![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জীব দুঃখরাও আজকাল জীব হয়ে উঠে
আঙুলের মুদ্রণ এঁকে যায় নীল বর্ণমালা
হৃদয়ের জঠর থেকে উঠে আসা রক্তের লাল,
ইচ্ছের কপালে রঙধনু টিপ …
কোথায় ফুরালে- স্নিগ্ধ সে সুখ-
অগ্রাহায়ন শীত- ঠোঁটের উত্তাপ
স্বপ্নের চোখ পুড়া- ঈর্ষার পাপ?
খাঁখাঁ আকাশ- দেখা নেই প্রতারক জোসনার,
দুঃস্বপ্নের হালখাতা, সাঁজে- নিয়তির ঘর
সুবর্ণখালীর চৈতন্য দখল শ্যাওলার
বেঁচে থাকা শুধু ফলহীন- পাতাবাহার,
কোথায় পাবো অভিসার
এ বিরান- বাঁচার দুয়ার?
শুকিয়ে যাওয়া স্বপ্নের তলানিতে তখন
ব্যাঙের চিৎকারে- বর্তমান ভাসাই
শ্রাবণ এসেছে এখানে- শুনেছে কি-তা,
মনের ঝিল অথবা ঝিনাই… ?
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৪
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা, আপনার পাঠ আর মননের মতামত পেয়ে সত্যিই মুগ্ধ হলাম।
ধন্যবাদ আর শুভকামনা প্রিয় ডি মুন ভাইয়াকে...
২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৯
সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার কবিতা কবি! শেষ চার লাইন অসাধারণ!
শুভ কামনা রইলো!
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১
কিরমানী লিটন বলেছেন: আপনার অকৃত্রিম মতামতে- অনেক অনেক উৎসাহে মন ভরে গেলো- কানায় কানায়। অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালবাসায় শুভকামনা আপনার জন্য প্রিয় সাহসী সন্তান ভাইয়া...
৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৯
ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে কবিতার কথাগুলি। চমৎকার কবিতা।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪
কিরমানী লিটন বলেছেন: নিরন্তর শুভকামনা আর অশেষ কৃতজ্ঞতা প্রিয় আপুমনি ফেরদৌসা রুহীকে ...
৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
দুঃখ চিরটা কালই সজীব । খাঁখাঁ আকাশে জোসনার দেখা না মিললেও দুঃখ সেখানে মেঘবৃষ্টি হয়ে বসত গাড়ে । তাই শ্রাবণের দেখা মেলে ।
একটি দু'টি ত্রুটি রয়ে গেলেও কবিতার ঝিলে ঢেউ খেলে গেলো ।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০০
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার মননশীল আন্তরিক মতামতে, অনন্ত ভালোবাসা আর শুভাশিস জানবেন প্রিয় আহমেদ জী এস ভাই, পাশেই চাই- এভাবেই...
৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার কবিতা।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০২
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোবাসা প্রিয় রাজপুত্র'র জন্য, অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ শুভকামনা নিরন্তর ...
৬| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১০
শাহরিয়ার কবীর বলেছেন: বেঁচে থাকা শুধু ফলহীন- পাতাবাহার,
কোথায় পাবো অভিসার
এ বিরান- বাঁচার দুয়ার?
ভাল হয়েছে।
++++++
২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫২
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবে প্রিয় শাহরিয়ার কবীর ভাই, অশেষ শুভকামনা...
৭| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪২
অগ্নি সারথি বলেছেন: খাঁখাঁ আকাশ- দেখা নেই প্রতারক জোসনার,
দুঃস্বপ্নের হালখাতা, সাঁজে- নিয়তির ঘর
সুবর্ণখালীর চৈতন্য দখল শ্যাওলার
বেঁচে থাকা শুধু ফলহীন- পাতাবাহার,
কোথায় পাবো অভিসার
এ বিরান- বাঁচার দুয়ার? - চমৎকার।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৫
কিরমানী লিটন বলেছেন: বিনম্র অভিবাদন প্রিয় অগ্নি সারথি ভাইয়া, ভালোবাসা নিরন্তর...
৮| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৭
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর অশেষ ধন্যবাদ প্রিয় সুমন কর দাদাভাই, নান্দনিক ভালোবাসা জানবেন ...
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৩
ডি মুন বলেছেন: বেঁচে থাকা শুধু ফলহীন- পাতাবাহার,
---- বাহ, চমৎকার বলেছেন তো। খুব ভালো লাগল।
শুভেচ্ছা কবিকে।