![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার কবিগুরু রবীন্দ্রনাথকে এক মুগ্ধ ভক্ত জিজ্ঞেস করলেন, “ গুরু আপনার কবিতা বড়ই দুর্বোধ্য, একটু সহজ করে লিখা যায় না...” তার উত্তরে কবিগুরু বলেছিলেন আমার আজকের লিখার শিরোনামে ব্যবহার করা উক্তিটি। সত্যকে সহজিয়া অনুবাদে সাধারণের কাছে পৌঁছে দেয়াই একটি আদর্শ লিখার সার্থকতা। কিন্তু এই সহজের ভাষা সাধারনে পৌঁছে দেয়ার কাজটি আসলেই- সবচেয়ে কঠিন কাজ। তাই সুন্দরের সহজ পাঠ, সাধারণ্যে উপস্থাপনের যোগ্যতা সব লেখকের থাকে না। আর তাই কবিগুরু ভক্তের প্রশ্নের জবাবে কঠিন সত্য উচ্চারণ করে বলেছেন, “ সহজ কথা যায়না বলা সহজে” ।
সব কিছুর স্বাভাবিক আর সহজিয়া আবেদন সব সময়য়ই বেশী সুন্দর। কিন্তু এই সুন্দরকে চেতনায় ধারন করার যোগ্যতা আমাদের বেশিরভাগ লেখকেরই নেই। তবুও সহজ আর, সত্যকে দুর্বোধ্যের আবরণে লুকিয়ে, ব্যর্থ বলবার চেষ্টা...
গর্ভবতী চাঁদের পিছে
লুকিয়ে ছিল ডাইনী মেঘ,
জোছনা সকল করতো প্রসব
আঁধার ঘেরা স্বপ্ন এক।
সে চাঁদে শাসন ছিল
কাল নাগিনী থুড়থুড়ির,
নোবেল পাওয়ার দাবী ছিল
সে রাক্ষুসি- ডাইনি বুড়ির!!!
ঘোড়া ছিল ঘোড়াশালের
ছিল হাতির শুঁড়,
কথার মাঝে চিনি ছিল
অঢেল ছিল গুড়।
ভোরের বিবেক উঁকি দিলে
নাগিন মেঘের বিষে,
দিনের আলোয় সন্ধ্যা নামে
ভয়ের নীলে ভাসে।
বধির আগাম ভুলে গেছে
বলতে ঝেরে কেশে,
বলতো কোন অনাথ জাতি,
কোন আকাশের দেশে ?
০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:১০
কিরমানী লিটন বলেছেন: ভোরের বিবেক উঁকি দিলে
নাগিন মেঘের বিষে,
দিনের আলোয় সন্ধ্যা নামে
ভয়ের নীলে ভাস...
অনেক শুভকামনা জানবেন...
২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৩৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন- প্রিয় সুমন দা...
৩| ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
সাহসী সন্তান বলেছেন: একটা বেশ বড় সড় দীর্ঘ বিরতির পরে আপনার কবিতা পড়লাম লিটন ভাই! শিরোনামকে কোট করে আপনার প্রথম বলা কথা এবং সর্বপরি কবিতা অনেক সুন্দর হয়েছে! খুব ভাল লাগলো!
শুভ কামনা রইলো! কেমন আছেন? আর এতদিন ছিলেন কই?
০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪
কিরমানী লিটন বলেছেন: বাস্তবতার সাথে ছুটে চলার ছন্দ মিলাতে কখনও কখনো প্রশান্তির কাছ থেকে বিচ্ছেদ ঘটে- এ এক অমোঘ নিয়তি - খসখসে সত্য। তাই এই অনাকাঙ্ক্ষিত বিরতি। আপনাদের অনুপ্রেরণা সারাক্ষণ পাথেয় হয়ে সঙ্গেই থাকে। নিরন্তত ভালোবাসা আর শুভকামনা রইলো প্রিয় সাহসী সন্তান ...
৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৮
গেম চেঞ্জার বলেছেন: কবিগুরু ঠিকই বলেছেন। আমিও বাক্যটির সার্থকতা পাচ্ছি।
(আপনাকে অনেক দিন দেখি নি!!
)
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ সকাল ৭:৩২
কল্লোল পথিক বলেছেন:
কবিতা চমৎকার হয়েছে।
কিন্তু কবি এত দিন পর!