নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

জানে দেশ, সে যন্ত্রণা- রাত্রি জানে...।।

০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:১৫




বিবেকের সূর্য যেদিন- অস্ত গেলো
সেদিনও আশায় ছিলাম- সন্ধ্যে হলো ...
জোছনার ঘুম ভাঙেনি- জোনাক এলো,
সে মুখে আলোর বদল- অসুর ছিল। ।


মেঘেদের দখল দিনে- আকাশ জুড়ে
বৃষ্টির কান্না শুনি- ঘুমের ঘোরে,
সে সুরে তাকিয়ে দেখি- দু’চোখ মেলে
দিনেরাও চলছে পথে- প্রদীপ জ্বেলে।

সময়ের দু’পা তখন- শিকল নূপুর
সূর্যের তৃষ্ণা তুমুল- পেড়োয় দুপুর,
বিকেলে তিমির পোহায়- বিকল আগাম
সন্ধ্যার আঁচল খুঁজে- ভয়ের লাগাম।

মননে মগজ এখন- তুমুল ফাঁকা
চিন্তার প্রান্ত ঘেরা- তাঁরের কাঁটা।
পোয়াতি হৃদয় এখন- প্রসব ব্যাথা
স্বপ্নের লুটো-পুটী- মাটি কাঁদা।


এখনও ভোরের ডানায়- সকাল হাসে
এ আকাশ শালিক ডানায়- স্বপ্ন ভাসে
যদিও বারো মাসই- মেঘের কালো
এ তটে জ্বালিয়ে রাখি- বাঁচার আলো।


তবুও তাকিয়ে থাকি- তোমার পানে
জীবনের জোয়ার কিবা- ভাটার টানে
অসময় হতাশ চোখে- জয়ের গানে
জানে দেশ, সে যন্ত্রণা- রাত্রি জানে...।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



কবিতা খুবই ভালো লেগেছে।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬

কিরমানী লিটন বলেছেন: শুভেচ্ছা প্রিয় গাজী ভাই, বিশেষ ব্যক্তিগত প্রয়োজনে অনিয়মিত হয়ে পড়েছি, তবে সময় পেলেই উঁকি দেই সামুতে.।
শুভকামনা অনেক...

২| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১০:৫২

কল্লোল পথিক বলেছেন:







কি ব্যাপার কবি অনেক দিন পর!
কেমন আছেন?
কবিতা ভাল লেগেছে।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা প্রিয় কল্লোল পথিক ভাইয়া, ব্যক্তিগত ব্যস্ততার জন্য বেশ অনিয়মিত হয়ে পড়েছি, নিরন্তর ভালোবাসা জানবেন...

৩| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
মননে মগজ এখন- তুমুল ফাঁকা
চিন্তার প্রান্ত ঘেরা- তাঁরের কাঁটা।
পোয়াতি হৃদয় এখন- প্রসব ব্যাথা
স্বপ্নের লুটো-পুটী- মাটি কাঁদা।

সুন্দর হয়েছে।
ভালো লেগেছে।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮

কিরমানী লিটন বলেছেন: দারুন উজ্জীবিত হলাম, শুভকামনা জানবেন প্রিয় শাহরিয়ার কবীর ভাইয়া, অনেক কৃতজ্ঞতা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.