নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

সেই গ্রামে স্বপ্নটা, আর সাঁজে না ...

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৫




ছোট ছোট সাধ ছিল, ছোট ছোট প্রাণে
হৃদয়টা বড় তাঁর, সকলেই জানে।
আমাদের গ্রাম ছিল শান্তির নীড়
মধুমতি ধানসিঁড়ি ঝিনায়ের তীর ।

এক চাওয়া সকলের, এক আকাশ আশা
হৃদয়ের খাল বিল, ভরা- ভালোবাসা।
ফুটত রবির হাসি- সকালের রোদে,
রাত হেসে গড়াগড়ি- জোছনার ফাঁদে।

ধর্মের ভাগ আর রাজনীতি ভেদ
কেউ হেথা খুঁজতোনা- হিংসের ক্লেদ,
রুপবান বেহুলারা বনবাস ছেড়ে
ঘর বেঁধেছিল হেথা, এইগ্রাম- তীরে।

প্রকৃতিও মিশে ছিল, মানুষের মত
আম জাম জামরুল- গাছ ছিল যত,
রাম জন রহিমেরা সেথা ভাই ভাই
একসাথে মন্দিরে- ঈদগাহে যাই।

মুক্তির সংগ্রামে গ্রামবাসী মিলে
আশ্রয় নিয়েছিল, মায়ের আঁচলে,
গড়েছিল প্রতিরোধ, কাঁধে কাঁধ একতা
শত্রুরা পরাভূত –উড়েছিল পতাকা।

আমাদের গ্রাম আজি, মস্ত শহর...
এক ছাদ তলে থেকে- সকলেই পর,
পাড়ার বিপদে কারো, কেউ ছুটে না
শান্তিরা গৃহত্যাগী- সুখ জুটে না।

আমাদের ছেলেরা সে গ্রাম দেখেনি
মিলেমিশে থাকা কি-তা, তারা শিখেনি,
আমলীগ বিম্পি দুই দলে ভাগ,
ক্ষমতার মোহে ছুটে, ভুলে সব ত্যাগ।

এখানে রমণীগুলো নদীর বদলে
জীবনের স্বাদ খুঁজে- শাওয়ারের জলে,
যমুনার বুক চীরে ব্যস্ত সড়ক
যন্ত্রের দাপাদাপি- অচেনা নরক।

সবক’টা জনালা কেউ খোলে না
ওরা এসেছিলো কি তা, কেউ জানে না।
সে খবর বেচাকেনা পণ্যের দর
চেতনায় হাওয়া পায়- শাসনের বর।

সালাম আর রফিকের আত্মার দান
লাখো কোটি স্রোত ধারা- রক্তের বান,
সেই সুর প্রেরণায়, আর বাজে না-
সেই গ্রামে স্বপ্নটা, আর সাঁজে না।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৭

প্রথমকথা বলেছেন: সত্যি সুন্দর ছন্দময় কবিতা
ভাল লাগল ,,

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৯

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জিবিত হলাম, শুভকামনা অশেষ প্রিয় সুহৃদ প্রথমকথা ...

২| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:০০

কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব সুন্দর ছন্দের খেলা বেশ লাগলো

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২১

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর অনেক শুভাশিস সুপ্রিয় কালপুরুষ কালপুরুষ ...

৩| ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৯

সুমন কর বলেছেন: ছন্দময় দারুণ হয়েছে। +।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২২

কিরমানী লিটন বলেছেন: অফুরন্ত ভালোবাসা জানবেন সুপ্রিয় দাদাভাই সুমন কর, নিরন্তর শুভকামনা ...

৪| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ইকরাম উল হক বলেছেন:



আমাদের ছেলেরা সে গ্রাম দেখেনি
মিলেমিশে থাকা কি-তা, তারা শিখেনি,
আমলীগ বিম্পি দুই দলে ভাগ,
ক্ষমতার মোহে ছুটে, ভুলে সব ত্যাগ।

ভালো লিখছেন

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর অফুরান ভালোবাসা প্রিয় ইকরাম উল হক ভাইয়াকে ...

৫| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ++++

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫

কিরমানী লিটন বলেছেন: নিরন্তর শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা জানবেন সুহৃদ প্রিয় শাহরিয়ার কবীর ভাইয়া ...

৬| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৯

তামান্না তাবাসসুম বলেছেন: কবিতায় ভাললাগা।

শুভকামনা কবি।

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞ হলাম কবিতায়- আপনার আন্তরিক মন্তব্য পেয়ে। এভাবেই পাশে থাকা কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় তামান্না তাবাসসুম, সতত শুভকামনা ...

৭| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,




ছন্দময়তার আড়ালে গভীর মর্মবেদনার ছবি ।

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯

কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক ভালোবাসার মতামত পেয়ে,আমার কবিতার প্রতিটি উপমা আন্দোলিত হলো উদ্দীপ্ত অনুপ্রেরণায়, অনেক কৃতজ্ঞতা আর নিরন্তর ভালোবাসা জানবেন প্রিয় আহমেদ জী এস ভাই,

সতত শুভাশিস ...

৮| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪

জুন বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনাকে আর আপনার কবিতাকে দেখে ভীষন ভালোলাগলো কিরমানী লিটন।
+

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৫

কিরমানী লিটন বলেছেন: ব্যক্তিগত ব্যস্ততার নির্মম বাস্তবতা আমাকে দূরে সরিয়ে রেখেছিল প্রিয় সামুর আঙিনা থেকে, চেষ্টা করছি নিয়মিত হতে, নিরন্তর ভালোবাসা আর অজস্র শুভকামনা প্রিয় জুন আপু'নির জন্য ...
কৃতজ্ঞতা অনেক ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.