![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক.
চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।
মনের নদী শুকিয়ে মরু
বৃষ্টি ভীষণ খরা,
রাজনীতিতে বর্গী এলো
দেশটা এখন মরা।
কাঁদছে স্বদেশ মরছে স্বজন
পিচাশ এলো হেসে,
রফিক শফিক একুশ মাখা
আমার বাংলাদেশে।
কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।
দুই.
লোনায় কাঁদুক চোখের পাতা
বধির বিবেক মানবতা,
বাংলা মায়ের হৃদয় জুড়ে
শক্তি খুঁজুক শোকের বীজ,
ইশরাতের রক্ত অনল-
পুড়াক পিচাশ সকল নিজ।
তন্দ্রা কাটুক আগামরা আজ
গর্ব ত্যাগের মোদের ফায়াজ,
১৬ কোটি দ্রোহের শিখা
জঙ্গি জ্বলুক- কাটুক ঘোর,
অবন্তিদের ত্যাগের আলো
বাংলা জুড়ে আসুক ভোর।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৩২
কিরমানী লিটন বলেছেন: নিরন্তর ভালবাসা আর শুভেচ্ছা জানবেন প্রিয় সুহৃদ ইকরাম উল হক ভাইয়া...
২| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৩
অতৃপ্তচোখ বলেছেন: ভালো লাগলো ভাই। অনেক শ্রদ্ধা রইল
০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৩৪
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালবাসা আর শুভেচ্ছা আপ্নাকেও প্রিয় অতৃপ্তচোখ ...। শুভকামনা জানবেন ।
৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৮
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয়কবি, শুভকামনা জানবেন ...
৪| ০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন: অসাধারণ হয়েছে ।
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫০
কিরমানী লিটন বলেছেন: উজ্জিবিত হলাম- অনেক, শুভকামনা জানবেন নিরন্তর...
৫| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪২
মিখু বলেছেন: শুভ কামনা রইল।
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫১
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা সতত ...
৬| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১১
মো: অাজগর আলী বলেছেন: ভাই খুব সুন্দর লাগলো ভাইভাই খুব সুন্দর লাগলো ভাই
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৭
কিরমানী লিটন বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা...
৭| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০২
সুমন কর বলেছেন: দু'টোই চমৎকার লাগল। +।
০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৮
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন, অনেক শুভকামনা- প্রিয় সুমন কর দাদাভাইকে...
৮| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন সকালের অপেক্ষায়...
কবিতা সুন্দর হয়েছে ।
০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
কিরমানী লিটন বলেছেন: " আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে... "
নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় - অনন্ত ভালোবাসা, ঈদ মোবারক...
৯| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৯
আরণ্যক রাখাল বলেছেন: বাহ!
সুন্দর
০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞও ভালবাসায়- অনেক শুভকামনায়, ঈদ মোবারক...
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪২
ইকরাম উল হক বলেছেন:
কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।
ভালো লিখছেন