নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

তুমিই রাজা অন্য স্রোতে, কুকুর স্বভাব- বন্য ...

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৯




এক.
বাবার পাছায় বসিয়ে কামড়
পরখ করো- শক্তি,
ঘেউয়ের জোরে আদায় করো
নিজের প্রতি ভক্তি।

তোমার তেমন কুকুর স্বভাব
ভাবো তবু- শ্রেষ্ঠ,
নলের জোরে দমিয়ে রাখো
জ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ।

ইচ্ছে মতো দাপিয়ে বেড়ায়
তাড়িয়ে খেদায়- ভিন্নমত,
তুমিও তেমন বেপরোয়া
আগলে রাখো- সকল পথ।

তোমার পালে পৌষের দোলা
বিশ্ব মোড়ল সঙ্গী,
রক্ত শাওন প্লাবন ডেকে
দেশকে সাঁজাও জঙ্গি... ।

দুই।
একই মায়ের জঠর ছিল
একই পিতার বীর্য,
একই রঙের স্বপ্ন সবার
শোকেও ছিল ধৈর্য।

একই স্তনের দুধ খেয়েছি
একই প্রসব কষ্ট,
একই আকাশ মায়ার ভোরে
স্বপ্ন করে- ভূমিষ্ঠ।

একই পিতার রক্ত বহি
হৃদয় সবার অভিন্ন,
তুমিই রাজা অন্য স্রোতে,
কুকুর স্বভাব- বন্য ...

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১

কামরুন নাহার বীথি বলেছেন: মনুষ্য চরিত্রের বাস্তবতা তুলে এনেছেন।
অনেক ধন্যবাদ!!!

২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: কঠিন বাস্তবতা !!

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

ভ্রমরের ডানা বলেছেন: দুরন্ত প্রকাশ!


বল বীর, চির উন্নত মম শীর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.