![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
তোমার বাপরে ডাকলে কাকা
দেশ বিরোধী বলো,
তুমিতো ভাই দেশকে নিয়ে
কুকুর বিড়াল খেলো!
কাঁচের চুড়ি ভাঙছি বলে
মিথ্যাবাদী বলো,
তোমর সকল মিথ্যে মুখোস
মিথ্যে পথেই চলো।
মিথ্যে রাজা মিথ্যে উজির
মিথ্যে তোমার মন্ত্রী,
মিথ্যে দিয়ে দমিয়ে রাখো
সবাই ষড়যন্ত্রী।
যত বড় মিথ্যেবাদী
তত বড় নেতা,
মিথ্যে দিয়ে ভরিয়ে রাখো
সংবিধানের পাতা।
ডিসি মিথ্যে ভিসি মিথ্যে
মিথ্যে বিচারপতি,
মিথ্যে দিয়ে সত্য ঢেকে
ভাবছো তুমি সতী?
দুই.
ঘুম ভাঙ্গা ভোর গুলো
হারিয়ে গেছে অকালে,
রাত জাগা ভোর তাই
কড়া নাড়ে সকালে।
ইচ্ছে ঘুড়ি গঙ্গা ফড়িং
লেপটে থাকা শিকলে,
জোছনারা সব নিরুদ্দেশী
পূর্ণিমা সব বিফলে।
প্রজাপতির রঙধনু রঙ
ভুলের বিকার বিকেলে,
জীবন নীলে স্বপ্ন আঁকি
মরন জয়ের মিছিলে।
জ্ঞানের আলোয় তুমুল খরা
আঁধার পথের ছায়াতে,
হৃদয় আলো জ্বালিয়ে খুঁজি
নিজেই নিজে- নিজেতে।
পচন দূষী রক্তে প্লাবন
আসল মাঝে মন্দ
বিবেক দ্বারের খিড়কি পথে
শিকল পড়ার ছন্দ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: ঘুম ভাঙ্গা ভোর গুলো
হারিয়ে গেছে অকালে,
রাত জাগা ভোর তাই
কড়া নাড়ে সকালে।
ইচ্ছে ঘুড়ি গঙ্গা ফড়িং
লেপটে থাকা শিকলে,
জোছনারা সব নিরুদ্দেশী
পূর্ণিমা সব বিফলে।
---- আহা!! কষ্টকর!!
অনেক সুন্দর লিখেছেন। ছবিটা সত্যিই অদ্ভূতুরে !!!
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ!
ছন্দের খেলায় মাতিয়ে রেখেছেন কিছুক্ষণ!
চমৎকার।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪
তানভীর রাব্বি বলেছেন: ভাল লিখেছেন এইটা কিন্তু মিথ্যে না
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন।
আমিও লিটন।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।শুভ কামনা জানবেন। সুপ্রিয় কবি কিরমানী লিটন ভাই।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
বিজন রয় বলেছেন: চমৎকার কবিতা।
++
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
রুদ্র জাহেদ বলেছেন: ছন্দের ঝংকারে দারুণ কাব্য
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ হয়েছে কবিতাটা, অজস্র শুভেচ্ছা।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
নেক্সাস বলেছেন: চমৎকার চমৎকার চমৎকার। ওরে বাবা পুরো কবিতায় ছন্ডের নাচন। ১ নম্বরটায় ঝাঁঝাঁ। সবাই বলুক এমন করে। মিথ্যার মসনদ নাড়িয়ে দিক।
শুভ কামনা লিটন ভাই
১১| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দের কবিতাগুলো ভাল লেগেছে ।
আপনি কেমন আছেন ? অনেকদিন দেখছি না ।
১২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
বিজন রয় বলেছেন: আপনি কোথায়?
নতুন লেখা দিন।
১৩| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৪
মোঃ খুরশীদ আলম বলেছেন: প্রশংসার ভাষা হারিয়ে ফেলেছি। চমৎকার লিখেছেন, দোয়া করি আরো ভাল লিখুন ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
বিদ্যুৎ বলেছেন: লিটন ভাই ধন্যবাদ একটি চমৎকার কবিতা শেয়ার করার জন্য। খুব ভাল লাগল, এক কথায় অনবদ্য।