধ শীস্য হওয়ার ইচ্ছায় উস্তাদের সন্ধান করেছি...। আপনি আমাকে পীর বলে- আমারই উস্তাদের আসন জয় করলেন ভাই- জয় হোক সুন্দরের। অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা প্রিয় নুরএমডিচৌধূরী ভাইকে ...

৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
আমি নগণ্য কি আর বলবো। রবির কথাই বলি-

নীচের দিকে ঝুঁকে পড়ে জন্তু দেখতে পায় খণ্ড খণ্ড বস্তুকে। তার দেখার সঙ্গে তার ঘ্রাণ দেয় যোগ। চোখের দেখাটা অপেক্ষাকৃত অনাসক্ত, জ্ঞানের রাজ্যে তার প্রভাব বেশি। ঘ্রাণের অনুভূতি দেহবৃত্তির সংকীর্ণ সীমায়। দেখা ও ঘ্রাণ নিয়ে জন্তুরা বস্তুর যে পরিচয় পায় সে পরিচয় বিশেষভাবে আশু প্রয়োজনের। উপরে মাথা তুলে মানুষ দেখলে কেবল বস্তুকে নয়, দেখলে দৃশ্যকে অর্থাৎ বিচিত্র বস্তুর ঐক্যকে। একটি অখণ্ড বিস্তারের কেন্দ্রস্থলে দেখলে নিজেকে। একে বলা যায় মুক্তদৃষ্টি। খাড়া-হওয়া মানুষের কাছে নিকটের চেয়ে দূরের দাম বেশি। অজ্ঞাত অভাবনীয়ের দিকে তার মন হয়েছে প্রবৃত্ত। এই দৃষ্টির সঙ্গে যোগ দিয়েছে অন্তরের কল্পনাদৃষ্টি। শুধু দৃষ্টি নয়, সঙ্গে সঙ্গে দুটো হাতও পেয়েছে মুক্তি। পায়ের কাজ থেকে হাত যদি ছুটি না পেত তা হলে সে থাকত দেহেরই একান্ত অনুগত, চতুর্থ বর্ণের মতো অস্পৃশ্যতার মলিনতা নিয়ে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭

কিরমানী লিটন বলেছেন: দৃষ্টিভঙ্গির এই ভিন্নতাই মানুষের জন্মকে আর দশটা প্রাণীর চেয়ে আলাদা করেছে, বসিয়েছে শ্রেষ্ঠত্বের আসনে। কিন্তু আমরা কি পেরেছি তার শ্রেষ্ঠত্বকে সম্মুন্নত রাখতে???
কবিগুরু থেকে দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যময় পরিশুদ্ধ বিশ্লেষণের জন্য আপনাকে সাধুবাদ অনেক। এই বক্তব্যে আমিও একমত। অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ অশেষ আপনার প্রজ্ঞার মতামত রেখে আমার এই ক্ষুদ্রতাকে সমৃদ্ধ করার জন্য। ভালোবাসা জানবেন, নিরন্তর- প্রিয় অন্ধবিন্দু, ব্যক্তিগত ব্যস্ততার জন্য উত্তরে বিলম্ব মার্জনা করবেন। শুভকামনা সতত ...

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

আরাফআহনাফ বলেছেন: এখন মানবতা অন্ধ আড়াল, বিবেকের বীভৎস আকাল,
বেঁচে থাকে ভণ্ডামি, বেঁচে থাকে প্রতারণা-
অনিময়ম অবিচার বৈষম্যের দাম্ভিকতা!
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.